নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর সাম্প্রতিক টেকি সমস্যা এবং এর বিকল্প সমাধান !

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

গ্রামের বাড়ি থেকে আসার পর থেকেই সামুতে আমি খুব সমস্যার সম্মুখীন হচ্ছি ! আবার শুনতে পাচ্ছি অনেকের নাকি সমস্যা হচ্ছে না । কিন্তু আমার কেন এমন টা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ।
আমি যে যে সমস্যা গুলোর সম্মুখীন হচ্ছিঃ

১. পোস্টে মন্তব্যে আসতেছে কিন্তু সেই মন্তব্য গুলো দেখা যাচ্ছে না । অনেকে বলছেন ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করলে নাকি মন্তব্য দেখা যাচ্ছে কিন্তু আমার সে ক্ষেত্রে কোন লাভ হচ্ছে না ।

২. পোস্টের যে দু একটি মন্তব্য দেখা যাচ্ছে সে গুলোর কোন উত্তর দিতে পারছিলাম না । যতবারই লিখি ব্রাউজার একটু ঘুরে ঘুরে ৫০২ ব্যাড গেট ওয়ে দেখা । কিন্তু এদিকে সাম্প্রতিক মন্তব্যে ঠিকই নাম চলে আসছে ।

৩. নতুন পোস্ট দিতে গেলেই বারবার ৫০২ ব্যড গেটওয়ে দেখাচ্ছে !


সামুতো আর এসবের সমাধান দিবে না তবে আমি দুর্ঘটনা বসত আমি নিজে কাল রাতে এই সমস্যার হাত থেকে বাঁচার একটা পথা আবিস্কার করেছি ! আমার কাজ হয়েছে বলে আপনারও কাজ হবে কি না কে জানে ! এই গ্যারান্টি আী দিতে পারছি না, তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন ।


যখন মন্তব্য দেখা যাবে না তখন কি করবেন ?
কদিন থেকে মেজাজ টা বেশ খারাপ হয়েছিল ! নটিফিকেশন আসতেছে আমার ব্লগে মন্তব্য এসেছে কিন্তু ব্লগে ঢুকে কোন মন্তব্য দেখতে পাচ্ছি না ! দেখা গেল ১০ টা মন্তব্য এসেছে দেখাচ্ছে মাত্র একটা !
মেজাজ কার ঠিক থাকে বলেন !

এইরকম হলে কি করবেন ?
সামুর পিসি ভার্শন থেকে বের হয়ে মোবাইল ভার্শনে যান ! অর্থাৎ
nblog.net/blog/opuroni/299 এর জায়গায় nblog.net/mobile/blog/opuroni/299

এবার যাওয়ার পরে যেই পোস্টে মন্তব্য এসেছে সেই পোস্ট যান ! যে একটি মন্তব্য দেখা যাচ্ছে সেই মন্তব্যটির জবাব দিন !
যখন আপনার জবাবটি দেওয়া হয়ে যাবে অর্থাৎ এমন একটি পেইজ আসবে
পেছনে পাতায় ফিরে যান এ ক্লিক করুন !

কি দেখতে পাচ্ছেন ?
আপনারা কি দেখতে পাবেন আমি জানি না তবে আমি অবাক হয়ে দেখলাম যে মন্তব্য গুলো আমি দেখতে পাচ্ছিলাম না সেই মন্তব্য গুলো আমি দেখতে পাচ্ছি খুব ভাল করে ।
এবং একটা পোস্টে না ? প্রায় ৫টা পোস্টে এমন করে সকল মন্তব্য গুলো দেখতে পেয়েছি এই একই ভাবে !
যদি নটিফিকেশন আসতেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তখনই মোবাইল ভার্শনে গিয়ে সেই পোস্টের কোন মন্তব্যের জবাব দিচ্ছি এবং পেছনের পাতায় ফেরৎ গেলেই সেই দেখতে না পাওয়া মন্তব্যটি ফেরৎ আসতেছে ।


মন্তব্য করার ক্ষেত্রেও একই উপায় ! কদিন থেকে পিসি ভার্শন থেকে মন্তব্য দেওয়া যাচ্ছিলো না ! মানে আমি দিতে পারছিলাম না । মোবাইল ভার্শন থেকে ঠিক ঠাক দেওয়া যাচ্ছিল !


নতুন পোস্ট করুন বাটনে চাপ দিলেই ৫০২ ব্যাড গেটওয়ে চলে আসলেও চিন্তা করার কিছু নেই । আবার পুনরায় পোস্ট করা থেকে বিরত থাকুন ! কিছুক্ষন পরে দেখবেন আপনার পোস্ট ঠিকই পোস্ট হয়েছে !



কদিন আগে ব্লগার আমি তুমি আমরা সামুর মোবাইল ভার্শনের সমস্যা নিয়ে একটি পোস্ট দিয়েছে । এবং তার কয়েকদিন আগে থেকেই সামুর মোবাইল ভার্শনে কিছু আইটেম সংযোজন করা হয়েছে । আমার কেন জানি মনে হচ্ছে সামুর মোবাইল ভার্শনের উন্নতি করতে গিয়ে পিসি ভার্শনের এই সমস্যা গুলো সৃষ্টি হয়েছে । তাও আবার সবার না কিছু কিছু মানুষের !

যাক কি আর করা !
কবে যে সামু আবার ঠিক হবে কে জানে ?
অপেক্ষায় থাকি !

সবাইকে ধন্যবাদ !

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

সোহানী বলেছেন: ঠিক বকেই সমস্যা নিয়ে আমি ও ক'দিন কাটিয়েছি। তারপর সামুর কাছে দিনের পর দিন ধর্না দিয়ে নিচের রেসপন্স পেয়েছি..

মন্তব্য দেখা না গেলে - CTRL+F5 বাট্ন চাপুন। অথবা ক্যাশ পরিষ্কার করুন। ক্যাশ পরিষ্কার করার জন্য এই লিঙ্ক গুলো দেখুন ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার। (চাইলে লিংকগুলো শেয়ার করতে পারি)।

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: CTRL+F5 বাট্ন চাপুন। অথবা ক্যাশ পরিষ্কার করে আমার সমাধান হচ্ছিলো না কিছুতেই । শেষে এই পথে সমাধান হয়েছে !

ধন্যবাদ !

২| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শতভাগ সহমত।

একই সমস্যয় ভুগছি...

আমার কেন জানি মনে হচ্ছে সামুর মোবাইল ভার্শনের উন্নতি করতে গিয়ে পিসি ভার্শনের এই সমস্যা গুলো সৃষ্টি হয়েছে । তাও আবার সবার না কিছু কিছু মানুষের !

এটা হতে পারে।খুবই বেশি সম্ভাবনা !



যাক কি আর করা !
কবে যে সামু আবার ঠিক হবে কে জানে ?
অপেক্ষায় থাকি !

আর সিস্টেম টেরাই করি;)

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

অপু তানভীর বলেছেন: টেরাই কইরা দেখেন । আমার কাম হইছে আপনেরও হইতে পারে ! তবে না হইলে কর্তৃপক্ষ দায়ী নহে ;);)

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২

আমি তুমি আমরা বলেছেন: যদ্দূর জানি সামুর ডেস্কটপ ভার্সন আর মোবাইল ভার্সনের সার্ভার এখন আলাদা। আমার ধারনা কেউ মোবাইল থেকে মন্তব্য করলে তা ডেস্কটপ ভার্সনে ঠিকঠাক দেখায় না আর উল্টোটা ঘটে ডেস্কটপ ভার্সনের ক্ষেত্রে।

সত্য মিথ্যা জানি না। জাস্ট আমার একটা ধারনার কথা বললাম।

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫০

অপু তানভীর বলেছেন: তাইলে আবার কেমনে হইলো ? এমন হইলে তো সমস্যা !

মোবাইল থেকে মন্তব্য করলে পিসি থেকে দেখা যাবে না আবার পিসি থেকে মন্তব্য করলে মোবাইল থেকে দেখা যাবে না !

কবে এর সমাধান হবে কে জানে ? তবে আমার পদ্ধতিতে কাজ হইলেও হইতে পারে !

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মামুন রশিদ বলেছেন: ঈদের আগে কা_ভা'র একটা পোস্টে সবাই মন্তব্য পড়তে পারলেও আমি পারছিলাম না । মনে মনে ভাবছিলাম কা_ভা আমাকে ব্লক টক করলো কিনা !!

পরে এই পদ্ধতিতে ঐ পোস্টের মন্তব্য পড়তে সক্ষম হয়েছিলাম । তবে এই পদ্ধতির একটা সমস্যা আছে । কেউ একটা কমেন্ট করার পর ঐ কমেন্ট সহ আগের সব মন্তব্য পড়তে পারবে, কিন্তু ঐ মন্তব্যের পরে আসা কোন মন্তব্য পড়তে পারবে না । পড়তে চাইলে আবার তাকে মন্তব্য দিতে হবে ।

তারপরও মনে হয় এই পদ্ধতিটা আপাতত কার্যকরী ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

অপু তানভীর বলেছেন: আমি কাইল রাইতে এই পদ্ধতি আবিষ্কার করেছি । যাক এবার থেকে অন্তত মন্তব্য গুলো তো দেখা যাবে । আগের মত তো বোকা হয়ে বসে থাকতে হবে না ! ;);)

৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

এম ই জাভেদ বলেছেন: কি মজা , আমার কিন্তু পিসি ভার্সনে কোন পব্লেম নাই। আমার মনে হয় যাদের পব্লেম তাদেরকে জলিল ভায়ের পরামর্শ নিতে হবে। অসম্ভবকে সম্ভব করাই তো জলিল ভায়ের কাজ :-P

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

অপু তানভীর বলেছেন: আপনার দিকে সামু এবং জলীল সাবের বিশেষ নজর আছে দেখা যাইতেছে ;);)

৬| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: জেনে গেলাম। ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

অপু তানভীর বলেছেন: জানাতে পারলাম দেখে ভাল লাগছে :)

৭| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১২

কলমের কালি শেষ বলেছেন: :( :( :(

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

অপু তানভীর বলেছেন: কি হলু ?

৮| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০১

নাসরিন চৌধুরী বলেছেন: আমি কদিন ধরে আপনার পোষ্টে কমেন্ট করলে ৫০২ ব্যাড গেটওয়ে দেখায়। শুধু আপনার পোষ্টেই আমার এমনটা হচ্ছে।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: আমার পোস্টের উপর সামুর বিশেষ নজর আছে তো তাই এমন টা হচ্ছে :D :D :D

৯| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

নাসরিন চৌধুরী বলেছেন: আজ দেখি আপনার পোষ্টে এক ধাক্কায় কমেন্ট প্রকাশিত হল B:-)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

অপু তানভীর বলেছেন: আমিও তো তাই দেখতেছি ! তাজ্জাব ব্যাপার ! ;);)

১০| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: এই তো পরিস্কার নো প্রব্লেম :#)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: হুম ! আর কোন সমস্যা নেই ! :):):)

১১| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৩

অপু তানভীর বলেছেন: কি লিংক দিলেন ? কাজ করে না !

১২| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

টাবলীগহেপী বলেছেন: আপনি পুরানো ব্লগার- নতুন করে কিছু বুঝানোর প্রয়োজন নেই, অনেক কিছু আছে- যা সামু ইচ্ছে করে করে।
.....।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

অপু তানভীর বলেছেন: :-& :-& :-& :-&

১৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬

আকিব আরিয়ান বলেছেন: আজকে অনেক দিন পর পোস্ট দিতে গিয়ে দেখি প্রবলেমে ভরা /:)

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: হে হে হে হে !

সমস্যা যখন আছে সমাধানও আছে :):)

১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই পোস্টটা পড়ে মনে পরলো যে কেন আপনার অনেকগুলো পোস্টে আমার কোন মন্তব্য নেই। মাঝে পোস্টে মন্তব্য দিতে গিয়ে ১টা মন্তব্য ১০০ বার পোস্ট হয়েছিল। তারপর থেকে আমি মন্তব্য দেয়া বন্ধ করে দিয়েছিলাম।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

অপু তানভীর বলেছেন: আচ্ছা তাহলে এই সমস্যা ! এখন ঠিক আছে মনে হয় ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.