নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফান পোস্টঃ সামুতে নতুন কি কি সুবিধা যোগ করা যেতে পারে (লুল ব্লগারদের জন্য)

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২০





বলি কি, ব্লগ নিয়ে কেবল "ভ্রাতা শব্দের প্রচলক অপূর্ণ রায়হানই" চিন্তা ভাবনা করে যাবে ? আমাদেরও নিজেদেরও উপরেও কি একটু ঐ দায়িত্ব এসে বর্তায় না যে ব্লগ নিয়ে আমরাও একটু চিন্তা ভাবনা করি !!



শুনেছি খুব শীঘ্রই ব্লগের নতুন ভার্শন । নতুন ভার্শন চালু হলে যাতে তাতে আরও বিশেষ কিছু ফিচার যুক্ত থাকে, কিছু নতুন নিয়ম নীতি যুক্ত হয় সেই বিষয়ে আমরা বলবো না তো কে বলবে ?



সৃষ্টির শুরু থেকেই সামুর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করা হয়েছে । কেউ বলেছে সামু লীগের কেউ বা জাতিয়তাবাদীর আখড়া, কেউ বলে এটা ছাগুর বিচরণ ক্ষেত্র কেউ বা নাস্তিক পোষনকারী !

অথচ যে মানুষ গুলো শুরু থেকে এখনও পর্যন্ত সামুতে নিরলস সময় দিয়ে যাচ্ছে তাদের কোন নাম নেই । নেই স্বীকৃতি !

দিনে দিনে তারা পেয়ে এসেছ গঞ্জনা ব্যঞ্জনা ! সেই অবহেলিত ব্লগারদের কি দেখার কেউ নেই ?

তারা কি কেবল সারা জীবন এমনই থেকে যাবে ?

তাদের সুযোগ সুবিধার জন্য সামু কি কিছুই করবে না ?



জি আপনি ঠিকই ধরেছেন ! আমি ব্লগের স্বঘোষিত এবং অঘোষিত লুল ব্লগারদের কথাই বলছি ! যুগে যুগে সামুতে লুল ব্লগার ছিল এবং যুগে যুগে থাকবে ।



এখন সময়ে এসে আমাদের এই সর্বসঙ্গী ব্লগারদের জন্য সামুর কিছু করা । নতুন ভার্শনে তাদের জন্য বিশেষ কিছু ফিচার রাখা যায় কি না এই ব্যাপারে সামু কর্তপক্ষের গভীর চিন্তা ভাবনা করা উচিৎ ! যে সকল নতুন ফিচার যোগ করা যেতে তার কিছু পরামর্শ নিচে দেওয়া হল !





১. একদম প্রথম যে কাজ টা করতে হবে যে সামুর রেজিস্ট্রেশনের সময় অন্য সকল তথ্য বক্সের সাথে আরও একটা তথ্য বাক্স যোগ করতে হবে !

এবং সবাইকে সেই তথ্য বাক্স অবশ্যই পূরণ করতে হবে ! যেমনটা লিঙ্গ বাছাই বক্স পূরন করতে হয় ঠিক তেমন !



বাক্সটা এমন হবে

আপনি একজন

ক. লুল

খ. ছুপা লুল

গ. একটু একটু লুল

ঘ. অ-লুল



২. এর পরেই থাকবে ব্লগার স্টাটাসের মত লুল স্টাটাস ! আপনি একজন "লুল ব্লগার", "একটু একটু লুল ব্লগার" অথবা আপনি একজন "অ-লুল ব্লগার" !

এখানে অবশ্য প্রত্যেক ব্লগারের একটা চয়েজ থাকবে ! সে কি তার লুল স্টাটাস অন্যান্য ব্লগারদের কে দেখাতে চায় নাকি লুকিয়ে রাখতে চায় ! এই ক্ষেত্রে তার ব্লগের এক কোনায় লেখা থাকবে "এই ব্লগার তার লুল স্টাটাস দেখাতে চান না"





৩. এর পরের কাজ টা করতে হবে সার্চ সাধারন বক্সের পাশা পাশি আরেকটা আলাদা সার্চ বক্স তৈরি করতে হবে যেটাকে কেবল মাত্র আপু ব্লগারদেরকে সার্চ করা যাবে । এতে সকল লুল ভাইয়া ব্লগার কাজ আরও সহজ এবং আনন্দময় হয়ে উঠবে ।



৪. ফেসবুকে যেমন মানুষ নাম সাজেশন আসে ঠিক তেমন সকল লুল স্টাটাস ধারী ব্লগারদের নিজেদের ওয়ালের কোন একপাশে এর কিছু আপু ব্লগাদের ব্লগ এবং ব্লগ পোস্টের সাজেশান আসবে । যাতে করে তারা আরো সহজতর উপায়ে লুল গিরি করতে পারে ! লুল আপুদের ক্ষেত্রে বিপরীত নাম সাজেশন আসবে !



৫. ব্লগে যাতে কোন মেয়ের নাম কোন ছাইয়া ব্লগার না আসতে পারেই সেই দিকে ছাইয়া ডিটেকটিভ এপ্লিকেশন স্থাপন করা যেতে পারে । এখন প্রশ্ন আসতে পারে কি হবে সেই এপ্লিশেন । সেটা এখন ভাব্বার বিষয় ! এই বিষয়ে কোন এক্সপার্টের পরামর্শ নিয়ে দেখা যাক কিছু করা যায় কি না !



৬. আরও একটা বাটন প্রত্যেকে ব্লগারদের ওয়ালে যুক্ত করা যেতে পারে যেখানে প্রত্যেক ব্লগারের বিশেষ করে আপু ব্লগারদের ফেসবুক আইডির সাথে যুক্ত থাকবে । এক ক্লিকেই আমরা ঘুরে আসতে পারবো তার ফেসবুক আইডি থেকে !



৭. বাধ্যতামূলক ভাবে প্রত্যেক ব্লগারের ওয়ালে একটা ফটো এলবাম থাকতে হবে যেটা কেবল লুল স্টাটাস ধারী ব্লগাররাই দেখত পারবে ! ব্যাপার টা এমন না যে কেবল ভাইয়ারাই ব্লগে লুল গিরি করবে । আপুরাও এই কাজে সমান পারদর্শী হতে পারে !



৮. প্রত্যেক কমেন্ট অপশানে দুইটা অপশান থাকবে । কমেন্ট লেখার পরে পোস্টের আগে দুইটা অপশান আসবে যেখানে লেখা আসবে "লুল হিসাবে মন্তব্য করুন" অথবা "সাধারন মন্তব্য করুন" ! এতে করে পোস্ট ধারীর সুবিধা হবে যে ব্লগার আসলেই লুল গিরি করার চেষ্টা করছেন কি না !



৯. কোন ব্লগার বিশেষ করে আপু ব্লগাররা কোন লুল স্টাটসধারী কোন ব্লগারকে কমেন্ট ব্যান করতে পারবে না !



১০. যদি অ-লুল স্টাটস ধারী কোন ব্লগার লুল গিরি করার চেষ্টা করে তাহলে কোন প্রকার সাবধান না করেই তাকে চিরোতরে ব্যান করা দেওয়ার নিয়ম করে দেওয়া যেতে পারে !



১১. একটা ইনবক্স সিস্টেম চালু করা যেতে পারে যেখানে কেবল মাত্র লুল স্টাটাস ধারী ব্লগাররা অন্যদের কে মেসেজ পাঠাতে পারবে !



আশা করি আমাদের লুল ভাই ব্রাদারের এবং আপুদের জন্য সামু কর্তৃপক্ষ এই সামান্য সুযোগ সুবিধা গুলো যুক্ত করবে ! কারন এটা তো সবারই জানা আছে যে বয়স যতই হোক না কেন, কি বা বালক, যুবক কিংবা বৃদ্ধ, ঘমিয়ে আছে সুপ্ত লুল সকল মানুষের অন্তরে !









(ফান পোস্ট এটা মনে রাখলেই চলবে)

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: বড়ই গুরুত্বপূর্ণ একটি পোস্ট ।

ব্লগের স্বার্থে এই সকল বহুল প্রতীক্ষিত বিষয় এখন সময়ের দাবী মাত্র । লুল ব্লগাররাই এক হিসেবে এক হাতে সামুকে টেনে নিয়ে যাচ্ছেন । কিন্তু তাদের কেউই স্বীকৃতি দেয় নি , দেয় না । লুল না থাকলে জীবনে আর কি ই বা বাকি রইল ! লুল বিহীন জীবন আর পাল ও হাল বিহীন তরী সমতুল্য ।

মনে রাখতে হবে দায়িত্বশীল ব্লগিং মানেই গুরুগম্ভীর পোস্ট নয় । দায়িত্বশীল ব্লগিং একটি আপেক্ষিক বিষয় ;)

যুগে যুগে লুল ব্লগার ছিল , আছে , থাকবে । লুল জয় হোক ।

১১ দফা দাবীর সাথে কঠিনভাবে সহমত পোষণ করে জোরালোভাবে কঠোর অবস্থান ও আস্থা প্রকাশ করছি :)

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: যুগে যুগে লুল ব্লগার ছিল , আছে , থাকবে । লুল জয় হোক । ;);)

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই তো অনেক কিছু চিন্তা কইরাহেলছেন। আমাদের জন্য কিছু রাকতেন।


আপনার চিন্ত গুলান বাস্তব হোক।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

অপু তানভীর বলেছেন: আপনাদের চিন্তাও জানাতে পারেন । পোস্টে আপডেট করিয়া দিবো ! কুনো টেনশন নাই :):):)


লুল জয় হোক ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাদের কথিত এবং বিতর্কিত (আমি নেই বলে) সামু মন্ত্রিপরিষদের কাছে স্বারকলিপি দেয়া যেতে পারে। আর লুলু মন্ত্রি যেহেতু নিজেই চাচ্ছেন তবে আর কি করা ????????


আমার একটা লুলু উপাদন হলেই .........................

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

অপু তানভীর বলেছেন: আপনার প্রস্তবনা অতি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে !
সাথেই থাকুন, দেখা যাক কি হয় ;);)

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , এই দাবী দাওয়া নিয়া আপনে বুক চেতাইয়া সমুখে আগাইয়া আসায় যে কি পরিমাণ খুশি হইয়াছি তাহা কারেন্ট জাল দিয়াও ধইরা রাখা যাইতেছে না , মাপা তো দূরের কথা ! আপনার জন্য সুন্দরীবনের খাঁটি গাওয়া মধু দিলাম , আর কথা দিলাম , আমার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রধানমন্ত্রীর দরবারে স্পেশাল সাপোর্ট ও লবিঙের ব্যাবস্থা করিব । ক্ষমতায় যখন আছি , ক্ষমতার চূড়ান্ত অপব্যাবহার , থুক্কু সদব্যাবহার করিবো ।


ভ্রাতা , প্রথম লাইনে ভ্রাতা'র পরে একটা বাড়তি 'র' দেখা যাইতেছে । ইহা আবার ভারতীয় 'র' বাহিনীর কোন গভীর ষড়যন্ত্র নয় তো ? ;)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

অপু তানভীর বলেছেন: এইডা কি দিলেন ? আমি মধু খাই না ! কেমুন যেনু লাগে ! এর থেকে কাচ্চি দিতেন ! ইউ নো আই লাইক কাচ্চি !! B-)) B-)) B-))

আর আমি তো জানি লুকিয়ে আছে পিচ্চি লুল সকল পুরুষের অন্তরে ! সুতরাং বুঝতে কুনো প্রকার সমস্যা হয় নাই ! আমার মনের কথা আপনের মনের কথা, তার মনের কথা আসলে সবার মনের কথা একই ;););)
বুঝেনই তো......


ঠিক করে দিয়েছি তখনই :):)

৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৥ অপূর্ণ রায়হান এক মধু আপনি কয়জন খাওয়ান, ভাই মন্ত্রি হইছেন পুরান ব্যবসা বাদ দেন.............

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

অপু তানভীর বলেছেন: নতুন ব্যবসা শুরু করা উচিৎ !

আমি আমি যতদুর জানি মন্ত্রীদের ব্যবসা করা অনুমুতি নাই । জলদি পদত্যাগ করেন অপূর্ন ভ্রাতা ;):)

৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক। ;) ;) ;) ;)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: দেশ ও জাতির স্বার্থে এটা এখন সময়ের দাবী ! ;);)

৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

মামুন রশিদ বলেছেন: ছাইয়া ব্লগার থাকা মানেই লুলামির শ্রেষ্ট সুযোগ! বিশ্বাস না হয় দুইতিন বছর আগের ছাইয়াদের ব্লগে অবাধ বিচরণের কথা মনে করেন, তাদের ঘিরে কি লুলামিটাইনা চলতো!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: আহা ! সেই সময়ের কথা মনে করাইয়া দিলেন :!> :!> :#> :#> B-)) B-)) B-))

৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: @ইমতিয়াজ ১৩ ভ্রাতা , এ মধু সে মধু নহে ! ফুরাবার তরে নহে ;)

@অঘটনঘটনপটীয়সী আপুর সাথে কঠোরভাবে সহমত পোকাশ করছি :)

@মামুন রশিদ ভ্রাতার সাথেও কঠিনভাবে সহমত পড়কাশ করলাম :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আবু শাকিল বলেছেন: তিহীপু বলেছেন:-
পোস্ট টি স্টিকি করা হোক :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: দেশ ও জাতির স্বার্থে এটা এখন সময়ের দাবী ! ;);)

১০| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

বাকের ভাই রিটার্ন বলেছেন: লুলদের ১১ দফা মানতে হবেই হবে।।
আগামী একমাসের জন্য পোষ্টটা স্টিকি করার জোর দাবী জানাই।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

অপু তানভীর বলেছেন: দেশ ও জাতির স্বার্থে এটা এখন সময়ের দাবী ! ;);)

১১| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

আলম দীপ্র বলেছেন: আবু শাকিল বলেছেন: তিহীপু বলেছেন:-
পোস্ট টি স্টিকি করা হোক :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: দেশ ও জাতির স্বার্থে এটা এখন সময়ের দাবী ! ;);)

১২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: ব্যাপক চিন্তার বহিঃপ্রকাশ !!! :P ;) =p~

প্রতিটি পয়েন্টে যর্থাথ যুক্তি অাছে।

বেশী অাপু অাপু অাপু অাপু অাপু হয়ে গেছে ............ =p~

ফান পোস্টে ফান মন্তব্য !!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: যেখানেই লুল প্রসঙ্গ আসিবে সেখানে আপু আপু কথা তো আসিবেই ;););)

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহাহা!

কোন কোন ভাই/বোনদের লুল মন্তব্য চোখে পড়লে মনে মনে হাসি... :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

অপু তানভীর বলেছেন: :D :D B-)) B-))

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪

 বলেছেন: :D :D :P

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

অপু তানভীর বলেছেন: :D :D :D

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

ডি মুন বলেছেন: =p~ =p~ =p~ =p~

হা হা হা হা

:) +++++++++++

১৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:২০

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২২

করিম কাকা বলেছেন: ওয়েটিং ফর দিস সুবিধা :-P

১৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:২০

অপু তানভীর বলেছেন: :D :D

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

তুষার কাব্য বলেছেন: খুব জরুরি পোস্ট... ;) :-/ :P

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

 বলেছেন: :D :D :D

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

সাাজ্জাাদ বলেছেন: লুল আপাদের জন্য কোন সুযোগ সুবিধা নাই ??? ;) ;)

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৮

অপু তানভীর বলেছেন: আমাদের একটা একটা করে দাবি আদায় করতে হবে ! এক সাথে সব কর‌তে গেলে তো সমস্যায় পড়ে যাবো ! ;);)

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

আগ্রাসন বলেছেন: কিছু আপু ব্লগাদের ব্লগ এবং ব্লগ পোস্টের সাজেশান আসবে । যাতে করে তারা আরো সহজতর উপায়ে লুল গিরি করতে পারে ! লুল আপুদের ক্ষেত্রে বিপরীত নাম সাজেশন আসবে


এই কাজটা করা ব্যাপক জরুরি হয়ে দাঁড়িয়েছে ;) ;) B-) B-) :P :P

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: :D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.