নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করুন একটা মানুষ ঝকঝকে পরিস্কার রাস্তায় পানের পিক ফেলল । আপনার প্রতিক্রিয়া কেমন হবে ? নিশ্চই খুব ভাল কিছু হবে না । মনে করুন আরেক টা মানুষ ঠিক এই জায়গায় পিক ফেলল । আর যাই হোক স্বাভাবিক নিয়ম বলে আগের মানুষটির ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া যেমন ছিল এই মানুষ টার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে !
কি ? তাই না ?
জি না ! তাই হবে না । সব সময় টাই হয় না ! কেমন হতে পারে দুজনের ক্ষেত্রে প্রতিক্রিয়া ?
প্রথম জন পানের পিক ফেলার ক্ষেত্রেঃ
-মানুষ জনের কি কোন কমনসেন্স বলে কিছু নেই । এমন একটা পরিস্কার রাস্তা টা কেমন করে নষ্ট করে ফেলল ! আশ্চর্য হতে হয় !
দ্বিতীয় জন পানের পিক ফেলার ক্ষেত্রেঃ
-মানুষ যে শান্তি মত পানের পিক ফেলবে সেটার কোন উপায় নেই । আসে পাশে এক টা ভাল ডাস্টবীন নাই । বলি একজন মানুষ মুখে পিক নিয়ে আর কত দুর ঘুরে বেড়াবে । বাধ্য হয়ে তাকে তো পরিস্কার রাস্তায় ফেলতে হবেই ।
আচ্ছা এবার আরও একটা সহজ প্রশ্নের উত্তরে দিন । বলুন তো পানের পিক ফেলা প্রথম জন কোন ব্যক্তি এবং পরের জন কোন ব্যক্তি ?
এই তো, সঠিক ধরেছেন !
প্রথম জন আমজনতা আর দ্বিতীয়জন একজন ফেসবুক সেলিব্রেটি ! কি তাই মনে হচ্ছে না । এরকম পার্থক্য মুলক প্রতিক্রিয়া আপনি দেখান নাই !
ইতিহাস বলে তো দেখিয়েছেন !
আসুন দেখে নেওয়া যাক আরও কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়ার ব্যতীক্রমতাঃ
১. আইডিয়া চুরির ক্ষেত্রেঃ
কোন আমফেসবুকার যদি অন্য কারো কিংবা বহিঃবিশ্বের কারো কাছ থেকে কোন আইডিয়া ফেসবুকে শেয়ার করে এবং সেটা ধরা পরে তাহলে তাহলে-
১. কি ব্যাপার অন্যের আইডিয়া নিজের বলে চালিয়ে দিলেন ?
২. কার্টেসী দেওয়ার ভদ্রতা পর্যন্ত করলেন না ?
৩. ভাল কাজ করবেন ভাল কথা তাই বলে এই ভাবে আইডিয়া চুরি ?
৪. নিজের মাথা থেকে কিছু বের না করতে পারলে অন্যের আইডিয়া নয়ে জিনিয়াস সাজার চেষ্টা না করাই ভাল !
৫. সকল বন্ধুদের বলছি আমি কিছু ভাল বন্ধু চাই !
কোন সেলিব্রেটি ফেসবুকার যদি অন্য কারো কিংবা বহিঃবিশ্বের কারো কাছ থেকে কোন আইডিয়া ফেসবুকে শেয়ার করে এবং সেটা ধরা পরে তাহলে তাহলে-
১. আমি বুঝি না মানুষের এতো চুলকানী কোথা থেকে আসে । আইডিয়া অন্যের কি নিজের তার থেকেও আমার কাছে জরুরী এটা দিয়ে কারো উপরকার হয়েছে কি না সেটা !
২. অন্যের আইডিয়া হয়েছে তো কি হয়েছে ? মানুষ উপকার তো পাচ্ছে !
৩. আপনার সমস্যা কোথায় ? পারলে আপনিও এমন কিছু করে দেখান !
৪. যদি অন্যের আইডিয়া উনি শেয়ার করেও থাকেন তবুও দেখবে তার ফলে একজন মানুষের উপকার হয়েছে কি ন, এটাই কি বেশি জরুরী না ?
৫. যারা মনে করেন ওমুক ভাইয়ের স্টাটাসে মানুষ উপকার পাচ্ছে তারা আমাকে এড করুন ! এড ম্যাহ !
২. হুবাহু স্টাটাস চুরির ক্ষেত্রেঃ
যদি কোন আম ফেসবুকার অন্য কারো স্টাটাস কপি করে ধরা পরে তাহলে-
১. যদি কিছু লিখতে না পারিস তাহলে চুপ চাপ বসে থাক । অন্যের লেখা চুরি কেন করিস !
২. হালা চোরের ঘরে চোর !
৩. কি ব্যাপার আপনি ঐ লেখকের লেখা টা হুবাহু দিয়ে দিলেন ? কার্টেসী কই !
৪. চোর হলেও এড মেহ ! আই এম ব্লক !
যদি কোন সেলিব্রেটি ফেসবুকার অন্য কারো স্টাটাস কপি করে ধরা পরে তাহলে-
১. আরে একটা ভাল লেখা যদি উনি শেয়ার করেই থাকেন তাহলে সমস্যা কোথায় ?
২. লন্ডনের কহিনুর তো আর চুরি করেন নাই । সমান্য একটা স্টাটাস নিয়ে এতো মাতামাতির কি আছে !
৩. আসলে আপনার উনার জনপ্রিয়াতার ঈর্ষান্বিত !
৪. উনি এর আগেও অনেক ভালভাল স্টাটাস লিখেছেন কই তখন তো ওনার প্রসংসা করেন নাই তাহলে এখন অপবাদ কেন দিচ্ছেন !
৫. আপনার লেখা ভাই আমার খুব ভাল লাগে ! আশা করি এড দিবেন !
৩. কাউকে গালী দেওয়ার ক্ষেত্রেঃ
যখন কোন আম ফেসবুকার কাউকে গালী দেয় তখন
১. কোন ভদ্র ঘরের মানুষের মুখে এমন কথা বের হতে পারে না ।
২. কোন বংশ থেকে এসেছে সেটার পরিচয় পাওয়া গেল !
যদি কোন ফেসবুক সেলিব্রেটি গালী দেয় তখন
১. উচিৎ জবার দিয়েছে । আসলে যার সাথে যেমন প্রয়োজন তেমন আচরন করাই উচিৎ !
২. এটা দরকার ছিল বস ! এটা দরকার ছিল । সবাই ভদ্র ভাষা বোঝে না !
৩. বস ! ফিডা হয়ে গেলাম ! স্যালুট ! এড দিবেন ভাই । অনেক দিন থেকে ঝুলে আছি !
৪. কোন স্ক্রীন শর্ট প্রকাশের ক্ষেত্রে
যখন কোন সাধারন ফেসবুকার বিরুদ্ধে কোন মেয়ে স্ক্রীন শর্ট প্রকাশ করে তখন-
১. এরা কি একজন মানুষ ! মেয়েটি কোন পরিস্থিতিতে গেলে নিজের স্ক্রিন শর্ট প্রকাস করতে বাধ্য হয়েছে একবার ভেবে দেখুন !
২. আসলে এই টাইপের জানোয়ারদের পিটিয়ে মেরে ফেকা উচিৎ ! একটা মেয়ের সাথে এই ভাবে প্রতারনা কিছুতেই মেনে নেওয়া যায় না !
৩. যারা মনে করুন ঐ মেয়ের সাথে অন্যায় হয়ে তারা আমাকে এড করুন ! আমি কারো সাথে কোন খারাপ কথা বলি না !
যখন কোন সেলিব্রেটি ফেসবকার বিরুদ্ধে কোন মেয়ে স্ক্রীন শর্ট প্রকাশ করে তখন-
১. আজকাল ফটোশপের মাধ্যমে যে কেউ এমন স্ক্রীন শর্ট তৈরি করতে পারে !
২. একটা মেয়ে কিভাবে এমন করে ওপেন প্লেসে নিজের কথা বলতে পারে ? একবার ভেবে দেখুন । এই মেয়ের ভিতরে কোন সমস্যা আছে নিশ্চিত ! ৩. ভাল খারাপ সবাই আমাকে এড করুন প্লিজ । সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট এক নিমিষেই গ্রহন করবো কথা দিলাম !
৫.কোন অপরাধ স্বীকারের ক্ষেত্রেঃ
যখন কোন আম ফেসবুকার নিজের কৃত অপরাধ স্বীকার করে তখন-
১. ছি আপনি এমন হবে ভাবতেও পারি নি !
২. আপনার বন্ধু লিস্টে ছিলাম দেখে ঘৃণা হচ্ছে !
৩. আনফ্রেন্ড !
৪. এড মেহ !
যখন কোন সেলিব্রেটি ফেসবুকার নিজের কৃত অপরাধ স্বীকার করে নেয় !
১. ভুল যে কারো দ্বারাই হয়ে যেতে পারে কিন্তু সবাই সেইটা স্বীকার করার সৎসাহস থাকে না ! আপনার আসে দেখে ভাল লাগছে !
২. আপনার মত একজনের ফ্রেন্ড লিস্টে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে !
৩. স্যালুট রিস্পেক্ট !
৪. এড মেহ !
এখন আপনি একটু বিচার করে দেখুন আপনি কোন দলে আছেন ? আপনার প্রতিক্রিয়া কি জনে জনে পরিবর্তন হয়ে যায় ?
২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪০
অপু তানভীর বলেছেন:
২| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
তাশমিন নূর বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৭
অপু তানভীর বলেছেন:
৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১
অপূর্ণ রায়হান বলেছেন: পুত্তুম পিলাচ ভ্রাতা ++++++
এড মেহ ! প্রজাতি বড়ই রহস্যময়ি প্রজাতি
ভালো থাকবেন
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৭
অপু তানভীর বলেছেন:
এড মেহ......
৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭
আমিনুর রহমান বলেছেন:
হাচা কতা এমনে কইতে হয় না :/
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১১
অপু তানভীর বলেছেন: হাচা কথা না । সইত্য কথা
৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: তিন নম্বর + টা আমর
পোষ্ট ভাল, সমাজের বাস্তক চিত্রটা ফুটে উঠেছে।
ক্ষেত্র বিশেষ ইঙ্গিতপূর্ণ পোষ্ট মনে হয়েছে।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
অপু তানভীর বলেছেন: বিশেষ ইঙ্গিত দিয়ে বুঝানোর চেষ্টা করা হয়েছে আমরা বেকুব বাঙ্গালীরা কত খানি বেকুব হইতে পারি
৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পিলাচ দিলাম ।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬
সোহেল মাহমুদ বলেছেন: সত্য বড়ই নোংরা অপু ভাই।
পোস্টে ++++্
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৪
অপু তানভীর বলেছেন: হুম !
৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: এটা দরকার ছিল বস ! এটা দরকার ছিল । সবাই ভদ্র ভাষা বোঝে না !
হা হা!
আশা করি ভাল আছেন অপু ভাই!
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫
অপু তানভীর বলেছেন: আপনে কোথায় হারায়া গেলেন বলেন তো দেখি কুনো খোজ খবর নাই !
আমি ভাল আছি বলা যায় ! আপনি কেমন আছেন ?
৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: +++++++++++
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৬
অপু তানভীর বলেছেন:
১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
সুমন কর বলেছেন: অাপনি এতো চিন্তা মাথায় নেন কেন !!
তবে কথা একদম, হাচ্ছা কইছেন
ভালো থাকুন।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৯
অপু তানভীর বলেছেন: আমি আসলে বেশ কিছুদিন মানষিক অশান্তির ভিতর আছি । চিন্তা ভাবনা অন্য দিকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন দিকে যাই । সেই সব নিয়ে ব্যস্ত থাকি !
আপনিও ভাল থাকুন !
১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মজা পেলাম।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৯
অপু তানভীর বলেছেন:
১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩
ইসতিয়াক অয়ন বলেছেন: সেরা ভাই ! সেরা !
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২০
অপু তানভীর বলেছেন:
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২
ফারিয়া বলেছেন: ভাবার মত বিষয়!
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২১
অপু তানভীর বলেছেন: হুম !
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
কলমের কালি শেষ বলেছেন: লুকাই ক্যামতে !!..
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২২
অপু তানভীর বলেছেন: লুকানোর দরকার কি
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
অশ্রুত প্রহর বলেছেন: ওরে বাপ রে বাপ! সেইরকম পোস্ট ...
বাহহ!!! :-)
২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন:
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪২
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:১২
মামুনূর রহমান বলেছেন: সত্য কথা ।