নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামু ভাবনাঃ প্রিয় সামুতে যা যা দেখতে চাইনা এবং কয়েকটি কথা...

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

দিন দিন সামুর অবস্থা দেখলে মন খারাপই লাগে ! আমি এমন একটা সময় সামুতে এসেছিলাম যে সময়ে সামুর ভরা যৌবন চলছিল ! কিন্তু দিনকে দিন সামু সেই জৌলুস হারিয়ে মৃত এক নদীতে পরিনত হচ্ছে । এমন করুন অবস্থা দেখলে নিজের কাছেই খারাপ লাগে । বারবার মনে হয় কিছুই কি করার নেই ? :(

সামুর এমন মৃত দশার পেছনে আসল কারন কি ?
অনেক কারন আছে ! এসব কারন খোজার সময় কই কারো কাছে ?

আজকের পোস্ট একান্তই আমার নিজেস্ব মনভাবের কথা । আরও ভাল করে বলতে গেলে আমি সামুতে আমি ঠিক কি কি জিনিস দেখতে চাই না কিংবা আমার মতে সামুর নিয়ম গুলো কেমন হওয়া উচিৎ কিংবা কেমন হলে আমাদের এই প্রিয় ব্লগটা আরও ভাল হয়ে উঠবে সেই নিয়ে ।

১. সামুতে এখন সে সমস্ত নিয়ম কানুন আছে সাথে আর যে নিয়ম টি যুক্ত করা উচিৎ বলে আমার মনে হয় সেইটা হল সামুতে পোস্ট দেওয়ার পরিমান এবং সময় সম্পর্কৃত । এমন বেশ কয়েক টা ব্লগ আছে যে ব্লগে দিনে একটার বেশি পোস্ট দেওয়া যায় না । কিন্তু আমাদের সামুর দিকে তাকালে দেখা যাবে এখানে পোস্ট দেওয়ার কোন লিমিট নেই । কদিন আগেও আমি জানতাম যে ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ ২ পোস্ট দেওয়া যায় ! কিন্তু গত ৯ তারিখে দেখলাম এক ভদ্রলোক বিকাল ৪ টা ৪৩ থেকে বিকার ৪ টা ৪৯ এর ভিতর সর্বমোট চার টা পোস্ট দিয়েছে । এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এমন যদি একজনই প্রথম পাতার চার পোস্ট দখল করে রাখে তাহলে অন্যেরা কি করবে ?
এমন দৃশ্য একটা না । প্রায়ই দেখা যাক ! কিন্তু মডারেশন প্যানেলের সেদিকে কোন খোজ নেই !

এমন একটা নিয়ম অবশ্যই বানানো উচিৎ যেন এমন ঘটনা বারবার না ঘটে । নির্দিষ্ট একটা সময়ের ভিতরে যে কোন ব্লগার একটা কিংবা দুইটার বেশি পোস্ট যাতে দিতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ! এমনতেই সামুতে ভাল পোস্ট আসা দিন দিন কমে গেছে তার উপর এমন ছাগলদের জন্য সেই ভাল পোস্ট গুলো দ্রুত প্রথম পাতা থেকে চলে যায় । এমন টা হওয়ার বঞ্চনীয় নয় !

২. আরেক ধরের ব্লগারদের দেখা যায় তাদের কাজই হল কোন সংবাদ পত্র থেকে সংবাদ কপি করে এনে এখানে পোস্ট করা । এই ধরনের পোস্ট গুলোও অবশ্যই বন্ধ রা উচিৎ ! তবে যদি সেই সংবাদের ভিত্তিকে ব্লগার নিজের মতামত ব্যক্ত করে কোন কথা বলতে চান তাহলে সেইটা ভিন্ন কথা ! সবার মনে রাখা উচিৎ যে এই কোন নিউজ পোর্টাল না । সামুতে যাতে এই ধরনের পোস্ট না আসে সেই দিকে নজর দেওয়া উচিৎ ।

৩. আরেক টাইপের ব্লগার আছে যাদের হয়তো নিজেস্ব ব্লগ আছে কিংবা নিজের কোন সাইট আছে, সেই সাইটের কেবল লিংক টা পোস্টে জুড়ে দিয়ে পরপর কয়েকটা পোস্ট দিয়ে ফেলা ! এই সমস্ত পোস্ট গুলোও সামু থেকে দুরে রাখা উচিৎ !

৪. এখন সমাুতে এএমন ব্লগাদের সংখ্যাই বেশি যারা অন্যের ব্লগে মন্তব্য করতে একেবারে অনীহা প্রকাশ করেন ! আমি নিজেও সেই দলের একজন ! একটা সত্য কথা কি, অনেকে হয়তো স্বীকার করবেন না যে তবুও নিজের একটা লেখা যদি ঠিক ঠাক মত এপ্রিশিয়েটেড না হয় তাহলে লেখক পরের আরেকটা পোস্ট লেখার আগ্রহ পায় না ! যেহেতু বেশিভাগ ব্লগার অন্যের পোস্টে মন্তব্য করছে না এমন কিছু ব্যবস্থাও করতে হবে যাতে মানুষ মন্তব্য করে ।


এখন উপরের তিন টাইপের ব্লগারকে দুরে রাখার জন্য কি করতে হবে ?
এমন কোন অটোমেটিক ব্যবস্থা করা যেখানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা কিংবা দুইটা পোস্টের বেশি যাতে কেউ দিতে না পারে সেই ব্যবস্থা করা ! কিন্তু এই অটোমেটিক সিস্টেমে পোস্ট দেওয়া আটকানো গেলেও ২ এবং ৩ নাম্বার টাইপ ব্লগাদের আটকানো যাবে না !
তাহলে দরকার কয়েকজন সার্বক্ষনিক মডারেশন প্যানেল !

হ্যা, একটা কথা আমি নিজেও বিশ্বাস করি । সেইটা হল সামুর মডারেশন প্যানেল নিরোপেক্ষ কি না আমি জানি না কিন্তু তারা যে ঠিক মত তাদের দায়িত্ব পালন করে না, এই শতভাগ সত্যি ! বলা চলে একটা জাহাজ চলছে মাঝ সমুদ্রে সেইটা ড্রাইভার বেশি ভাগ সময়ে ঘুমিয়ে থাকে ! মাঝে মাঝে ঘুম থেকে উঠে ! দেখে কোন দিকে যাচ্ছে তারপর আবারও ঘুমিয়ে পড়ে !

জানা আপা বরাবর কেবল একটা অযুহাত দিয়েই চলেছেন যে তাদের লোকবল নেই !
আমার কথা হচ্ছে লোকবল নেই, লোকবল বাড়াতে হবে ! আপনি বাংলাদেশের সব থেকে বড় বাংলা ব্লগ চালান । এখানে যদি বলেন আমাদের লোকবল নেই তাহলে তো হবে না । হয় আপনাকে সঠিক ভাবে ব্লগটা চালাতে হবে, এর জন্য যা যা দরকার সেই সমস্ত জিনিস পত্রের ব্যবস্থা করতে হবে, এর পেছনে সময় ব্যয় করতে হবে । ব্যাপার টা তো এমন না একটা জিনিস তৈরি করলাম তার পর এটা ভাগ্যের হাতে ছেড়ে দিলাম ! যদি সেটা ভাল করে মেইনটেইন করা না যায় তাহলে ব্লগ টা বন্ধ করে দিতে হবে । ধুকে ধুকে মান-সম্মান হারিয়ে মৃত্যুর চেয়ে সম্মানজনক মৃত্যুই ভাল !

যদিও এটা খুব বেশি কার্যকর হবে কি না আমি জানি না তবে আমার একটা পরামর্শ হচ্ছেঃ

১. একটু লক্ষ্যই করলেই দেখা যাবে যে সামুতে সময় দেয় এখনও বেশ কিছু ব্লগার আছে । এদের ভিতর থেকেই কয়েকজনের সাথে যোগাযোগ করে তাদের বিশেস ক্ষমতা দেওয়া হবে যাতে করে তারা পোস্ট নির্বাচিত করতে পারেন এবং উপরে বর্ণীত তিন টাইপের ব্লগারদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন । আমার মনে হয় এমন কিছু ব্লগারদের নিশ্চই খুজে পাওয়া যাবে তারা মোটামুটি বিনা পারিশ্রমিক কিংবা নাম মাত্র পারিশ্রমিকে এই কাজ গুলো করতে হবে ! এবং অবশ্য এমন ভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে যাতে অন্তত ২৪ ঘন্টার ভিতর ১৬-১৮ ঘন্টা কাভার করা যায় ! আরও বেশি হলে আরও ভাল !

২. কিন্তু ক্ষমতা এলে যে কারোই সেইটার অপব্যবহারের মনোভাব জেগে উঠতে পারে সে ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরপরই তাদের সেই ক্ষমতা ফিরিয়ে নিয়ে অন্য কাউকে দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে !

৩. নীতি মালার ভিতর এমন কিছু নিয়ম ঢুকানো উচিৎ যেন মানুষ মিনিটে মিনিটে পোস্ট না দিতে পারে ! দিলে প্রথম বার ওয়ার্নিক পরের বার তার ব্লগ স্টাটাসে ডিমোমশন আনা যেতে পারে । সেইফ থেকে জেনারেল এমনকি ওয়াচে পর্যন্ত ডিমোশন হতে পারে এমন কিছু !

৪. মন্তব্যের ব্যাপারে সামুর প্রথম পাতায় আরও একটা বাটনের স্থাপন করা যেতে পারে ! যেখানে প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহের সর্বোচ্চ মন্তব্য কারীর নাম থাকবে ! নিজের নাম টা সবার উপরে দেখতে কে না ভালবাসে বলুন ! নিশ্চিত ভাবেই বলা যেতে পারে যে এতো মন্তব্যের সংখ্যা বাড়বে পোস্ট গুলোতে আরও বেশি মন্তব্য পড়বে, লেখার ভূল-ত্রুতি কিংবা প্রসংশা সম্পর্কে বেশি কথা আসবে ! লেখকরা আরও লেখার জন্য অনুপ্রানীত হবে ! দায়সারা ভাবে কোন লেখার চেয়ে কষ্ট করে লেখার একটা প্রবনতা বাড়বে আশা করি !

৫. ব্লগার পরিসংখ্যাব টেবিলে কত মন্তব্য করেছে কত মন্তব্য পেয়েছে এর পাশাপাশি একটা রেটিং সিস্টেম রাখা যেতে পারে । যেই নির্দেশ করবে একজন ব্লগারের মন্তব্য পাওয়া এবং অন্যের ব্লগে করা মন্তব্যের অনুপাত । এবং যদি এই রেটিংয়ের সাথে ব্লগার মডারেশনের স্টাটাসের একটা লিংক করা যেতে পারে যেমন যদি অন্যের ব্লগে করা মন্তব্যের পরিমান কমে যায় তাহলে ব্লগার মডারেশন স্টাটাস কমে যাবে, তাহলেও মনে হয় ব্লগের মন্তব্যের সংখ্যার বাড়বে !


আমি কেবল একটা জিনিস দেখি যে আগে যেখানে ব্লগে ব্লগারের সংখ্যা ৩০০+ থাকতো সেখানে এখন ব্লগে ব্লগারদের উপস্থিতি গড়ে ৭০ থেকে ৭৫ জন ! যদি এই সংখ্যাটাও নিয়মিত থাকে যদি নিয়মিত এরা অন্যের ব্লগে মন্তব্য করে কিংবা ঠিক মত মডারেশন হয় তাহলেও ব্লগটা জমজমাট হয়ে উঠবে ! হ্যা হয়তো আগের মত জমজমাট হয়ে উঠবে না তবে এমন মরা ভাবটাও থাকবে না আশা করি !

কিন্তু আমার আশা করায় কি যায় আসে ! আমার কথা শুনছে কে বলুন....


(কিছু বানান ভুলের থাকবে এই জন্য ক্ষমা প্রার্থী)

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহমত জানিয়ে গেলাম ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ জানিয়ে গেলাম ! :)

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

আবু শাকিল বলেছেন: প্রস্তাব গুলো ভাল।

নীচের লেখায় আমার দ্বিমত আছে।


" দিন দিন সামুর অবস্থা দেখলে মন খারাপই লাগে ! আমি এমন একটা সময় সামুতে এসেছিলাম যে সময়ে সামুর ভরা যৌবন চলছিল ! কিন্তু দিনকে দিন সামু সেই জৌলুস হারিয়ে মৃত এক নদীতে পরিনত হচ্ছে ।"
----------------------------------------------------------------------------------

আগে যেখানে ব্লগার ৩০০+ দেখা যেত এখন ৭০-৭৫ দেখায় !!!
--------------------------------------------------------------------------

ব্লগের চেয়ে ফেসবুক আরাম দায়ক।তাই ব্লগার ভাই বোন রা ব্লগে পোষ্ট দিয়ে ফেবুতে সময় কাটায়। =p~ =p~ =p~

সামু তার মান ধরে রাখার চেস্টা করে যাচ্ছে বলে ধারণা করছি।

আশা করছি সামু কতৃপক্ষ আপনার প্রস্তাব গুলো ভেবে দেখবেন।





১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: আরামদায়ক !!
হবে হয়তো ! তবুও কোন কিছু লিখলে সেই সামুতে পোস্ট না করতে পারলে আমার কেন জানি শান্তি লাগে না ! যাই হোক ! সামু কতৃপক্ষ কি করবে কে জানে !


ধন্যবাদ !

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

খেলাঘর বলেছেন:

শুরুতে ব্লগিং উৎসাহের সৃস্টি করেছিল; এখন সেটা কমে আসছে।

ফেইসবুকে ব্লগিং হয় না; ওটা হাউকাউ।

জোর করে মন্তব্য করানো যাবে না।

যে যেটা ভালোবাসে, সেই ধরণের পোস্টে ব্লগারেরা মন্তব্য করবে।

যারা ভালো ব্লগার না, তারা মন্তব্য করে না।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: জোর করে মন্তব্য করা যাবে কথা ঠিক তবে এটা স্বীকার করতেই হবে যে আমাদের সামুর ব্লগারদের মন্তব্য করার প্রবনতা কম ! ইভেন সত্যি কথা বলতে কি আমার নিজেরই কম !

৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সাজিদ ঢাকা বলেছেন: পোস্টে +++++ আর পোস্ট লিখি না , , শুধু ঘুরে যাই , , কার জন্য লিখবো ? হাতে গোনা কিছু ব্লগার আছে , আর বাকি সব শাহবাগের পর ব্লগার হতে এসেছে , কেও সাহায্য চায় খালি , কেও জিনিসে বিজ্ঞাপন, কেও কপি পেস্ট , কেও গুটি বাজি

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: হুম ! :(:(

৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

প্রবাসী পাঠক বলেছেন: আপনার মতামতের সাথে সহমত পোষণ করছি।

সামুতে এখন অনেক কম সময়েই প্রথম পাতায় এক্সেস পাওয়া যাচ্ছে। আমার মনে হয় ৭ দিনের মধ্যে একজন নতুন ব্লগারকে কমেন্ট করার সুযোগ প্রদান করা হোক। কিন্তু লেখা প্রথম পাতায় প্রকাশ করার সুযোগ দেয়ার আগে অন্তত তার দুই তিনটি লেখা অব্জারভেশনে রাখা যেতে পারে।

এক লাইন, দুই লাইন এর পোস্ট, বিজ্ঞাপন পোস্ট, নিউজ পেপার লিংক সর্বস্ব পোস্টগুলো প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার কোন পদ্ধতি সম্পর্কে ভেবে দেখতে পারেন কর্তৃপক্ষ।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: এটা জরুরী ভিত্তিতে ভেবে দেখা উচিৎ !

৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: অনেক কথা বলার অাছে, দারুণ পোস্ট। যদি পারি কাল এসে বলে যাবো।

শুধু একটি কথা, অাপনি নিজেই মন্তব্য করেন খুব খুব কম। একদিন অামাকে বলেছিলেন, অাপনার স্ক্রিনে তাকিয়ে পড়তে কষ্ট হয়। তাহলে অামার প্রশ্ন, অাপনি কিভাবে স্ক্রিনে তাকিয়ে লিখে এত পোস্ট দিয়ে যাচ্ছেন ??? তখন চোখ ব্যাথ্যা করে না। !!

অাজ মাত্র ১৪ তারিখ শুরু হলো। অাপনি অলরেডি ১২টি পোস্ট দিয়ে দিয়েছেন। চোখ ঠিক অাছে তো !!!

অামার যা মনে হল, তাই বললাম। ভুল বুঝলে কিছু করার নাই। সত্য কথাটি শুনতে খারাপ লাগতে পারে।


শুভ রাত্রি।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

অপু তানভীর বলেছেন: আপনার ধরনা ঠিক ! আমি সত্যি খুব কম মন্তব্য করি ! এখানে ভুল বোঝার কোন কারন নেই !
আমার পোস্ট গুলো বেশির ভাগই লেখা মোবাইলে ! সেগুলো পরে এডিট করা ! এই জন্য এতো পোস্ট দিতে পারি !

আসলেই স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে পোস্ট পড়াটা আমার জন্য এখনও একটু কষ্ট করই বটে ! তবে মুভি দেখতে অবশ্য খুব বেশি কষ্ট হয় না ! ;)

শুভ রাত্রী !

৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২

একলা ফড়িং বলেছেন: পোস্টে সহমত এবং প্লাস!

আরেকটা ব্যাপার, এক সপ্তাহ ওয়াচে রাখার কথা থাকলেও কারো কারো বেলায় সেটা এক মাস থেকে এক বছরও হয়ে যায়!!! এমনটা হলে অনেকেই ব্লগিংয়ের আগ্রহই হারিয়ে ফেলে। শুধুমাত্র এই কারণে সামু অনেক ভালো ব্লগারকে হারায় বলে আমার ধারণা। কারো পোস্টে কমেন্ট করতে না পারা, নিজের উপস্থিতি জানাতে না পারাটা খুব কষ্টের! পোস্ট দিয়ে যাচ্ছি কিন্তু কেউ পড়ছে না, দেখছে না, কমেন্ট করছে না, এমন হলে তো পোস্ট দেয়ার আগ্রহও আর থাকে না! আমি নিজেও নয় মাস ওয়াচে ছিলাম! প্রথম কিছুদিন অপেক্ষা করার পর হতাশ হয়ে একসময় ব্লগে আসাই বাদ দিয়ে দিলাম, তার অনেকদিন পর এক ফ্রেন্ডের কথায় আবারও ব্লগে এসে পোস্ট দিতে শুরু করি এবং তার কিছুদিন পর সেফ হই!

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: এই সমস্যা টাও অনেকের ! কেউ খুব জলদি জেনারেল হয়ে যায় কোন প্রকার কোন পোস্ট না দিয়েই আবার অনেকে জেনারেল হতে মাসের পর মাস লেগে !
এরও একটা সমাধান হওয়া উচিৎ !

৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪২

মামুন রশিদ বলেছেন: সহমত । শুধু একটা পয়েন্টে দ্বিমত পোষণ করি । মোটামুটি বিনা পারিশ্রমিক কিংবা নাম মাত্র পারিশ্রমিকে কারো কাছ থেকে প্রোফেশনাল ওয়ার্ক আশা করা ঠিক না ।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০২

অপু তানভীর বলেছেন: আসলেই হয়তো আশা করা যায় না !

৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

খেলাঘর বলেছেন:


সামু এর থেকে ভালো করতে পারবে না।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০২

অপু তানভীর বলেছেন: কি জানি পারবে কি না !

১০| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

সুমন কর বলেছেন: আরেক ধরের ব্লগারদের দেখা যায় তাদের কাজই হল কোন সংবাদ পত্র থেকে সংবাদ কপি করে এনে এখানে পোস্ট করা । এই ধরনের পোস্ট গুলোও অবশ্যই বন্ধ রা উচিৎ !

ইদানিং এটা বেশী হচ্ছে এবং পোস্টগুলো নির্বাচিত পাতায় যাচ্ছে। কোন প্রকার লিংক দেবার ভদ্রতা পর্যন্ত করে না।

কোন ব্লগারেরই দৈনিক একটির বেশী পোস্ট দেয়া উচিত না। যদি কোন বিশেষ দিন বা অবস্থার সৃষ্টি হয়, সেটা ভিন্ন কথা। তবে সাধারণভাবে, ১টির বেশী দেয়াটা সামু বন্ধ করতে পারে। নিয়ম করে দিতে পারে।

শুভ ১১.৪৬এ.এম।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৩

অপু তানভীর বলেছেন: এই নিয়ম গুলো হওয়া উচিৎ এবং ব্লগ কর্তৃপক্ষকে এদিকে আরও ভাল করে নজর দেওয়া উচিৎ !

১১| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

 বলেছেন: সহমত জানিয়ে গেলাম :D

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

১২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

আমি তুমি আমরা বলেছেন: প্রতি চব্বিস ঘন্টায় সর্বোচ্চ কয়টি পোস্ট দেয়া এব্যাপারে অবশ্যই সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকা উচিত। সংখ্যাটা এক হলেই সবচেয়ে ভাল।

কপি পেস্ট অবশ্যই নিরুতসাহিত করা উচিত। কেউ কোন খবর কপিপেস্ট করে তার সোর্স উল্লেখ না করলে তাকে প্রথমে ওয়ার্নিং আর পরে আবার একই কাজ করলে ব্যান করা উচিত। আর
ক্রিয়েটিভ রাইটিং(গল্প, কবিতা,প্রবন্ধ) অনুমতি ছাড়া বা লেখকের নাম উল্লেখ না করে নিজের নামে চালাতে চাইলে সরাসরি ব্যান।

মন্তব্যের ব্যাপারে বলি, জোর খাটিয়ে মন্তব্য আদায় করা যায় না। এক্ষেত্রে একটা উপায় হতে পারে নতুন ব্লগারদের দ্রুত অন্যের ব্লগে মন্তব্য করার সুযোগ দেয়া। নতুন অবস্থায় সবকিছুতে আগ্রহ বেশি থাকে। তাই এরাই ব্লগে বেশি একটিভ থাকবে।

একদম শর্টকাটে- ব্লগের টেকনিক্যাল সমস্যাগুলো দূর হলে আর মডারেশন উন্নত হলে ব্লগের সার্বিক মানোন্নয়ন হবে। এজন্য প্রফেশনালিজম দরকার সবার আগে

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৬

অপু তানভীর বলেছেন: মন্তব্যের ব্যাপরে আসলে আমার একটু কথা ! আমার মতে কেবল মাত্র ব্লগ পোস্ট দিয়ে গেলেই তো হল না (যেমন আমি) অন্যের ব্লগে স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনও ব্লগারদের একটা বৈশিষ্ট্য হওয়া উচিৎ !
আমার কাছে মনে হয়েছে যদি রেটিং সিস্টেম টা থাকে তাহলে এ অবস্থার উন্নতি হবেই ।

টেকনিক্যাল সমস্যার কথা তো নাই বলি ! আশা করি এই সমস্যার সমাধান চিরো তরে হবে একদিন !

ধন্যবাদ !

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যত দিন সামুতে এক পাক্ষিক মডারেসান থাকবে তত দিন সামু জনপ্রিয়তা হারাতে থাকবে। পজেটিভ সমালোচনাকে উৎসাহিত না করা সামুর জন্য অত্তান্ত খারাপ ফল নিয়ে আসবে। উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা কে বাধা দেওয়ার পরিনতি অবশ্যই সামুকে ভোগাবে। একজন ব্লগারকে মাত্র একটি পোস্টে সতর্ক করে দেওয়ার প্রেক্ষিতে ব্লগার কতৃক পোস্ট সরিয়ে নেবার পরও তাকে প্রথম পেজে পোস্ট করতে না দেওয়ার ফল অবশ্যই সামুকে বিতর্কিত করেছে।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৯

অপু তানভীর বলেছেন: পাক্ষিক মডারেশনের অভিযোগ সেই শুরু থেকেই হয়ে আসছে । আমার কাছে এটা মনে হয় না কোন কারন জনপ্রিয়তা হারানোর জন্য !


তবে মান সম্পন্ন পোস্ট এক দিনে একের অধিক হলেও কোন সমস্যা নেই মনে করি । যেমন টা ইমন জুবায়ের দিতেন মাঝে মাঝে । সেই পোস্ট গুলো নিয়ে কারো কোন অভিযোগ নেই কিন্তু কপিপেস্ট মূলক পোস্ট গুলোর ব্যাপার অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিৎ !

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০০

কলমের কালি শেষ বলেছেন: বেশী পোষ্ট আসার কারনে অনেক পোষ্টই পড়ার সময় হয়ে উঠে না ।আর আজেবাজে পোষ্ট এর কারনে ভালো পোষ্টগুলো অতি তাড়াতাড়ি প্রথম পেইজ থেকে চলে যায় ।

একমত আপনার কথার সাথে ।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কাজের পোস্ট। আশা করি কর্তৃপক্ষের নজরে আসবে।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৯

অপু তানভীর বলেছেন: কই আর দিবে !!!

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সোহানী বলেছেন: হাঁ সহমত।

মাঝে মাঝে কারো এতো পোস্ট একসাথে দেখি যে কোনটাই পড়া হয় না। আবার একই পোস্ট কয়েকবার কপি হয়ে যায়।

সত্যিই সে আগের চমকপ্রদ লেখা অনেক কমে গেছে... কয়েকজন ব্লগাররাই সামুকে টেনে নিয়ে যাচ্ছে তাদের টানেই সামুতে লগ ইন করতে হয়....... এ ব্যাপারে সামু উদ্যোগী না হলে তাদের ও হারাতে হবে.....

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১০

অপু তানভীর বলেছেন: সত্যিই সেই দিন গুলো আর নেই ! :(:(

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: না, ভাইজান শুধু এগুলাই না। আরেকটি বড় বিষয়কে এড়িয়ে গেছেন? না ভাবনায় আসেনি জানিনা।

৫৭ ধারা আগে ছিল না। ! এখন আমার জানা অন্তত কয়েকজন আছেন তারা মনো খুলে লিখতে বা কমেন্ট করতে পারবেননা বলেই বিরত থাকেন।
জাতিগত ভাবে স্বাধীন মতপ্রকাশের যে গলা চেপে ধরা তার প্রভাবে সামুও খানিকটা ভারাক্রান্ত বটে।

আগের কথা আর কি বলব- পুরানোরা সবাই জাননে - গ্রুপিং, ট্যাগিং, মাল্টি.. এটিম বি টিম...ক্যাচাল সব মিলে এক জমজমাট গরম ভাব।
এখন সেই সব কমে যাওয়ায় গরম!ও একটু কম কম ;) বটে!!

ধীরে বহে মেঘনার মতো ধীরে হলেও সামু আছে থাকবে।

প্রফেশনাল মডারেশনতো সামু করতেই পারে! এখনতো অনেক এডই দেখতে পাই!! পারেনা কি?
মন্তব্য বিষয়ে সাইড বারের প্রস্তবনায় সহমত।
আর গুগল এডসেন্স, বা এই জাতীয় ভিজিটর বেইজ ইনকাম জেনারেট পলিসি কি সামুতে সম্ভব? হলে কিভাবে? না হলে কেন নয়?
প্রয়োজনে ব্লগারদের পেইজ ইনকাম থেকে তাদেরও কিছূ দেয়া যেতে পারে;) পারেনা কি?

আপনার অসাধারন ভাবনা এবং প্রস্তাবনা পড়ে.. সাধারন কিছু প্রশ্ন মাথা আসলো !




১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১২

অপু তানভীর বলেছেন: ৫৭ ধারা :D :D :D :D


কি জানি সামুর এই অবস্থা কত দিন থাকবে ? আসলেই কি এই অবস্থা থেকে উন্নতি হবে নাকি হবে না কে জানে !

ধন্যবাদ !

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

রহস্যময়ী তনয়া বলেছেন: হুম, ঠিকই বলেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: হুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.