নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তিত বাঙ্গালী মনভাবঃ বাঙ্গালী নেটে কি করে ? ;) ;) (কিঞ্চিৎ ১৮ পিলাস)

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৯

বাঙ্গালী মূলত নেটে আকামই করে বেশি । আমি নিজেও সেই দলে কি না তাই । আগে মানুষ অনলাইনে আসতো কাজ এখন বেশির ভাগই আসে অজাকে । যাই হোক আমাদের মানুষ কোন সাইটে বেসি ভিজিট করে এই একটা পোস্ট দেখেছিলাম সেদিন । আজকে হঠাৎ নাফিস ইফতেখারের "বাঙ্গালী নেটে কি করে" এই পোস্ট পেয়ে গেলাম । দেখলাম সাল টা ২০০৮ । এখন ২০১৪এর শেষে । আচ্ছা দেখা যাক দেখি এই ছয় বছরে বাঙ্গালীর নেট বিষয়ক মন মানষিকতা কেমন বদলেছে !





Alexa.com নামে যে সাইট টা আছে এর কাজই হল কোন দেশ থেকে কোন সাইট বেশি বার ভিজিট হয় সেই তথ্য প্রকাশ করা ! দেখা যাক এই ছয় বছর পরে আমাদের বাঙ্গালীর মনভাব কতটা বদলে গেছে ।





> এক নাম্বার লিস্টে আছে ফেসবুক ডট কম ! যেটা কিনা ২০০৮ সালে ছিল তিন নাম্বারে ! অর্থাৎ আকাজের লোক ২০১৪তে বেড়ে এক নাম্বারে এসে ঠেকেছে !



> দুই নাম্বারে আছে গুগল বিডি অন্য দিকে তিন নাম্বার পজিশনে আছে কেবল গুগল ডট কম । ২০০৮ সালেও গুগল বিডি ছিল দুই নাম্বারে অন্য দিকে গুগল ছিল চার নাম্বারে !



> চার নাম্বার পজিশনে আছে ইউটিউব বোঝা যাচ্ছে দেশে থ্রি জি আসাতে মানুষের ভিডিও দেখার হার টা বেড়ে গেছে । কয়েক বছর আগেও এটা ঠিক কল্পনা করাও যেত না । ২০০৮ সালে ইউটিউব ছিল ৭ নাম্বারে !



> পাঁচ নাম্বারে আছে ইয়াহু ডট কম যেটা ছিল এ নাম্বারে । বাঙ্গালীর কাছে ইয়াহুর জনপ্রিয়তা কমে যাচ্ছে !



> ছয় নাম্বারে আছে প্রথম আলো ডট কম সাত নাম্বারে আছে বিডি নিউজ২৪.কম এবং নয় নম্বরে আছে বাংলা নিউজ২৪.কম । প্রথম ১০ টার ভিতরে তিন টা সংবাদ পত্রের ওয়েব সাইট ! দেখা যাচ্ছে সংবাদের দিকে বাঙ্গালীর ঝোক বাড়ছেই ! এছাড়া কালের কন্ঠ আছে ১২ নাম্বারে, বাংলা মেইল ২৪ আছে ১৩ নাম্বারে । বিডি মেইল ২৪ আছে ১৭ নাম্বারে ।



আর যে সব সংবাদ পত্র আছে সেগুলো হল

২৩- Somoyerkonthosor.com

২৫- Bd24live.com

২৬- Dailynayadiganta.com

২৭- Priyo.com

২৯- Mzamin.com

৩১- Thereport24.com

৩২- Risingbd.com

৩৪- Bd-pratidin.com

৩৭- Natunbarta.com

৪০- 24livenewspaper.com

৪৩- Jugantor.com

৪৫- Zoombangla.com

৪৮- Dhakatimes24.com



দেখা যাচ্ছে ঐ ১৪এর শেষের দিকে এসে বাঙ্গালীর সংবাদের দিকে বেশ খানিকটা ঝুকে গেছে । প্রথম ৫০ মোস্ট ভিজিটেড সাইটের ভিতরে ১৭ টাই নিউজ পোর্টাল । অন্য দিকে ২০০৮ এ প্রথম ৫০ টাতে নিউজ পোর্টালের সংখয়া ছিল দুই থেকে তিন টা মাত্র !



> আট নাম্বারে আছে আস্ক ডট কম এবং দশ নাম্বারে আছে Blogspot.com নিজেস্ব ব্লগ বানানোর ব্যাপার আমাদের আগ্রহের কমতি নাই দেখা যাচ্ছে ! তবে ২০০৮এ ব্লগস্পট ছিল ৯ নাম্বার পজিশনে । অর্থাৎ আগ্রহ একটু কমেছে । অন্য দিকে আস্ক.কম ২০০৮ এ কোথায় ছিল ঠিক খুজে পাওয়া যাচ্ছে না !



> ২০০৮ এ উইকিপিডিয়া ছিল ১০ নাম্বারে ২০১৪ তে এসে সেটা ১১ নাম্বারে গিয়ে থেমেছে ! পড়ালেখার প্রতি আগ্রহে কমে গেছে দেখা যাচ্ছে !



> ১৪ নাম্বারে এসে বাঙ্গালী কট খাইছে । এক্সভিভিওস.কম ! আকাম কুকাম যে করে না এমুন না ! এ যুগের এগিয়ে যাওয়ার সাথে সাথে পর্ন সাইট ভিজিট টাও এগিয়ে এসেছে । যেখানে ২০০৮ এ কোন পর্ন সাইট লিস্ট ছিল ১৯ এটা এখন সেটা ১৪ তে । তবে আশার কথা হচ্ছে ২০০৮ সালে প্রথম ৫০ টার ভিতর চারটা (১০০টার ভিতর ছিল ১১টা) ছিল পর্ন সাইট সেখানে ২০১৪ সালে সেই সংখ্যা টা কমে গিয়ে দাড়িয়েছে দুইয়ে (১০০ তে তিন) ! একটা ১৪ নাম্বারে অন্যটা ৪৪ এ !





> ১৫ নাম্বারে আছে বিডি জবস ২০০৮ সালে এইটা ছিল ২১ নাম্বারে । বোঝা যাচ্ছে কত এগিয়ে এসেছে । সামনে আরও এগিয়ে যাবে আশা করি !



> ১৬ নাম্বারে আছে Dsebd.org সবাই শর্ট কাটে বড় লোক হইতে চায় ! ২০০৮ এর অবস্থান ছিল কোথায় দেখা যাচ্ছে না !



> ১৮ নাম্বারে আছে বিক্রয়.কম বেচা কেনা চলতেছেই অনলাইনে ! ২০০৮ মনেহয় এই সাইট চালুই হয় নাই । ভিজিট হবে কিভাবে !



> ১৯ নাম্বারে আছে টেলিটক



> লাইকের সিস্টেম নাই তাই টুইটারে বাঙ্গালী ঢুকে কম । তবুও তো কম না ! টুইটারের পজিশন ২০ ।



> কেনা বেচার জন্য আরেকটি সাইটে আমরা ভালোই ঢু মারি দেখতাছি ! আলীবাবা ডট কম ! আছে ২১ নাম্বারে !



> ২২ নাম্বারে আছে ওয়ার্ড প্রেস ! আমার কাছে তো ব্লগ স্পট থেকে এটার পজিশন উপরে থাকার কথা ! বর্তমানে !



> ২৪ নাম্বারে আছে Espncricinfo.com । ২০০৮ এ এর অবস্থান ছিল ১৫তে । খেলাধুলার প্রতি আগ্রহ কমে গেলু নাকি !



> ২৮ নাম্বার পজিশনে আছে Linkedin.com এইটা একটা কামের সাইট মনে হয় ! আরও একটি কামের সাইট Sourceforge.net আছে ৩৩ নাম্বার তারপর ৩৫ এ আছে Techtunes.com.bd



> গ্রামীন ফোনের অবস্থান এসেছে ৩৬ নাম্বারে যেটা কিনা ২০০৮ সালে ছিল ৬৫ নাম্বারে !



> এমাজান দিয়েও মানুষজন কেনা কাটা করে দেখছি ! কি কিনে কে জানে যা দেশে পাওয়া যায় না ! আর কারা কিনে ? Amazon.com আছে ৩৮ নাম্বারে ! আগে তো কিনতো না !



> ওডেস্কের অবস্থান তো আরও উপরে থাকার কথা ! ৩৯ নাম্বারে আছে



> গ্রামীনফোনের এখানেই ডট কম আছে ৪১ নাম্বারে !



> মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন লাইভ ডট কম আছে ৪২ নাম্বারে । গুগল আর ইয়াহু ছাড়া এদেশে অনউ সার্চ ইঞ্জিন কেউ চালায় ?





> ক্রেইজিএইচডি আগে Kickass কে দেখে একটি অবাক হলাম । কিকএস আছে ৫০ নাম্বারে । অবশ্য আমারও এই টরেন্ট সাইট টাই বেশি পছন্দ ! ২০০৮ যেখানে প্রথম ৫০ টার ভিতর কোন টেরেন্ট সাইট ছিল ২০১৪ এ চলে এসেছে । ২০০৮ তে বেশ কিছু ডাইরেক্ট ডাউনলোড সাইট ছিল !



> এছাড়া সামহোয়্যার ইন ব্লগ আছে ৬৪ তম অবস্থানে ! যেটা ২০০৮ সালে ছিল ২৪ এ ! এতো অধঃপতন ! :(



> আশ্চর্যজনক ভাবে যেই Blogger.com ২০০৮ সালে ছিল ৯ নাম্বারে সেটা ২০১৪ সালে এসে চলে গেছে ৬০ নাম্বারে !



> Mediafire.com আছে ৯৯ তে অন্য দিকে যেটা ২০০৮ এ ছিল ৩৫ এ !





না একেবারে খারাপ বা ! বাঙ্গালী নেটে আকাম করলেও কুকাম কম-ই করে দেখা যাচ্ছে । অন্তত আগের তুলনায় একটু হলেও তো কম !







তথ্য সংগ্রহঃ Alexa.com

নাফিস ইফতেখার ব্লগ

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৬

রিফাত হোসেন বলেছেন: সামু থেকে সরে এসেছে অনেকে আর আরও প্লাটফর্ম তৈরী হয়েছে যে তাই :(

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: এটা সত্যি কথা । অনেকে সামু থেকে সরে এসেছে এবং আরও অনেক প্লাটফর্ম তৈরি হয়েছে !

তবুও সামুর অবস্থা আগের থেকে অনেক খারাপ ! :(:(
এতোটা খারাপ হওয়ার কথা চিল না !

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

লেখোয়াড় বলেছেন:
আর কিছুকাল পরে মানুষ ঘর থেকে বের হবে না। নেটেই পড়ে থাকবে।
নেটের মাধ্যমে সব চাহিদা মেটাবে।

অনেক তথ্য দিয়েছেন।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় । কিন্তু একেবারে এতো নেট প্রেমি হতে গেলে সমস্যা ! তাহলে বাস্তবের মানুষ গুলোকে খুজে পাওয়াই সমস্যা হয়ে দাড়াবে !

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্টের শিরোনামটা পড়েই মনে হচ্ছিল নাফিস ইফতেখারের পোস্টটার কথা। তারপর পোস্টে দেখি আপনিও উল্লেখ করেছেন।






একটা কাজ কি করবেন? নাফিস ইফতেখার আর তার বাঙ্গালী নেটে কি করে পোস্টটার নামের সাথে লিঙ্কও দিয়ে দেন। যারা পড়েনি তারা গিয়ে ওনার পোস্টটাও পড়ে আসলো না হয়।

এটা জাস্ট একটা সাজেশন অবশ্য।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: আপনে দেখি আমার পোস্ট মনযোগ দিয়ে পড়েন নাই । ;););)

দেখেন না একেবারে শেষে তথ্য সংগ্রহের ওখানে নাফিজ ভাইয়ের পোস্টের লিংক দিয়ে দিয়েছি !

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালা পোস্ট ভ্রাতা । পুত্তুম প্লাস লন + :)

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: থেঙ্কু ভ্রাতা !
তবে কেবল কি প্লাস দিলে চলবে আপনার কাছ তো আরও কিছু চেয়েছিলাম সেই কবে ! সেইটা তো দিলেন না ? ;);)

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

মামুন রশিদ বলেছেন: ভালো আপডেট । ২০০৮ সালে দেশের অধিক সুবিধাপ্রাপ্ত শ্রেনী নেট ব্যবহার করতো । কিন্তু এখন এর ব্যাপ্তি তৃণমুলে পৌছেছে । তাই অনেক পজিসন বদলে যাওয়াই স্বাভাবিক ।

৪১ নাম্বারে থাকা 'এখানেই ডটকম' কি গ্রামিনফোনের??

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: একদম কথা সত্য ! ২০০৮ সালে যারা নিয়মিত নেট ব্যবহার করতো তারা অধিক সুবিধা প্রাপ্ত শ্রেনী ছিল । আমরা ঠিক মত ইন্টারনেট কি সেইটাই চিনতাম না !

এখন সেই অবস্থা অনেক বদলেছে । ভালর দিকে গেছে নাকি খারাপের দিকে গেছে সেইটা বলা মুসকিল তবে বদলেছে । বদলেছে চাহিদা এবং ব্যবহারও !!


এখানেই ডটকম টা গ্রামীন ফোনের সেলবাজারের পরিবর্তিত নাম !

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

ঢাকাবাসী বলেছেন: অনেক পরিশ্রম করে বানানো পোস্ট।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: সময়ের অভাব নাই ! কি করতাম নেটে বইসা !

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১১

এরশাদ বাদশা বলেছেন: সামহ্যোয়ার ইন ব্লগের অধঃপতনে মর্মাহত হলেও অবাক হইনি।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: হুম ! :(

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: লেখোয়াড় বলেছেন:
আর কিছুকাল পরে মানুষ ঘর থেকে বের হবে না। নেটেই পড়ে থাকবে।
নেটের মাধ্যমে সব চাহিদা মেটাবে।

অনেক তথ্য দিয়েছেন।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: আমারও তাই মনে হয় । কিন্তু একেবারে এতো নেট প্রেমি হতে গেলে সমস্যা ! তাহলে বাস্তবের মানুষ গুলোকে খুজে পাওয়াই সমস্যা হয়ে দাড়াবে !

৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: নেট আমার ইনফরমেশন হাইওয়ে । আমার ফেসবুকে শতাধিক পত্রিকা আর অন্যান্য বিষয়ের উপর প্রতিদিন পোস্ট আসে, আমি জ্ঞ্যান অর্জন করিতো বটেই সাথে পৃথিবীর চলমান বিষয়কে আপডেট রাখি।ইংরেজি শব্দের প্রতিশব্দ , কোন অজানা তথ্য জানতে নেটেই পেয়ে যাই। একসময় একটি প্রতিস্থানে তাদের আইটেম সার্চের ও নেগোশিয়েশন এবং ক্রয় উপলক্ষে অহরহ বিদেশ সফর। হোটেল বুকিং, প্লেন টিকেট কি নেই যা করছিনা এই নেটে বসে ।

আমার ছেলে নেট থেকে হাজার ফাইল ডাউনলোড করে পড়াশুনা করে এ লেভেলের শীর্ষ তালিকায় ছিল । তাকে একটা গুড গাইডেন্স দিয়েছি যে পর্ণ কি এবং তা কিভাবে মানুষকে বিকৃত করে তোলে ।

বিজ্ঞানের এই অসাধারন আবিস্কার আজ আপনাকে , আমাকে ও এই পোস্টের সবাইকে একত্র করেছে।

মুল বিষয় হল আপনি এটাকে কিভাবে ব্যাবহার করবেন তার উপরে নির্ভর করছে।।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: এইটাই হল মুল বিষয় যে আপনি নেট টাকে কিভাবে ব্যবহার করছেন সেইটা ! এটা সম্পূর্নটাই মানুষের নিজের উপর নির্ভর করে ।
কিন্তু আমাদের দেশে একটা ট্রেন্ড প্রচলন আছে যে নিজের দোষ অন্যের ঘারে দেওয়ার । যদি এইটা জায়গায় না থাকতো তাহলে তাহলে আমি এইটা করতাম এই টাইপের একটা ব্যবপার ।
এমন অনেক মানুষ আছে যারা কেবল এই টা মনে করেন যে তারা পর্ন দেখেন কেবল নেটে সেই সহজলভ্য বলে । যেন নিজের কোন দোষই নেই !


আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ! :)

১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

টিটো মোস্তাফিজ বলেছেন: হুম.... ভালো লাগলো B-)

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! :০

১১| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

নিয়ামুল ইসলাম বলেছেন: B-) ;) #:-S :-* :P

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: কিতা হইলো ?

১২| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

ইলুমিনাতি ইতআনিমুলি বলেছেন: Click This Link


গুগল ট্রেন্ডস বলছে অন্য কথা।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: সে কি কয় কিছুই তো দেখলাম না :-& :-&

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

ইলুমিনাতি ইতআনিমুলি বলেছেন: google trends

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: :-&

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

ইলুমিনাতি ইতআনিমুলি বলেছেন: X( নিজের করা কমেন্ট মোছা বা এডিট করে কিভাবে?

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: আপাতত সামহোয়্যারে এই সুবিধা নাই !

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

আবু শাকিল বলেছেন: বাঙ্গালির অনলাইন শুমারী =p~ =p~

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: ঐরকমই বলা চলে ;)

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ডি মুন বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ আছে ৬৪ তম অবস্থানে ! যেটা ২০০৮ সালে ছিল ২৪ এ ! এতো অধঃপতন ! :(


:(

পোস্টটা সুন্দর হয়েছে। প্রিয়তে নিয়ে রাখলাম।
ধন্যবাদ অপু তানভীর ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: দিনকে দিন আরও অবস্থা খারাপের দিকে যাবে । সম্ভবত সামনের বছর ১০০র বাইরে চলে যাবে ! :(:(

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

সোহানী বলেছেন: আরে ভালো খবর দিসেন... বাট সামুর অধো:পতন মানা যায় না :(( :(( :(( :(( :(( :(( X(( X(( X(( X((

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: না মানা গেলেও কিছুই করার নাই । বড়ই দুঃখের বিষয় :(:(

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

 বলেছেন: +++++

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

ইলুমিনাতি ইতআনিমুলি বলেছেন: [IMG]http://i61.tinypic.com/2yys1v4.jpg[/IMG]

একটু স্ক্রল করে নিচে যাই।

[IMG]http://i62.tinypic.com/2prdvyr.jpg[/IMG]

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: কিসের কি এই ভাই :-&

২০| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সকাল হাসান বলেছেন: সামুর অবস্থান এত পরে কেন? একটু অবাক হলাম!

ফেসবুক যে শীর্ষে থাকবে তা তো পূর্বেই অনুমেয়! আমরা আর কিছু করি বা না করি ফেবুতে ঢু একবার হলেও মারব আমরা!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

অপু তানভীর বলেছেন: সামুর অবস্থা এমন কেনু কেমুনে কমু ? :(

২১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

আমি ইহতিব বলেছেন: বিডি জবস ১৫ নম্বরে আছে দেখে ভালো লাগলো। :)

সামুর অবস্থান দেখে খারাপ লাগলো :(

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: খারাপ লাগলে আর কি করা !! এটাই বাস্তবতা !!

:(:(:(

২২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

ফা হিম বলেছেন: আস্ক.কম-এর বিষয়টা হইল আমাদের ডিপার্টমেন্টে যত পিসি আছে, সেগুলার ফায়ারফক্সের ডিফল্ট পেইজ এই সাইটটা।

সামুর অধপতনে মর্মাহত!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: আমরাও মর্মাহত !!

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

সপ্নডানা বলেছেন: ধন্যবাদ,
ভাল লাগলো।

http://tech-tips99.blogspot.com

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

কলমের কালি শেষ বলেছেন: বড়ই কামের পোষ্ট দিছেন । ;) B-)

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: হে হে হে হে ! :D :D

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

আমি তুমি আমরা বলেছেন: ভালো আপডেট

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: হুম ! :):):)

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: এছাড়া সামহোয়্যার ইন ব্লগ আছে ৬৪ তম অবস্থানে ! যেটা ২০০৮ সালে ছিল ২৪ এ ! এতো অধঃপতন ! :(

অনেক কষ্ট করে তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: হুম ! কদিন পরে দেখবেন ১০০ এর বাইরে চলে যাবে !
:(:(:(

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

বোকামানুষ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ আছে ৬৪ তম অবস্থানে ! যেটা ২০০৮ সালে ছিল ২৪ এ ! :|| :(

পোস্টে ++++++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: হুম ! কি আর করা বলেন !

২৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

মিজভী বাপ্পা বলেছেন: বেচা কেনার সাইট কই? যদিও পাবলিক ফেবুতেই সব দিয়া দেয়। যাক গুবেষুণা ভালু হইছে B-)) B-)) B-)) B-))

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: আছে তো ! এখানেই ডক কম আছে বিক্রয় ডট কম আছে । আরও আছে আলীবাবা এবং আমাজান ডট কম !

:):)

২৯| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পর্ণসাইটের ভিউয়াররা মোবাইল/পিসির দিকে হয়তো বেশি ঝুঁকেছে । সাইটের হিট কমলেও দর্শক বোধ হয় কমেনি । সংবাদপত্র সাইটের হিট সংখ্যা দেখে মনে হচ্ছে আজকাল পাঠকরা প্রিন্টেড প্রত্রিকা পড়া কমিয়ে দিয়েছে । তারপরও এটা উৎসাহব্যাঞ্জক । আস্ক.কম ২০০৮ এ সম্ভবত ছিলোনা । ২০০৮ এ ব্লগব্যাবহারকারী কতজন ছিলো জানিনা তবে অন্য সাইটের ইউজার বেড়ে যাওয়ায় ব্লগসাইটে হিট বাড়লেও সেটা রেটিংএ ইফেক্ট করেনি ।

পোস্ট ভালো লাগলো ।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় !

ধন্যবাদ ! :):)

৩০| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১২

সাফকাত আজিজ বলেছেন: ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি কিন্তু আপামর দৃষ্টি কোন থেকে ফেইসবুক এ যে শুধু আকাম ই হয় তাই না এখন অনেক কাজ ও করা যায় এই বিশাল যোগাযোগ মাধ্যমে ! বাকি সবগুলার সাথে এক্কেবারে একমত....... ;)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

অপু তানভীর বলেছেন: আমি ভাই কুনো কাম দেখি না । বিশাল এই যোগাযোগ কইরা কি লাভ হইতাছে বলতে পারেন ? আমরা কেবল ভার্চুয়ালী যোগাযোগ করছি কিন্তু বাস্তবের মানুষ গুলোর কাছ থেকে দুরে চলে যাচ্ছি !
এবং এই দুরুত্বটা বাড়ছেই !

এমন অনেক দৃশ্যই আপনি দেখতে পাবেন যে ৫ জন বন্ধু এক জায়গায় বসে আছে কিন্তু সবাই মোবাইলে যোগাযোগ রাখায় ব্যস্ত ফেসবুকে ! বাস্তবে না !

দৃশ্যটা একবার কল্পনা করুন তো ! ;)

৩১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সত্যিই দেখি নাই শেষে ওইটা। :(

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৯

অপু তানভীর বলেছেন: :D :D :D :D :D :D

৩২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

অতঃপর জাহিদ বলেছেন: সামুর অধঃপতন করণীয় কি?

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৬

অপু তানভীর বলেছেন: কি জানি কি কারন.....

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:




সুন্দর পোষ্ট অপু মিয়া।


সামু অথবা ব্লগ সাইট গুলো পছনে পড়েছে সত্যিই। এর কারণ কিন্তু আমরা ব্লগাররা। আমরা একটা যুদ্ধের পর মোটামুটি ভাবে একটু অগোছালো হয়ে আছি।

আশাকরি খুব শিগ্রই বাংলা ব্লগ সাইট এবং সামু আবার ঘুরে দাঁড়াবে।

১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:০৬

অপু তানভীর বলেছেন: তোমার মত আমিও আশা করি । কিন্তু আশা কত খানি পূরন হবে কে জানে !

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১১

সোনারতরী বলেছেন: ++++++++++

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.