নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ওহে সঙবাদিক, "রাজাকার" শব্দটা লিখতে কি লজ্জা লাগে ?

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪

আফসোস যে রাজাকারের নামের আগে রাজাকার শব্দ টা লিখতে এযুগের নির্ভিক সাংবাদিকদের লজ্জা লাগে !




































যাক এরের পত্রিকা গুলো দয়া করে অন্তত যুদ্ধাপরাধী/মানবতাবিরোধী শব্দ গুলো যুক্ত করেছে !










শেষ দুটি পত্রিকার হেড লাইন কিছুটা মন মত হল






টিভি চ্যানেল গুলোর দেখলাম একই অবস্থা । যেন টিভি চ্যানেলে শোক চলছে ! একটা টিভি চ্যানেল দেখলাম যে বলতে পেরেছে যে রাজাকার শিরোমনির মৃত্যু !



জামাত সমর্থিত পত্রিকা না হয় লিখবে না তাই বলে তোমরাও লিখবে না ?



nআফসোস !
আফসোস !

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: শেষ দুইটা পত্রিকারে সাধুবাদ ।

আর উপরের পত্রিকাগুলোর 'বাবা' ছিল তো তাই রাজাকার লিখতে ওদের লজ্জা লাগছে ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

অপু তানভীর বলেছেন: আসলেই বাবাই ছিল এই বিষয়ে কোন সন্ধ নাই !

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

হেডস্যার বলেছেন:
খুব ভালো ভাবে ব্যাপারটা খেয়াল করছি ব্যাপারটা।
শালারা .......ইচ্ছা করে জুতা মারি।

++++++++

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

অপু তানভীর বলেছেন: কিছু বলার নাই ! :(
একেকটারে থাপরঈতে মন চায় !

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
B:-)

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

অপু তানভীর বলেছেন: কি হলু ? এতু অবাক কেনু ?

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ওনাদের লজ্জা খুব বেশি

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: থাপড়াইলে ঠিক হইবে সব !

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

এই রকম কাজ ঘটলে অবাক না হওয়ার কোন উপায় আছে? B:-)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭

অপু তানভীর বলেছেন: :-& :-& :-&

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৩

ইউরো-বাংলা বলেছেন: রাজাকার লিখবে কেন ?? সেই প্রশ্নের উত্তর দিন । আমরা সকলে জানি -

রাজাকার = রাজার মত আকার

গোলাম আযম দেখতে কি রাজা'র মত ছিল ?

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

অপু তানভীর বলেছেন: রাজাকার শব্দের অর্থ এই দেশে কি অর্থে ব্যবহৃত হয় ?

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

মহান অতন্দ্র বলেছেন: হুম লেখা উচিৎ ছিল ।কারো মুখ্য পরিচয় আড়াল করে গৌণটা নিয়ে ঝাপাঝাপি করা ঠিক না । এতে মরহুমের আত্মার কষ্ট হয় । :((

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

অপু তানভীর বলেছেন: লেখা উচিৎ ছিল !

"মুখ্য পরিচয় আড়াল করে গৌণটা নিয়ে ঝাপাঝাপি" এই লাইণ টুকু দিয়ে ঠিক কি বোঝাতে চেয়েছেন যদি একটু পরিস্কার করে বলতেন !

মরহুমের আত্মা কষ্ট পায় !!!!

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৯

আমি তুমি আমরা বলেছেন: মহান অতন্দ্রের সাথে সহমত। কারো মুখ্য পরিচয় বাদ দিয়ে গৌন পরিচয় নিয়ে দাপাদাপি করলে মরহুমের কষ্ট হয়। রাজাকার শব্দটা লেখা উচিত ছিল।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩

অপু তানভীর বলেছেন: লেখা উচিৎ ছিল !

একই প্রশ্ন আপনাকেও !

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৮

আমি সাজিদ বলেছেন: সংগ্রাম পত্রিকাটা এখনো বাংলাদেশে আছে কিভাবে ?

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

অপু তানভীর বলেছেন: দেখা যাচ্ছে তো !

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

puronodin বলেছেন:

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: এই ছবিটার মত এখনকার পরিস্থিতি হলে ভাল হত !

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

এ কে এম রেজাউল করিম বলেছেন: মুখে মুখে গোলাম আযমকে সস্তা তিরস্কার না করে আসুন তিরস্কার করি সেই সব ব্যক্তিদের যারা গোলাম আযমকে এতো সফল হতে সাহায্য করেছে ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

অপু তানভীর বলেছেন: এই লাইনে সবাই আছে ! :(:(:(:(

১২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

মহান অতন্দ্র বলেছেন: তানভীর ভাই আমি বুঝিয়েছি তার মুখ্য পরিচয় রাজাকার হওয়া উচিত ছিল কিন্তু পরিচিতি এসেছে নায়েবে আমীর হিসেবে .।.।।।

সে কোথাকার কি তাতে কি আমাদের যায় আসে ? অপরাধীর পরিচয় সে অপরাধী .।.।যেটি সংবাদপত্রে ওভাবে আসিনি । আর সে কারনে আপনিও লিখেছেন বিষয়টি ।

আমি একমত আপনার সাথে । ভাল থাকবেন ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: বিষয়টা পরিস্কার করার জন্য ধন্যবাদ !

আপনিও ভাল থাকবেন ! :):)

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

আবু শাকিল বলেছেন: সাংগাতিক :)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: সঙবাদিক !

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: মহান অতন্দ্রের ১৩ নং কমেন্ট থেকে আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। "গো আ"র মূখ্য পরিচয় সে একটা রাজাকার। কিন্তু সংগ্রাম বা নয়া দিগন্তের ভাষায় হেতে "অধ্যাপক গো আ"!!! কিংবা জামাতের সাবেক আমীর।ম্যাক্সিমাম পত্রিকাই তার মূখ্য পরিচয় "রাজাকার"কে তাদের শিরোনামে স্থান দেয়নি। এজন্যই বলতে চেয়েছি তার "রাজাকার" পরিচয়টা শিরোনামে স্থান না পাওয়ায় তার আত্মা কষ্ট পাবে।

আপনাকে বুঝতে পারেননি দেখে অবাক হলাম।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: আমি আসলেই প্রথমে কমেন্টার সঠিক মানে ধরতে পারি নি । বিশেষ করে আত্মার কষ্ট শব্দ দুটো দেখে কনফিউজ হয়ে গেছি !

দুঃখিত :(:(

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: ভাই, ৮ নম্বরে আমার মন্তব্যটা আবার দেখেন। আমি স্পষ্ট করে লিখলাম "রাজাকার শব্দটা লিখা উচিত ছিল"। এরপরও কনফিউজড হয়ে গেলে আর কি কইতাম।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: আমি দুঃখিত :(:(:(

সাথে ক্ষমা প্রার্থী !

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭

জেরিফ বলেছেন: চুতিয়া ,চুতিয়া , চুতিয়া এভ্রিহোয়ার ! !

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: হুম

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপু তানভীর ভাই , ৭ নম্বর কমেন্টের সুক্ষ রসবোধ আপনি ধরতে পারেন নি এটা আমি নিতে পারছিনা ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

অপু তানভীর বলেছেন: আমি আসলেই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী ! :(:(

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০০

কলমের কালি শেষ বলেছেন: :( :( :( X( X((

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫১

অপু তানভীর বলেছেন: :( :( X( X(

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১৯

প্রবাসী পাঠক বলেছেন: শুধু সংবাদপত্রই নয়, টেলিভিশনের নিউজ ফিডেও একই অবস্থা ছিল।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪১

অপু তানভীর বলেছেন: হুম ! সবারই খুব লজ্জা বোধ !

২০| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

তুষার কাব্য বলেছেন: আমরা লজ্জিত..!

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

অপু তানভীর বলেছেন: লজ্জবতী

২১| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৯

ল্যাটিচুড বলেছেন: কোন শালাই রাজাকার লিখে নাই - সব শুয়েরের বাচ্চা।

খেয়াল করুন - শেষ দুটি পত্রিকাও শিরোনামে 'রাজাকার' উল্লেখ না করে লিখেছে 'যুদ্ধঅপরাধী' - পারেও বটে!

এরা যুদ্ধঅপরাধী পাইলো কোথায়! দেশেতো - মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।

সব শালা - আমাদের আম জনতাকে বোকাচোদা ভাবে।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: রাজাকার লিখতে সবারই লজ্জা লাগে !
আফসোস !!

২২| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: X(( X(( X((

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: X(( X((

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০

Mahmudul Hasan Milhan বলেছেন: রাজাকারের এতোই বক্ত কিভাবে হলো!!!

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: হয়েছে । কি আর করা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.