নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে পুরোনো কিছু গান শুনে মন হঠাৎ করেই সিক্ত হয়ে ওঠে । কত কথা মনে পড়ে ! কত স্মৃতি কথা মনের পর্দায় ভেসে ওঠে ! এমন কিছু গান হল অঞ্জন দত্তের গান । আমার জীবনের খুব বড় একটা সময় কেটেছে এই গান গুলো শুনে । ইউটিউবের কল্যানে এখন প্রায়ই শোনা হয় এই গান গুলো । আজকে কি মনে হল গান গুলোর একটা লিস্ট বানিয়ে ফেলি । এখন থেকে নিজের পোস্টে এসে একটা করে ক্লিক করবো আর শুনবো !
যাই হোক প্লে-লিস্ট কেবল অঞ্জন দত্তের গান দিয়ে শুরু হলেও এখানেই শেষ হবে না । প্রতিদিন রাতে রাতে একা একা যে গান গুলো শুনবো সেই গান গুলো এখানে এনে জমা করে রাখবো !
আপনারাও নিজেদের পছন্দের গানের লিংক দিতে পারেন । সব গান জমা হোক আজ একসাথে !
১. দার্জিলিংটা
২. আমি বৃষ্টি দেখেছি
৩. রঞ্জনা আমি আর আসবো না
৪. তুমি না থাকলে
৫. কাঞ্চন জংঘা
৬. তুমি দেখেছো কি ?
৭. তোমার আদরের রমা
৮. নীল
৯. টিভি দেখো না
১০. মালা
১১. ম্যারিয়ান
১২. শুনতে কি চাও তুমি ?
১৩. তুমি আসবে বলে তাই
১৪. ববি রয়
১৫. এটা কি ২৪৪১১৩৯
১৬. মিস্টার হল
১৭. দুটো মানুষ
১৮. হাফ চকলেট
১৯. চল লেটস গো
২০. আজ বসন্ত
২১. অসময়ই
২২. একদিন বৃষ্টিতে বিকেলে
২৩. চ্যাপ্টা গোলাপ
২৪. সানসাইন অন মাই সোল্ডার
২৫. রং পেন্সিল
২৬. তুমি যেখানে আমি সেখানে
ভাল লাগার আরেক নাম জলের গান !
১. এমন যদি হত
২. পাতার গান
৩. বকুল ফুল
৪. তুমি আমার পাশে বন্ধু হে একটু বসিয়া থাকো
৫. ঝরা পাতার গান
৬. শোয়া যাও
৭. বাউলা বাতাস
৮. দুরে থাকা মেঘ তুই দুরে দুরে থাক
৯. আয়না
কার্তিক ও কনকের গান
১. রঙ্গের গান
২. আয় ছেলেবেলা
৩. একটু বসিয়া থাকো !
তারুণের
আনলাকি থার্টিন !
চন্দ্রবিন্দুর গান
১. বন্ধু তোমায় দিলাম
২. মন
৩. ঘুম ঘুম ক্লাস রুম
৪. ভিনদেশী তাঁরা
৫. যদি বল ৬. মৌন মুখরতা
৭. সুইট হার্ট ২
৮. কেউ ভালবেসে
৯. আমি যে রিক্সাওয়ালা
তাহসান
১. সেই সুতো হব
২. কে তুমি
৩. প্রেমাতাল
৪. স্পর্শের বাইরে
৫. মনের ইচ্ছে । (মন ফড়িংয়ের গল্প)
৬. ও অভিমানী (আঙ্গুল)
৭. ঈর্ষা (দুরে তুমি দাড়িয়ে)
৮. আলো
৯. নেই
১০. লাইট হাউজ
সাউন্ড ক্লাউডের অগোছালো কিছু গান !
১. কলঙ্কিনী রাধা_অভিজিৎ বর্মন পটা
২. আমি তোমাকেই বলে দিবো -সঞ্জীব চৌধুরী /দলছুট
৩. যদি মন কাঁদে তুমি চলে এসো
৪. বন্ধু, কী খবর বল?
৫. চুরানব্বই ব্যাচের গান -অঞ্জন দত্ত
৬. হাসতে দেখো -এল আর বি
৭. আমার সোনা বন্ধু রে
৮. কখনও জানতে চেয়ো না !
৯. Eila & Nick Kamarera - Sunny Summer Day
আনুশেহ
১. হৃদ মাজারে
২. তোমার ঘরে বাস কারা
৩. তোমার জন্য (অর্নব)
৪. এখন ফুল ছড়ানোর পালা
কুমার বিশ্বজিৎ
যেখানে সীমান্ত তোমার
চমক হাসান
সাড়ে ৮ হাজার মাইল দুরে
গল্পের যাদুকর
এবার কিছু ফাল্গুনী পাঠাকের গান আনা যাক ! আমার খুব পছন্দের কিছু গান
Meri Chunar Udd Udd Jaye
Maine Payal Hai Chhankai
Choori Jo Khanki
Aiyo Rama
ডোরেমন থিম
অর্নব
তোমার জন্য
ভালোবাসা তারপর
হারিয়ে গিয়েছি
তুই কি জানিস ?
তুই গান গা
রাস্তায়
নাম ছিল না
তোর জন্য
একটা একটা এলোমেলো (চাই)
বাংলাব্যান্ড
আবার হাসি মুখ -শিরোনামহীন
ইচ্ছেঘুড়ি -শিরোনাম হীন
বন্ধ জানালা -শিরোনামহীন
হাসিমুখ -শিরোনামহীন
পাখি -শিরোনামহীন
এই বৃষ্টিভেজা রাতে -আটসেল
&&&
অল্ড ইস্কুল, কেরে তুই
(চলবে)
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
অপু তানভীর বলেছেন: গান চলতে থাকুক ! এখন রাতের পর রাত এই গান গুলো শুনে কেটে যায় মসয় !
সংগ্রহ চলতে থাকিবে......
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
প্রেমিক চিরন্তন বলেছেন: দুর্দান্ত কালকেশন। +++
http://bdnewseveryday.com/
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
অপু তানভীর বলেছেন:
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২
আমিনুর রহমান বলেছেন:
ভালা পোষ্ট +++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অঞ্জন দত্তের গানগুলোর মধ্যে আমার খুব প্রিয় একটা গান হল এটা
খুব মজার একটা গান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
অপু তানভীর বলেছেন: এইটা দেই নাই লিস্টে ?
যাক আমার কাছে হাফ-চকলেট টা বেশি পছন্দ
৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮
রিয়াসাত মোর্শেদ খান বলেছেন: সংগ্রহ এবং সংগ্রাহকের জয় হউক!!
০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫
অপু তানভীর বলেছেন: জয় হোক !
৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: +++++ দিয়ে গেলাম
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:১১
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৭| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৭
সিলা বলেছেন: অরেবাবা!!"" এত্তগুলা আদিম জুগের মরাগান একসাথে।!
ভালই কয়েকটা টিওবমেট থেকে নামিয়ে রাখব, ভাবছি ঘুমের জন্য ভালো কাজে দেবে, ঘুমের প্রয়জন হলে একটা ছারব বেস.... হিহিহি
২৬ শে মে, ২০১৬ রাত ২:১৬
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪
একজন ঘূণপোকা বলেছেন: এই গানগুলি শোনলেই কলেজের প্রথম বর্ষের কথা মনে পরে যায়।
সবগুলি প্রিয় গান।
শুভ উদ্যোগ।
চলতে থাকুক
চ্যাপ্টা গোলাপ ফুল শুনছি এখন
প্রথম পিলাস