নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে ২০১৪ এর অর্ধেক টা পার হয়ে গেল ! এই সময়ে সামুতে কত কিছুই না হয়ে গেল !
ভেবেছিলাম সামুর স্টিকি পোস্ট গুলো নিয়ে বছরের শেষে একটা পোস্ট দিবো কিন্তু অর্ধেক বছর পার হওয়ার পরপরই দেখতে পেলাম চমৎকার সব স্টিকি পোস্ট জমে গেছে । বছর শেষে এগুলরো সংখ্যা কত হবে কে জানে ! তাই যত গুলো জমে গেছে সেগুলো নিয়েই একটা পোস্ট দিয়ে ফেলি ! বছর শেষে নতুন করে আবার দেওয়া যাবে বাকি গুলো নিয়ে । তবে একটা কথা না বললেই নয় যে এবার সামু কর্তৃপক্ষ কিছু চমৎকার পোস্ট স্টিকি করেছিল ! আসুন দেখে নেয়া যাক !
বছরের প্রথমেই আমরা দেখতে পাই স্টিকি পোস্টে ছিল কাল্পনিক ভালবাসার পোস্ট ! ইমন জুবায়ের কে নিয়ে স্মৃতি বিজারিত পোস্ট টি
প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
এর পরেই ব্লগার মাগুরের একটি ছবি পোস্ট । নীলফামারীর ধোবাডাঙ্গায় ব্লগাদের উদ্দ্যোগে শীতবত্র বিতরনের একটা পোস্ট
নীলফামারীর ধোবাডাঙ্গা থেকে বলছি
একজন মা , একজন চিকিৎসক , একজন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসার আহবানে ব্লগার সাবরিনা সিরাজী তিতিরের একটা পোস্ট দীর্ঘ্যদিন স্টিকি হয়ে থাকে ! আনন্দের বিষয় হল সেটি সফল হয় !
এড়িয়ে যাবেন না !প্লিজ ! একজন মা , একজন চিকিৎসক , একজন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন ! প্লিজ !
একুশের বই মেলায় ব্লগারদের প্রকাশিত বই নিয়ে ব্লগার আরজুপনির পোস্ট ছিল সামুর স্টিকি পোস্টের অন্যতম একটি
অমর একুশে গ্রন্থমেলা ২০১৪'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই
সাগর-রুনি হত্যার ৭৩২ তম দিন নিয়ে কিছু কথা নিয়ে ব্লগার জানার পোস্ট স্টিকি হয়
সাগর-রুনি হত্যার ৭৩২ তম দিন আজ। প্রশাসনিক অক্ষমতায় উদ্বিগ্ন আমরা!
২০১৪ ডয়চে ভেলে: ‘দ্য বব্স’ প্রতিযোগিতা নিয়ে নোটির্শবোর্ডের স্টিকি পোস্ট
০৫ ফেব্রয়ারি, ২০১৪ ডয়চে ভেলে: বাংলাসহ ১৪টি ভাষায় ‘দ্য বব্স’ প্রতিযোগিতা শুরু
এর পর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ব্লগার মনিরা সুলতানার পোস্ট স্টিকি হয়
পুনরায় প্রকাশিত : মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা
মাহমুদা সোনিয়ার আরেকটি পোস্ট ভাষা দিবস উপলক্ষে
মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার নিয়ে ব্লগার কৌশিকের পোস্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলসমূহ কারা দখল করে রেখেছে? কি তাদের পরিচয়? প্রশাসনের টনক নড়বে কবে?
ব্লগার বিবাগী বাউলের একটি গুরুত্বপূর্ন পোস্ট টিও সামু স্টিকি পোস্টের শোভা বৃদ্ধি করে !
বহুজাতিক কোম্পানির সঙ্গে জিএম শস্য নিয়ে সম্পাদিত চুক্তি বাতিল করুন
ব্লগার নিশাত তাসনিমের ৭ই মার্চ নিয়ে একটি গুরুত্বপূর্ন পোস্ট
মার্চ মাস আমাদের ইতিহাসে অগ্নি ঝরা মার্চ হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং আমরণ থাকবে।ঐতিহাসিক ৭ই মার্চ কাল।
তারপরই নারী দিবস উপলক্ষ্যে ব্লগার স্বপ্নবাজ অভির পোস্ট
আন্তর্জাতিক নারী দিবসঃ প্রত্যাশা ,প্রাপ্তি
২৫শে মার্চ নিয়ে কাভা ভাইয়ের আরেকটি চমৎকার পোস্ট
পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।
গোবিন্দ হালদারকে নিয়ে ব্লগার কবির আহমদের পোস্ট
গোবিন্দ হালদারের দায়িত্ব নাও বাংলাদেশ
ব্লগার ত্রিশোনকুর এই পোস্ট আমার মতে সামুর এবছের গুরুত্বপূর্ন পোস্ট গুলোর ভিতর অন্যতম ছিল
অশ্লীল ভাষা যখন সপ্রতিভতা।
রানা প্লজার একবছর উপলক্ষ্যে ব্লগার দিনমজুরের পোস্ট
রানাপ্লাজা: শ্রেণী যুদ্ধের যে বধ্যভূমির কথা ভুলে থাকাই আরামদায়ক
ব্লগার মোস্তফা কামাল পলাশর অন্যতম গুরুত্বপূর্ন পোস্ট
Water Resource Management/Engineering
খাদ্যে বিষাক্ত রাসায়নিক প্রসঙ্গে ব্লগার না পারভীনের গুরুত্বপূর্ন পোস্ট
মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি - প্রসঙ্গ -খাদ্যে বিষাক্ত রাসায়নিক
কেবল ক্রিম মাখলেই যে ফর্সা হওয়া যায় না ব্লগার কোবিতের এই পোস্ট না পড়লে হয়তো জানতামই না !
ফেয়ারনেস ক্রিমের ছোঁয়ার সুন্দরী পরী হতে চাওয়া মেয়েটি কী জানে ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?
ব্লগার ইছামতির তী্রের একটি অন্যরকম এবং চমৎকার পোস্ট !
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বিখ্যাত ছোটগল্প রচনার পেছনের কাহিনী।
বাংলাব্রেইলের সাফল্য নিয়ে নোটিশবোর্ডের পোস্ট
‘দ্য বব্স’ জুরি অ্যাওয়ার্ড জয় করলো বাংলাব্রেইল প্রকল্প
ব্লগার বিদ্রোহী ভৃগুর মা নিয়ে পোস্ট সংকল টি
মা, তুমি অন্তহীন শ্রদ্ধা সম্মান আর চিরভক্তির স্থানে ছিলে, আছো, থেকো অনন্তকাল- মা সংকলন-২০১৪
সামহোয়্যারের অন্যতম সেরা পোস্টের একটি মাহবুব ভাইয়ের এই পোস্টটি সামু কর্তপক্ষ স্টিকি করে রাখে বেশ কয়েকদিন
পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন যা আপনাকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছে
ব্লগার অপ্রতীয়মানের আরেকটি গুরুত্বপূর্ন পোস্ট
আপত্তিকর WordPress/Blogspot ব্লগ রিপোর্ট করার সচিত্র পদ্ধতি
ব্লগার মুরাদ-ইচছামানুষের শিশুকামী - শিশুধর্ষন বিষয়ক একটি গুরুত্বপূর্ন পোস্ট
শিশুকামী - শিশুধর্ষন- কীভাবে চিনবেন একজন শিশুকামীকে - ইত্যাদি বিষয় নিয়ে দীর্ঘ পোস্ট
কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবিকে নিয়ে পোস্ট ব্লগার বোকা মানুষ বলতে চায় এর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি-বিজড়িত কাজীর শিমলা ভ্রমণ
বিশ্বকাপ উপলক্ষ্যে সামুর ব্যানার ডিজাইন আহবানে নোটিশবোর্ডের পোস্ট
বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর ব্যানার ডিজাইনে ব্লগার বন্ধুদের অংশগ্রহণের আমন্ত্রণ
ব্লগার বোকা মানুষ বলতে চায়ের আরেকটি চমৎকার পোস্ট বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ নিয়ে
বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!!
রাজাকার নিজামীকে নিয়ে ব্লগার নাঈমের পোস্ট !
শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা (মতিউর রহমান নিজামী)
-----------------------
এবার দেখা যাক গত অর্ধ বছর ধরে সামনুতে গুরুতপূর্ন পোস্ট গুলোর সংকলন
নিশাত তাসনিম
দেখুন মার্চ মাসে সামুর ব্লগাররা কেমন ব্লগিং করেছেন?
ব্লগার সুমনকর
ফিরে দেখা: জানুয়ারি ২০১৪। একটি সংকলন পোস্ট।
ফিরে দেখা: ফেব্রুয়ারি ২০১৪। একটি সংকলন পোস্ট।
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
ফেব্রুয়ারী রিউইন্ডঃফিরে দেখা মহিমান্বিত ফেব্রুয়ারী ২০১৪~প্রিয় সামহোয়্যার ইনের জমিনে- যা কিছু আলোচিত-নির্বাচিত...
মার্চ রিভিউঃ ফিরে দেখা মার্চ ২০১৪... সামহোয়্যার ইনে যা কিছু আলোচিত-নির্বাচিত...
মামুন রশিদ
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রুয়ারি'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অগ্নিঝরা মার্চ'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বৈশাখী এপ্রিল'১৪
মাহমুদ০০৭
সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ সৌভাগ্যের মে২০১৪
সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ বিশ্বকাপ উম্মাদনার জুন ২০১৪
রিফাত ২০১০
আমার মতে সামহোয়্যারইনে মাস শেষে সেরা যারা। (এপ্রিল ২০১৪)
আমার মতে সামহোয়্যারইনে মাস শেষে সেরা যারা। (মে ২০১৪)
আমার মতে সামহোয়্যার ইনে মাস শেষে সেরা যারা- মে-২০১৪
আমার মতে সামহোয়্যার ইনের মাস শেষে সেরা যারা - জুন-২০১৪
স্বপ্নবাজ অভি
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারী -২০১৪
একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ -২০১৪
শামস৭১
সংকলন পোস্টঃ ফেব্রুয়ারি ২০১৪তে সামহোয়্যার ইন এর নির্বাচিত সকল গল্প এবং কবিতা
প্রবাসী পাঠক
সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন
স্বপ্নবাজ (অতি ক্ষুদ্র একজন)
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মে ২০১৪
আপাতত এই আবার হয়তো বছর শেষে আরেকটা পোস্ট নিয়ে হাজির হব !
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৮
অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ পরিবেশ বন্ধু !
২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই সংকলন জিনিসটা যারা করে তাদের অনেক ধৈর্য!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: আমার মতেই এতো ধর্য্য নেই ।
৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩২
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । ভালোলাগা দিলাম অপু ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
৪| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫০
আরজু পনি বলেছেন:
বাহ্ অর্ধবার্ষিক পরীক্ষা তো বেশ ভালো হয়েছে।
শুভেচ্ছা রইল, অপু।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
৫| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: পোস্টে তৃতীয় ভালো লাগা।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
রিফাত ২০১০ বলেছেন: এটি একটি চুরি করা করা পোস্ট । ২০১৪ সালের স্টিকি পোস্ট গুলো সংকলন করছিলেন ব্লগার নিশাত তাসনিম। তিনি ব্লগে অনুপস্থিত থাকার কারণে নিয়মিত আপডেট দিতে পারেন নি । কিন্তু তাই বলে আপনি তার আইডিয়া চুরি করতে পারেন না ।
যদি তিনি তার এই পোস্টে ২০১৪ সালের একটি স্টিকি পোস্ট ও সংকলন না করতেন তাহলে আমি এই মন্তব্য করতাম না ।
যেহেতু উক্ত ব্লগার শুরু করেছিলেন সেহেতু আপনি বছরের মাঝখানে তার পোস্টের রেফারেন্স ছাড়া এরকম পোস্ট দিতে পারেননা ।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি । এই কপি পেস্ট পোস্টটি সরিয়ে দেওয়ার জন্য।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্য পড়ে খানিকক্ষন হাসলাম ! আসলেই ভাই এতো বিশ্লেষনী বুদ্ধি নিয়ে আপনি রাতে কিভাবে ঘুমান ?
তার মানে হচ্ছে উক্ত ব্লগার যদি সামু ছেড়ে চলে যায় তাহলে আর কেউ এই পোস্ট দিতে পারবে না ?
সামুতে প্রতিমাসে দুতিন জন গল্প সংকলন করে । তার মানে কি ওরা সবাই কপি পেষ্ট করে ?
আমাকে কেন তার পোস্টের রেফারেন্স দিতে হবে শুনি ? কেন ?
আর আপনি যে বলতেছেন ২০১৪ সাল ! একটু ভাল করে চোখ মেলে দেখেন তো তার পোস্টের সংকলন গুলো হল ২০১৩ সালের !
তিনি ২০১৩ সালের স্টিকি পোস্টের সংকলন করেছেন আমি এই বছরের শুরু থেকে এই ছয় মাসের পোস্ট গুলো এক সাথে এনেছি, কোন লজিকে আমাকে তার পোস্টের রেফারেন্স দিতে হবে শুনি ?
চোখ থাকলে আরেকটু ভাল করে দেখে এখানে কেবল স্টিকি পোস্ট ছাড়াও আরও কিছু পোস্ট আছে !
ভাল করে দেখেন প্লিজ !
আর কপি পেস্টের মানে কি আপনি বুঝেন ? মনে হয় না বুঝেন ! বুঝলে এই কমেন্ট করতেন না ।
সুস্থ হোন ! অযাচিত আক্রমন থেকে বিরত থাকুন !
৭| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৫
রাতুল_শাহ বলেছেন: অর্ধ বছর ঘুরে আসি, টাইম মেশিনে না হলেও টাইম পোষ্ট তো পাইলাম,
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:২৪
অপু তানভীর বলেছেন: আসুন ঘুরে ! কিছু খুজে পান নাকি দেখেন !
৮| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: স্টিকি পোস্টের সংকলন প্রথম করেছিলেন ফিফা । তারপর তন্ময় ফেরদৌস সহ আরো অনেকে এটা নিয়ে কাজ করেছেন । স্টিকি পোস্ট নিয়ে কে পোস্ট দেবে বা দিবে না, এ ব্যাপারে সামু কর্তৃপক্ষের কোন নিয়ম দেয়া নেই । যার ইচ্ছে সে দিবে, কিছু বলার থাকলে কর্তৃপক্ষ বলুক ।
কিন্তু তিন বছরের পুরোনো অপু তানভীর একজন স্বনামধন্য ব্লগার এবং গল্পকার । ৬ নাম্বার মন্তব্যে তাকে যে হীন উপায়ে আক্রমন করা হয়েছে তা অত্যন্ত নেক্বারজনক, এবং অসম্মানজনক । ঐ মন্তব্য রিপোর্ট করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
অপু তানভীরের মত ভালো এবং ঝুটঝামেলাহীন ব্লগারের উপর এই আক্রমনের প্রতিকার । কর্তৃপক্ষ এর সুষ্ঠ প্রতিকার না করলে ভবিষ্যতে ভালো ব্লগাররা ব্লগিংয়ে আরো নিরুৎসাহী হয়ে যাবে । তাই কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩০
অপু তানভীর বলেছেন: সেই হিসাবে তো মামুন ভাই ব্লগের সকল গল্প সংকলন, কবিতা সংকলনও কাট কপি পেস্ট মধ্যে পড়ে !
তাহলে বড় মুশকিল হয়ে যাবে । সবাই তো ব্যান খেয়ে যাবে !
আমি ভদ্রলোকের মন্তব্য পড়ে খানিকটা সময় কেবল হাসলাম ! সত্যি বলতেছি রাগ করি নি । কেবল হেসেছি !
৯| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪২
আকিব আরিয়ান বলেছেন: ভালো হইছে কাজটা, বছর শেষে এসে একবারে সব পড়ে ফেলবো
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩১
অপু তানভীর বলেছেন: বছর শেষে কেন ? অর্ধেক বছরেই একবার পড়ে ফেলেন
১০| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
১১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৫
রিফাত ২০১০ বলেছেন: মামুন রশিদ@ আপনার সমস্যা কী ? আপনি কেন এখানে অপু তানভীরের হয়ে মন্তব্য করছেন ? মাথায় ঘিলু আছে আপনার ? যদি আমার মন্তব্যে কোন সমস্যা থাকে তা লেখক জবাব দিক । আপনি কেন এখানে বা হাত ঢুকালেন ?
১০০ জনে স্টিকি পোস্ট সংকলন করুক তাতে সমস্যা নেই । ২০১৪ সালের স্টিকি পোস্ট গুলোর সংকলন শুরু করেনলএকজন । তার পোস্টের রেফারেন্স ছাড়া অন্য কেউ স্টিক পোস্ট সংকলন করলে সেটা চুরি ।
সিন্ডিকেট ব্লগিং কি করে করতে হয় তা আমি মানুষকে শিখই । আপনি সামুর মডু হওয়ার কারণে এখানে এখানে এডভান্টেজ নেওয়ার চেষ্ট হীন চেষ্টা করছেন নাকি ?
লেখা বা আইডিয়া চুরি করা একটি জঘন্য অপরাধ ।
আশা করছি কর্তৃপক্ষ আমার অভিযোগের সত্যতা যাছাই করবেন ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩৯
অপু তানভীর বলেছেন: অযাচিত মন্তব্য দেখে কেউ কি মন্তব্য করতে পারে না ?
কিন্তু ভাইজান আপনি প্লিজ আপনার চোখের ডাক্টার দেখান ! ২০১৪ সালের স্টিকি পোস্টের যে কথা টা বলছেন ওটা আসলে ২০১৩ সালে যে পোস্ট গুলো স্টিকি হয়েছিল সেগুলোর সংকলন ! একটু চশমার পাওয়ার বাড়িয়ে দেখেন প্লিজ !
আর আমার টা ২০১৩ না ২০১৪ সালে যে পোস্ট গুলো স্টিকি হয়েছে সেগুলোর সংকলন !
আর আপনার কথার ধরেই বলি, কেউ যদি অন্য একজনের পক্ষে মন্তব্য করে তাহলে সে সিন্ডিকেট ব্লগিং করে ?
বাহ ! সত্যি আপনার বুদ্ধিমত্তার প্রসংশা না করে আমি পারতেছি না !
সুস্থ হোন ! ভাল থাকুন !
১২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫১
মামুন রশিদ বলেছেন: আমি কোন ছাগলের নাম মুখে নিই নাই, ছাগল হুদাই লাফায় ক্যান?
এই পোস্টের ৬ নাম্বার মন্তব্য দলে দলে রিপোর্ট করার আহবান জানাই ।
ইরাম একটা ছাগলের জন্য কয়টা রিপোর্ট !!!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪১
অপু তানভীর বলেছেন: ঐ যে বললাম মমুন ভাই, মানুষের বিশ্লেষনী ক্ষমতা দেখে বিশ্মিত না হয়ে পারি না !
আপনার আহবানে সাড়া দিলাম
১৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অপু ভাই চমৎকার একটি কাজ করেছেন। এই কষ্ট সাধ্য পোস্টের জন্য টুপি খোলা সালাম রইল। আপনার ব্লগের প্রতি এমন ডেডিকেশন, আপনার প্রতি শ্রদ্ধা আরও বহুগুন বাড়িয়ে দিল। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
@রিফাত ২০১০
ভাই কেমন আছেন ? আপনার মত একজন ডেডিকেটেড ও দায়িত্ববান প্রতিশ্রুতিশীল ব্লগারের কাছে এমন মন্তব্য শোভনীয় নয়। আপনি যে আইডিয়া চুরির কথা বলছেন সেই ধারা অনুযায়ী নিশাত ভাইয়ের পোস্টটিও তাহলে চুরির পর্যায় পরে। কারণ সর্বপ্রথম এই ধরনের পোস্ট দেন ফিফা তারপর দেন তন্ময় ফেরদোউস ভাই কিন্তু নিশাত ভাই তার পোস্টে সে কথা উল্ল্যেখ করেন নি। এতে দোষের কিছু করেন নি যেমন নিশাত ভাই তেমনি দোষের কিছু করেন নি অপু ভাইও।
সংকলন পোস্ট যে কেউ করতে পারে এবং করছেও তাই। যেমন ধরেন পুরো সামু নিয়ে সংকলন পোস্ট আমি করেছি তারপর করেছেন অস্পিসিয়াস প্রেইস তারপর প্রবাসী পাঠক ভাই করেছেন। এতে কি দোষের কিছু হয়ে গেল ? মোটেও নয়। ঠিক একই ভাবে সংকলন করেছেন আরজুপনি আপু, আরমান, অভি, মামুন ভাই, সুমন ভাই, কুনোব্যাঙ ভাই, তানিম ভাই, ব্রিগেড ভাই, ফারজুল ভাই, আমি তুমি আমরা ভাই, অনুজীব ভাই সহ আরও অনেকেই। এখন কি বলবেন ইনারা সবাই চুরি করেছে ? মোটেই নয়।
সরাসরি কপি পেস্ট পোস্ট চুরি হতে পারে কিন্তু একই বিষয় নিয়ে অনেকেই তার নিজস্ব আঙ্গিকে পোস্ট দিলে তাকে চুরি বলেনা।
তাই আপনার কাছে অনুরোধ করছি আপনার এই মন্তব্যটি খুব হাস্যরসের সৃষ্টি করছে বিধায় বোঝার চেস্টা করবেন।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৬
অপু তানভীর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ !
তবে টুপি খুলে ধন্যবাদ জানানোর মত এতো ডেডিকেটেশন আমি দেখাই নাই কিন্তু !
১৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৪
আবু শাকিল বলেছেন: আপনার সামু গবেষণা ভালই এগিয়ে নিচ্ছেন।
শুভ কামনা অপু ভাই ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৭
অপু তানভীর বলেছেন: আমি তো সামুর পাবলিক ! সামু নিয়ে গবেষনা তো চলবেই
ধন্যবাদ
১৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বছরের মাঝ স্মৃতিচারণ মন্দ হয়নি ।
আর
কপি পেষ্ট এর সংজ্ঞা আবার নতুন করে শিখতে হবে মনে হচ্ছে !
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৮
অপু তানভীর বলেছেন: হুম ! আসলেই মন্দ না !
আমার মনে হচ্ছে কপি পেস্টের নতুন সংজ্ঞা শিখলাম !
১৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১৮
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: হায় ! আজ সংকলন নিয়েও ক্যাচাল দেখতে হলো । মানুন আর রিফাত এর মন্তব্য আপত্তিজনক । রমজান মাসের মতো পবিত্র মাসেও দেখি এরা ক্যাচাল করে।
ছিঃ ।
সংকলনকারীদের মধ্যে ক্যাচাল এই প্রথম দেখলাম।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন: আমি পোস্ট দেওয়ার সময় এই কথা ভাবিই নাই যে এই পোস্টেও এমন কিছু হতে পারে ! আসলেই অবা হয়েছি !
১৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:২০
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: নাইস পোস্ট অপু ভাই । পোস্টে ভাল লাগা জানাতে পারিনা ক্যান ?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
অনেক ধন্যবাদ
১৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪২
বলো জয় বাংলা বলেছেন: আবাল সিন্ডিকেট বাজে ব্লগ ভরে গেছে । সামু অধঃপতনের জন্য এসব আবালই যথেষ্ট ।
তন্ময় ভাই যখন স্টিকি পোস্ট এর সঙ্কলন পোস্ট দিয়েছেন তখন পোস্টটি ফিফাকে ডেডিকেট করেছিলেন। রিফাত ২০১০ এর দেওয়া লিঙ্কে গিয়ে দেখলাম ২০১৩ সালের স্টিকি পোস্ট সংকলনে নিশাত তাসনিম ব্লগার তন্ময় ফেরদৌসকে ধন্যবাদ দিয়ে স্মরণ করেছেন । রিফাতের অভিযোগ অনুযায়ী ২০১৪ সালের স্টিকি পোস্ট গুলো নিশাত তাসনিম সংকলন করা শুরু করেছিলেন ।
তাই অপু তানভীরের পোস্টে উল্লেখ থাকা উচিৎ ছিল ব্লগার নিশাত তাসনিম ও চলতি বছরের পোস্ট গুলো স্টিকি করা শুরু করেন।
যখন কোন ব্লগার গল্প সংকলন করেন তখন খুব সম্মানের সাথে আগেও যারা গল্প সংকলন করেছেন তাদের স্মরণ করেন।
অপুর আগে নিশাত রানিং ইয়ারের স্টিকি পোস্ট গুলো সংকলন করেছেন । তাই অপু যদি তার পোস্টে লিখে দিতেন এই বছরের স্টিকি পোস্ট গুলো সর্বপ্রথম নিশাত তাসনিম শুরু করেছেন তাহলে কোন ভেজাল হতোনা।
তবে রিফাত যে ভাষায় কথা বলেছে তা অন্তত তার কাছে কাম্য নয় । মামুন ভাই এর মতো ব্লগার রিফাতের সাথে ক্যাচাল করাটাও ও আক্রমানত্নক মন্তব্য করাটাও দৃষ্টিকটু।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫৫
অপু তানভীর বলেছেন: ভদ্রলোক যদি বলতেন যে আমার পোস্টে তাদের একটা রেফারেন্স থাকা উচিৎ তাহলে আমি খুশি খুশি মনে সেই রেফারেন্স যুক্ত করে দিতাম !
কোন সমস্যার সৃষ্টর হত না কোন ভাবেই । কিন্তু আপনি নিশ্চই দেখেছেন তার ভাষা কি রকম ছিল ?
তার উপর এটা কিন্তু কেবল স্টিকি পোষ্টের সংকল নয় একটু ভাল করে লক্ষ করলেই দেখতে পাবেন । তার ঢালাও ভাবে মন্তব্য করাটা যুক্তিযুক্ত নয় কোন ভাবেই ।
১৯| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালো পোস্ট, পরিশ্রমী।
মামুন ভাই ও কাণ্ডারি ভাই @
ছেলেটা শিশু। নিজগুণে ক্ষমা করে দিন। পর্যাপ্ত ম্যাচিউরিটি অর্জনের পর নিজের এসব কমেন্ট ও আচরণ দেখে নিজেই খুব লজ্জা পাবেন। তাঁর একটি পোস্টে কমেন্ট করে উত্তর যা পেয়েছিলাম, তাতে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম। তিনি নিজের অবস্থান সম্পর্কে সচেতন নন, অপরের অবস্থান সম্পর্কেও তাঁর জ্ঞান নেই।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫৬
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো
২০| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে এটা স্বীকার করি, আগের কোনো ব্লগারের কথা স্মরণ করা যেতো এভাবে যে, আগেও কেউ কেউ এ ধরনের পোস্ট করেছিলেন।
অপু তানভীর@
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:০০
অপু তানভীর বলেছেন: অবশ্যই যেত ! আমি নিজেও সেটা স্বীকার করি । কিন্তু আগের কোন ব্লগারকে স্বরন করাটা কি বাধ্যতামূলক ? কেবল এই কারনেই কি এই পোস্টাকে চুরি পোস্ট বলে আখ্যায়িত দেওয়া যায় ?
সংকলন পোস্টে এমন কোন বাধ্যবাধকতা আছে কি না আমার জানা নেই ।
ভদ্রলোক যদি শুরুতে বলতে যে স্বরন করা আমার উচিৎ ছিল তাহলে মন্তব্য চোখে পড়া মাত্র আমি খুশি খুশি সেটা যুক্ত করে দিতাম ! কিন্তু উনার ভাষা নিশ্চই আপনি লক্ষ্য করেছেন !
২১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫৪
সুমন কর বলেছেন: চমৎকার ও কষ্টসাধ্য পোস্ট !!
রিফাত ২০১০ হয়তো সংকলনের ব্যাপারটি বুঝতে পারেনি। কিংবা উনার আজ মেজাজটা ভাল নেই, তাই এমন কথা বলছেন। আশা করি, উনি পরে ঠিক বুঝবেন।
শুধুশুধু ক্যাচাল করে লাভ নেই।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:০২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ অনেক ! তবে খুব বেশি পরিশ্রম কিন্ত করি নি !
আপনার প্রতিমাসের সংকলন গুলো আর করেন না কেন শুনি ?
তার ব্যাপার টি আমি নিজেও বুঝতে পারি নি ! ক্যাচাল করতে যাবো কেন শুধু ! তবে কেউ আমার পোস্ট এসে কিছু বলবে আর তাকে ছেড়ে কথা বলবো এমন কোন মানে নেই ।
২২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২০
আহসানের ব্লগ বলেছেন: মামুন ভাইয়া একমত।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:১৭
অপু তানভীর বলেছেন: আমিও একমত !
২৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:১৩
আসিফুর রহমান নাজিব বলেছেন: বলো জয় বাংলার সাথে সহমত । নিশাত প্রথম স্টিকি পোস্ট সংকলন করা শুরু করেছেন । নিশাতের সংকলনের কথা শুরু করা বাধ্যতামূলক না হলেও ভদ্রতা।
আপনি পোস্ট এডিট করেন । আপনার আগে সে শুরু করছে । আপনি একা ক্রেডিট নিতে পারেন না । নিশাত তাসনিমের পোস্ট থেকে কপি করাঃ সে এভাবে পোস্ট শুরু করেছেঃ
খুব সম্ভবত এই পোস্ট টি দিয়েই শুরু হয়ে হয়েছিলো ২০১৩ সালের সামুর স্টিকি পোস্ট। ব্লগার তন্ময় ফেরদৌস ২০১২ সালের স্টিকি পোস্ট নিয়ে রিভিউ পোস্ট দিয়েছিলেন।স্টিকি হয়ে থাকলে ভালো না হয়ে থাকলে ক্ষমা করবেন।
ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন।
২০১৪ সালে এখন পর্যন্ত স্টিকি পোস্ট গুলোঃ
২০১৩ সালে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে ব্লগারদের দেওয়া বিভিন্ন পোস্ট ও সামুর ভূমিকা নিয়ে ব্লগার কুনোব্যাঙ বছরের শেষ স্টিকি পোস্ট।
বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩ - *কুনোব্যাঙ*
৪ জানুয়ারি ২০১৩। সকাল বেলা সামহোয়্যারইনব্লগ খুলতেই চোখে পড়ল রেজোয়ানা আপুর পোষ্ট, বাংলা ব্লগিং জগতের অন্যতম নক্ষত্র, আমাদের প্রিয় ইমন জুবায়ের ভাই আর আমাদের মাঝে নেই........। প্রচন্ড অবিশ্বাস এবং ব্যথিত মন নিয়ে পোষ্টে ঢুকে দেখি ঘটনা সত্য। বাংলা ব্লগের কিংবদন্তিতুল্য ব্লগার, নগরঋষি ইমন জুবায়ের ভাই আর আমাদের মাঝে নেই। যে মানুষটা প্রচন্ড নিভৃতচারী মননশীল মেধাবী ব্লগার হিসেবে সকলের কাছে ছিলেন অত্যন্ত পছন্দের হঠাৎ সেই মানুষটাই আমাদের সবাইকে গভীর শোকের সাগরে ফেলে চলে গেলেন কোন এক না ফেরার দেশে। মৃত্যূর আগের দিন পর্যন্ত যে মানুষটা ব্লগে দারুনভাবে সরব ছিলেন, সেই মানুষটার এই অকাল প্রয়াণ কেউই সহজে মেনে নিতে পারেন নি।
৪ জানুয়ারি, ২০১৪ নগরঋষি ইমন জুবায়ের ভাই এর মৃত্যু বার্ষিকীতে কাল্পনিক ভালোবাসা এই পোস্টটি ও স্টিকি করা হয় যারা সামুর ২০১৪ সালের ২য় স্টিকি পোস্ট জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন- প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
জয়ন্তী !একজন মেয়ের নাম, একজন মায়ের নাম!একজন দায়িত্ববান ডাক্তারের নাম !প্রাণঘাতী ক্যান্সার যার শরীরে সবসময় জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব!হ্যাঁ... জয়ন্তীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জীবাণু একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে জয়ন্তীকে! কিন্তু জয়ন্তীর স্বামী অসুখের পর থেকে একটা টাকা দিয়েও তাকে সাহায্য করেনি, তার নাকি নিজেরই নিজের চালচুলো ঠিক নেই। এর মধ্যেই জয়ন্তীর অসুখ ধরা পরে। তার স্বামী তাদের সাথে থাকে না চাকুরীর খাতিরে... মাঝে মাঝে এসে মেয়েকে দেখেই চলে যায়... ব্যাস! দায়িত্ব শেষ! এর মাঝে জয়ন্তীর শ্বশুর চাইছেন বাচ্চাটাকে জয়ন্তীর কাছ থেকে কেড়ে নিতে, অজুহাত কেবলই তার অসুস্থতা! স্বামীও সায় দিচ্ছে তাকে।জয়ন্তীর এই অসহায়ত্বে তার পাশে এসে দাঁড়িয়েছে সামু।সাবরিনা সিরাজী তিতির এর জয়ন্তিকে বাঁচানোর জন্য লেখা মানবিক সাহায্যের আবেদন মূলক এই এড়িয়ে যাবেন না !প্লিজ ! একজন মা , একজন চিকিৎসক , একজন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন ! প্লিজ ! পোস্টটি স্টিকি করা হয়।
এতে প্রমানিত হয় নিশাত তাসনিমের পোস্টের রেফারেন্স না দেওয়া মানে আপনি গায়ের জোর খাটাচ্ছেন । কারণ সে প্রথম স্টিকি পোস্ট সংকলন করা শুরু করছে।
ক্লীয়ার ??
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন: যেহেতু আপনি নিজেই বলেছেন তার পোস্টের রেফারেন্স দেওয়াটা বাধ্যতামূলক নয় ভদ্রতা আমি না হয় ভদ্রতা নাই করলাম !
আরেকটা কথা আরও ভাল করে লক্ষ্য করলে মনে হয় ভাল হয় ! নিশাত তাসনিমের সেই সেই পোস্ট টা কেবল স্টিকি পোস্টের সংকলন ! আর এখানে একটু ভাল করেই লক্ষ্য করলে দেখা যাবে কেবল স্টিকি পোস্ট কিন্তু না !
এখানে নিশাত তাসনিমের পোস্টের রেফারেন্স আমাকে কেন দিতে হবে ? কেন ?
এখানে ২৭টা স্টিকি পোস্টের সাথে ১৯ টা অন্যান্য সংকল পোস্টও আছে । আপনারা কেন এটাকে কেবল একটা স্টিকি পোস্টের সাথে তুলনা করছেন একটু বলেন তো ?
গায়ের জোরটা কে খাটাচ্ছে শুনি ?
এবং আরেক টা কথা ! সেটা হল ২০১৪ সালের যে পোস্ট গুলো তার পোস্ট যুক্ত আছে সে গুলো কিন্তু পরে এডিট করে দেওয়া হয়েছে । এটা মাথায় রাখা দরকার ! এখন আমি একটা পোস্ট দিয়ে যদি বছরের পর বছর সেটা এদিক করে পোস্ট যুক্ত করে যাই তাহলে অন্য কেউ আর সেই পোস্ট দিতে পারবে না ?
এক্ষেত্রে কি সে শুরু করেছে বিধায় অন্য কেউ শুরু করতে পারবে না এই যুক্তিটা খাটে ?
একটু ভেবে দেখবেন প্লিজ !
২৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৩৩
আসিফুর রহমান নাজিব বলেছেন: অপু @ ভাইয়া শুনেন ,
আপনার পোস্টের শিরোনাম অর্ধ-বার্ষিক পরিক্রমাঃ সামুতে অর্ধেক বছরের টুকিটাকি
আপনি বর্ষপরিক্রমা লিখছেন। তাতে বছরের সব সংকলন যুক্ত করেছেন। বেশ ভালো কাজ ।
এই বছরের রিভিউ লিখলে নিশাতের ২০১৩ সালের সামহোয়্যার-ইনের স্টিকি পোস্ট সমূহের সংকলন এই পোস্টটি বাধ্যতা মূলক ভাবে আপনার পোস্টে যুক্ত করতে হবে। কারণ নিশাতের পোস্ট এই বছর ফেব্রুয়ারির ১ তারিখে দেওয়া । নিশাতের পোস্টটিও এই বছরের টুকিটাকির একটি অংশ ।
রিভিউ মানে বছরের উল্লেখযোগ্য সবকিছু । তাই ২০১৩ সালের সবগুলো স্টিকি পোস্টের সংকলনকে আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার রিভিউ থেকে বাদ দিতে পারেন না ।
আমি কি অযুক্তিকর কথা বললাম ? প্রশ্ন রইলো ?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৪৭
অপু তানভীর বলেছেন: আপনার কি মনে হয় না যে আমি তার পোস্টে যাই নি ! একটু লক্ষ্য করলেই দেখবেন যে তার ৭ মার্চ নিয়ে পোস্ট টি কিন্তু যুক্ত আছে । আমি নিজেও ভেবেছিলাম তার এই পোস্ট টা যুক্ত করবো কি না ! কিন্তু পোস্ট টা ১ ফেব্রয়ারী দেওয়া হলেও পোস্ট টা মুলত ২০১৩ সালের পোস্ট গুলো নিয়ে দেওয়া ! এমন আরও বেশ কয়েকটা পোস্ট কিন্তু আছে যেগুলো জানুযারী মাসে পোস্ট হলেও আসলে সেগুলো তা আগের বছর গুলো কে নিয়ে ।
এই জন্য কিন্তু পোস্ট টি আমি ঠিক নেওয়ার প্রয়োজন মনে করি নি !
একটু লক্ষ্য করলেই দেখা যাবে এখানে যে পোস্ট গুল সংকলন আছে যা সব গুলোই ২০১৪তে পোস্ট করা এবং ২০১৪ নিয়েই পোস্ট !
আর আমি তার পোস্ট আমি ইচ্ছা কৃতভাবে কেন বাদ দিবো ? আশ্চর্য ? যদি বাদই দিবো তাহলে তাহলে ৭ মার্চের পোস্ট টা আমি কেন যুক্ত করলাম একটু বলেন তো ?
তাহলে জেরিফের সব পোস্ট সংকলন গুলোতো আমি যুক্ত করতাম ! কিন্তু সেগুলো কিন্তু সব ২০১৪তেই পোস্ট করা হয়েছিল কিন্তু ২০১৩ নিয়ে ছিল বিধায় যুক্ত করি নি ?
তাহলে আপনার অভিযোগ অযুক্তিযুক্ত নয় ? আপনার কাছেই আমি প্রশ্ন করলাম ।
আর মুল ক্যাচালের বিষয় কিন্ত এটা নয় ।
২৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:০৭
আসিফুর রহমান নাজিব বলেছেন: আপনি আপনার এই পোস্ট শুরু করেছেন এভাবে ।
দেখতে দেখতে ২০১৪ এর অর্ধেক টা পার হয়ে গেল ! এই সময়ে সামুতে কত কিছুই না হয়ে গেল !
ভেবেছিলাম সামুর স্টিকি পোস্ট গুলো নিয়ে বছরের শেষে একটা পোস্ট দিবো কিন্তু অর্ধেক বছর পার হওয়ার পরপরই দেখতে পেলাম চমৎকার সব স্টিকি পোস্ট জমে গেছে । বছর শেষে এগুলরো সংখ্যা কত হবে কে জানে ! তাই যত গুলো জমে গেছে সেগুলো নিয়েই একটা পোস্ট দিয়ে ফেলি ! বছর শেষে নতুন করে আবার দেওয়া যাবে বাকি গুলো নিয়ে । তবে একটা কথা না বললেই নয় যে এবার সামু কর্তৃপক্ষ কিছু চমৎকার পোস্ট স্টিকি করেছিল ! আসুন দেখে নেয়া যাক !
বছরের প্রথমেই আমরা দেখতে পাই স্টিকি পোস্টে ছিল কাল্পনিক ভালবাসার পোস্ট ! ইমন জুবায়ের কে নিয়ে স্মৃতি বিজারিত পোস্ট টি
প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
এর পরেই ব্লগার মাগুরের একটি ছবি পোস্ট । নীলফামারীর ধোবাডাঙ্গায় ব্লগাদের উদ্দ্যোগে শীতবত্র বিতরনের একটা পোস্ট
নীলফামারীর ধোবাডাঙ্গা থেকে বলছি ।
যদি আপনি স্টিকি পোস্টের রিভিউ লিখেন তবে আপনাকে আপনার আগে যারা এই কাজ করেছেন তাদের কথা পোস্টে উল্লেখ করতে হবে। এটাই নিয়ম । আমাদের সিনিয়ররা যেমন ফিফা , আরজুপনি , তন্ময় উনারা আমাদের তাই শিখিয়েছেন ।
কিন্তু আপনি বলছেন এটা স্টিকি পোস্টের সংকলন নয় । এটি একটি অর্ধবছরের রিভিউ । লিখছেন এক কথা মন্তব্যে বলছেন অন্য কথা।
রিভিউ মানে হলো আপনি যে পোস্ট গুলোর লিঙ্ক দিয়েছেন সেগুলো সম্পর্কে বিশদ আলোচনা করা। আপনি তাও করলেন না ।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে ২০১৩ সালের স্টিকি পোস্ট গুলোর সংকলন কেও আপনি আপনার পোস্টে যুক্ত না করার জন্য যুক্তি দেখাচ্ছেন।
আপনি যদি বলেন এটি একটি সংকলন পোস্ট তবে নিশাতের পোস্টটি অবশ্যই আসতে হবে।
আপনি যদি বলেন এটি স্টিকি পোস্টের সংকলন তবে আপনার আগে যিনি সংকলন শুরু করেছেন তার কথা আপনাকে রেফারেন্স সহ স্মরন করতে হবে।
যদি আপনি বলেন আপনি রিভিউ লিখেছেন তবে ফিফা থেকে শিখে নিবেন রিভিউ পোস্ট কি করে লিখতে হয় । অথবা দূর্যোধনের কয়েকটা মুভি রিভিউ পোস্ট দেখতে পারেন ।
শুধু সংকলন মানেই রিভিউ নয় ।
ভালো থাকুন শুভ রাত্রী । সেহেরির সময় হয়ে এলো ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:২৬
অপু তানভীর বলেছেন: > এটা অবশ্যই কোন রিভিউ পোস্ট না ! রিভিউ পোস্ট লিখতে গেলে সেখানে অনেক আলোচনা আসে । আমি সেটা করি নি । সেটা করতে চাইও নি !
> এটি একটি সংকল পোস্ট, তবে কেবল স্টিকি পোস্টের সংকলনও না । কথাটা এখানে দেখুন এটা কেবল কিন্তু স্টিকি পোস্টের সংকলন না ! সুতরাং আগের কেউ স্টিকি পোস্টের সংকলনকারীর নাম দিতে হবে সেটার কোন মানে নেই ।
>আর নিশাতের পোস্ট নিয়ে আপনি যে যুক্তিটা দেখাচ্ছে, দেখুন আমি প্রথমে কেবল ২০১৪তে সামতে "স্টিকি হওয়া পোস্ট" গুলো এক সাথে করেছি । তারপরে আরও কিছু সংকলন পোস্ট একসাথে করেছি যা কি না ২০১৪ সালের পোস্ট গুলো নিয়ে হয়েছে !!
এখন প্রশ্ন হচ্ছে নিশাতের ২০১৩তে নিয়ে পোস্ট টা কি স্টিকি হয়েছিল ? আমি যতদুর জানি হয় নি ! তাহলে স্টিকি হওয়া পোস্টের বিচারে তার পোস্ট যুক্ত করার কোন মানে নেই !
এবং নিশাতের পোস্ট টা কি ২০১৪র পোস্ট নিয়ে ?
না !
তাহলে কোন যুক্তিতে আপনি এইকথা টা বলেন শুনি ? নিশাতের পোস্ট টা কেবল "স্টিকি হওয়া পোস্ট" নিয়ে কিন্তু তার পোস্ট টা কিন্তু নিজে স্টিকি হওয়া নয় ! এটা ভাল করে লক্ষ্য করুন ।
২৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৪১
আসিফুর রহমান নাজিব বলেছেন: আপনি পোস্টের শিরোনাম দিয়েছেনঃ অর্ধ-বার্ষিক পরিক্রমাঃ সামুতে অর্ধেক বছরের টুকিটাকি
আর মন্তব্যের জবাব দিচ্ছেনঃ লেখক বলেছেন: > এটা অবশ্যই কোন রিভিউ পোস্ট না ! রিভিউ পোস্ট লিখতে গেলে সেখানে অনেক আলোচনা আসে । আমি সেটা করি নি । সেটা করতে চাইও নি !
> এটি একটি সংকল পোস্ট, তবে কেবল স্টিকি পোস্টের সংকলনও না । কথাটা এখানে দেখুন এটা কেবল কিন্তু স্টিকি পোস্টের সংকলন না ! সুতরাং আগের কেউ স্টিকি পোস্টের সংকলনকারীর নাম দিতে হবে সেটার কোন মানে নেই ।
আবার পোস্ট শুরু করেছেন এভাবেঃ দেখতে দেখতে ২০১৪ এর অর্ধেক টা পার হয়ে গেল ! এই সময়ে সামুতে কত কিছুই না হয়ে গেল !
ভেবেছিলাম সামুর স্টিকি পোস্ট গুলো নিয়ে বছরের শেষে একটা পোস্ট দিবো কিন্তু অর্ধেক বছর পার হওয়ার পরপরই দেখতে পেলাম চমৎকার সব স্টিকি পোস্ট জমে গেছে । বছর শেষে এগুলরো সংখ্যা কত হবে কে জানে ! তাই যত গুলো জমে গেছে সেগুলো নিয়েই একটা পোস্ট দিয়ে ফেলি ! বছর শেষে নতুন করে আবার দেওয়া যাবে বাকি গুলো নিয়ে । তবে একটা কথা না বললেই নয় যে এবার সামু কর্তৃপক্ষ কিছু চমৎকার পোস্ট স্টিকি করেছিল ! আসুন দেখে নেয়া যাক !
বছরের প্রথমেই আমরা দেখতে পাই স্টিকি পোস্টে ছিল কাল্পনিক ভালবাসার পোস্ট ! ইমন জুবায়ের কে নিয়ে স্মৃতি বিজারিত পোস্ট টি
প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
এর পরেই ব্লগার মাগুরের একটি ছবি পোস্ট । নীলফামারীর ধোবাডাঙ্গায় ব্লগাদের উদ্দ্যোগে শীতবত্র বিতরনের একটা পোস্ট
নীলফামারীর ধোবাডাঙ্গা থেকে বলছি ।
আপনিই বলেন আসলে আপনার বক্তব্য কি ?
ঐ মিয়া এই আজাইরা ক্যাচাল ছাড়েন । আমরারে দিয়া যে একটা জরিপ করাইছিলেন সে জরিপের খবর কি ?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:০৯
অপু তানভীর বলেছেন: আরে ভাই আবার সেই একই কথা !
এখন আপনি যে প্রথম প্যারাটা বারবার তুলে ধরেছেন সেটা একটা অংশ ! যেখানে স্টিকি পোস্ট দেওয়া আছে ! এবার দেখেন ২য় অংশ আছে যেখানে সংকলন গুলোও আছে ।
এই দেখেন দ্বিতীয় অংশের শুরুটা:
এবার দেখা যাক গত অর্ধ বছর ধরে সামনুতে গুরুতপূর্ন পোস্ট গুলোর সংকলন
নিশাত তাসনিম
দেখুন মার্চ মাসে সামুর ব্লগাররা কেমন ব্লগিং করেছেন?
এই হল আমার বক্তব্য ! এখানে আছে ২০১৪র স্টিকি পোস্ট সাথে সাথে ২০১৪কে নিয়ে করা সংকলন পোস্ট ! ব্যাস আর কিছুই না !
এটা কোন রিভিউ পোস্ট না আবার কেবল স্টিকি পোস্টের সংকলনও না !
আর বারবার আপনি যে একটা কথাই বলছেন যে নিশাতের পোস্টের আমার সংযুক্ত করতেই হবে, আচ্ছা আপনি বলুন ইচ্ছা করে আমি তার পোস্ট কেন বাদ দিবো ? যেখানে তার একটা না, দুই-দুইটা পোস্ট আমি এই পোস্টে সংযুক্ত করেছি আরেকটা পোস্ট কি সংযুক্ত করতে পারতাম না ?
এরকম হাস্যকর কথা বলার মানে কি ? কেন করি নি তার কারন ব্যাখ্যা করেছি !
আর জড়িপের কাজ এখনও চলতেছে । এই মাসে আশা করি পোস্ট করবো !
২৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৩৮
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: ভাই , ফেসবুকে আপনাকে দেখি না খুব একটা । ব্যস্ত নাকি ?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৩৮
অপু তানভীর বলেছেন: কদিন থেকে মনে শান্তি নাই রে ভাই ! এই জন্য ঠিক ঠাক মত গল্প লেখা হয় না ! আগের মত সময়ও দেওয়া হয় না !
তবে আছি তো !
২৮| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬
ইছামতির তী্রে বলেছেন: ক্যাচাল ভালোই লেগেছে দেখছি। তবে সবার অবগতির জন্য জানাচ্ছি যে, অপু ভাইয়ের এই পোস্টটি শুধুমাত্র স্টিকি পোস্ট নিয়েই নয়। এখানে স্টিকি পোস্ট ছাড়াও আরও কিছু পোস্ট আছে ! তার প্রমাণ আমার মানে 'ইছামতির তী্রে'-র একটি লেখাও এখানে স্থান পেয়েছে যা স্টিকি পোস্ট নয়।
যাইহোক, এধরনের সংকলনমূলক পোস্ট নিঃসন্দেহে কস্টসাধ্য কাজ। আমাদের সবার উচিত এই কস্টসাধ্য কাজের উপযুক্ত প্রশংসা করা। আমি এই অসাধারণ পোস্টের জন্য অপু ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
দ্রুত ভুল বোঝাবুঝির অবসান হোক।
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
অপু তানভীর বলেছেন: কেবল আপনিই বুঝলেন ।এই সহজ কথাটা অনেকের মাথায় ঢুকে না । অনেকে কেবল মাত্র ব্যক্তি আক্রমন করেই শান্তি পায় ! আজিব হইয়া যাই ।
যাই হোক আপনাকে ধন্যবাদ । অনেক বেশি ধন্যবাদ !
আর এখানে ভুল বোঝাবুঝির কিছু নাই ।
২৯| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫
অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগলো , ব্লগে এসেই বেশ ভালো একটা ব্লগ সামারি পোস্ট পেলাম ।
আর হাসতেই আছি ৬নং কমেন্ট পড়ে । স্টিকি পোস্ট সংকলন ,তার আবার আইডিয়া চুরি , কপি পেস্ট !!!!!!!!!!!!
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
অপু তানভীর বলেছেন: আমারও কেবল এই চেষ্টাই ছিল যেন সামারী পোস্ট যেন হয় । যেন প্রায় সকল গুরুত্বপূর্ন পোস্টের লিংক গুলো এক সাথে যুক্ত থাকে ।
আর আপনার মতই আমি প্রথমে খানিকটা হেসেইছি মন্তব্যটা পড়ে । যাক যত দিন যাবে আমরা নতুন কিছু শিখতে পরছি ।
৩০| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
আসিফুর রহমান নাজিব বলেছেন: সফদার ডাকটার হালা একটা আবাল দেখি । একটা থেমে যাওয়া ক্যাচাল এ দেখি সে কেরোসিন ঢালে । এসব ব্লগারের লেভেল দেখে অবাক হই । এসব গরু ছাগলকে নাকি আবার সামুর নির্বাচক মডু বানানো হয় ।
রিফাত ২০১০, মামুন রশিদ , সফদার ডাকটার এই তিন জনকে ব্যান করা হোক । এদের উদ্দেশ্য বেশি সুবিধার না ।
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
অপু তানভীর বলেছেন: মামুন রশিদ কে কেন ব্যান করতে বললেন ঠিক বুঝলাম না । মন্তব্যের পরিপেক্ষিতে মন্তব্য করেছে এই জন্য কি ?
৩১| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
বলো জয় বাংলা বলেছেন: রিফাত ২০১০ ছোট ছেলে । মামুন রশিদ তার বাপের বয়সের হবে কম পক্ষে ।
বাপের বয়সী একজনের সাথে একটা বাচ্চা ছেলের ক্যাচাল মেনে নেওয়া যায়না। দুইজনের ক্যাচাল থামানোর কোন পদক্ষেপ সামু কি নিবে ?
রিফাত কাল রাতের পর আর মন্তব্য করেনি । কিন্তু সাফদার ডাক্তার রিফাতকে নিয়ে আজকে পোস্ট দিয়ে ক্যাচালটা পরিকল্পিত ভাবে বাড়াতে চাচ্ছে বলে আমার ধারণা ।
ক্যাচালের উস্কানি দেওয়া এসব ব্লগার সামুতে থাকা কতোখানি যৌক্তিক ?
অপু তানভীর @ আপনাকে আমরা চিনি । আপনি খুব ইনোসেন্ট একটা ছেলে । রিফাত মনে হয় আপনাকে ঠিক মতো চিনতে পারেনি । সে কিন্তু কাল রাতের পর আর মন্তব্য করেনি । সামুর একজন শান্ত ভদ্র ব্লগার হিসেবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে ক্যাচাল মন্তব্য গুলো মুছে ফেলে সামুর সুস্থ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করেন।
সামুর ব্লগার হিসেবে সামুর পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব।
আসিফুর রহমান @ মাল্ট খিয়াল কৈরা ।
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
অপু তানভীর বলেছেন: ক্যাচাল আপাতত থেমে গেছে । আসিফুর রহমানের সাথে আমার কিছু কথা হয়েছে এই যা !
সাফদার ডাক্তারের মন্তব্য টা মুছে দিলাম ! কাজটা আমার পছন্দ হয় নি । কিন্তু রিফাতের মন্তব্য আমি মুছবো না ! আপনি যেহেতু বললেন যে মামুন ভাই রিফাতের বাপের বয়সী সেক্ষেত্রে মামুন ভাইয়ের মন্তব্যের পরিপেক্ষিতে তার মন্তব্য কোন ভাবেই কাম্য নয় !
আমার পোস্টে সে হয়তো না বুঝে মন্তব্য করেছে কিন্তু মামুন ভাইয়ের সাথে স্রেফ বেয়াদবী করেছে ! মামুন ভাই ব্লগেই কেবল নয় বয়সেও তার থেকে অনেক বড় ! এটা অন্তত তার মানে রাখা দরকার ছিল ! কমিউনিটি ব্লগে বড়দের প্রতি ছোটরা যদি সম্মান দেখাতে না পারে তাহলে বাস্তবে জীবনে এরা কি করবে !
যাক, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ !
আশাকরি আর ক্যাচাল হবে না এখানে !
৩২| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
বলো জয় বাংলা বলেছেন: আপনাকেউ ধন্যবাদ অপু ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:০০
অপু তানভীর বলেছেন:
৩৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: সব ছাগলের জন্য আমার ১২ নাম্বার মন্তব্য প্রযোজ্য । আই রিপিট ইট,
আমি কোন ছাগলের নাম মুখে নিই নাই, ছাগল হুদাই লাফায় ক্যান?
এই পোস্টের ৬ নাম্বার মন্তব্য দলে দলে রিপোর্ট করার আহবান জানাই ।
ইরাম একটা ছাগলের জন্য কয়টা রিপোর্ট !!!
৩৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:১১
বলো জয় বাংলা বলেছেন: মামুন রশিদ @ আপনি কেন বারবার ক্যাচালের দিকে যেতে চাচ্ছেন? আর আপনি কেন মানুষকে ছাগল ডাকছেন ? মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। মানুষকে সম্মান করতে শিখুন ।
এখানে সবাই ব্লগার । আপনার এই ব্লগে যে অধিকার অন্য ব্লগারের ও সেই অধিকার । অন্য ব্লগার দের সাথে সম্মানের সাথে যুক্তি দিয়ে কথা বলুন । এভাবে ব্যক্তি আক্রমন করে মন্তব্য করা আপনার কাছে অপ্রত্যাশিত।
আপনি সামুর মডু তাই আপনি যদি মডু হওয়ার পাওয়ার দেখান তাহলে ভিন্ন কথা ।
৩৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
পেঁচালি বলেছেন: আপনার শুধু এই পোস্ট না, আরও অনেক পোস্ট আছে যেগুলা পুরানা হিট ব্লগারদের ব্লগ থেকে আইডিয়া চুরি করে দিয়েছেন! সেই পোস্টগুলাতেও পুরানা ব্লগারদের(যে ব্লগারের আইডিয়া চুরি করছেন) কথা স্মরণ বা কৃতজ্ঞতা স্বীকার করেননি। সুতারাং আপনে একটা আইডিয়া চুর!
নিচে কিছু নমুনা দিলাম-
-ব্লগাদের নিকের পেছনের আসল রহস্য ( এটা প্রথম আলো ব্লগে ৫ বছর আগে একজন সিরিজ আকারে লিখতো, সমাুতেও একজন লিখছিলো)
- দেখেন নিন আপনি সামুতে কার কার সাথে ব্লগিং
- মে দিবসে দেখে নিন আপনার প্রিয় ব্লগ শ্রমিকদের (ব্লগার) ব্লগিং হাতিয়ার
- ফান পোস্টঃ কিভাবে ব্লগে হিট বাড়াবেন ? জেনে নিন কার্যকর পদ্ধতি সমূহ
- কিভাবে বুঝবেন ব্লগে আপনি কাউকে চরম ভাবে অপছন্দ করেন
- ফানপোস্টঃ "সামু" যদি কোন বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয় হয় !
- অনলাইন আর বাস্তবতাঃ সামুর ব্লগাররা
ইত্যাদি ইত্যাদি
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:০৯
অপু তানভীর বলেছেন: ও আপনি এসেছেন এতো দিন পরে ! আপনি তো সেই না যে একবার আমার ব্লগে এসে আমাকে রুচিশীল লেখা লেখি করতে বলেছেন, তারপর রুচিশীল লেখা কিভাবে লিখতে হয় শেখার জন্য আপনার ব্লগে গিয়ে দেখি সেখানে ১৮+ পোস্টে ভরা ! বুঝে গেলাম রুচিশীল লেখার নমুনা !
যাক, তা ভাইজান যে বললেন "সেই পোস্টগুলাতেও পুরানা ব্লগারদের(যে ব্লগারের আইডিয়া চুরি করছেন) কথা স্মরণ বা কৃতজ্ঞতা স্বীকার করেননি" তা আপনি কি বাংলা পড়তে পারেন ? পারলে ঠিক মনে হয় না আপনি এই লাইন টা লিখতেন !
আরেকবার একটু কষ্ট করে গিয়ে দেখে আসুন প্লিজ !
দেখে নিন কারকার সাথে ব্লগিং করছেন এই শিরোনামে যে প্রথম পোস্ট টা করেছিলাম সেখানে নাফিজ ইফতেখারের নাম আছে কি না !
Click This Link
দেখে আসুন শ্রমিক ব্লগারদের হাতিয়ার নিয়ে যে পোস্ট দিয়েছিলাম সেখানে যে প্রথম পোস্ট দিয়েছিল সেখানে সেই ব্লগার নাম আছে কি !
Click This Link
কিভাবে বুঝবেন ব্লগে আপনি কাউকে চরম ভাবে অপছন্দ করেন এই পোস্টেও ব্লগার কুনোব্যাঙের নাম আসে কি না !
Click This Link
ফানপোস্টঃ "সামু" যদি কোন বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয় হয় ! এইটা কার পোস্ট থেকে অনুসারে লেখা আমি ঠিক মনে করতে পারলাম না ! এইরকম সাবজেক্টের নামউল্লখে করে এরকম পোস্ট কেউ দিয়েছে বলে আমার জানা নাই !
অনলাইন আর বাস্তবতাঃ সামুর ব্লগাররা এই পোস্টের নিচে কিছু লেখা আছে সেটা কি মন দিয়ে পড়েছেন ? Click This Link
ব্লগাদের নিকের পেছনের আসল রহস্য এর ব্লগের শুরুতে ব্লগার ইমিনার নাম আছে সেটা লক্ষ্য করেছে ?
Click This Link
তো জনাব প্যাচালী সাহেব স্পষ্ট বুঝা যাচ্ছে আপনার চোখে সমস্যা আছে । আপনি চোখের ডাক্তারের কাছে যান প্লিজ ! নয়তো আপনি ঠিক মত বাংলা পড়তে পারেন না আর পড়তে পারলেও সেটা ঠিক মত সমসন্নয় করার ক্ষমতা আপনার নাই হয়তো । একজন ভাল বাংলা শিক্ষক রাখুন !
উপরের একজন স্টিকি পোস্টের সংকলের সাথে এই পোস্টের তুলনা করে অতি জ্ঞানের পরিচয় দিয়েছেন এবার দেখলাম আপনিও ঠিক মত বাংলা পড়তে না পেরেও বড় বড় ডায়ালগ ঝাড়তে ! শ্লার আছি কোন জগতে !
যাক যে সমস্ত ছাগল গুলো বাংলা পড়তে পারে না ঠিক মত তাদের জন্য অভিযোগকৃত পোস্ট ফুলোর কিছু স্ক্রীনশর্ট তুলে দিলাম !
আর কিছু বলার আপনার জনাব ?
আসলে অভিযোগ করতে গেলে সঠিক ভাবে অভিযোগ করতে হয় । ছাগলের লাফালাফি করা ঠিক না !
৩৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪২
এহসান সাবির বলেছেন: ব্লগে অনিয়মিত, সুতরাং এই রকম পোস্ট আমার জন্য ভালো।
চমৎকার কাজ অপু ভাই।
এই পোস্টে মন্তব্য গুলো দেখলাম, ''কপি পেস্ট '' এর অভিযোগটা আমার কাছে ক্লিয়ার না....!!!
আমি লিখলেও একই টাইপের হত....!!
৬ মাসের পোস্ট গুলো নিয়ে পোস্ট..... এখানে আইডিয়া চুরি ব্যাপারটা কিভাবে আসল???
বুঝলাম না।
যাই হোক যদি ভুল কিছু হয় তাহলে রোজার মাসে ভুল বোঝাবুঝির অবসান হোক।
পোস্টে +++
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:১৩
অপু তানভীর বলেছেন: আমিও ঠিক এই জিনিস টাই বুঝতে পারলাম না ! অবশ্য কেউ কেউ একটু বেশি বুঝে কি না এই হল ব্যাপার !
যাক আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে !
অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই !
৩৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৯
বলো জয় বাংলা বলেছেন: পেঁচালি @ ভাই ব্যাপারটা বাদ দেওয়ার অনুরোধ করছি । মন্তব্য করলে ক্যাচাল বাড়বে। এতে সামুর পরিবেশ অস্থিতিশীল ও হতে পারে।
এই পবিত্র সংযমের মাসে মানুষে মানুষে ক্যাচাল হওয়া দুঃখজনক । তা হোক ভার্চুয়াল অথবা ব্যক্তি জীবনে।
সামুর প্রধান মডু জানা আর শরৎ এই পোস্ট কি দেখেনি ? নাকি দেখেও না দেখার ভান করে আছে ?
ব্লগের অস্থিতিশীল পরিবেশ রুখতে তাদের হস্তক্ষেপ আশা করি।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:২১
অপু তানভীর বলেছেন: আমা রকাছে এগুলো ক্যাচাল মনে হচ্ছে না ! কেউ একজন যদি আমার নামে অভিযোগ করে এবং সেটা যদি সত্যি হয় আমি কোন প্রকার দ্বিধা না করে সেটা স্বীকার করে নেই । ভুল যেহেতু মানুষ করে তাই সেটা স্বীকার করতে কোন দোষ নেই ।
আপনার ক্যাচালী ভাই যে মন্তব্যটা করেছে আপনি নিজেই দেখুন সেগুলো ঠিক আছে কি না ! আমি নিচে স্ক্রীন শর্টসহ সেই পোস্টের জবাব দিয়েছি । এখন বলে ক্যাচাল টা কে বাধাতে চাইছে ?
আপনার এইক্যাচালী ভাই এর আগেই আমার ব্লগে মন্তব্য করেছে এবং সেগুলো সব আক্রমনাত্বক ! হুদাহুদি খোচাখুচি টাইপের মন্তব্য !
আসলে আমি মানুষের সাথেও নাই পাছেও নাই কিন্তু কেউ এসে আমার পোস্টে এসে আমার পিছে লাগবে আমি তাকে এমনি এমনি ছেড়ে এটা ভাবার কোন কারন নেই !
আপনি কমেন্ট গুলো দেখেন, তার পরে এর প্রতি উত্তরে আসা কমেন্ট গুলো রিপ্লাই গুলো দেখেন । কে ক্যাচাল বাধাচ্ছে একটু বোঝার চেষ্টা করলে ভাল হয় !
৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস পোষ্ট অপু।
স্বপ্নবাজ অভির কাব্যিক ভ্রমণ হটাত করে থেমে গেলো কেন বুঝতে পারছিনা। মামুন ভাইর গল্প সংকলনের এক বছর পূর্তির পর আবার নতুন করে মাহমুদ ভাইর হাত ধরে তা এগিয়ে যাচ্ছে দারুণ ভাবে। আশাকরি কাব্যিক ভ্রমণও অভি অথবা অন্য কেউ আবার রান করাবে।
বছরের প্রথমে ব্লগার কুনোব্যাঙের বর্ষ পরিক্রমা সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩ দিয়ে শুরু হয়ে দারুণ কিছু স্টিকি পোষ্ট সামুতে দেখা গেছে তেমনি আবার কিছু স্টিকি হওয়ার মত পোষ্টও বাদ গিয়েছে। মোটামুটি অর্ধ বছর পেরিয়ে সামুর পাঠক সংখ্যা কমা ছাড়া ভালো ভালো পোষ্ট এবং নতুন ভালো ভালো ব্লগার সংখ্যা নিঃসন্দেহে বেড়েছে ।
আশাকরি সহ ব্লগাররা সুস্থ ও সুন্দর মনমানসিকতা নিয়ে বছরটিকে আর অর্থবহ করে তুলবে।
হ্যাপি ব্লগিং!!!
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:৩৭
অপু তানভীর বলেছেন: আসলেই অভির সংকলন পোস্ট টা কেন বন্ধ হল ঠিক বুঝলাম না ! অবশ্য এখন হয় তো আর আগের মত সময় দিতে পারে ব্লগে । আরও বেশ কয়েকজন সংকলন করতেন কিন্তু সেগুলোও কেন জানি বন্ধ হয়ে গেছে ।
যাক ! ধন্যবাদ শোভন ! আমিও আশাকরি সহ ব্লগাররা সুস্থ ও সুন্দর মনমানসিকতা নিয়ে বছরটিকে আর অর্থবহ করে তুলবে।
হ্যাপি ব্লগিং!!!
৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:১৫
পেঁচালি বলেছেন: এই তো লাইনে আসছেন! বাদবাকি পোস্টও এডিট করে অরিজিনাল লেখকদের নাম পোস্টে যোগ করে নিয়েন!
এরকম আইডিয়া চুরি করে আর কত.....................
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন: আমিও তো লাইনেই আছি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু পড়ালেখা না জানা চোখে কম দেখে গরু ছাগল লাইন ছেড়ে আমার পোস্টে ঢুকে পড়ে ।
তা জনাব, ১৮+ রুচিশীল লেখক প্যাঁচালী, আপনি যে অভিযোগ গুলো করে কমেন্ট করলেন আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিলাম যে আপনার অভিযোগ গুলো ভুয়া এবং ভিত্তিহীন, এই নিয়ে তো কোন কথা বললেন না যে ?
বললেন যে আরও পোস্ট ! তারমানে আপনি দেখেছেন মনে হয় । তা যখন দেখেছেন তখন কেন অভিযোগ টা করলেন না শুনি ? আচ্ছা তখন করন নি ভাল কথা এখন সেরকম আরও পোস্টের কিছু লিংক দিয়ে যান প্লিজ !
ভদ্রলোকের মত আচরন করেন । ঠিক আছে । অভিযোগ করার আগে পুরো ব্লগটা আগে মন দিয়ে পড়বেন ।
ও পড়বেন কিভাবে ? আপনি তো ঠিক মত চোখেই দেখেন না
ঠিক মত চশমার পাওয়ার বাড়িয়ে বাংলা পড়তে শিখে তারপর ব্লগে আসবেন । মানুষ জন নয়তো হাসাহাসি করবে ।
লাইনে আমিই আছি । আপনি আসেন লাইনে.....
৪০| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:২১
হালি্ বলেছেন: ক্যচাল শেষ নাকি
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫
অপু তানভীর বলেছেন: বুঝতাছি না
৪১| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: +++
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ হামা ভাই
৪২| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগলো , ব্লগে এসেই বেশ ভালো একটা ব্লগ সামারি পোস্ট পেলাম ।
আর হাসতেই আছি ৬নং কমেন্ট পড়ে । স্টিকি পোস্ট সংকলন ,তার আবার আইডিয়া চুরি , কপি পেস্ট !!!!!!!!!!!!
সেইম টু মি
রিফাত ২০১০ এবং অপু তানভীর, সামু একটি পরিবার, তাই না। সেই পরিবারে এই অহেতুক মনোমালিন্য কেন?
পবিত্র রমজান মাসে সবাই বলি, "নো ক্যাচাল প্লিজ"।
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯
অপু তানভীর বলেছেন: ভাই আপনি নিশ্চই আমাকে চিনেন অন্তত সামুতে যতদিন আছেন কোনদিন আমাকে ক্যাঁচাল করতে দেখেছেন ? কিংবা কোন দিন দেখেছেন কারো সাথে যেচে গিয়ে ক্যাঁচাল বাঁধাতে ?
কিন্তু কেউ যদি অহেতুক যেচে এসে আমার সাথে ক্যাঁচাল বাধাতে চায় তাহলে বলেন আমার কি করা উচিৎ ?
ক্যাঁচাল করতে আমারও ভাল লাগে না ! কিন্তু......
ধন্যবাদ ! আপনার মন্তব্যের জন্য । ভাল থাকবেন
৪৩| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
জানা বলেছেন:
পোস্টটি নিঃসন্দেহে শ্রম সাধ্য ও প্রশংসনীয়। এই কম প্রসংশনীয় কাজ অতীতেও অনেক ব্লগার দায়িত্বশীলতার সাথে করেছেন এবং এখনও অনেকেই ভিন্ন ভিন্ন বিষ নিয়ে করে যাচ্ছেন। আমি বুঝতে পারছি না, এই কাজটিকে হঠাৎ করে একেবারে 'চুরি'র মত একটি অত্যন্ত আপত্তিকর বিষয় বলা হলো কেন! শুধু তাই নয়, এ নিয়ে একজন ব্লগারকেও (মামুন রশিদ) বা কেন এভাবে আক্রমণ করতে হলো? কোন যুক্তিতে তাঁকে মডারেটর বলা হলো তাও পরিষ্কার নয়।
@ রিফাত ২০১০ এবং মামুন রশিদ,
দু'জন সুস্থবুদ্ধিসম্পন্ন মানুষের এভাবে আক্রমণাত্নক আচরণ খুবই দুঃখজনক এবং আপত্তিকর। সুস্থ ও দায়িত্বশীল ব্লগিং এর জন্য আন্তরিক অনুরোধ থাকছে।
০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো ! আপনার সাথে একমত । আমি নিজেও পোস্ট দিয়ে মনে হয়েছে যেন বিপদেই পড়ে গেছি !
অভিযোগ পেয়ে আমি নিজেই খানিক্ষন বিমুঢ় হয়ে বসে ছিলাম ! সব শেষে আপনার কথাটা বলতে চাই দু'জন সুস্থবুদ্ধিসম্পন্ন মানুষের এভাবে আক্রমণাত্নক আচরণ খুবই দুঃখজনক এবং আপত্তিকর। সুস্থ ও দায়িত্বশীল ব্লগিং এর জন্য আন্তরিক অনুরোধ থাকছে।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পরিপাটি কাজ
সংকলনে শুভেচ্ছা