নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নষ্টালজিক সেই ছোট্ট বেলার ছড়া গুলো !

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তাঁর হাটু জল থাকে

কিংবা

ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ,
ঐখানেতে বাস করে কানাবগীর ছা...।

এই ছড়া গুলো কে পড়ে নি কিংবা কার শৈশব কেটেছে এই ছড়া গুলো ছাড়া ? এমন মানুষ কি এদেশে খুজে পাওয়া যাবে ? যাবে হয়তো এখন কার আধুনিক শিক্ষা ব্যবস্থায় হয়তো এগুলোর কোন স্থান নেই কিন্তু আমাদের বয়সী কিংবা আমাদের থেকে বয়সে বড় এমন একটা মানুষকেও খুজে পাওয়া যাবে না যারা ছড়া গুলো পড়ে নি !
বলা চলে আমাদের পড়ালেখার হাতে খড়িই হয়েছে এই ছড়া গুলোর হাত ধরেই ! এখনও এই ছড়া গুলো পড়লে মনের ভিতর একটু ফুলকি আনন্দের অনুভুতি প্রবাহিত হয় । আসুন সেই নস্টালজিক ছড়া গুলো পড়ে কিছুটা সময় হারিয়ে যাওয়া যায় নাকি কোথাও ......































































আজকে এই পর্যন্ত ! কেউ যদি একটুও সেই ছোট্ট বেলায় ফিরে গিয়ে থাকে তাহলেই আমার এই ব্লগ সার্থক ! আমি মাঝে মাঝেই ছড়া গুলো পড়ি ! মন খারাপ থাকলে এমনিতেই ভালো হয়ে যায় !


(ছবি সংগ্রহঃ একটি এন্ড্রোয়েড এপ্লিকেশন)

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২০

ঢাকাবাসী বলেছেন: দারুণ একটা কাজ করেছেন। এত সুন্দর সৃস্টিগুলো গেল কোথায়? ভাল লাগল পোস্ট আর এতে ++++++++++++++++++++

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

 বলেছেন: ++++++++++ :)

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৪

সুপ্তময় বলেছেন: অনেক দিন পর দেখলাম :( :( :( ভালো লাগল

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৪

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪০

প্রবাসী পাঠক বলেছেন: অনেকদিন পর ছোট বেলায় পড়া ছড়াগুলো পড়লাম।

পোস্টে প্লাস।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৫

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২২

সকাল হাসান বলেছেন: শৈশবকে স্মরন করিয়ে দিলেন! :(

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৩১

অপু তানভীর বলেছেন: মন কি খারাপ করিয়ে দিলাম ?

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪৩

সকাল হাসান বলেছেন: মন খারাপ হইলো এগুলো শিখার জন্য যে মাইর গুলা খাইছিলাম তা স্মরন করে!

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

সোহানী বলেছেন: আরে নাহ্ হারাবে কেন ???? আপনাদের পোলাপান নাই তাই আপনাদের কাছে হারিয়ে গেছে..... আমার মেয়েকে প্রতিদিনই পড়াই। এবং চমৎকার সব বাধাঁনো বইয়ে, রং বে রং এ এগুলা পাওয়া যায়। ইভেন দারুন ডিজিটাল ফর্মে ও পাওয়া যায়।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

অপু তানভীর বলেছেন: আমার ভাতিজা স্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে । এইসব জানেই না বলতে গেছে ! :( :( :(

৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

আমিনুর রহমান বলেছেন:




নস্টালজিক পোষ্ট :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

অপু তানভীর বলেছেন: নস্টালজিক পোস্ট !!

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সেই দিনগুলি নাইরে ভাই। মাঝে ভাবি কই গেল আবার ফিরা যাইতে পারতাম।

নস্টালজিক পোস্ট।+++++

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

অপু তানভীর বলেছেন: আসলেই সেই দিন গুলো আর নাই । সেই মজা গুলোও আর নাই !

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

অপ্‌সরা বলেছেন: তুমি কি ইদানিং কোনো তোত্তবাবুকে পলাচ্ছো ভাইয়া?

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

অপু তানভীর বলেছেন: নাহ ! পিচ্চি পাচ্চা পড়ানো অনেক ঝামেলা ! পিচ্চি পড়াই না !

কেবল পিচ্চির বড় আপুদের কে পড়াই ;);)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

অপ্‌সরা বলেছেন:
১) মনে করো যেন বিদেশ ঘুরে

মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে


২) রাম গড়ুরের ছানা হাসতে তাদের মানা
হাসির কথা বললে বলে হাসবো না না নানা

৩)দোলদোল দুলুনি, রাঙ্গা মাথায় চিরুনি
বর আসবে এখুনি নিয়ে যাবে তখুনি

৪) বাবুদের তালপুকুরে, হাবিদের ডাল কুকুরে
সে কি বাস করলো তারা বলি থাম একটু দাঁড়া

৫) ছিপ খান তিন দাঁড় তিনজন মাল্লা
চৌপর দিনভর দেয় দূর পাল্লা

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

ভূতের কেচ্ছা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

অপু তানভীর বলেছেন: এতু খুশি কেনু শুনি ?

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: আহা ! সেই দিনগুলি ভ্রাতা :)

চমৎকার পোস্ট :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: আহা !!

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

জাফরুল মবীন বলেছেন: অনন্য এক পোস্ট এবং চিত্তাকর্ষক প্রেজেন্টেশন!

প্রিয়তে নিয়ে গেলাম ভাই অপু তানভীর।

অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে শুভকামনা জানবেন।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ!! :)

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

কলমের কালি শেষ বলেছেন: জটিল পোষ্ট !! বাচ্চা ব্লগারদের জন্য অতি প্রয়জনীয় !! ;) ;) :P

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

অপু তানভীর বলেছেন: ব্লগে বাচ্চা কাচ্চা আর কই?? তবে বাচ্চাকাচ্চার আপু ভাইয়া আম্মু আ. আর আব্বুরা আছে ;)

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ছোট্টবেলা। :(

আবার ফিরে যেতে পারতাম সেখানে!!!

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

অপু তানভীর বলেছেন: গেলে কি করতেন শুনি.....

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়ে দৌলত ভি লেলো ইয়ে নোহরাত ভি লেলো
ভাল ছিনলো মুজছে মেরি জাওয়ানী
মাগার মুঝকো লটাদো বাচপান কা শ্রাবন
ও কাগজ কি কাস্তি ও বারিষ কা পানি!!!!

=
এই দৌলত নিয়ে যাও, সম্মান নিয়ে যাও
লাগে কেড়ে নাও আমারই এ্ যৌবন
তবু ফিরিয়ে দাও সেই শৈশব শ্রাবন
এই কাগজের নৌকা আর বর্ষার পানি!!!!

এই গানটার মতোই হারিয়ে গেলুম- সেই হারিকেনের আলোয় পড়ার দিনগুলোতে :)


১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: থেকে যেতাম সেখানেই। মায়ের কোলে চুপটি করে। কোন ব্যস্ততা নেই যেখানে, নেই কোন দায়িত্ব। যেখানে সবচেয়ে বড় দুঃখ হল, আজ বাবা বাড়ি ফেরার সময় চকলেট আনেনি।


হায় সেই ছেলেবেলা!

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৪

অপু তানভীর বলেছেন: ছেলে বেলা না !
আপনার জন্য মেয়েবেলা ;) ;) ;)

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

সোনারতরী বলেছেন: সন্দুর হয়েছে......

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২০| ১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

খাটাস বলেছেন: +++++++++

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দারুণ!!!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.