নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে অনুভুতির প্রকাশ গুলো বড় অদ্ভুদ ভাবে হয় । এমন প্রকট সেই প্রকাশ এবং এতো প্রকট ভাবে মানুষ কে আন্দোলিত করে যে খুব কম মানুষই আছে সেই অনুভুতি গুলো থেকে নিজেকে স্বংবরন করতে পারে ।
আজকে তেমন কিছু অনুভুতির শর্ট ফিল্ম নিয়ে !
আসুন তবে তৈরি হয়ে নিন ! আমি নিশ্চয়তা দিতে পারি শর্ট ফল্ম গুলো দেখার পরে আপনার মন সিক্ত হবেই !
প্রথম ভিডিওটাতে এক সাথে তিন টা শর্ট মুভি আছে ! নাম মাই বিউটিফুল ওমেন ! একটা মেয়ের সৌন্দর্য কেবল চেহারায়ই থাকে ? ওয়েল এই তিন টা মুভি দেখলে আপনার ধারনা বদলে যাবে সম্পূর্ন !
প্রথম গল্পটাতে দেখা যায় মাঝ বয়সী মেয়ে কে ! যে কি না বিয়ের অনেক দিন পরে অনেক চেষ্টার পরে প্রেগনেন্ট হয়েছে । সেই সম্ভাব্য মায়ের কত রকম প্রস্তুতি নিজের আনাগত সন্তানের জন্য ! আস্তে আস্তে সে কত কিছুই না করে তার সম্ভাব্য সন্তানের জন্য !
কিন্তু শেষের দিকে এসে আরেকটা সত্য জানা যায় ? কি সেই সত্য ? যা আপনার পুরো অনুভুতিটাকেই বদলে দেবে ! একটা নারীর আসল সৌন্দর্য্য যে কিসে আপনি বুঝতে পারবেন !
এর পরের গল্পও টা একজন অফিসে কাজ করা নারীকে নিয়ে । যে কি না অফিসে আসতো সবার আগে এবং যেত সবার পরে । কোন দিন একটা দিনও কামাই করতো না । কিন্তু অফিসে তার নামে বিভিন্ন কথা প্রচলিত ছিল । একজন ইয়াং ছেলে প্রায়ই তার কাছ থেকে এসে টাকা নিয়ে যেত । অনেকে বলতো এটা মনেথয় তার বয়ফ্রেন্ড ! কিন্তু একদিন সেই নারী অফিসে আছে না । অফিসের বস একটু অবাক হয় । তারপর বেশ কয়েকজন দিন অফিস কামাই করে । একদিন অফিসের বস তার খোজে বের হয় ! তারপর ?
তিন নাম্বার গল্পটা আমি যতদুর জেনেছি থাইল্যান্ডের একটা সত্য গল্প নিয়ে তৈরি ! একটা ১৮ বয়স্ক মেয়েকে নিয়ে । দেখতে খুব বেশি সুন্দর না সে ! এই ছোট্ট বয়সেই তার একটা মেয়ে আছে । লোকে তার পিঠ পিছনে অনেক কথা বলে ! মেয়েটি পড়াশুনা করে আর নিজের মেয়ে সামলায় !
একজন মায়ের ভালবাসা খুব ভালো করেই ফুটিয়ে তোলা হয়েছে মুভিটাতে । কিন্তু মুভির শেষে এসে ?
একটা ধাক্কার মত খাবেন !
ভিডিও লিংকঃ
একজন অন্ধ বাবা আর তার মেয়ের গল্প ! আশা আর আশা ভঙ্গের গল্প ! ভালবাসার গল্প
এটাও একজন বাবা আর মেয়ের গল্প । একজন বাবা যে একজন বাবাই সেটা এই মুভিটা দেখতে আপনি বুঝতে পারবেন ! শেষ পর্যন্ত দেখুন
একজন ভালো মানুষের গল্প ! যে কি না সব সময় মানুষকে উপকার করে নিঃস্বার্থ ভাবে । কিন্তু সে কোন বড় লোক ছিলো না ! একটা ছোট খাবারের দোকান চালাতো ! একদিন এই লোকটা অসুস্থ্য হয়ে পরে । এতো টাকা তার কাছে ছিল না । কিন্তু......
এটা একজন পরোপকারী মানুষের গল্প । যে কি না মানুষ কে অনন্দ দিয়ে বেড়ায় । তার ছেলে এক সময় তাকে ভুল বুঝে । কিন্তু সে মারা যাওয়ার পরে সে আবিস্কার করে তার বাবা কত ভাল একজন মানুষ ছিলেন । তার সেও তার বাবার পথ অনুসরন করে ! কারো মুখ হাসি ফোটায় ....।
নিঃস্বার্থ ভাবে মানুষের উপকার করা টা ইনরিটার্নে কি পাওয়া যায় ?
মানুষ কি বিনিময়ে কি পাওয়ার জন্য উপকার করে ? কিন্তু সে কিছু একটা ফেরৎ পায় ?
কি পায় ? আসুন দেখি ।
এই বোকা ছেলেটি যা ফেরৎ পেয়েছে সেটা কি কহিনুরের চেয়ে কম দামী ? কি মনে হয় আপনার ?
মানুষের উপরকার করলে মানুষ সেটা মনে রাখে ! মনে রাখা উচিৎ
আসুন একটা ভালবাসার গল্প শুনি
এটা কে ঠিক শর্ট মুভি বললে ভুল হয়ে । ছোট খাটো নাটক বলা যায় ! ভালোবাসার গল্প ।
আপাতত এই পর্যন্তই ! সবাই ভালো থাকবেন !
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
অপু তানভীর বলেছেন: সময় নিয়ে দেখুন
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আগের এনিমেশন গুলোই দেখতে পারলাম না এখনো।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: তাইলে আর করলেন কি জীবনে ?
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: কি যে দেন না...... কাজ কাম ফালাইয়া আপনার ভিডিও গুলা দেখতে হয়....
২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৮
অপু তানভীর বলেছেন: দেখেন সব গুলো !
হে হে হে
৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
জাফরুল মবীন বলেছেন: সময় নিয়ে দেখতে হবে তাই প্রিয়তে নিয়ে রাখলাম।
ধন্যবাদ আপনাকে।
২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৯
অপু তানভীর বলেছেন: দেখে নিবেন সময় করে । আশা করি ভাল কাটবে....
আপনাকেও ধন্যবাদ !
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
In2the Dark বলেছেন: ভাই মোবাইল দিয়া দেখতে পারলাম না বাট পড়ে দুঃখ পেলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
অপু তানভীর বলেছেন: কি আর করা !!
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
অদ্ভুত_আমি বলেছেন: সময় করে দেখতে হবে । শেয়ার করার জন্য ধন্যবাদ ।