নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অসিরিয়াস পোস্টঃ জনৈক কবির ভাতিজা সমগ্র

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩



নারী এবং জনৈক কবির কথোপোকথনটা ব্লগার শিপু ভাই শুরু করেছিলেন । এখন চালিয়ে যাচ্ছেন । মাঝে মাঝে আমারও কিছু লিখতে ইচ্ছে হয় । কিন্তু জনৈক কবি যেহেতু শিপু ভাই দিয়ে দিয়েছে আর ব্লগার শিপু ভাইকে আমি চাচা ডাকি । তাই নারী আর জনৈক কবির ভাতিজা শিরিজ শুরু করলাম !




নারী,
আমার অনিশ্চিয়তায় যদি আমার হাতই না ধরতে পারলে,
তাহলে আমাকে তুমি কেমন ভালবাসো ?
দুধের মাছির ভালবাসার আমার প্রয়োজন নাই !!

-জনৈক কবির ভাতিজা



নারী,
তোমার পিছনে যত কর্ম ঘন্ট নষ্ট করেছি তার পারিশ্রমিক তোমার নতুন স্বামীর মাসিক বেতন থেকে কয়েক গুন বেশি !

-জনৈক কবির ভাতিজা



নারী,
তীব্র বৃষ্টিতে তোমার হাতে হাত রেখে ভিজতে চেয়েছিলাম ।
আর তুমি কি একটা ছাতার জন্য আমার হাতটা ছেড়ে দিলে ?

-জনৈক কবির ভাতিজা



নারী,
তোমার চুড়ান্ত লক্ষ্য কোনদিনই ভালবাসা ছিল না, ছিল ভাল থাকা!!

-জনৈক কবির ভাতিজা



নারী,
তোমার জন্য ঘর ছাড়তে প্রস্তুত ছিলাম ।আর একটা ভাল ঘরের জন্য তুমি আমাকে ছাড়তে প্রস্তুত হয়ে গেলে ?

-জনৈক কবির ভাতিজা



নারী,
কেবল আমার স্টাটাসের লাইক বাটনে খোঁচা দিও না,
মাঝে মাঝে ইনবক্সেও টুকটাক খোঁচা দিও......

-জনৈক কবির ভাতিজা



নারী,
তোমার বাবুটার বাবা হতে চেয়েছিলাম,
আমাকে তার মামা বানিয়ে দিলে ?

-জনৈক কবির ভাতিজা



নারী,
একটি চুমুর জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি,
অথচ তুমি চুমু দিয়েছো ঐ বদ বিলাইটাকে, যে কিনা মাছে কাটাকুটি খেয়েই সন্তুষ্ট !

-জনৈক কবির ভাতিজা !



নারী,
তোমার ঐ চোখ-সমুদ্রের বিশেষ জায়গাটুকু চেয়েছিলাম,
তুমি দক্ষিন তালপট্টির মত মালিকানা অন্য কাউকে দিয়ে দিলে !

-জনৈক কবির ভাতিজা !


১০
নারী,
কম দামী লিপস্টিক ব্যবহার কর না। আমার পেটে সস্তা জিনিস সহ্য হয় না।

-জনৈক কবির ভাতিজা


১১
নারী,
তোমাকে ভ্যালেনটাইনের কার্ড দিয়েছিলাম বিনিময়ে তুমি তোমার বিয়ের কার্ড ধরিয়ে দিলে !

-জনৈক কবির ভাতিজা


১২
নারী,
বেঁচে থাকার মানে টুকু তোমার সাথে চলে গেছে ।
আমি এখন কেবল শ্বাস নিতে জানি ।

-জনৈক কবির ভাতিজা


১৩
নারী,
ঈদের শুভেচ্ছা জানাতেও তোমার কৃপণতা ?
তুমি অজীবন স্বার্থপরই রয়ে গেলে !!

-জনৈক কবির ভাতিজা !


১৪
নারী,
প্রাক্তন প্রেমিকা কে অভিশাপ দিয়েছি, তোমাকে নয় ।
তবে এই ভেবো না যে, তোমাকে অভিশাপ দিতে পারবো না ।

-জনৈক কবির ভাতিজা


১৪
নারী,
তোমার ঐ ঠোঁটে আর চুমু খেতে পারবো না বলে দুঃখ নেই ।
দুঃখ এটাই যে ঐ ঠোঁটের স্বাদ নেবে অন্য কোন পুরুষ !
-জনৈক কবির ভাতিজা


১৫
নারী,
আমার গল্পের "প্রধান নারী" চরিত্র টা তোমাকে দিতে চেয়েছিলাম ।
আর তুমি কিনা তোমার গল্পের "বড় ভাই" এর চরিত্রটা আমাকে দিলে ?

-জনৈক কবির ভাতিজা



শেষের টা জনৈক কবির জন্য ! ;);)

কবি,
প্রেমে ছ্যাকা খেয়ে নিজে তো কবি হয়েছই, ছোট ভাই ব্রাদার এমন কি ছোট ভাতিজাকেও কবি বানিয়ে ফেলেছো ?
-জনৈক নারী




সামু আমার সাথে এক অদ্ভুদ ফাইজলামি শুরু করেছে । মানুষজন আমার ব্লগে মন্তব্য করছে কিন্তু কোন মন্তব্য দেখা যাচ্ছে না । আবার অন্য দিকে মানুষ জনের মন্তব্যের কোন জবাবও দিতে পারছি না ! জানি না কবে এই সমস্যা ঠিক হবে !

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পড়তে পেরেছি। মন্তব্যও করতে পেরেছি। :)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

অপু তানভীর বলেছেন: আপনাকে থেঙ্কু !! :):):)

২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: নারী,
তোমাকে ভ্যালেনটাইনের কার্ড দিয়েছিলাম বিনিময়ে তুমি তোমার বিয়ের কার্ড ধরিয়ে দিলে !

-জনৈক কবির ভাতিজা




হাহা ভাইয়ু!!!!!!!!! :P

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: আপু আমি আছি দুঃখে আর তুমি হাসতেছু ?

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: পড়লাম জনৈক কবির ভাতিজা সমগ্র।
মন্তব্য না দেখতে পারার সমস্যাটি এতদিন আমার ও ছিল, এখন ঠিক আছে।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: আমার নতুন করে শুরু হয়েছে..... কি যে করি এই সমস্যা নিয়ে...

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭

তুষার কাব্য বলেছেন: নতুন সিরিজ...চলুক... :D ;)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

অপু তানভীর বলেছেন: দেখা যাক!! চলুক...

৫| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির ভাতিজা দেখছি বিরাট দার্শনিক !

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: হুম, বুঝতে হবে....

৬| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++

২,৩,৪,৫ এ দেখি ভাতিজা ব্যাফুক গবেষণা করিয়াছে ;)

ভালো থাকবেন ভ্রাতা :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

অপু তানভীর বলেছেন: গবেষণা চলিতেছেই..... ;););)

৭| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কবি,
প্রেমে ছ্যাকা খেয়ে নিজে তো কবি হয়েছই, ছোট ভাই ব্রাদার এমন কি ছোট ভাতিজাকেও কবি বানিয়ে ফেলেছো ?
-জনৈক নারী




=p~ =p~ =p~ =p~ =p~

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.