নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানি ফ্যাক্টস

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০






১. বিজ্ঞানরা পরীক্ষা করে দেখেছেন যে যে ছেলের রিং ফিঙ্গার যত লম্বা সেই ছেলের হার্ট এটাকের সম্ভাবনা ততই কম !

২. মার্কিন সরকারের তথ্যানুসারে মানুষ নিজের ওজন কমানোর জন্য প্রায় ২৮০০০ বিভিন্ন পদ্ধতি ট্রাই করে ।

৩. পুরো জনসংখ্যার প্রায় ১০% পুরুষ বাঁ-হাতী অন্য দিকে ৮% নারী বাঁ-হাতী !

৪. ইউরোপের যে কোন দেশের থেকে ইটালীতে বেশি সংখ্যাক হোটেল রুম আছে ।

৫. আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার চোখের রং হালকা হতে থাকে !

৬. পেঙ্গুইন লবনাক্ত পানিকে ফ্রেস খাবার পানিতে রূপান্তর করতে পারে ।

৭. শিশুরা দিনের ভিতর ৪০০ বারের মত হেসে উঠে অন্য দিকে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দিনের ভিতর গড়ে ১৫ বার হেসে উঠে !

৮. বিল ক্লিন্টনের আট বছরের প্রেসিডেন্ট থাকা কালীন সময়ে সে মাত্র দুইটা মেইল পাঠিয়েছে । একটা জন গ্লেন করে অন্য টা ছিল ইমেল সিস্টেম পরীক্ষা হিসাবে প্রেরণ !

৯. ১০ কোটি ভাগ পানির ভিতর এক ভাগ রক্ত থাকলেও হাঙ্গর সেই রক্তের ভাগটা সনাক্ত করতে সক্ষম !

১০. আমরা প্রতি মিনিটে গড়ে ২৫ বার চোখের পলক ফেলি ।

১১. ১০০ ডলারের নোটে যে ক্লক টাওয়ার অব ইন্ডিপেন্ডেন্স হল আছে সেই ঘড়িতে ৪.১০ বাজে !

১২. আপনি আপনার পুরো জীবনে ৬০,০০০ পাঊন্ড খাদ্য খান যা কিনা ছয়টা হাতির সমান ওজন !

১৩. যখন একজন মানুষ মারা যায় তখন সবার শেষে সে সেন্স/অনুভুতি টা নষ্ট হয় সেটা হল শোনার অনুভুতি এবং সবার আগে যায় দেখার অনুভুতিটা ! তারপর সিরিয়ালে আছে স্বাদ, গন্ধ এবং স্পর্শের অনুভুতি !

১৪. ১৯৯৭ সালের আগে ডেনমার্কে মানুষের থেকে শূকরের সংখ্যা বেশি ছিল !

১৫. ব্যাংক অব আমেরিকার আসল নাম ব্যাংক ইটালী

১৬. নিউইয়র্কের ওয়াল্ড ট্রেড সেন্টার /টুইন টাওয়ারের ২০৮ টা এলিভেটর ছিল !

১৭. ৯৯৮ মিলিয়ন মানুষ ভলিবল খেলে ।

১৮. একটি কাঠ ঠোকড়া প্রতি সেকেন্ডে ২০ বার ঠোকড় দিতে পারে !

১৯. প্রতিদিন যে পরিমান টেক্স মেসেজ গ্রহন এবং প্রেরণ করা হয় তা বিশ্ব জনসংখ্যা থেকে বেশি । অর্থাৎ প্রতিদিন ৭০০ কোটি থেকে বেশি মেসেজ আদান প্রদান হয় !

২০. জাপানিরা প্রায় সব ধরনের খাদ্য এবং সব বেলার খাদ্যের সাথেই চা খায় !

২১. মার্কিন যুক্ত রাষ্ট্রে অটোমোবাইলে বডিস তৈরিতে যে পরিমান স্টিল ব্যবহৃত হয় তার থেকেও বেশি স্টিল ব্যবহৃত হয় বোতলের ক্যাপ তৈরিতে !

২২. একজন পূর্ন বয়স্ক মানুষের দেহে মোটামুটি ২০ স্কোয়ার ফিটের মত টামড়া থাকে যা কি না একটা কউন সাইজের বেড শীটের সমান !

২৩. ছয় পাউন্ড ওজনের একটা সমুদ্র খরগোস /শশক প্রতি মিনিটে ৪০,০০০ ডিম পাড়তে পারে !

২৪. টয়লেট পেপার আবিষ্কারের পূর্বে ফ্রেঞ্চ রাজ-পরিবার লিনেনর কাপড় দিয়ে বিশেষ কাজ কাম চালাতো !

২৫. ব্রুস লির মুভস গুলো এতোই দ্রুত ছিল যে সেগুলো দর্শকদের দেখানোর জন্য ফিল্ম খানিকটা স্লো করা হত !

২৬. ছেলে মানুষের শার্টের বোতাম গুলো ডান দিকে লাগানো অন্য দিকে মেয়েদের শার্টের বোতাম গুলো বাঁ দিকে লাগানো !

২৭. ইলেক্ট্রিক চেয়ার আবিষ্কার করেছিলেন একজন ডেনটিস্ট !

২৮. চোখের ফোকাসিং পেশী দিনে মোটামুটি ১০০,০০০ বার নড়াচড়া করে । আপনার পায়ের পেশী এই পরিমান ওয়ার্কআউট করার জন্য দিনে
৫০ মাইল কিংবা ৮০ কিলোমিটারের বেশি হাটতে হবে !

২৯. এক দিনে একটা হাতি প্রায় ৮০ গ্যালোন পানি পান করতে পারে !

৩০. আইনিস্টাইনের একটা অবৈধ সন্তান ছিল !

৩১. "@" চিহ্ন টি প্রায় ৫০০ বছর পুরাতন !

৩২. কানাডিয়ান গবেষকগন খুজে পেয়েছন যে আইনিষ্টাইনে ব্রেন সাধারন ব্রেন থেকে ১৫% চওড়া ছিল !

৩৩. মহিলা সিশই ৯০ শতাংশ শিকার করে অন্য দিকে পুরুষ সিংস দিনের বেশির ভাগ সময়ই বিশ্রাম করে কাটায় এবং জিবনের ঝুকি নিতে ভয় পায় !

৩৪. জন্মের সময় একজন শিশুর হাটুর হাড় (kneecaps) থাকে না । এটা ২-৬ বছরের ভিতরে তৈরি হয় !

৩৫. পৃথিবীর সর্বপ্রথম নাইট জু সিঙ্গাপুরে অবস্থিত !

৩৬. প্রতিবছর ইন্ডিয়াতে যে পরিমান শিশু জন্ম গ্রহন করে, অস্ট্রেলিয়ার জনসংখ্যা তার থেকে কম !

৩৭. ১৯৫৬ সালে মোটামুটি ৮০ % আমেরিকান পরিবারে একটা করে রেফ্রিজিরেটর ছিল । অন্য দিকে সেই সময়ে মাত্র ৮% ব্রিটিস পরিবারের একটা করে রেফ্রিজিরেটর !

৩৮. পুরুষেরা মহিলাদের থেকে ক্ষুদ্রতর লেখা পড়তে পারে অন্য দিকে মহিলারা পুরুষদের থেকে কানে বেশি শুনতে পারে !

৩৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউ ইয়র্কের ফোনবুকে ২২ জন হিটলার নামের লোক ছিল । কিন্তু বিশ্ব যুদ্ধের পরে সেই সংখ্যাটা কমে গিয়ে ০ তে নেমে এসেছিল !

৪০. আমাজানের রেইন ফরেস্ট যে পরিমান অক্সিজেন উৎপাদ করে তা দিয়ে সমগ্র পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের চাহিদা পূরন হয় !

৪১. প্রতি ২০০ কোটি মানুষের ভিতরে একজন মানুষ ১১৬ বছর কিংবা তার থেকে বেশি বাঁচে !



তথ্য সংগ্রহঃ বিভিন্ন জায়গা থেকে !

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

মনিরুল হাসান বলেছেন: ৫। কোন মেয়ের বয়স জানতে চাইবার আগে তার চোখের রং পরীক্ষা করা উচিৎ।
৭। শিশুরা বয়স্ক মানুষের চাইতে আনন্দে আছে।
১১। ৪:২০ বাজলে দারুণ হতো।
১৩। শুনতে ভয় লাগে।
১৬। কাজের সময় কাজে আসলো কতটুকু?
১৭। ২ মিলিয়ন কম খেলে।
১৯। এজন্য বোধহয় মেয়েরা দায়ী।
৩২। আইনস্টাইনের আবিষ্কার বেআইনী ঘোষণা হোক।
৩৭। তখন কি বাংলাদেশের মানুষ রেফ্রিজারেটর চিনতো?
৪১। নিজে ২০০ কোটি মানুষের ভেতর একজন হবার সম্ভাবনা কতটুকু সেটা মনে হলেই ভয়ে বুক শুকিয়ে যায়।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: :D :D :D :D :D

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সকাল হাসান বলেছেন: চমকপ্রদ তথ্য! সরাসরি প্রিয়তে নিলাম!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ৯ নম্বরটা বুঝিনি।
২৬ নম্বরটা জানতাম।

তথ্যগুলো মজার ছিল। :)

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

অপু তানভীর বলেছেন: ৯ নাম্বার টা হাঙ্গরের রক্ত চেনার/ডিটেক্ত করার ক্ষমতার কথা বলা হয়েছে । ১০ কোটি ফোটার পানির ভেতরে এক ফোটা রক্ত রাখলেও সে ঠিকই সেটা খুজে বের করতে পারবে !

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: মজার পোস্ট।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২২

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :| =p~ =p~ =p~ |-) |-) :P

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৫

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবাশ বেটা! এমন পোষ্ট আরো দিস! B-) B-)

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:২০

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

উকে

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

রাফসান বড়ুয়া বলেছেন: ভালো, তবে বানান ভুল আছে কিছু।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: আমার ব্লগ আর বানান ভুল থাকবে না তাই কি হয় ?
:D :D :D

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩১. "@" চিহ্ন টি প্রায় ৫০০ বছর পুরাতন !


আগে কি ব্যবহার করত?

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

অপু তানভীর বলেছেন: কি জানি ? এতো কিছু তো পাই নি ! ;)

৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: কিছু জানা ছিল, বাকিগুলো জানলাম।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

অপু তানভীর বলেছেন: সামনে আরও কিছু জানাবো আশা রাখছি :)

১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।+++

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১১| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

সোহানী বলেছেন: আরে তাই নাকি !!!!!!!!!!!!! :-B :-B :-B :-B :-B :-B

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

অপু তানভীর বলেছেন: আরে তাই তো ;)

১২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

ফা হিম বলেছেন: মার্কিন যুক্ত রাষ্ট্রে অটোমোবাইলে বডিস তৈরিতে যে পরিমান স্টিল ব্যবহৃত হয় তার থেকেও বেশি স্টিল ব্যবহৃত হয় বোতলের ক্যাপ তৈরিতে !


কেম্নে কি?!!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: এমনেই :D :D :D :D

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//প্রতিবছর ইন্ডিয়াতে যে পরিমান শিশু জন্ম গ্রহন করে, অস্ট্রেলিয়ার জনসংখ্যা তার থেকে কম! // B:-)

বাংলাদেশের খবর কী, কে জানে?

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: কেমনে কমু ? B-)) B-)) B-))

১৪| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক কিছু জানা হল । ধন্যবাদ ।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭

ফয়সাল খালাসী বলেছেন: এই ধরনের পোস্ট আগেও পরেছি। কিন্তু এই পোস্টটার প্রায় সবগুলাই নতুন জানলাম।
অনেক গুলা প্লাস নেন। :)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.