নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে কেমন করে তিন তিনটা বছর পার হয়ে গেল । এই তিন বছরে আমি সামুর পিছনে যত সময় দিয়েছে ততটা সময় যদি আমি আমার কোন এক প্রেমিকার পেছনে দিতাম তাহলে সেই মেয়ে আমার মাথায় করে নাচতো ! কিংবা ততটা সময় আমি আমার পড়ালেখার পেছনে দিতাম তাহলে আজকে আমার রেজাল্ট কোথা থেকে কোথায় চলে যেত !
সময় অন্য কোথাও সময় না দিয়ে সামুতে দিয়ে এই জন্য কি আমার মনে কোন আফসোস আছে ?
বিন্দু মাত্র নেই !
বরং মনে হয়েছে এই তিন বছরের আমার উপরে যে মানষিক ঝড় বয়ে গেছে সামু না থাকলে আমার কি হত কে জানে ! ঘন্টর পর ঘন্টা সামুতে পড়ে থাকতাম । সময় কিভাবে চলে যেত কিছুই টের পেতাম না ! এখনও পাই না !
এখনও মনে হয় সেদিন আমার ২৭০০ ক্লাসিক মোবাইল টা মোডেম বানিয়ে নেট চালাতাম । সেইটা দিয়েই সামহোয়্যার ইন ব্লগের খোজ পাওয়া ! একাউণ্ট খুলে মাউচ টিপে টিপে ফেসবুক স্টাটাসের মত ব্লগ পোস্ট দিতাম ।
পোস্ট লেখার থেকেও তখন যে বাংলায় কিছু লিখতে পারছি এটাই ছিল সব থেকে বড় আনন্দের একটা বিষয় । কত সুন্দর ভাবেই না দিন কেটেছে । কত মানুষের সাথে পরিচয় হয়েছে । ভার্চুয়াল জীবনের মানুষ গুলো বাস্তব জীবনে চলে এসেছে । সবই তো এই সামুর জন্যই !
যাক আজকের এই বর্ষ পূর্তি পোস্টে যারা যারা এতো দিন আমার জ্বালাতন সহ্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ! যারা যারা সহ্য করতে পারেন নাই তারা বাড়ি গিয়া মুড়ি খান !
যাক ধন্যবাদ পর্ব এখানেই শেষ ! আজকের পোস্ট আমার কিছু পছন্দের সুর নিয়ে । বিশেষ করে গিটার আর বেহালার সুর ! যখন মন খারাপ হয় আমার, আমি প্রায়ই এগুলো শুনি ! এক সময় গিটার বাজানোর অনেক স হ ছিল ! কিন্তু অনেক চেষ্টা করার পরেও যখন হয় নাই তখন ছেড়ে দিয়েছি ! তবে শখ টা এখনও যায় নাই ! যাক আজকে এই ৩ বছর পূর্তি উপলক্ষ্য এই ভিডিও গুলো শেয়ার দিলাম !
সবাই ভাল থাকবেন !
প্রথমেই আমার পছন্দের গিটারের সুর গুলো ! বারবার এদের বাজানো গুলো দেখেছি আর ভেবেছি ইস যদি এরকম করে যদি বাজাতে পারতাম !
গিটারের পরে মাউথওর্গেন !
বেহালা
এই দুইটা অন্য রকম !
সবার শেষে এই টা !
আবারও সবাই ভাল থাকবেন ! তিন বছর যেন আরও ৩০০ বছর, হয় এই কামনায় !
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৭
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৬
বোকামানুষ বলেছেন: ৩য় বর্ষ পূর্তির শুভেচ্ছা
গিটারের টুং টাং অনেক পছন্দের সময় করে সবগুলো শুনতে হবে
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৯
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !
আমারও টুংটাং অনেক পছন্দ
৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৮
রাবেয়া রব্বানি বলেছেন: প্রি্যতে
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৯
অপু তানভীর বলেছেন:
৪| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২২
*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাট্রিক বর্ষপুর্তির শুভেচ্ছা
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন: থেঙ্কু কনো ভাই
৫| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা অপু
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অজস্র শুভকামনা রইলো । আরো অনেকদিন এই সংসারে থেকে যান সেই প্রত্যাশা করছি ।
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !
আরও অনেক অনেক দিন থাকতে চাই এই সংসারে...
৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০
প্রবাসী পাঠক বলেছেন: তৃতীয় বর্ষ পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৫
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা রইল অপু।
পাঠকদের সুবিধার জন্য সরাসরি ভিডিও না দিয়ে যদি শুধু ইউটিউব লিংক দেয়া যেত তাহলে লোড হতে সময় নিত না। অনেক সময় পোষ্ট ভালো হলেও লোডিং এ ঝামেলা হলে পাঠক পড়তে পারে না।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ কাভা ভাই !
অনেক ভিডিও হলে কেবল লিংক দেওয়াই ভাল মনে হয় ! কারন আসলেই লোড নিতে অনেক সময় নেয় !
পরের বার এমনই করবো
৯| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন অপু।
তোমার ভাললাগার মন মাতানো সুরে মুগ্ধ হলাম।
সামনের দিনগুলি সুরগুলির মতই মুগ্ধকর হোক ।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
আমার মন ভাল কিংবা খারাপ থাকলেই ভিডিও গুলি দেখি সব সময় !
১০| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অভিনন্দন টভিনন্দনে গেলাম নাহ ...
শুধু কই, আরো কয়েকদিন এমনেই থাকেন আমাদের সাথে...
মাত্রই না তিন বছর...
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৮
অপু তানভীর বলেছেন: আপাতত চাকরী বাকরী আর বিয়া পর্যন্ত এইরকমই আছি ! বিয়ার পরে কি হইবো কেডা জানে !!
তবে বিয়া সম্ভাবনা খুব জলদি নাই ! ৫/৬ তো বাকি এখনও !
১১| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৩২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অভিনন্দন।
কেক খাবো। ক্যুরিয়ার করেন।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৬
অপু তানভীর বলেছেন: আপনার ঐখানে যাইতে যাইতে কেক নষ্ট হইয়া যাইবে ! কেকের ফটু পাঠাইতে পারি ! নষ্ট হবে না
১২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৪০
মৃদুল শ্রাবন বলেছেন: হ্যাট্রিক কইর্যালাইলেন?
১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন:
১৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:১৪
তারছেড়া লিমন বলেছেন: অপু আপনার বাড়ি কি চুয়াডাঙ্গায়?
বর্ষপুর্তিতে শুভেচ্ছা......... এই গানটা শুধু আপনার ই জন্য
১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪১
অপু তানভীর বলেছেন: জি । আমার বাসা চুয়াডাঙ্গায় !
আপনি কিভাবে জানলেন ?
গানের জন্য ধন্যবাদ
১৪| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
তারছেড়া লিমন বলেছেন: আমার বাড়ি আলমডাঙ্গা থেকে ৫ কি.মি দুরে। আমি শুনেছিলাম মনে হয় যে চুয়াডাঙ্গার একজন ব্লগার আছেন তাই আপনার কাছে জানতে চেয়েছিলাম।
১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৪
অপু তানভীর বলেছেন: সুমন থ্রিডি নামে একজন ব্লগার ছিল ! তিনি এখন আর ব্লগিং করেন না ! তিনিও আলমডাঙ্গার !
আপনে তো দেশী লুক
১৫| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
আমি তুমি আমরা বলেছেন: ৩য় বর্ষ পূর্তির শুভেচ্ছা
২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
রোজা শেষ হইলে দেখা করুম নে
০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
অপু তানভীর বলেছেন: ঢাকায় চলে এসেছি কান্ডারি ভাই ! কবে দেখা করুম কন
১৭| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক শুভকামনা , আরও দীর্ঘ সময় ব্লগে লেখালেখি করে যান ।
ইন্সট্রুমেন্ট আমারও খুব ভালো লাগে ।
০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
আমি এখন সারা দিন কেবল এই ইন্সট্রুমেন্টই শুনি
১৮| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
রাজিব বলেছেন: আপনি আমাদের জন্য আরও ৫০ বছর লিখে চলুন সেই কামনা করি। আশা করি সামনের বই মেলাতে আপনার বই বের হবে। টাইটানিকের বাজনা খুবই মনোমুগ্ধকর।
০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
অপু তানভীর বলেছেন: ৫০ বছর !!!
এতো দিন বাঁচবো কি না কে জানে ? আমার মনে হয় না আমি এতো এতো দিন বাঁচবো !!
অনেক অনেক ধন্যবাদ
১৯| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯
জেরিফ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো । আশা করি আরো অনেক অনেক সৃজনশীল লেকাহ উপহার দিবেন আমাদের । আপনার ভবিষ্যৎ শুভ হউক ।
ভিডিও গুলো দেখতে হবে । প্রিয়তে নিলাম ।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১
অপু তানভীর বলেছেন: মডেল সাব আপনে কেমুন আছেন ? অনেক দিন পরে আইলেন আমার বাড়িতে ?
খুব বিজি নাকি অন্য কাজ নিয়ে আছেন !
আপনার ভবিষ্যৎ আমার থেকেও বেশি উজ্জল হোউক
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৪
দুঃখী__ বন্ধু বলেছেন: ৩য় বর্ষ পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় গল্পকারকে। শুভকামনা রইলো আগামী দিনের জন্য