নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিনের মতই আজকে আবার সেই স্বপ্ন দেখলাম । একটা বই মেলায় ঘুরে বেড়াচ্ছি । কোথাকার বই মেলা ঠিক বুঝতে না পারলেও বুঝলাম দেখলাম আমাদের দেশের অনেকের বই সেখানে আছে । কিন্তু সব থেকে অবাক হয়ে দেখলাম, ডিজিটাল বোর্ডে বেস্ট সেলার সব গুলো বই আমাদের সামুর সব ব্লগারদের লেখা । নিচে ছোট ছোট বর্ণনা লেখা ! চটপট মোবাইল বের করে সব গুলোর ছবি তুলে নিলাম ! এবার দেখে নিন সেই বেস্ট সেলার বইয়ের প্রচ্ছদ এবং সংক্ষিপ্ত বিবরনী !
প্রথমেই আছে আমাদের মামুন ভাইয়ের সম্পাদনায় দূর্দান্ত একটা গল্প সংকলন ! পৃথিবীর সেরা সেরা সব গল্প নিয়ে বইটি সাজিয়েছেন মামুন ভাই !
আমাদের আরমান ভাই কেমন করে বিয়ে করে ফাইস্যা গেছেন সেই কাহিনী নিয়ে এই বই । আরমান ভাই ফাইস্যা গেছে ।
একজন ঘূণপোকার লেখায় ফুটে উঠেছে কবির প্রেমময় জীবনের অজানা কাহিনী !
বালিকাকে নিয়ে ছোট ছোট কবিতা লিখতে লিখতে একটি সম্পূর্ন বই প্রকাশ করে ফেললেন মাহবুব ভাই
মাগুরের জীবনের প্রেম ভালবাসা প্রথম বারের মত সামনে নিয়ে এসেছেন ব্লগার এবং ফেসবুকার মাগুর
চেয়ারম্যান মানেই কিন্তু গম চোর নয় ! এই কথা চেয়ারম্যান নিজের ব্লগেই লিখে রেখেছেন । এই বইয়ে আছে একজন সৎ চেয়ারম্যানের সুখ দুঃখের কাহিনী !
পুরানো দিনের স্মৃতি কথা লিখেছেন নষ্ট কাক !
লন্ডনে কাটানো দিন গুলো নিয়ে রচিত হয়ে এই গল্প !
সায়েন্স ফিকশান রাইটার শান্তির দেবদূত লেখার ধরা পরেছে পৃথিবী ধ্বংসের পরের কাহিনী
ব্লগ থেকে হারিয়ে মানুষ এখন কোথায় ? সেই কথা নিয়েই এই বই
আরেক হারিয়ে যাওয়া পুলার গল্প
বাংলার ইবনে বতুতার উল্লেখ যোগ্য ভ্রমন কাহিনী নিয়ে রচিত হয়েছে এই বইটি
দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য গুলো রক্ষা করতে গিয়ে কি হয়েছিল তা জানা যাবে এই বই পড়লে ।
এক বাংলাদেশী ছেলের এক বিদেশীনীর প্রেমের পড়ার গল্প
সব শেষে রহস্যময় ব্লগার প্রোফেসর শঙ্কুর লেখা এই দুর্দান্ত থ্রিলার বইটি মেলার অনেকের মন জয় করেছে !
আরও কিছু দেখতে যাচ্ছিলাম কিন্ত তার আগেই সেদিনের মত ঘুম ভেঙ্গে গেল । যা ব্যাপার না অন্য আরেকদিন আরও কিছু বইয়ের খোজ নিয়ে হাজির হত ! আজকে এই পর্যন্তই !
বিঃদ্রঃ পোস্ট টা কেবল ফান হিসাবেই নেওয়া হয়েছে । কাউকে হেহ -প্রতিপন্ন করা কিংবা কাউকে ছোট করার জন্য না । যাদের যাদের নাম নিয়েছি আশা করি যে কেউই এই পোস্ট দেখে রাগ করবে না ! তবুও যদি এই ১৫ জনের কারও এই পোস্ট নিয়ে একটু আপত্তি থাকে দয়া করে আমার ইনবক্সে জানাবেন ! আমি যথা শীঘ্র সম্ভব সেটা এডিট করে দিবো ! ধন্যবাদ !
(পোস্টের আইডিয়া প্রাপ্তি একজন ঘূণপোকার একটি পোস্ট থেকে)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯
অপু তানভীর বলেছেন: না না ! গত পোস্টে দেখেন !
আমার বইয়ের নাম কিন্তু অধরা প্রেম নহে ! অন্য কিছু
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫
ডট কম ০০৯ বলেছেন: ফাসলাম আমি জানলো অপু তানভীর ভাই।
আমি আর ফাসতে চাই না। আমারে বাঁচান কেউ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯
অপু তানভীর বলেছেন: এই গর্তে একবার পড়লে আর কেউ টাইন্যা তুলতে পারে না । আপনাকে কেউ আর বাঁচাইতে পারবো না
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২
অপু তানভীর বলেছেন:
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
শাকিল ১৭০৫ বলেছেন: আমারে আমাগো বই কেও কিনেনা থুক্কু বাইর করেনা!
এক চামুইচ আপচুচ!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
অপু তানভীর বলেছেন: বাইর হইবে ! অপেক্ষায় থাকিতে হইবে
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
স্বর্ণমৃগ বলেছেন: খাইছে! আমার বই বেরুলো অথচ টেকা-পুইসা পাইলাম না। কেমনে কিতা!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
অপু তানভীর বলেছেন: কুনো চিন্তা নাইক্কা ! একদিন না একদিন ঠিকই পাইয়া যাইবেন
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
বকুল০৮ বলেছেন:
চরম!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
অপু তানভীর বলেছেন:
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮
মিজভী বাপ্পা বলেছেন: চ্রম হইছে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
অপু তানভীর বলেছেন:
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩
আকিব আরিয়ান বলেছেন: আমি কোন বিদেশিনীর প্রেমে পড়ি নাই কখনও আমার লেখা বই অন্য কিছু হওয়া উচিত। বিড়ি কিংবা রাস্তা নিয়ে বই লেখতে পারি :#> যে নই লিখি নাই সেই বই আমার নামে চালায় দেয়ায় আপনার নামে মামলা করা উচিত
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
অপু তানভীর বলেছেন: আমার নামে মামলা করে কইরা তো লাভ নাই । বই তো আর আমি বাইর করি নাই । বই বাইর করছে প্রবাসী প্রকাশনী ! তাগো গিয়া ধরেন
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ারুন!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
অপু তানভীর বলেছেন:
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
মজা পাইলাম।
চেয়ারম্যান সাব, ফিফা, নস্ট কাক, অঘটনঘটনপটিয়সি, জুন আপ্পিদের বইগুলা এপিক
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
অপু তানভীর বলেছেন: আপনের বইটা কি খারাপ হইছে নাকি
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১১
নষ্ট কাক বলেছেন: বই বের হইল, মাইন্না নিলাম!
কিন্তু দৌড় প্রকাশনী এখন পর্যন্ত কোন কমিশন দিল না কেন আমারে? বেত্তমিজ!!!! -_-
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫
অপু তানভীর বলেছেন: সেই প্রকাশনীকে ধরতে হইবে ।
দাড়ান আরেকবার যাইয়া নেই তখন দেখমুনে বেটাদের
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
একজন ঘূণপোকা বলেছেন:
নাহ!!! আমারটাও ভালাই হইসে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫
অপু তানভীর বলেছেন:
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
জুন বলেছেন: দারুন হয়েছে অপু । কিন্ত এবার বই বিক্রির ব্যবস্থা করে দাও
অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য
+
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
অপু তানভীর বলেছেন: আরে এগুলতো সবই মেলার বেস্ট সেলার বই !
কেন প্রকাশনী আপনাকে টাকা পয়সা কিছু দেই নাই ? আজই কেস কইরা দেন তাগো নামে
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্রেম তো যা করছিলাম সবই বাংলাদেশের দিনগুলাতে। লন্ডনের দিনগুলাতে তো কিছুই করি নাই। আমার নাম দিয়া কে বই বাইর করলো তাইলে???
কমিশনও তো পাইলাম না।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
অপু তানভীর বলেছেন: কে বাইর করিলো সেই খোজ নিতে হইবে । এখনই নিতে হইবে
ইয়ে মানে বাংলাদেশে থাকিতে কয়টা প্রেম করিয়াছেন একটু যদি বলিতেন
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: বেশি না, মাত্র ৭/৮টা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
অপু তানভীর বলেছেন: আমার থেকে তো কম
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০
মুদ্দাকির বলেছেন: সুন্দর !!
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন:
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
আলম দীপ্র বলেছেন: অতজনের বই প্রকাশ হইল । হিংসা হইতাসে যে ভাই ! তাই পুষ্টে মাইনাছ দিতে ইচ্ছা করতাসে । ++ দিলাম ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩
অপু তানভীর বলেছেন: কুনো হিংসা হপে না । ঠিক কি আছে যে সামনের দিন আপনার বইও প্রকাশ হইয়া যাইবে
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
অপু তানভীর বলেছেন:
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৬
সুমন কর বলেছেন: চরম হইছে। +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন:
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
নক্ষত্রচারী বলেছেন: হা হা ........ ব্যাপুক বিনোদুন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তীব্র প্রতিবাদ
আমি যে সেই মেলা থেকেই অপু তানবীরের "অধরা প্রেম" কিনলাম যার ষ্টলে ছিল সবচে বেশী ভীর.. তার প্রচ্ছদ নাই কেনু কেনু কেনু
++++++