নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি অনেক রাগ হয় । রাগ আর একটু অভিমান । তাহলে কি ছেলেটা ভুলে গেছে ?
হুম যাবেই তো । এখন তো সে কেউ নয় তার । ভুলেই তো যাবে ।
মেয়েটি মুখ বেজার করে ছেলেটির ইনবক্সে বলে
আচ্ছা ঠিক আছে !
যাও ! কথা বলতে হবে না ।
ঘুমাও !
বাই !
বাই বললেও মেয়েটা বাই বলে চলে যায় না ।অপেক্ষা করে । নিশ্চই এখনই ছেলেটা বলে উঠবে !
বাবু !
বাবু বাবু বাবু !
তখন মেয়েটি কপট রাগ দেখি কোন কথা বলবে না । কিন্তু এতোবার বাবুবাবু ডাক শুনে নিশ্চই রাগ করে থাকা যাবে না । মেয়েটি সেই অপেক্ষায় থাকে ।
কদিন ধরে মেয়েটি বুঝতে পারে ছেলেটি মানষিক কষ্টে আছে ! তবুও তার জন্মদিন দিনের কথা নিশ্চই তার মনে রাখার দরকার ছিল ! ছিল কি না ?
বদ পুলা কোথাকার ?
ইস ! ঢং !
আমার লিখে রেখেছে ভালা পুলা !
বদ পুলা কোথাকার !
ছেলেটি চুপচাপ অপেক্ষা করতে থাকে । এখন কিছু বলবে না । কোন কথা বলা কি ঠিক হবে ?
মাঝে মাঝে ছেলেটার মনে হবে এমন সব আবেগী খেলা করে । কি দরকার এমন কাউকে নিজের জীবনের সাথে যুক্ত করে । শেষ জীবনে তাকে তো একাই থাকতে হবে ।
তারপর সব চিন্তা দুর করে দেয় মাথা থেকে । আজকের জটিল চিন্তা গুলো এক পাশে থাক । আজকে ছেলেটির প্রিয় একজন মানুষের জন্মদিন ! সেই মানুষ টা যখন ছেলেটা খুব বেশি অস্থির ছিল তখন তার পাশে এসে হাত ধরে ছিল । বলেছিল
এতো চিন্তা কর কেন শুনি ?
আমি তোমার পাশে আছি ! তুমি তোমার মন খারাপের কথা গুলো আমাকে বল ! আমি শুনি !
সুখ গুলো অন্য কারো সাথে ভাগ করে নিও কষ্ট গুলো না হয় আমার সাথেই শেয়ার কর !
ছেলেটা কি পারে এমন একজন কথা ভুলে যেতে পারে । হয়তো মাঝ খান দিয়ে অনেক টা দুরুত্ব তৈরি হয়েছে কিন্তু অনুভুতি ?
অনুভুতি কি বদলে গেছে ?
ছেলেটা খুব ভাল করে জানে এই অনুভুতি কিছুতেই বদলানোর নয় ! আজ থেকে শত বছর পরেও মেয়ে তোমার প্রতি অনুভুতি গুলো সেই সেরকমই থাকবে তুমি জেনে রেখো !
আচ্ছা কঠিন কথা গুলো থাক ! সবার আগে এই গান টা
এই মেয়ে এই দেখো এই ম্যাও কি কয়
একটা তুমি আর একটা আমি
এর পরে বাবু বাবু মেয়েটার জন্য এই বাবু বাবু চিপমাম গুলো কেমন নাচা করছে !
এর পরে বদ বিলাই টা কি কয় শুনো তো
দেখো দেখো এই বাবু বাবু বানরটা তোমাকে হ্যাপি বার্থডে বলতেছে !
এই তিন বাবু বাবু রোবট কি করে দেখো
এবার এইটা দেখো
তোমার জন্য এই উপহার নিয়ে এসেছে দেখো
গত বছর বড় যত্ন করে একটা গল্প লিখেছিলাম তার জন্য ! এবার কেন জানি এমন গল্প লিখতে পারছি না । তাই আগের গল্পটাই আবারও । তবে আমার মনে হয় গত বারের চেয়ে ভাল করে আর লিখতে পারবো না তাই আর চেষ্টা করার দরকার নাই !
সেই গল্পটা আরেকবার তোমার জন্য ! শুভ জন্মদিন বটবৃক্ষ !! তোমার জন্য ছোট্ট এই লেখাটি!
প্রিয় মানুষ গুলোকে আমি কখনও ভুলে যাই না ! মাঝে মাঝে তারা হয়তো আমাকে ভুলে যায় । যাক, সেটা ব্যাপার না ! তুমি এবং তোমরা ভাল থাকলেই আমি ভাল থাকি !