নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল স্বপ্নে দেখলাম আমি বইমেলায় ঘুরে বেড়াচ্ছি ! কোথাকার বই মেলা ঠিক বুঝতে না পারলেও বুঝলাম দেখলাম আমাদের দেশের অনেকের বই সেখানে আছে । কিন্তু সব থেকে অবাক হয়ে দেখলাম, ডিজিটাল বোর্ডে বেস্ট সেলার সব গুলো বই আমাদের সামুর সব ব্লগারদের লেখা । নিচে ছোট ছোট বর্ণনা লেখা ! চটপট মোবাইল বের করে সব গুলোর ছবি তুলে নিলাম ! এবার দেখে নিন সেই বেস্ট সেলার বইয়ের প্রচ্ছদ এবং সংক্ষিপ্ত বিবরনী !
প্রথমের আসছে ব্লগার কুনোব্যাঙের "কুনোব্যাঙের ভালবাসা এবং বিরহ" বইটি ! বইটিতে আছে দুর্দান্ত প্রেমিকের ভালবাসা এবং নিজের প্রেমিকাকে হারানোর করুন কাহিনী !
এর পরেই আছে কাল্পনি_ভালবাসার "কন্যা পালাবে কোথায়" বিয়ের আসর থেকে পাত্রী কিভাবে পালায় এবং পরে আবার পাত্রের কাছে কিভাবে ধরা পরে যায়, সেই কাহিনী নিয়ে এই উপন্যাস টি রচিত !
জনৈক আবাসিক গৃহস্বামী বইটিতে লেখক দেখিয়েছেন একজন স্বামী তার পুরো বিবাহিত জীবনে কতটা যন্ত্রনা সহ্য করে !
হামা ভাই হাতে কলমে লিখেছেন গল্প লেখার ১০১ টি উপায় !
পরীর জীবনে দৈত্যের আগমন এবং কিভাবে পরী আবারও সেই দৈত্য কে বধ করে সেই কাহিনী নিয়ে এই রূপকথা টি রচিত !
নোটিশবোর্ড কেন কোন কথার উত্তর দেয় না সেই কথা নিয়েই এই বই !
ধীরে ধীরে একটি মানুষ কিভাবে জীবিত থেকে বিবাহিতের দিকে এগিয়ে যায় এই বইটি পড়লে আপনি সেটাই জানতে পারবেন !
একটি স্বপ্ন কিভাবে একটি স্বপ্নই রয়ে যায় কিভাবে হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যায় এই বইয়ের প্রতিটি লাইনে সেই কথাই লেখা আছে !
কিং মেসি এবং তার জীবনাদর্শ নিয়েই এই বইটি লেখক যত্ন সহকারে লিখেছেন !
সেফ হওয়ার আগে একজন ব্লগারকে কতটা অপেক্ষা করতে হয় এই বইতে সেই অপেক্ষার যন্ত্রনার কথা লিপিবন্ধ আছে !
একজন একা ফটোগ্রাফারের গল্প লেখা হয়েছে এই বইটিতে !
কিভাবে ম্যারিড হয়েও এভেইলএবেল হওয়া যায় এই বইটিতে সেই কথাই লেখা আছে উদাহরন সহ !
একজন গোলাপ ভাই হয়ে ওঠার গল্প ! কত আনন্দ কত বেদনা কত ত্যাগ সব কিছু লেখা আছে এই বইতে !
ফেসবুক কিভাবে জীবনে মূল্যবান সময় খেয়ে ফেলছে এবং এর থেকে পরিত্রানের উপায় লেখা আছে এই বইটি ! বইটি তরুণ সমাজে বেশ সাড়া ফেলে দিয়েছে !
জীবনের প্রথম প্রেম পত্রে কত বানান ভুল ছিল সেই কাহিনী নিয়েই এই বইটি রচিত !
মোটামুটি এই বই গুলোর কথাই মনে আছে । সামনের বার যদি স্বপ্নে আবার সেই বইমেলায় যাই তাহলে আবারও দেখে আসবো আর কোন কোন ব্লগারের বই বের হল !
সংযুক্তিঃ
দেখা যাচ্ছে স্বপ্নে আমি একা ছিলাম না ! আমার সাথে কুনো ভাইও ছিল । সে আমার বইটা দেখে এসেছে !
আইডিয়াঃ একজন ঘূণপোকার একটি পোস্ট থেকে !
বিঃদ্রঃ পোস্ট টা কেবল ফান হিসাবেই নেওয়া হয়েছে । কাউকে হেহ করা কিংবা কাউকে ছোট করার জন্য না । যাদের যাদের নাম নিয়েছি আশা করি যে কেউই এই পোস্ট দেখে রাগ করবে না ! তবুও যদি এই ১৫ জনের কারও এই পোস্ট নিয়ে একটু আপত্তি থাকে দয়া করে আমার ইনবক্সে জানাবেন ! আমি যথা শীঘ্র সম্ভব সেটা এডিট করে দিবো ! ধন্যবাদ !
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪
অপু তানভীর বলেছেন:
২| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার এই পোস্টটিও প্রিয়তে নিতে হলো।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০
অপু তানভীর বলেছেন:
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০
মুদ্দাকির বলেছেন: দারুন
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন:
৪| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮
আমি ইহতিব বলেছেন:
সংবিধিবদ্ধ সতর্কিকরণ এ্যাড করে দেন প্লিজ - অফিসে বস সামনে থাকা অবস্থায় এই পোস্ট দেখা যাবেনা। আর যদি দেখেই ফেলেন তবে নিজ দায়িত্বে মজা নেয়া থেকে বিরত থাকতে হবে (আমার অবস্থা এমন তো তাই )
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬
অপু তানভীর বলেছেন: আমার তো আর বস নাই ! আমি কিভাবে বুঝবো বলেন ! আর বস যদি বেশি বকাঝকা দেয় তাহলে তাকে এই পোস্ট দেখিয়ে দিবেন
৫| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: ছবিগুলি মানে বুক কাভার গুলিও দুর্দান্ত। বিশেষ করে পালাবি কোথায় ছবিটি।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২
ডট কম ০০৯ বলেছেন: বইগুলান সংগ্রহে রাখার মত!!
প্রাপ্তিস্থান বলিয়া কৃতার্থ করেন।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৭
অপু তানভীর বলেছেন: আমার মত স্বপ্ন দেখতে হবে ! এই বই গুলো স্বপ্নে ছাড়া আর কোথাও পাওয়া যাইবে না !
৭| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪
নোমান নমি বলেছেন: কাল্পনিক ভালোবাসার বইটা সবচে ভালো হয়েছে। এই বইয়ের ভিতরের পছন্দের কয়েকটা লাইন তুলে দিলাম "অবিবাহিত নারীরা হইল জগতের ত্রাশ, এই বৃদ্ধ বয়সে আসিয়া তাহাদের দেখিলে আমার ভিতরে উত্তেজনা চাপিতে থাকে। ভাবিয়া বসিয়া ইশ! মেয়েটি যদি আমার লালটুকুটুকে বৌ হইতো"
অসাধরণ একটা বই ছিলো। এক নিঃশ্বাসে পড়ে ফেলছি।
তবে আমার বইটা ভালো না। :/
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
অপু তানভীর বলেছেন: আসলেই কাভা ভাইয়ের বইটা অসাধারন ছিল ! আপনার টাও কিন্তু দারুন ছিল
৮| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: এপিক এপিক ! সবচেয়ে মজা পাইছি চিরতার রসের টা দেইখা !
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: চিরতার রস ভাইয়ের কপালে কিন্তু এই কথাই লেখা আছে
কুনো মিস নাই !
৯| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক মজা পেলাম।.... কারও প্রচ্ছদ দারুণভাবে মিলে গেছে কিন্তু
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: কিছু কিছু প্রচ্ছদ তো মিলবেই
১০| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
একজন ঘূণপোকা বলেছেন: আইডিয়াঃ একজন ঘূণপোকার একটি পোস্ট থেকে !
আর আমার কোন বই নাই, ভালা পুলা তুমি এত্তোগুলা নিষ্ঠুর
দারুন পোস্ট ভালা পাইলাম
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: বই খুকার চেষ্টা নিছিলাম কিন্তু খুইজা পাইনাই ! তার আগেই ঘুম ভাইঙ্গা গেছে !
সমস্যা নাই ! সামনের গেলে ঠিকই পাওয়া যাইবে
১১| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন:
১২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২২
নিমচাঁদ বলেছেন: আমার বইয়ের প্রচ্ছদ দেইখা ভিতরের হা হুতাশ সেই রকম বাড়িয়া গেলো
হায় চুল !!!! তুমি কুথায় !!
( প্রচ্ছদ সব গুলা ফাটাফাটি )
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১
অপু তানভীর বলেছেন: আপনার কাছে তাইলে চুলের সমস্যা বড় হইয়া গেলু ? আর বিবাহিড় জীবনের যন্ত্রনার কি হইলো
সমস্যা নাই একদিন চুল ফিরিয়া আসিবে !
১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: এই বইটা বাদ পড়ছে
সম্পুর্ণ পরিবেশ বান্ধব ডিজিটাল ভালোবাসার গল্প
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৬
অপু তানভীর বলেছেন: আরে নিজের বই তো এই জন্য লজ্জায় দেই নাই !
বুঝেন না নাকি ?
১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টে প্লাস, প্রচ্ছদগুলা জটিল হইসে। আইডিয়ায় ডাবল প্লাস
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৭
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হাসতেই আছি
কাভা আর কান্ডারি ভাইয়ের বই দুটা চ্রম কভার দেখেই বুঝা যাচ্ছে
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
অপু তানভীর বলেছেন: কিন্তু এই ভদ্রলোক গেলু কই ?
এখনও দেখা নাই কুনো
১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০০
নিমচাঁদ বলেছেন: আমার মনে হয় , বটগাছ না দিয়া
হেডিং টা এই রকম দিলে ভালো হইতো , কুনো
''আমার প্রেমিকার হুলা বিলাই রে ও আমি ভালা পাই ''
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন: বিলাই দিলে এখন হেতি মন খারাপ করিতে পারে ভাই ! বটগাছই ঠিক আছে !
১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্যাং ভাইয়ার কমেন্টে দেয়া বইটা এড করে দেন
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন: কমেন্টের উত্তর দিয়েই এড দিবো ভাবছি
১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪
নিমচাঁদ বলেছেন: জনৈকা জানার লেখা বইটার নাম ফাটাফাটি হয়েছে ।
অবশ্য বইটার আরেকটা নাম হইতে পারতো ,
''যখন বলক ছিলাম '' অথবা
'' ফেইক আইডি , লাগবো ভাইডি ? ''
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন: এইটাও হইতে পারে ! "যখন বলক ছিলাম" তবে ফেইক আইডি হইবে নাকি ? এখানে তো "নিক" ব্যবহার হয় !
হলে হবে এমন "মাল্টি নিক, পারলে চিনে নিক"
১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬
নিমচাঁদ বলেছেন: আর কান্ডারীর বইয়ের প্রচ্ছদের বাবুর চুলের সাথে লেখকের চুল সমানুপাতিক দেখিতে পাইতেছি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২
অপু তানভীর বলেছেন: কেমনে কি ?
আমার চুল মোটেই এমুন না !
২০| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৮
শরৎ চৌধুরী বলেছেন: একটা এপিকে লেভেলের পোষ্ট। প্রিয়তে নিলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন: আপনের লেখা বই কিন্তু সব কিছু বলে দিবে ! সাবধান
২১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
শাকিল ১৭০৫ বলেছেন: বাহ!! বেশ!বেশ! তবে বটগাছের টা নিয়া যেই বই বাইর করছে সেঈটা সিরাম বেশ
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন: দেখি বইটা সংগ্রহ করা যায় নাকি
২২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বইগুলো সংগ্রহ করতে চাই । ডিসকাউনট কত ?
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন: ডিসকাউন্ট তো পরের কথা, আগে বইয়ের স্টল খুজে বের করুন !
২৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৮
আরজু পনি বলেছেন:
প্রচ্ছদগুলা জটিল হইছে
একটা কারেকশান হবে
আশা জাগানিয়া প্রকাশনী হবে
আর আমি ঘোষনা দিলাম, এই প্রচ্ছদ ও নামেই বই প্রকাশ করবো
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৬
অপু তানভীর বলেছেন: আশা জাগানিয়া প্রকাশনী থেকে এই বই বের করা কি ঠিক হবে ?
যাই হোক সামনের বই মেলায়ই বই চাই
২৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০
নোবিতা রিফু বলেছেন: ভাল্লাগছে ভ্যা...
[এই আইডিয়াটা প্রায় দুইবছর আগে মাথায় ঢুকছিল, আলসেমির ঠ্যালায় কয়েকটা বই বানাইয়াই কি আছে গেবনে বইলা খ্যান্ত দিছিলাম... আমার সিন্ডিকেটের লোকেরা সাক্ষী ]
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭
অপু তানভীর বলেছেন: আরেএএএএএএ ! এইডা কেডা ?
এতোদিন কোথায় ছিলেন আপনে ?
অনেক দিন পর ব্লগে আপনাকে দেখে ভাল লাগছে !
২৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭
ইমিনা বলেছেন: হা হা হা ...
সবগুলো সুন্দর হয়েছে। আপনার বই কোথায়? আমি কিন্তু আপনার লেখা বইয়ের নাম ঠিকই জানি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
অপু তানভীর বলেছেন: আমার বইও আছে । আমি যেই স্বপ্ন বই মেলায় গিয়েছিলাম কুনোভাইও সেই স্বপ্নেই সেই মেলাতেই গিয়েছিল । তিনি আমার বইয়ের প্রচ্ছদের ছবি তুলে এনেছেন
দাড়ান এড করে দিচ্ছি !
২৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২
আমিনুর রহমান বলেছেন:
গ্রেট পোষ্ট +++
এইবার ভাবছি আত্মকথা নিয়ে একটা পোষ্টই দিয়া ফেলমু। প্রতিটা প্রচ্ছদ, নাম, প্রকাশনীর নাম অসাধারণ। স্বপ্নটা মনে হয় ফজরের আযানের পর দেখেছিলি তাই সত্য দেখেছি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪১
অপু তানভীর বলেছেন: জলদি জলদি দিয়ে ফালান তো ! দেখি সেই বইয়ে কি আছে ! সকল গোপন রহস্য বের হয়ে যাক ।
আর ভোর রাতে আমি ঘুমাতেই গেলাম এতো জলদি স্বপ্ন দেখলাম কখন কে জানে
২৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০
জহীরুল ইসলাম বলেছেন: ভাই চরম হইছে....
তবে আরজু আপুর "বানান ভুলে ভরা প্রথম প্রেমপত্র" বইটা পেলে আসলেই কাজে লাগত। গার্লফ্রেন্ডের কাছে প্রেমপত্র লিখতে আর কষ্ট করে মাথা ঘামাতে হত না।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২
অপু তানভীর বলেছেন: আপাতত তার কয়েকটা ব্লগ পোস্ট দেখতে পারেন !
আর তাছাড়া আজকাল কেউ কি আর প্রেম পত্র লিখে নাকি ! মিয়া আধুনিক হোউন
২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
সেই রকম আইডিয়া , জটিল একটা পোস্ট । ভাল্লাগসে খুব ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০
আবু শাকিল বলেছেন: ব্যাফুক বিনুদন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
অপু তানভীর বলেছেন:
৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪২
আম্মানসুরা বলেছেন: চরম মজার পোস্ট। এটা বেস্ট হয়েছে
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
অপু তানভীর বলেছেন:
৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
ডি মুন বলেছেন: দুর্দান্ত পোস্ট।
প্রিয়তে নিয়ে গেলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
অপু তানভীর বলেছেন:
থেঙ্কু !!
৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
এম মশিউর বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ও কান্ডারী অথর্ব'র বইয়ের প্রচ্ছদ দুইটা সবচেয়ে ভালো লেগেছে।
বাকিগুলোও জটিল লাগছে! দুর্দান্ত পোস্ট!
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫
অপু তানভীর বলেছেন:
৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মজা হইচে ম্যান!
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
অপু তানভীর বলেছেন: থেঙ্কু ম্যান
৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯
কাউসার রুশো বলেছেন: মজা পাইলাম
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন:
৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন:
৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাইস ক্রিয়েটিভিটি ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন:
৩৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭
আকিব আরিয়ান বলেছেন:
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩
অপু তানভীর বলেছেন:
৩৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
হানিফ রাশেদীন বলেছেন: অনেক মজার হয়েছে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৩৯| ১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
মা.হাসান বলেছেন: অসাধারণ
১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৪০| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: ফান-পোস্ট হিসেবে চমৎকার, নিঃসন্দেহে! তখন ব্লগে ছিলাম না, এসেছি এই ব্লগ লেখার এক বছর পর। তবুও পোস্টের সব লেখককে মোটামুটি চিনি। তাই এতদিন পর (৮ বছর) পড়েও বেশ উপভোগ করলাম।
প্রখর কল্পনাশক্তি না থাকলে এ ধরণের পোস্ট লেখা যায় না।
পোস্টে অষ্টম প্লাস। + +
১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২০
অপু তানভীর বলেছেন: এই আজ থেকে আর বছর আগের পোস্ট । তখন ফটোশপের জ্ঞান আমার একদম ছিল না । থাকলে পোস্টার গুলো আরও একটু ভাল করে করা যেত ।
গতকাল শায়মা আপার পোস্টে অনেক পুরানো দিনের কথা মনে পড়লো । উপভোহ করেছেন জেনে খুশি হলাম !
ভাল থাকুন সব সময় !
৪১| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১
মিরোরডডল বলেছেন:
ম্যান টু বি ডেড, MBA, বানান ভুল, কুনোব্যাঙ এগুলো মজার ছিলো
১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন: এগুলো আসলে সেই সময়ে একটা ট্রেড মার্কের মত ছিল উক্ত ব্লগারদের ।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
ঢাকাবাসী বলেছেন: অসাধারণ একটা আইডিয়া, স্বপ্নেও ছবি তোলা যায় তা'দিয়ে আবার অপুর্ব সব ছবিওয়ালা প্রচ্ছদ! দারুণ লাগল।