| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল একজনের ফেসবুক ওয়ালে একটা ভিডিও পেলাম, তারপর গুগল মামুর কাছে আরও কিছু জনাতে চাইলাম, এবং সেগুলো দেখেই মোটামুটি এই ভিডিও গুলা শেয়ার দিতে ইচ্ছে হল ! আসুন কথা বার্তা না বাড়িয়ে ভিডিও গুলো দেখি ! মোট ১২ জোড়া ভিডিও দিলাম। কিন্তু শর্ত হচ্ছে প্রত্যেক জোড়র প্রথমটা দেখার পরেই দ্বিতীয়তা দেখতে হবে ! তা না হলে কিন্তু মজা বোঝা যাবে না !
আসুন কিছু গান দেখি
১
২
৩
(এটি ইজরায়েলের জাতীয় সংগীত)
৪
৫
৬
৭
৮
৯
১০.
১১.
১২.
আমি তো আরও লম্বা লিস্ট দিতে যাচ্ছিলাম কিন্তু সেটা দিতে গেলে সামুর সার্ভার ডাউন হয়ে যেতে পারে । নিচে একটা ওয়েবসাইট দিলাম সেখান থেকে নিজ দায়িত্বে দেখে নিন প্লিজ !
ওয়েবসাইট লিংক
গত কালকের দেখা ভিডিও লিংক
(টাইম পাশ পোস্ট)
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
অপু তানভীর বলেছেন: কেনু কেনু ? কেনু মইরা যাইবেন ?
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
তূর্য হাসান বলেছেন: এক সময় খুব হিন্দি সিনেমা দেখতাম। তারপর যখন ইংরেজি সিনেমার সাথে পরিচয় ঘটল তখন শুধু মিলাতাম আরে এই দৃশ্যটা না অই হিন্দি ছবিতে আছে? তারপর এমন অবস্থা দাড়াল যেন ঠগ বাছতে গা উজাড় হওয়ার দশা। এখন হিন্দি সিনেমার রিভিউও পড়ি না।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: হে হে হে !!
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
অনুগমন বলেছেন: ভাই এই ভাবে হাটে হাড়ি ভাঙ্গে?? এদের আবার বহুত শ্রোতা আমগো দেশে আছে। ভাই হিন্দি গান শুনলেই আমার কেন জানি গা কিরকির করে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন:
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: আরে আপনে এতো দিন কই ছিলেন ? দেখাই নাই যে ![]()
![]()
৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: হলিউডকে কপি করে বলিউড আর বলিউডকে কপি করে ঢালিউড।
ইহা অনেক পুরোনো ঘটনা । তার প্রথম অংশ সচিত্র প্রমান করে দিলেন ।
সত্য কথা তিতাও ভাল ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
অপু তানভীর বলেছেন: অতি সত্য কথা ![]()
৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭
সমন্বয় বলেছেন: এই ভিডিও তে এই সম্পর্কে আরও ধারনা আছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন: যে ওয়েবসাইটের লিংক দিয়েছি সেখানে গিয়ে একবার দেখেন কত লম্বা লিষ্টি
৭|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: এছাড়াও বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন অঞ্চলের ট্র্যাডিশনাল গান ফোক গান উপজাতী মিউজিক এইসব নিজের নামে চালিয়ে দেয়। সুভাস ঘাই এক তাল মুভিতে যে ব্যাপারটা দারুণ ভাবে তুলে ধরেছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
অপু তানভীর বলেছেন: হুম, সেই মুভিটা দেখছি ! উপরে একটা ভিডিও আছে সেটাতেও দেওয়া আছে কেমনে ওরা চুরি করে ! ![]()
![]()
৮|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মার্ডার মুভিতে মাইলসের গান "নিঃস্ব করেছো আমায়" চুরি করে যে কেইস খাইছিল ওইটা দিলেন না কেন ভাই?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
অপু তানভীর বলেছেন: ঐটা দিতে চেয়েছিলাম কিন্তু ঐ ভিডিও দিলে আমার আইডি ব্যান হয়ে যেত কিংবা যাওয়ার সম্ভাবনা ছিল ![]()
৯|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
মাহমুদ তূর্য বলেছেন:
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
অপু তানভীর বলেছেন: এতু অবাক হওয়ার কি আছে ? ![]()
১০|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিতম/ অনু মালিক/ হিমেশ এদের মেক্সিমাম গানই কপি! আমাদের জেমস প্রিতমের যে দুইটা গান গাইছে, দুইটাই কপি! ওরা ইংলিশ, আরবি, কোরিয়ান, বাংলা, তামিল এমনকি নেপালি গানও কপি করে!
বলিউড পুরাটা কপির উপরেই টিকে আছে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
আলম দীপ্র বলেছেন: এততা দেখলে তো ভাই মইরা যামু ।