নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন পরী আপু !:#P !:#P

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১



যে কোন জায়গায় গেলে আমি মানুষের সাথে সহজে মিশতে পারি না । একা একাই থাকি । ব্লগে যখন এলাম তখনও মোটামুটি একাই ছিলাম । কাউকে চিনি না, কারো ব্লগে যেতে ভয় লাগে, কমেন্ট করতে তো আর ভয় লাগে । চুপিচুপি আসি মানে যা আসি লিখি তারপর গায়েব হয়ে যাই । এভাবেই দিন যাচ্ছিল । এর অল্প কিছু মানুষের সাথে পরিচয় তবে কাছের মানুষ বলতে যা বোঝায় তা মোটেই নয় । কিন্তু একদিন একজনের সাথে পরিচয় । প্রথম তার কমেন্ট পড়েই মনে হল এই মানুষ এতো আপন করে কেন বলল কথা টা ?

তারপর আবার এবং আবার !

সেই আপু টা সত্যি সত্যি আমার বড় আপু হয়ে গেল । তার হাত ধরেই অন্য সবার সাথে পরিচয় আস্তে আস্তে । অনেক গুলো মানুষের সাথে পরিচয় !

আসলে আমি যখন ব্লগে এসেছিলাম তখন এই ব্লগ টা অন্য রকম একটা জায়গা ছিল । হাসি, আনন্দ, কান্না প্রেম ভালবাসা ইয়ার্কি আড্ডা ক্যাচাল কত কিছুই না হত এবং সেটা হত প্রতিদিনই । এতো মানুষের ভিড়ে কিছু মানুষকে ঠিকই আলাদা করে চেনা যেত যারা অন্য সবার থেকে আলাদা, অন্য সবার কাছে তারা ছিলেন পছন্দের মানুষ । কারো কারো কাছে অনেক বেশি পছন্দের মানুষ । এমন একজন পছন্দের মানুষ হল পরী আপু ! ব্লগে তাকে সবাই পরী নামেই চিনে । কেউ বা শায়মা অথবা অপ্সরা নামে !

সেই দিন গুলো খুব মিস করি । সেই দিন আর নেই ব্লগে কিন্তু সেই পরী আপু ঠিকই আছে । অনলাইনে আমার সব থেকে পছন্দের মানুষ বলে যদি কেউ জানতে চায় তাহলে কোন চিন্তা ভাবনা ছাড়াই তার নামটাই সবার আগে মন আসে ।







পরীর জীবনে যে ডায়নীর ছায়া পরে ঠিক তেমন আপুর জীবনে পদে পদে ডায়নী আর রাক্ষসের ছায়া পরেছে । কিন্তু জয় সব সময় পরীরই হয় । এখানেও তাই । সকল কুদৃষ্টি কাটিয়ে পরী আমন পথে হেটে চলেছে ! সামনের দিনে আরও হেটে চলবে । কারো কোন কুদৃষ্টি সেই পথ আটকাতে পারবে না ।

এই কামনা করেই আজকে পরী আপুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা !







আমার জীবনের ব্লগ জীবনের সর্বপ্রথম কোন ব্লগারকে নিয়ে পোস্ট দিয়ে দিয়েছিল এই আপুকে নিয়েই । সেটা ছিল আমার বর্ষপুর্তির পোস্ট ! এরপর আপুর সাথে আমার দেখা হবার গল্প !! লিখেছিলাম মজা করে ! কিন্তু শেষে এসে দেখা গেল আসলে ঘটনা অন্য । এরপর সত্যি সত্যি আরেকটা পোস্ট দিলাম আপুর পরীরাজ্যে আমার বিচরন !! নিয়ে । পোস্ট টা এমন ভাবে তৈরি ছিল যাতে অনেকেই মনে করেছিল যে আমি মনে সত্যি সত্যিই আপুর বাসায় গিয়েছিলাম ! হা হা হা !

এরপর গত বছর আপুকে নিয়ে লিখেছিলাম এক পরীর গল্প !! ! সেই সময় কিছু মানুষের উপর চরম ভাবে বিরক্ত ছিলাম । ইচ্ছা ছিল গল্প টা অন্য দিকে নিয়ে যাবো কিন্তু তা করিনি আপুর অনুরোধে ।







কেবল কি আমি আপুকে নিয়ে পোস্ট দিয়েছি ? ইমন ভাই না, শায়মা আপা, ২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না শিরোনাম পোস্ট দিয়েছিলেন আপুর ছোট্ট একটা কমেন্টের জন্য । এর পর আরও অনেকেই তাকে নিয়ে পোস্ট দিয়েছে । কিছু কিছু খুজে পেলাম ।



তুমি শতবর্ষ জীবিত থাকো ; শুভ জন্মদিন শায়মা আপু মাহবু১৫৪



শায়মাকে আমাদের অভিনন্দন ও ভালোবাসা হানিফ রাশেদীন



একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন, হ্যাপ্পি বাড্ডে টু শায়মা পটল



শুভ জন্মদিন ঝুমকোলতা সোহানুর রহমান



সানডে নাইট , ব্লগারস আড্ডা - সাথে আছেন ব্লগার শায়মা মোঃ আলাউল হক সৌরভ



কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... সুরঞ্জনা



শুভ জন্মদিন অপ্সরা শ্রাবনসন্ধ্যা





কিছু গুচ্ছ শুভেচ্ছা !



আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্‌সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। জিসান শা ইকরাম



জন্মদিনের সিন্ডিকেটধারী ব্লগার অপ্সরাপু, নাফিস ইফতেখার ও শামীম ভাইয়া এস.কে.ফয়সাল আলম



বছর ঘুরে এলো আবার ব্লগের ত্রিরত্নের জন্মতিথি ! অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম এস.কে.ফয়সাল আলম



সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! এস.কে.ফয়সাল আলম









আজকে এই পর্যন্তই ! শুভ জন্মদিন আপু !

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পরীর জন্য শুভেচ্ছা। শুভ জন্মদিন।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১

অপু তানভীর বলেছেন: :) :) :) :) :)

২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: পরীর জন্য শুভেচ্ছা থাকলো ।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: সত্যিই সে ছিলো এক রুপকথা দিন। আর তুমি ছিলে খুব চুপচাপ নিজের মত নিজে এক কোনে নিজেকে নিয়েই থাকা একটা পিচ্চি!!! তাই বলে এটা ঠিক না আমিই তোমাকে হাত ধরে নিয়ে মানুষকে চিনিয়েছি । আমি চিনিয়েছিলাম আমার অদৃশ্য ম্যাজিক ওয়ান্ডের ছোঁয়ায়, সে শুধু একটু ছুঁইয়ে দেওয়া। কিন্তু আসল কৃতিত্বটা ছিলো তোমারই ভাইয়া।


তোমার সবচাইতে আকর্ষনীয় ব্যাপারটাই ছিলো তোমার গল্পের নামগুলো। যা দেখে যে কেউ পড়তে ঢুকবে। কি বলতে চায় একটু দেখিতো। আমিও সেভাবেই ঢুকলাম। আর তোমার ফ্যান হয়ে গেলাম। আজ তোমাকে কত্ত মানুষ চেনে। তুমি রিতীমত সেলিব্রেটি পর্যায়ের প্রেমিক লেখক। যদিও আমার বিশ্বাস তুমি একটা গোবেচারা লাজুক ছেলে। তবুও লিখে লিখে প্রেমে পড়ে যেতে তোমার জুড়ি নেই। পিচ্চি ভাইয়া সত্যিই আমার বিশ্বাস তুমি একদিন হুমায়ন আহমেদের মত নাম করে ফেলতে পারো। আর আমি জানি সেদিনও তুমি আমাকে মনে রাখবেই।

আর আমি বলবো এটা আমার অপু ভাইয়া। চুপচাপ শান্ত নিজের মনে লিখে যাওয়া নির্বিবাদী এই ভাইয়াটাকে আমি চিনেছিলাম আমার মত করে। খুব নির্বিবাদী বটে তুমি তাই বলে মাথা নত করে ফেলার মত নও।

স্পস্টবাদী, অকুতোভয় এবং একটা ভদ্র মানুষের উদাহরণ! তাই তো তুমি আমার এত প্রিয় একটা ভাইয়া!!!:)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: তুমিও তো খুব প্রিয় একজন মানুষ :):):)


আর আমি কিন্তু এটো টা পিচ্চি নাই এখন আর ;);)

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: সত্যিই সে ছিলো এক রুপকথা দিন। আর তুমি ছিলে খুব চুপচাপ নিজের মত নিজে এক কোনে নিজেকে নিয়েই থাকা একটা পিচ্চি!!! তাই বলে এটা ঠিক না আমিই তোমাকে হাত ধরে নিয়ে মানুষকে চিনিয়েছি । আমি চিনিয়েছিলাম আমার অদৃশ্য ম্যাজিক ওয়ান্ডের ছোঁয়ায়, সে শুধু একটু ছুঁইয়ে দেওয়া। কিন্তু আসল কৃতিত্বটা ছিলো তোমারই ভাইয়া।


তোমার সবচাইতে আকর্ষনীয় ব্যাপারটাই ছিলো তোমার গল্পের নামগুলো। যা দেখে যে কেউ পড়তে ঢুকবে। কি বলতে চায় একটু দেখিতো। আমিও সেভাবেই ঢুকলাম। আর তোমার ফ্যান হয়ে গেলাম। আজ তোমাকে কত্ত মানুষ চেনে। তুমি রিতীমত সেলিব্রেটি পর্যায়ের প্রেমিক লেখক। যদিও আমার বিশ্বাস তুমি একটা গোবেচারা লাজুক ছেলে। তবুও লিখে লিখে প্রেমে পড়ে যেতে তোমার জুড়ি নেই। পিচ্চি ভাইয়া সত্যিই আমার বিশ্বাস তুমি একদিন হুমায়ন আহমেদের মত নাম করে ফেলতে পারো। আর আমি জানি সেদিনও তুমি আমাকে মনে রাখবেই।

আর আমি বলবো এটা আমার অপু ভাইয়া। চুপচাপ শান্ত নিজের মনে লিখে যাওয়া নির্বিবাদী এই ভাইয়াটাকে আমি চিনেছিলাম আমার মত করে। খুব নির্বিবাদী বটে তুমি তাই বলে মাথা নত করে ফেলার মত নও।

স্পস্টবাদী, অকুতোভয় এবং একটা ভদ্র মানুষের উদাহরণ! তাই তো তুমি আমার এত প্রিয় একটা ভাইয়া!!!:)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: আমার ধারণা আমার জন্মদিনে আমাকে নিয়ে একটা আলাদা পোস্ট না দিতে পারায় খুত খুত করছিলো তোমার মনটা। আগের বছরের পুরোনো পোস্ট দিয়ে মন ভরছিলোনা আর তাই শত ব্যাস্ততার মাঝেও তুমি লিখলে এই শুভেচ্ছা পোস্ট তাইনা???


অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা তোমার জন্য ভাইয়া।


ভালো থেকো অনেক অনেক !!!!

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: তোমার ধারনা অনেকটাই সত্য ! মনটা এখনও খুতখুত করছিল । এখনও করছে । আরও একটু ভাল করে পোস্ট দিতে পারলে ভাল লাগতো :):)

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: তুমি আগের বছরগুলোতে যেসব ভাইয়াদের লিন্ক দিয়েছো তাদের মাঝে অনেকেই আর ব্লগে আসেনা। আর সেই আগের মত ব্লগে ব্লহে জন্মদিনের পার্টি গুলোও আর হয়না। পটলভাইয়া, জিশান ভাইয়া তারা নেই ব্লগে , ইমন ভাইয়া তো চলেই গেছেন না ফেরার দেশে।


পৃথিবী বদলায়, মানুষ বদলায় বদলায় এই ব্লগটাও । এই তো জগতের নিয়ম । অবাক হবার কিছু নেই আর।


এই ভাইয়াটা কখনও ভুলেনি আমার জন্মদিনটা

Click This Link

এই আপুটা ভালোবাসায় ভরিয়ে রেখেছে আমাকে আজও
Click This Link

এই আপুটাও হারিয়ে গেছে

Click This Link

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: অনেকেই আর আসে না ! আগে কতই না ভাল ছিল :(

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপুর ব্লগিং এ অন্য রকম একটা ফ্লেভার পাওয়া যায়।খুব সহজেই যে কাউকে আপন করে নিতে পারেন।ব্লগে যে ২-৩ জনের কাছ থেকে বোনের আদর পেয়েছি উনি তাদের একজন।আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই লক্ষী আপুটা অনেক অনেক ভালো থাকুক।শুভাকামনা এবং শুভ জন্মদিন আপু।

থ্যাঙ্কস অপু ভাই।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

অপু তানভীর বলেছেন: আমার অভিজ্ঞতা অনেকটা আপনার মতই চেয়ারম্যানসাব ! :):):)

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

না পারভীন বলেছেন: হ্যাপি বার্থ ডে পরী :)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: :):):):)

৯| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপুকে জন্মদিনের শুভেচ্ছা , লিখককেও ।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: :):):):)


আপনাকেও ধন্যবাদ !

১০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
শুভ জন্মদিন আপ্পি

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :):):):)

১১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১

সায়েম মুন বলেছেন: শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :):):):)

১২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হ্যাপি বার্থডে শায়মাপু। !:#P !:#P

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :):):):)

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন পরী আপু ।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: :):):):)

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন পরী আপু ।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: :):):):)

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

রেজা এম বলেছেন: পরী আপু কই ???

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: পরী আপু আছে তো :)

১৬| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: শুভজন্মদিন

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: :):):):)

১৭| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

খুব সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। ভালো লেগেছে।

বাঙালি নাকি জাতিগতভাবেই ইন্ট্রোভার্ট। এটি না থাকলে হয়তো সম্পর্কগুলো আরও ঘনিষ্ট হতো। অন্যের প্রতি আমাদের ইতিবাচক অনুভূতিগুলো এভাবেই প্রকাশ পাক। সমাজ হোক শান্তির।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

অপু তানভীর বলেছেন: ইতিবাচক অনুভুতি গুলো আমাদের ভেতর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে । সত্যি জগৎ জাতিগতভাবেই ইন্ট্রোভার্ট !!

ধন্যবাদ :)

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: শুভ জন্মদিন আপি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.