নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বছর তাহলে চলেই এল । এভাবেই প্রতিটা নতুন দিন আমাদের মাঝে চলে আসছে । চলে আসার পর মনে হয় আরে চলে এলো তো ! তখন শুরু আবার নতুন করে পথ চলা । নতুন ভাবনা নতুন পথ আর নতুন সঙ্গী নিয়ে । আবার পুরানো সেই পথটাকেও অনেকেই নতুন করে সাজিয়ে নেয় নতুন ভাবনা গুলো দিয়ে ।
নতুন বছরকে ঘিরে সবার কিছু পরিকল্পনা থাকে । কিছু ভাবনা থাকে । নিজেদের জীবন, পরিবার নিজেদের বন্ধুবান্ধব কিংবা কর্ম ক্ষেত্রকে নিয়ে । নতুন বছরে সবাই সব কিছু নতুন ভাবে চায় নতুন ভাবে ভাবতে ভালোবাসে । পুরানো বছরের ভুল গুলোকে পেছনে রেখে নতুন পথ চলার নামই তো জীবন !
যাক অনেক প্যাঁচাল পাড়লাম । আসল কথা হল নতুন বছরের হাজারও নতুন ভাবনার ভিতর আমাদের সহব্লগাররা নিশ্চই সামুকে নিয়েও কিছু ভেবে রেখেছে । নতুন বছরে সামুতে সময় টা কেমন কাটবে ! কি কি পোস্ট দিবো কিংবা আরও কত কিছু ! আবার নতুন বছরের সামুকে তারা কিভাবে দেখতে চায়, কোন কোন বিষয় গুলো দেখতে চায় না এই সব নিয়ে লিখেছেন আমাদের সবার প্রিয় কিছু ব্লগার ।
আমার সাথে সবার খুব বেশি পরিচয়ও নেই কিংবা যোগাযগের মাধ্যমও সবার সাথে তাই ইচ্ছে থাকলেও সবার সাথে যোগাযোগ করতে পারি নি । তবে অনেকেই নিজেদের ভাবনার কথা গুলো লিখে পাঠিয়েছে । কেউ কেউ সময়ের অভাবে লেখা দিতে পারে নি । আপনারা চাইলে এখনও নিজেদের ভাবনা গুলো এই পোস্টে জানাতে পারেন । সবাই জেনে নিক সামুকে নিয়ে আপনি কি ভাবছেন এই নতুন বছরে !
যাই হোক এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক, ২০১৫ সালকে ঘিরে আমার প্রিয় ব্লগাররা সামুকে নিয়ে কে কি ভাবছেন !!
অপ্সরা (শায়মা)
তবে এটা সত্য সামু এখন অনেক অনেক সুস্থির ও শান্তিপূর্ণ। যদিও সামুতে আগের মত মানুষে মানুষে হৃদ্যতা দেখা যায়না। আগের মত কমেন্টে কমেন্টে কথা বলার সময় হয়তো নেই তেমন আর কারো। নেই আগের মত আত্মিক সম্পর্ক। তবুও অকারণে অকারণে একে অন্যের পিছে লাগালাগির ব্যাপারটাও নেই। তাই সামু এখন অনেক ভালো লাগে।
২০১৫ সাল অনেক অনেক শুভ বয়ে আনুক সামুর সকল ব্লগারদের জন্য এটাই আমার চাওয়া। আরও অনেক জানতে, শিখতে, পড়তে চাই । নতুন ব্লগারদের নতুন সৃষ্টিশীল প্রতিভাগুলোও দেখতে চাই। পুরোনোদের কথা খুব মনে পড়ে। হয়তো কখনও নতুনেরা জানবেনা যে মাঝে যে বাজে দিনগুলো গেছে (যদিও এখন সামুর পরিবেশ ৯৯% অনেক অনেক ভালো) তবে তার আগে যখন আমি সামুতে এসেছিলাম তখন সামু ছিলো এক স্বর্গভূমি যেখানে এসেই আমি অপ্সরা হয়ে গিয়েছিলাম। সেই ভালোবাসা , সেই ভালোলাগা আর কখনও তেমনি করে হয়তো ফিরে আসবেনা। হয়তো পুরোনোরা আর কখনও আগের মত নিয়মিত হবেনা তবু মনে হয় যদি আবার তারা ফিরে আসতো .........সকলের কলকাকলীতে আবারও একবার মুখর হতো আমাদের এই প্রিয় চারণ ভূমি.......
যাইহোক শুভ নতুন বছর, শুভ ২০১৫- শুভ হোক সবার জন্য ......... সবাই অনেক ভালো থেকো আর আমাকে মনে রেখো ......
আমি তুমি আমরা
বিশেষ কোন ভাবনা নাই। সামুর নতুন ভার্সন আসছে শুনছি, এখনো ব্যবহার করি নাই। এই ভার্সন আগের চেয়ে টেকনিক্যালি শক্তিশালী হলে খুশি হব।
আমিনুর রহমান
নতুন বছরে নতুন করে জেগে উঠুক সামু। ক্যাচালমুক্ত জমজমাট সামুকে দেখতে চাই। একে অপরের মতামতকে মুল্যায়ন করে তাদের নিজেদের মতামত প্রকাশ করে ব্লগাররা একে অপরের প্রতি ভ্রাতৃত্বপুর্ন সম্পর্ক বজায় রাখুক।
আরজু পনি
২০১৫ তে নিজেকে আরো গুছিয়ে নিতে চাই। আবেগ প্রকাশে আরো সংযমী হতে চাই। সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে আরো হিসেবী হতে চাই । আর সর্বোপরি আশায় জাগতে চাই এবং আশা নিয়েই বাঁচতে চাই।।
আলম দীপ্র
আমি আসলে এই ব্লগে একদমেই নতুন । যেকোনো কারনেই হোক আমি খুবই আনন্দ এবং উৎসাহের সাথে ব্লগিং উপভোগ করি সামুতে । এবং করে যেতে চাই । নতুন বছর আসছে , ২০১৫ । আমার তেমন আলাদা কোনো ভাবনা নেই । ব্লগ সম্পর্কে বলতে গেলে আমি খুব কম জানি , খুব কম বুঝি । আর আমি আপনাদের সবার মাঝে ছোট মানুষ , বয়স এবং অবশ্যই জ্ঞানের দিক দিয়ে । আপাতত ব্লগ নিয়ে নিজের ইচ্ছা আরও কিছুটা থিতু হওয়া । আর ব্লগ সম্পর্কে কিছু বলার ক্ষমতা আমার নেই । এলোমেলো কিছু কথা বললাম । মাথায় কিছু আসছে না । ২০১৫ সালেও আমি আনন্দ এবং উৎসাহের সাথে ব্লগিং করে যেতে চাই এই প্ল্যাটফর্মটিতে । সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
আশরাফুল ইসলাম দুর্জয়
২০১৫ সালে সামুর সৃজনশীল লেখালেখির পরিচিত মুখগুলো ফিরে আসুক। যাদের লেখা পড়বার জন্য সামুতে থাকা নেশার মত ছিলো, তারা আবারও তাদের সুন্দর সব লেখনি নিয়ে এই প্লাটফর্মটিকে প্রাণবন্ত করে তুলুক। যারা এখনো জুড়ে আছে, তারা নিয়মিত হবেন আরো এবং অতি অবশ্যই সুন্দর সব লেখনির মাধ্যমে। যারা নতুন আসছেন তারা এই ব্লগকে সুস্থ সুন্দর এবং গতিশীল যাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন। এবং সামু এ যাবত যে কাজটা করেছে, শূন্য দশক এবং তৎপরবর্তী বাংলা সাহিত্য চর্চ্চায় একটা বিরাট অংশের লেখককে গড়ে উঠবার সুযোগ দিয়েছে, তা অব্যাহত রাখবে। আর মূল ধারার ব্লগিং অর্থে যেন নাগরিক যাপন, জন মানুষের হাল হকিকত ও ফুটে আসে এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সামুর ভূমিকা আরো জোরালো হয়। সব মিলিয়ে বলবো, সুস্থ ব্লগিং, শুদ্ধ সাহিত্য নিয়ে সামু এগিয়ে যাক। সামুর প্রতিটি ব্লগারকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা। ২০১৫ যেন হয় সবার স্বপ্ন পূরনের বছর। ভালো থাকুক সবাই।
ইখতামিন
সামু নিয়ে আপাতত তেমন কোনও প্ল্যান নেই
পেশাগত কারণে খুব ব্যস্ত হয়ে পড়েছি, বলতে পারেন ইজি কাজে বিজি হয়ে গিয়েছি
সামুকে এ বছর মিস করেছি.. মনে হয় আগামী বছরেও মিস করতে হবে.
ইনকগনিটো
২০১৫ আসবে। সামু ব্লগ সামু ব্লগের মতো থাকবে। কিন্তু আমি কেমন থাকবো, ওটা নিয়ে আমি কিছু ভাবিনাই। এসব ক্ষেত্রে আমার ভাবনাশূন্য হয়ে থাকতেই বেশি ভালো লাগে।
ইশতিয়াক অয়ন
বিলিয়ন বিলিয়ন দিনকে ৩৬৫ দিনের এক একটা সেটে ভাগ করে ফেলার বুদ্ধিটা খারাপ না। কার মাথা থেকে এসেছিল কে জানে! একটা সেট শেষ হওয়ার পর সবাই নতুন কিছু ভাবার, করবার অনুপ্রেরণা পাচ্ছে, মন্দ কি? এই হিসেবে বিংশ শতাব্দীর একটা নতুন সেটে প্রবেশ করার সময় যারা এক মৃত্তিকার ওপর এক নক্ষত্রমন্ডলের নীচে একসঙ্গে বেচে আছি- তা যে কোন কোইনসিডেন্স বা অতিলৌকিকতার জোরেই হোক বা না কেন- সবাইকে ইংরেজী ক্যালেন্ডার মতে শুভ নববর্ষ!
একজন আরমান
সামুর আগের ব্লগাররা আবার সামুতে নিয়মিত হোক। নতুন যারা আসছে তাদের সাথে পুরানোদের যোগাযোগ বাড়ুক। আর নতুনরা ব্লগ আর ব্লগারদের সম্মন্ধে ভাল করে জানুক। এটাই মনে হয় বেশি জরুরী। গতকাল দেখলাম এক পোস্টে ব্লগার ডটকম০০৯ কে তার লেখা এক ছড়া পোস্টে একজন নতুন এসে কিছু না বুঝেই গালি দিয়ে গেছে। তাই আমার মনে হয় নতুন দের উচিৎ হবে আগে ব্লগ কি সেটা ভালো করে জানা। সেখানে দায়বদ্ধতা, দায়িত্বশীলতা সম্পরকে সচেতন হতে হবে।
একজন ঘূণপোকা
সামুর টেকনিক্যাল প্লবলেমগুলি রিজলভড হক। এটাই সব চেয়ে বড় আশা। আর আমি হয়ত আর পোস্ট দিতে পারব না। সামুর মত একটা জায়গায় ব্লগিং করেছি-এটাকেই আমি অনেক বড় একটা প্লেজার মনে করি। কিছু সুন্দর মনের মানুষের সাথে ইন্টারেকশন ঘটেছে। আর নতুন নতুন ব্লগারদের পদচারনায় সামু এগিয়ে চলুক সাফল্যের পথে
*কুনোব্যাঙ*
সামুর টেকনিক্যাল ঝামেলা গুলা ২০১৫ তে আর না হউক তাহলেই খুশি।
কলমের কালি শেষ
''নতুন বছরের আগমন মানেই সকলের অন্তরে নতুন নতুন স্বপ্নের সঞ্চার । কেউ বিগত বছরের সাফল্য নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নতুন বছরটাও যেন ভালো যায় সেই কামনাই করে । আবার কেউ বিগত বছরের শত হতাশার দীর্ঘশ্বাস নিয়ে আগত নতুন বছরটা যেন সুন্দর হয় সেই কামনা করে ।সকলের ক্ষেত্রে বিগত বছরের অভিজ্ঞতা এক না হলেও নতুন বছরের আগমনে সবার কামনা একই থাকে ।ভালো থাকা ।
ভালো কিংবা খারাপ বছর বলে কোন বছর নেই । আমাদের জন্ম নেওয়া থেকে মৃত্যুবরন করা পর্যন্ত যদি এক বছর ধরা হয় তাহলে সেখানে সাফল্য, হতাশা সকল কিছুরই সংমিশ্রন ঘটে ।তাই হতাশা যদি থাকে সেখানে অবশ্যই সাফল্য আছে আবার সাফল্য যদি থাকে সেখানে অবশ্যই হতাশা থাকবে ।বলা যায় একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার পরিমাপক ।তাই পুরো জীবনকেই একটা বছর ধরি এবং সুখে দুঃখে জীবনযাপন করি ।
প্রত্যেক নতুন বছর আসে ক্যালেন্ডারের তারিখের দৃষ্টিকোন থেকে । কিন্তু সকলের জন্মতো আর বছরের শেষ দিনে হয়নি ।সেই দিক থেকে সকলের নতুন বছরও তো একই দিনে হওয়ার কথা না । আমার ব্লগীয় জীবনটাও ঠিক এই রকম । আমার এখনো একবছর পূর্ণ হয়নি কিন্তু নতুন বছরে এসে গেছি ! যেহেতো ক্যালেন্ডারই নতুন বছর আসার মাপকাঠি সেহেতু আমারও নতুন বছরে পাঁ রাখাটা বাধ্যতামূলক ! আমার বিগত বছরের ব্লগিয় জীবনের কথা বললে বলবো আমি আকাঙ্খা থেকে অনেক বেশী কিছু পেয়েছি । অনেক গুণীজ্ঞানী ব্লগারদের সাহচর্য পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, লেখালেখি নিয়ে একটি জীবন্ত জগত পেয়েছি । এর থেকে বেশীতো আর কিছু পাওয়ার থাকে না । নতুন বছরেও এইরকম জীবন্ত ব্লগিয় জীবন নিয়েই থাকবো আশা করছি ।
প্রিয় সামু প্ল্যাটফর্ম নিয়ে অনেক কিছুই বলা যায় । আমার ব্লগিয় জীবনের অনুপ্রেরনায় অনেকাংশে জড়িয়ে আছে সামু । সামুকে তাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না । আশা রাখি সামুও বিগত এবং আসন্ন বছরের সকলপ্রকার চ্যালেঞ্জ সাফল্যের সাথে মোকাবেলা করে আগত বছরগুলোতে ক্রমেই আরো সমৃদ্ধশালী হয়ে উঠবে ।
পরিশেষে সামু পরিবারসহ সবাইকে শুভ নববর্ষ ! সবার জন্য রইলো সবসময় আনন্দে থাকার অশেষ শুভ কামনা এবং শুভেচ্ছা…. ''
চিরতার রস
নতুন বছরের সামুকে চাই নতুন রুপে। আমার মতে সামুতে ব্লগ ক্যাটাগরি থাকা উচিত। গল্প, কবিতা, রম্য, ভ্রমণ, ফটোগ্রাফি, সিনেমা, খেলাধুলা, শখ ইত্যাদি নামে বিভিন্ন ক্যাটাগরি করা উচিত। ব্লগাররা ক্যাটাগরি অনুযায়ি তাদের ব্লগ পোস্ট দিবে। পাঠকরা নির্দিষ্ট ক্যাটাগরিতে ক্লিক করে ঐ ক্যাটাগরির আওয়ায় পোষ্টগুলি পড়তে পারবেন। আর ব্লগের হোম পেজে কেবল প্রতিটি ক্যাটাগরি থেকে নির্বাচিত ব্লগসমূহ স্থান পাবে। এতে করে হোম পেজে জগাখিচুরি অবস্থার অবসান ঘটবে বলে আসা করি। প্রায়ই আমরা দেখে থাকি হোম পেজে ফালতু এবং অপ্রয়োজনীয় ব্লগের ভীড়ে ভাল ভাল পোস্টগুলি মডারেটরদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে হরহামেশা। এতে ভাল পোস্ট দাতারা হতাশাগ্রস্ত হচ্ছে এবং ব্লগের প্রতি মনোযোগ হারাচ্ছে।
ক্যাটাগরি অনুযায়ি ব্লগকে নতুন করে ঢেলে সাজালে ব্লগের সৌন্দর্য এবং পাঠককে ব্লগ পড়ায় আরো উৎসাহিত করবে বলে আমি বোধ করছি। কেননা এক এক জন এক এক রকমের পোস্ট পছন্দ করে। ক্যাটাগরি করলে পাঠকরা খুব সহজেই তাদের পছন্দের ক্যাটাগরি হতে পোস্টসমূহ পড়তে পারবে ঝামেলাহীন ভাবে।
যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত। সামু কর্তৃপক্ষকে আমার মতামতকে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি।
সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
তওসীফ সাদাত
সামু আগের সেই রুপ ফিরে পাক, ফিরে পাক সেই আগের জমজমাট সময়টা।
ডি মুন
হ্যাপি নিউ ইয়ার ২০১৫
সকল সহব্লগারকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছরে ব্লগাররা আরো বেশী সক্রিয় ও বন্ধুসুলভ আচরণে ব্লগ মাতিয়ে রাখবেন বলে আশা করছি।
আর সেই সাথে এটাও প্রত্যাশা করি যে, সামু কর্তৃপক্ষ নির্বাচিত পাতা, সঠিক সময়ে জনগুরুত্বসম্পন্ন পোস্ট স্টিকি করা, সকল ব্লগারকে সমান গুরুত্ব দেয়া ইত্যাদি বিষয়ে আরো বেশী সজাগ হবেন; এবং সামুর নতুন ভার্সনে ইমন জুবায়ের-এর ছবি সম্বলিত ব্লগ লিংক পুনরায় সংযুক্ত করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন ।
শুভকামনা নিরন্তর।
না পারভিন
আমি ডা: নার্গিস পারভীন, এম,বি,বি,এস বিসিএস। আরেকটি পরিচয়
সামুর ব্লগার। প্রিয় ব্লগার অপু তানভীরের পোস্ট থেকে দেখলাম ২০১৪ সালে তিন জন ব্লগার স্টিকি পোস্টের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। প্রত্যেকের তিনটি করে পোস্ট স্টিকিতে ছিল। এর মধ্যে দুজনইই ডাক্তার। একজন আমি আরেকজন সবার প্রিয় জাফরুল মবীন ভাই।
ডাক্তার সমাজের পক্ষ থেকে একটা বিজয়ের হাসি যদি হাসি আপনারা প্লিজ সে হাসি পার্টির সফলতা কামনা করুন আমার ব্লগের বয়স দুই বছর। সহ ব্লগাররা বিপুল উতসাহ খরচা করেই আমাকে তৈরী করেছে তাই সব ক্রেডিট সহ ব্লগারদের । কারন ডা: নার্গিস পারভীন ডাক্তারি ছাড়া আর কোন কিছুতেই পারদর্শী ছিলনা। কিন্তু এখন নিজেকে ব্লগার বলতে খুব ভাল লাগে।
নতুন আর পুরাতন উভয় ব্লগার ই উৎসাহ ছাড়া চলতে পারেনা। তাই নতুন প্রতিভাবান ব্লগারের লেখা যদি আপনাদের এতটুকুন ও ভাল লাগে দয়া করে উৎসাহ মূলক কমেন্ট না করে চলে যাবেনা না প্লিজ। নতুন নতুন ব্লগারদের মধ্য থেকে যেদিন জাতীয় পর্যায়ের ভাল লেখক বেরিয়ে আসবে সে কৃতিত্বের ভাগ আমাদেরও হবে কিন্তু যারা লেখক তাদেরকে ও বলব, বোরিং একটা বিষয় ও খুব সুন্দর করে লেখা যায় তার প্রমাণ আমাদের বস " হুমায়ুন আহমেদ "। আর ব্লগের বিপুল ব্লগার আছে এরকম প্রতিভাবান। তাই ক্রমাগতই ভাল লেখার চেষ্টা চালিয়ে যেতে হয়। বিখ্যাত ব্লগার হয়ে, ব্লগ ছেড়ে অনেকে চলে গেছেন। ভাল ব্লগিং করে যাব আমার ইচ্ছা আছে, কিন্তু সামু ছেড়ে চলে যাব না। জানি ব্লগের প্রতি এ ভালবাসা মোটেই অপাত্রে দান নয়।
যদিও গত বছর নানা কারনে সহ ব্লগারদের পোস্টে কমেন্ট করব কি নিজের পোস্টের মন্তব্যের উত্তর দিয়েই শেষ করতে পারিনি। আত্মসমালোচনা করতে গেলে এদিকে আমি অনেক কম মার্কস পেয়েছি। এবছর মার্কস বাড়িয়ে নেয়ার ইচ্ছে আছে।
বছরের শেষ আর শুরু দুটোই হরতাল দিয়ে। তবুও
ভাল থাকুক দেশের সব মানুষ, প্রিয়জনেরা। এই প্রার্থনা রইলো। সবাইকে ইংরেজি নববর্ষ ২০১৫ এর শুভেচ্ছা।
নাজিম-উদ-দৌলা
আমার মনে হয় গোটা বাঙ্গালী জাতি সামহোয়্যার ইন ব্লগের কাছে অনেকখানি ঋণী হয়ে থাকবে সবসময়। কারন অনলাইনে বাংলা লেখার চর্চা বৃদ্ধিতে এই ব্লগ আর আর প্রথম দিকের সিনিয়র ব্লগারদের বিশাল অবদান রয়েছে। আরও একটা ব্যাপার না বললেই নয় যে- সামহোয়্যার ইন ব্লগ অনেক মানুষের স্বপ্ন পূরণের পথ সৃষ্টি করে দিয়েছে। এক্ষেত্রে আমি আমার নিজের কথাই উদাহারন্সরুপ বলতে পারি। ব্লগিং শুরু করার পর হাসান মাহবুব, ইনকগনিটো, অপু তানভীর, দেবদূত ভাইদের লেখা গল্প পড়তে গিয়ে আমারও ইচ্ছে হল গল্প লিখার। সেই যে শুরু করলাম, আর থামতে হয়নি! এক সময় স্বপ্ন দেখতে থাকলাম সাহিত্য অঙ্গনে পা রাখার। সেই স্বপ্ন সত্যি হতে চলেছে শীঘ্রই প্রকাশিতব্য থ্রিলার উপন্যাস "ইনকারনেশন" এর মাধ্যমে।
কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ২০১৫ সালটি নিঃসন্দেহে সামহোয়্যার ইন ব্লগের জন্য আমার মতে খুবই আশংকাজনক।
সিনিয়র ব্লগারদের অনেকেই এখন আর ব্লগে নেই, থাকলেও খুবই অনিয়মিত। তাছাড়া নতুন নতুন আসা ব্লগাররা খুব বেশি দিন ব্লগিং এ আগ্রহ ধরে রাখতে পারছেন না। ইদানীং ব্লগের বিপরীতে থ্রেট হয়ে দেখা দিয়েছে ফেসবুক। মানুষ এখন লেখালেখির জন্য ফেসবুককে বেটার মনে করেন। এখানে একটা পোস্ট প্রচুর মানুষের কাছে রিচ হয়। যে কেউ পোস্টে কমেন্ট করতে পারে। সামুর মত তিন মাস ওয়েট করে সেইফ ব্লগার হয়ে কমেন্ট করার কোন ঝামেলা নেই। তাছাড়া এখানে লেখালেখির পাশাপাশি আরও কত্ত কি করা যাচ্ছে। মানুষ এখন এমন জিনিস খুঁজে যেখানে একসাথে অনেক কাজ করা যায়। আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সেক্টর সেট করা খুব টাফ হয়ে যায়, মানুষের হাতে সময় কই অত? তাছাড়া বেশ কিছু নতুন ব্লগ এসেছে যারা ব্লগিং এর পাশাপাশি এক্সট্রা অনেক সার্ভিসের ব্যবস্থা করেছে। ফলে সামুর জনপ্রিয়তা এখন অনেকখানি হ্রাস পেয়েছে।
ব্লগ কতৃপক্ষ এই ব্যপারে যথোপযোগী পরিকল্পনা নিলে, এখনকার একটিভ ব্লগারদের ব্লগের প্রতি ডেডিকেশন বাড়লে, পুরনো ব্লগাররা ফিরে এলে- হয়ত ব্লগকে আবার চাঙ্গা করে তোলা সম্ভব। এখন সময়ই বলে দিবে আমাদের প্রিয় সামু কোনদিকে যাবে।
নোমান নমি
কেবল ২০১৫ তে না, সামুকে আমি সব সময় একই রকম দেখতে চাই। কেউ গল্প নিয়ে মশগুল, কেউ কবিতায় ডুবে আছে, কেউ ক্যাচাল করছে, কেউ রাজনীতির পোস্ট দিয়ে ব্লগ গরম করে রাখছে। অমুক তমুকের পোস্টের কাউন্টার দিয়েছে, তমুক কাউন্টার পোস্টের কাউন্টার দিয়েছে। ক্যাচাল ভুলে স্টিকি পোস্টে মানুষ ঝাপিয়ে পড়েছে কোন এক মানুষের জীবন বাঁচানোর জন্য!
সামুর চেহারা আসলে এমনই। এরকমটাই দেখতে চাই সব সময়। সামুএই চেহারা না থাকার পেছনে অনেক কারণগুলোর মধ্যে একটা হলো নিয়মিত ব্লগারদের অনুপস্থিতি। সে দায়টা অনেকের মত আমারও আছে। ১৫ তে সামু আবার জমে উঠে থাকুক সারাজীবন।সেটাই চাই।
প্রবাসী পাঠক
ধীরে ধীরে জীবনের খাতা থেকে হারিয়ে গেল আরও একটি বছর। ২০১৪ সালকে বিদায় জানিয়ে আমরা বরণ করে নিয়েছি ২০১৫ সালকে। দেয়ালের কোনে ঝুলে থাকা পুরনো দিনপঞ্জিকার জায়গাটা দখল করে নিয়েছে নতুন বছরের দিনপঞ্জিকা। ফেলে আসা সময়ের স্মৃতিগুলো জায়গা করে নিয়েছে হৃদয়ের গহীনে আর নতুন স্বপ্ন আর প্রত্যাশাগুলো ফুটে উঠেছে চোখে। ২০১৪ সালে আমার ব্লগ পথ পরিক্রমা ছিল সত্যিই রোমাঞ্চকর। সামহোয়্যার ইন ব্লগে একজন ব্লগারের কিছু পরিসংখ্যান দেয়া থাকে। সময়ের সাথে সাথে সেই পরিসংখ্যান বাড়তে থাকে। পরিসংখ্যানগত অর্জন খুব একটা সমৃদ্ধ করতে না পারলেও সহ ব্লগারদের কাছ থেকে অনুপ্রেরণা এবং ভালোবাসা অর্জন করতে পেরেছি প্রত্যাশার চেয়েও অনেক অনেক বেশি। ব্লগিং এ আমার প্রথম বর্ষপূর্তিতে দুটি প্রত্যাশা ছিল , নিরাপদ ব্লগার হওয়া এবং দ্রুত একটা স্টিকি পোস্ট এর সম্মান পাওয়া। এই দুইটি প্রত্যাশাই ২০১৪ সালে পূর্ণ হয়েছে, যার কারণে ২০১৪ সালটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যাশা রাখি ২০১৫ সালটা যাতে বিগত বছরের চেয়েও সফলভাবে পার করতে পারি।
২০১৪ সাল সামগ্রিক ব্লগিং এর জন্যও বিশেষভাবে স্মরণীয়। পুরো বছরই সুস্থ ব্লগিং চর্চায় ছিলেন ব্লগের প্রায় সকল ব্লগার। ক্যাচাল, ব্যক্তি আক্রমণ, আশ্লিল শব্দের ব্যবহার মুক্ত একটি বছর ভবিষ্যতে সুস্থ ব্লগিং এর উদাহরণ হয়ে থাকবে। গত বছর অনেক নতুন ব্লগার তাদের মেধা ও যোগ্যতা দিয়ে যেমনি করে ব্লগের সহ ব্লগারদের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন। প্রত্যাশা করি ঠিক তেমনি করে এই নতুন বছরেও আরও অনেক নতুন ব্লগার উঠে আসুক। সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং এর মাধ্যমে সকল ব্লগাররা এগিয়ে নিয়ে যাক বাংলা ব্লগ মাধ্যমকে।
সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগারদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আনন্দ এবং সফলতায় কাটুক নতুন বছরের প্রতিটি দিন।
ফারিয়া
অনেক পুরাতন ব্লগার ব্লগ ছেড়েছে, তারা যেন ফিরে আসেন আবার ব্লগে। অনেক ব্লগ হাইড রয়েছে, সেসব ব্লগ আবার ফিরে দেখতে চাই! সর্বোপরি, পুরাতন আনন্দঘন সামু ফিরে চাই!
বঙ্গভূমির রঙ্গমেলায়
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা । সামু নিয়ে তেমন কিছু ভাবছি না লিখি আর না লিখি তবে ব্লগে নিয়মিত থাকতে চাই। আর আমার সহব্লগারদের প্রতি রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
মাঈনউদ্দিন মইনুল
কী কঠিন সব কথা! অনেস্টলি, ব্লগ নিয়ে কোনই ভাবনা নেই আমার। সামু নিয়েও ভাবনা নেই। ভাবতে পারি না বলেই তো ব্লগার হয়েছি! তবে সামু’র সকল ব্লগারদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে আছি তাদের চমৎকার সব লেখা এবং আমার লেখায় তাদের প্রেরণাদায়ক মন্তব্যের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, অপু তানভীর! আজকাল খুব দেখতে পাচ্ছি?
যা হোক, নতুন বছরের শুভেচ্ছা রইলো!
মাগুর
২০১৫ তে সামুতে আবার নিয়মিত হবো। অন্যরা কে কি করবে সেটা নিয়ে কখনো বাবিনি, ভাববো না। আমি আমার আমাকে আবার ফিরে পেতে চাই।
মামুন রশিদ
২০১৫ তে বনবাসী হব । অইখানে ইন্টারনেট থাকলে ব্লগরব্লগর করার ইচ্ছা আছে ।
রাতুল_শাহ
সামুতে প্রায় প্রতিদিনই আসা যাওয়া হয়, কিন্তু আসার পর হাহাকার লাগে, যাওয়ার পরও হাহাকার লাগে। কেউ নাই কেউ নাই শূণ্য ব্লগ বাড়ি।
কেউ যে নাই, তা ঠিক নয়, অনেকেই আছে, আবার কেউ নাই। নতুন অনেক ভালো ভালো ব্লগার ব্লগে আছেন। ব্লগ লিখছেন। ভালো লাগে। কিন্তু যাদের জন্য সামু, সামু হয়েছে, তাদের ব্লগে পাই না।
তাদের অনেকেই ফেসবুকের ফ্রেন্ডলিস্টে আছেন, তাদের সাথে কথা হয়, তাদের জন্য আবেগ কাজ করে। নীরবতা যখন ভাবায়, তখন ভাবি, আমরা একসাথে একসময় ব্লগিং করতাম। একটা সুখের সময় – একটা আনন্দের সময় কাটিয়েছি। আহারে কি সুখের সময় কাটিয়েছি!!!!
এখন কি সেই সময় পাবো?
উত্তরটা পাওয়া জরুরী।
মডারেশন ওরফে মডু সামুর আবেগী ব্লগারদের সাথে অনেকটা নিষ্ঠুর আচরণ করেছে। স্রোতের দিক যেদিকে বয়েছে, মডু সেদিকেই গিয়েছে।
অভিমানে বা রাগে অনেকে ব্লগ ছেড়েছেন আবার কেউ কেউ ব্লগ ছাড়তে বাধ্য হয়েছেন বা তাদের বাধ্য করা হয়েছে।
তাদের ফিরিয়ে আনার কোন কি প্ল্যান ছিলো সামুর কর্তৃপক্ষের?
উত্তর – না।
কেউ ফিরে আসলে কি না আসলেই কি, সামুর কিছু আসে যাবে না।
কিন্তু ব্লগারদের যাবে।
সবাই যেন মায়াবী চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে, সবাই ফিরে আসতে চাচ্ছে। কিন্তু পারছেনা।
সামু নিয়ে ভাবলে, ভাবনা শেষ হবে না। তাই ভাবনাদের আজকের মত ছুটি দিলাম।
রায়ান ঋদ্ধ
সামুর সেই আগের রূপ দেখতে চাই। হিট পাওয়ার জন্য ব্লগ না, ব্লগ হল লেখক ও পাঠকের সরাসরি মতবিনিময়ের প্লাটফরম। এখানে থাকবে মানসম্মত, তথ্যবহুল লেখনি, যৌক্তিক প্রশ্ন ও আলোচনা... সামু থেকে পরিবর্তনের ধরা শুরু হয়েছিলো, বানিজ্যিকতার ভিড়ে ধিরে ধিরে তা মলিন হয়ে যাচ্ছে। তাই এবারের প্রত্যাশা, বাঁধ ভাঙ্গার প্রত্যয় নিয়ে লেখে যারা, সামুতে টিকেথাকুক তারা, গড়ে তুলুক ভিত পরিবর্তনের, অগ্রজ হয়ে রূপ বদলাক সমাজের!
লাইলী আরজুমান খানম লায়লা
সামুকে আমি ঠিক আগের দিনগুলোর মতই দেখতে চাই যখন ব্লগারদের মননে ছিল গভীরভাবে সামু ভাবনা ---। পুরাতন ব্লগারদের দেখতে চাই সামুর আঙ্গিনায়-নতুন যারা আসছে তাদেরকে স্বাগত জানিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরকেই --- কিছু কিছু ব্লগার সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে- ভাল লাগছে এইভেবে যে সামু তার হারানো গৌরব ফিরে পেতে চলেছে--। সব ধরণের লেখনীর সমাহার থাকলেই ব্লগ হয়ে ওঠে প্রাণবন্ত-- তাই দেখতে চাই গল্প, কবিতা, রাজনৈতিক, অর্থনৈতিক, নিজস্ব ভাবনাসহ আরো অন্যান্য ধরণের লেখা --। মন্তব্য হওয়া উচিত গঠণমূলক, আর সেইসাথে সমালোচনাটাও হওয়া উচিত সুন্দর ও শালীনতার সাথে---। মানসিক চিন্তার পার্থক্য থাকবেই--আর এই পার্থক্য আছে বলেই সবার নিকট হতে আমাদের শেখার আছে, দেয়ার আছে এবং নেয়ারও আছে -- সামু ব্লগারগণ ফেবু’র বন্ধু তালিকায় যোগ হলে পারষ্পরিক যোগাযোগ আরো ভাল হবে বলেই আমার বিশ্বাস - সামুর মঙ্গল কামনা করছি এবং সেইসাথে ব্লগারদেরও---
স্বপ্নবাজ অভি
২০১৫ সালের সামু ? নতুন একটা ভার্সন এসেছে , কিছুদিন পরে হয়তো পুরোদমে শুধু নতুন ভার্সন টাই থাকবে ... সামুতে লগইন কমে যাবার অন্যতম কারণ হচ্ছে সার্ভার সমস্যা । মনে হচ্ছে নতুন ভার্সন আসায় ২০১৫ তে এই সমস্যা টা হবেনা ...পুরোনো ব্লগার রাও যদি এসে এই সময়ে নতুনদের সাথে যোগ দেয় ২০১৫ হতে পারে বাংলা ব্লগের নতুন করে আরেকবার উত্থানের বছর। বেশী বেশী ফান পোষ্ট চাই সহ ব্লগারদের কাছে , ২০১৪ তে এটা কম ছিল । ভালো ভালো ফিচার পোষ্ট , গল্প - কবিতা তো চাই ই । শুভকামনা সামু
স্বর্ণমৃগ
সামু এখন অনেকটা এক্স গার্লফ্রেন্ডের মতই বলা চলে। মাঝেমাঝে চকিতে মিস করি, কিন্তু ফিরে যাবার ইচ্ছে করেনা কেন জানি। যতই বলুক চেঞ্জ হয়েছে-নতুন রুপে এসেছে... পূর্বাভিজ্ঞতার কারনে আর নিয়মিতভাবে ফেরা হয়না।
নতুন গার্লফ্রেন্ড আই মিন ফেসবুক কে নিয়ে বেশ আছি। তবে স্বীকার করতে আপত্তি নেই, এক্স গার্লফ্রেন্ডের ক্লাসই ছিলো আলাদা! দেখি, বর্তমান গার্লফ্রেন্ডের সাথে বনিবনা না হলে, আবারো ফিরবো হয়তো
সেলিম আনোয়ার
২০১৫ সালে সব ব্লগার ফিরে আসুক । ব্লগ জমজমাট আর প্রানবন্ত হয়ে উঠুক তাদের পদচারনায় !
সুমন কর
আমি চাই, ২০১৫ সালে আরো কিছু পুরোনো এবং জনপ্রিয় ব্লগার সামুতে ফিরে আসুন। কিছু ব্লগারকে দেখি শুধু পোস্ট দেয় কিন্তু মন্তব্য কররেন না। এটা মোটেও কাম্য নয়। আর কিছু ব্লগার আছে তারা যেদিন পোস্ট দেন, সেদিন ও তার পরের সর্বোচ্চ দু'দিন দেখা যায়। এভাবেই ব্লগিং করে যাচ্ছে। এতে ব্লগে আন্তরিকতার অভাব দেখা দেয়।
নতুন বছরে সবাই যেন তাঁর কর্ম এবং ব্যক্তিজীবনকে পাশে রেখেই কিছুটা সময় ব্লগে দেয়। এতে সামু তার পূর্বের জনপ্রিয়তা ফিরে পাবে।
নতুন ব্লগারদের বলব, তারা যেন অতি তাড়াতাড়ি জনপ্রিয়তা পাবার জন্য ব্লগিং না করে। এতে ঐ ব্লগারই তাড়াতাড়ি হারিয়ে যাবে। ধৈর্য ধরে ভাল ভাল লেখাগুলো পড়তে হবে এবং সুন্দর ও গঠনমূলক মন্তব্য করেই তাকে জানিয়ে দিতে হবে সে একজন ভাল ব্লগার হতে চায়।
হাসান মাহবুব
নতুন বছরে আমার ব্যস্ততা আরো বেড়ে যাবে। ব্লগে আগের মত সময় দিতে পারবো না মনে হয়। তবে আমি চেষ্টা করবো প্রতি মাসে অন্তত একটা করে পোস্ট দিতে। একান্তই যদি গল্প লিখতে না পারি তাহলে কবিতা, ছড়া, রম্য, গান, সিনেমার রিভিঊ ইত্যাদি দেয়ার কথা ভাবছি। সামুর নতুন ভার্শনটায় শুধু ডিজাইনের পরিবর্তন এসেছে। নতুন কোন ফিচার যোগ করা হয় নি। আশা করি সামু আসছে বছরে নতুন নতুন ফিচার যোগ করে আরো জনপ্রিয় হবে এবং এ্যালেক্সা রেটিংয়ে নিজের হারানো অবস্থান ফিরে পাবে। শুভ নববর্ষ।
সংযুক্তিঃ
ইমতিয়াজ ১৩
সাবার চিন্তাগুলো এক হয়ে সামু হোক আরো প্রানবন্ত, গল্পময়, কবিতাময়, ছবি পোষ্টময়, ছড়াময়, সাহিত্য ময়, আর সর্বোপরি আড্ডাময়।
সবার ভাবনা শোনা হল কিন্তু পোস্ট দাতার কোন ভাবনা জানা হল না । সবার শেষে আমার টাই বলি । ২০১৫ কে ঘিরে আমার ভাবনা হল সামু ঠিক আবার আগের মত হয়ে উঠুক । চলে যাওয়া সব ব্লগার আবার ফিরে আসুক । মডারেটরের সংখ্যার বাড়ানো হোক আরও ! আর ইমন জুবায়ের কে যেন সকল নতুন ব্লগার চিনতে পারে তার ব্লগটা যেন সবার চোখে পড়ে এমন একটা ব্যবস্থা যেন ব্লগ কর্তৃপক্ষ করে !
সবাই ভাল থাকবেন ! শুভ নববর্ষ !!
(আপডেত হবে)
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার চিন্তাযুক্ত পোষ্ট। সাবার চিন্তাগুলো এক হয়ে সামু হোক আরো প্রানবন্ত, গল্পময়, কবিতাময়, ছবি পোষ্টময়, ছড়াময়, সাহিত্য ময়, আর সর্বোপরি আড্ডাময়।
পোষ্টের জন্য ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তন.......
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকুন নিরন্তর !
ধন্যবাদ !!
৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ami nai.
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: আপনে থাকবেন কেমেন কন ? আপনার কাছে যে ম্যাসেজ পাঠাবো সেই উপায় কি আছে ? না আছে ইমেইল না আছে ফেসবুক আইডি !
আপনার ইমেল আইডি থাকলে দিন তো !
আর ভাবনা খানা এখানে মন্তব্য করুন ! আমি এড করে দিচ্ছি !!
৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮
নিলু বলেছেন: দেখা যাক কি হয়
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: দেখা যাক কি হয় !
৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমারটা এ্যাড করা যায়??
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
অপু তানভীর বলেছেন: সবার টাই এড করা হবে !
সামুর এক পোস্টে সর্বোচ্চ যত খানি লাইন নেওয়া যায় ততক্ষন পর্যন্ত এড হবে !
লিখে দেন !
৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: ব্লগারদের ভাবনা জানতে পেরে ভালো লাগলো।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
অপু তানভীর বলেছেন: সবার টা পড়ে ভাল লেগেছে কিন্তু আপনি যে সামুকে সময় দেওয়া কমিয়ে দিবেন এটা তো মন খারাপের কথা !
মোটেই ঠিক হবে না ! আপনি আগের মতই সময় দিবেন আশা করি !
৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাই দেন কিভাবে?
আমার কোন ভাবনা নাই
২০১৫ তে আমি সামুতে আরো বেশি ফান করে যেতে চাই
(ডোন্ট অ্যাড দিস টু দ্যা পোষ্ট)
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
অপু তানভীর বলেছেন: আমার টাইপিং স্পীড বেশ ভাল ! আমি বেশ দ্রুত লিখতে পারি ! দ্রুত লিখি বলেই ভুল বেশি হয় !
যাক যোগাযোগের একটা মাধ্যম থাকলে ভাল হয় ! তাহলে সামনে আরও যেসব পোস্ট আসবে সেগুলোর ব্যাপার তথ্য জোগার করা যেত !
৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
ডি মুন বলেছেন:
সহব্লগারদের সামু ভাবনা জেনে আনন্দিত হলাম।
+++++
শুভকামনা সবসময়।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: আপনাদের সবাইয়ের অংশ গ্রহন করাতেই তো পোস্ট টা দিতে পারলাম !
ধন্যবাদ আপনাকেও !
শুভকামনা সবসময়।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
সুমন কর বলেছেন: বুঝতে পারছিলাম এ ধরনের একটি পোস্ট অাপনার কাছ থেকে অামরা পাচ্ছি।
নতুন বছরের শুরুতে চমৎকার একটি উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ।
৪র্থ লাইক।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
অপু তানভীর বলেছেন: আপনাদের কারনেই সফল হয়েছে চেষ্টাটা !!
আপনাকেও ধন্যবাদ আপনার ভাবনা টা শেয়ার করার জন্য !
১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
কলমের কালি শেষ বলেছেন: প্রিয় সহব্লগারদেরর আশা, আকাঙ্খা, মতামত, বিশ্লেষন, পরামর্শ মূলক চিন্তা ভাবনা গুলো পড়ে অনেক ভালো লাগলো । আশা করি সবাই সবার মন মত সবকিছু পাবে ।
উদ্যোগী ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং দীর্ঘায়ু কামনা ।
ভালো থাকুন সবসময় ।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: আমারও সবার ভাবনা গুলো সামনে আনতে পেরে ভাল লাগছে । আমারও আশা যে সবারই ইচ্ছাই যেন পূরন হয় !
আপনাকেও অসংখ্য ধন্যবাদ !
১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন:
কথাগুলো সত্য । ২০১৫ তে জীবন কোথায় নিয়ে যায় কে জানে! তবু চেষ্টা থাকবে ব্লগের সাথে থাকার ।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: অবশ্যই থাকবেন ! বনবাসে গেলেও সাথে করে ল্যাপটপ নিয়া যাবেন । সেই খানে বইসা ব্লগে গল্প দিবেন
১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
জাফরুল মবীন বলেছেন: চমৎকার আয়োজনটির জন্য অসংখ্য ধন্যবাদ অাপনাকে।
ব্লগারদের ভাবনা ও উৎসাহ দুটোই ভাল লাগল।
বোন না পারভীনকে ধন্যবাদ বিশেষ তথ্যটির জন্য।
শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯
কয়েস সামী বলেছেন: বেশ আইডিয়া।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
প্রবাসী পাঠক বলেছেন: সহ ব্লগারদের ব্লগ নিয়ে ভাবনাগুলো খুব ভালো লাগল। ২০১৫ সালে আরও উজ্জ্বল হোক সামু।
ধন্যবাদ আপনাকে অপু ভাই চমৎকার পোস্টটির জন্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ নিজের ভাবনা টা সবার সাথে শেয়ার করার জন্য !!
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: চমৎকার সব ভাবনা। পোস্টে প্লাস।
অটঃ নতুন বছরের প্রথম দিন গেল সবার এত্ত বড় বড় পোস্ট পড়ে। পুরা বছর বিশাল বিশাল পোস্টই পড়তে হবে বুঝতে পারছি।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
অপু তানভীর বলেছেন: সবার চমৎকার ভাবনা সবার সামনে তুলে ধরতে পেরে আমার নিজেরও ভাল লাগছে ।
দেখা যাক কি হয়
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার নির্বাচিত অংশ যা মূল পোষ্টে সংযুক্ত করার অনুরোধ করছি
সাবার চিন্তাগুলো এক হয়ে সামু হোক আরো প্রানবন্ত, গল্পময়, কবিতাময়, ছবি পোষ্টময়, ছড়াময়, সাহিত্য ময়, আর সর্বোপরি আড্ডাময়।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
অপু তানভীর বলেছেন: এখনই এড করে দিচ্ছি !!
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ নিয়ে সবার ভাবনা জানতে পেরে ভাল লাগল।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন: আমারও ভাল লেগেছে অনেক
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩
মাহমুদ০০৭ বলেছেন: সামু আবেগের জায়গায় আছে , সামু নিয়ে বলতে গেলে অনেক কথা
কইতে মনে চায় । লিখতে গেলে মহাভারত হয়ে যাবে।
সেদিকে না যাই।
বলতে চাই -
পুরনো ভার্শনে আগের মত ইমন জুবায়ের এর ছবি দেখতে চাই,নতুন
ভার্শনেও। উনার মত একজন লোক সামুতে ব্লগিং করে গেছেন , এটা আমাদের সবার সৌভাগ্য।
আর হ্যা , প্রিয় ব্লগার বোকামন ভাই আপনাকে অনেক মিস করি ।
নতুন বছর সবার ভাল কাটুক ।
অপু ভাইয়ের জন্য নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা ।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: সামুকে ছেড়ে যাওয়া সবাইকে খুব মিস করি তবে সব থেকে বেশি মিস করি ইমন ভাইকে !
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা মাহমুদ ভাই
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট ভ্রাতা ++++++++++
আর সরি, ট্রেন মিস করায়।
এনিওয়ে, সবার জন্য ২০১৫ এর অনেক অনেক শুভকামনা।
আপনিও ভালো থাকবেন সবসময় ভ্রাতা
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: আরে মিয়া ট্রেন মিস করিলে চলিবে ? চলিবে না ! ফাইন দেওয়া লাগিবে !
রেডি থাইকেন !!
১৫ সাল আপনার জন্য সুখ বয়ে আনুক !
২০| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
তুষার কাব্য বলেছেন: চমৎকার পোস্টে প্লাস।সবার ভাবনাগুলো জানা হলো....
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে....
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা !
২১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সহব্লগারদের সামু ভাবনা জেনে আনন্দিত হলাম।
+++++
শুভকামনা সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন: আপনার কথা গুলো পাঠানোর জন্য ধন্যবাদ !
আপনাদের কে জানাতে পেরে আমি নিজেও আনন্দিত
২২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮
আরজু পনি বলেছেন:
শুধু চাই চাই
ভালোই অনেকের ভাবনা একসাথে জানা হলো ।
নতুন বছরের শুভেচ্ছা রইল, অপু ।।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
অপু তানভীর বলেছেন: আমাদের জীবন টাই তো চাই চাই আর চাই । চাওয়ার কি কোন শেষ আছে !
নতুন বছরের শুভেচ্ছা !!
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮
আলম দীপ্র বলেছেন: চমৎকার পোস্ট অপু ভাই ।
অয়েল ডান !
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: সবার চেষ্টায় সফল হয়েছে এই পোস্ট
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১
টেকবাংলা২৪ বলেছেন: অনেকে ভাবনা একসাথে তুলে ধরার জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় হল আমাদের মধ্যে পজেটিভ ভাবনার উদয় জরুরি।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন: ঠিক তাই ! আমাদের সবার মাঝে পজেটিভ ভাবনার উদয় জরুরি !!
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব কমেন্ট জানা গেল ।সবার মঙ্গলকামনা বাস্তবায়িত হোক ।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
সুফিয়া বলেছেন: সবার চাওয়া যেন বাস্তবায়িত হয় এটাই কামনা করছি। সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: আপনাকেও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
জলমেঘ বলেছেন: অনেক ব্লগারের চিন্তা ভাবনাসহ নামও জানা গেলো। দারুন উদ্যোগ
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
ডানাভাঙ্গা চিল বলেছেন: বাহ অপু ভাল একটা কাজ করেছেন। অল্প কজনের পড়লাম।
পোষ্টে প্লাস।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: আপনার টাও জানিয়ে দিন । সবাই জেনে যাক !!
ধন্যবাদ !
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০
এস কাজী বলেছেন: ভাললাগসে পোস্ট। নতুন বছরে সব পুরনো ব্লগারদের দেখতে চাই নতুন রুপে সামুতে।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: আমরাও তেমন ভাবেই চাই সামুকে !!
ধন্যবাদ
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
আবু শাকিল বলেছেন: আমি নাই তাই পোষ্টে মাইনাস
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: এখনই জানিয়ে দেন ! আপনেও থাকবেন তখন পোস্টে
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
ভাল লাগলো।
+++++
আমারটা দিয়ে দেন। দেখি
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
অপু তানভীর বলেছেন: দিলেন না তো .......
৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্ বিশাল আয়োজন দেখছি। অনেকের কথা জানা হলো....
অনেক ধন্যবাদ, প্রিয় অপু তানভীর
আপনার সম্পর্কে বলতে চেয়েছিলাম: আজকাল খুব 'কম' দেখতে পাচ্ছি?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ !
আসলে ব্যস্ত যে আছি তা কিন্তু না ! কিন্তু কদিন থেকে মানষিক কিছু সমস্যার ভিতর ছিলাম ! বিশেষ করে গেল বছরটা ! এই বছর থেকে মোটামুটি কাটিয়ে উঠেছি ! কিন্তু আগের মত আর কেন জানি লেখার আগ্রহ নেই !
আশা করি জলদিই আবার ফিরে পাবো !!
ধন্যবাদ আবারও !! ভাল থাকবেন সব সময় !
৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২
বিদ্রোহী বাঙালি বলেছেন: সামুতে আছি এক বছর এক মাস হয়ে গেলো। তারপরও আমাকে নূতনই ভাবতে পারেন। কারণ মাঝখানে বেশ কয়েক মাস অনুপস্থিত ছিলাম আর শুরু দিকে কয়েক মাস মন্তব্য করারই অধিকার ছিল না। এটা নিয়ে কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে। দীর্ঘ দিন মন্তব্য করতে না পারলে উৎসাহে ভাঁটা পড়া স্বাভাবিক। যাহোক, এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি।
সামুতে দুঃখের সহিত একটা ব্যাপার লক্ষ্য করেছি যে, অনেক পোস্ট মন্তব্যহীন হয়ে পাতার গহ্বরে হারিয়ে যাচ্ছে। নূতন ব্লগারদের ব্যাপারে অভিজ্ঞ এবং গুণী ব্লগাররা কথায় যতটা ভাবেন, কার্যক্ষেত্রে ততোটা তৎপর মনে হয় না তাদের। তাই তাদের প্রতি অনুরোধ আপনারা নিজের পোষ্টে মন্তব্যের পাহাড় না গড়ে নূতনদের পোষ্টে বিচরণ করে তাদের উৎসাহ দেন এবং গঠনমূলক মন্তব্য দিয়ে তাদের উপরের দিকে টেনে তুলুন। যারা ঝরে যাবার তারা অবশ্যই যাবে। কিন্তু যারা উঠতে চায়, তারা কিন্তু আপনাদের বাড়ানো হাত ধরে সহজেই উঠে আসতে পারে। নূতনদের প্রতি গুণী এবং অভিজ্ঞ ব্লগারদের মধ্যে দায়িত্ববোধ জেগে উঠলে নিশ্চয়ই ব্লগ আরও বহুদূর এগিয়ে যাবে। তবে এটা ঠিক, নূতনদেরও উচিৎ দায়িত্বশীল ব্লগিং করা। নিজের যোগ্যতায় পাঠক সৃষ্টির কাজ বন্ধ রাখা যাবে না। তখন গুণী এবং অভিজ্ঞ ব্লগারদের বাড়ানো হাত তাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রভাবক হিসাবে কাজ করবে।
সামু নিয়ে সহব্লগারদের ভাবনা জানতে পাড়লাম। চমৎকার একটা আয়োজন। এটাও একটা সৃজনশীল কর্ম এবং অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। অনেক ভালো লাগলো। আশা করবো ভাবনাগুলো শুধু ভাবনায় না থেকে বাস্তবেও এর প্রতিফলন দেখতে পাবো। এই পোষ্টে অংশগ্রহণকারী সকল সহব্লগারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
অপু তানভীরকে বিশেষ ধন্যবাদ এতো সুন্দর একটা আয়োজন করার উদ্যোগ নিয়ে সফল ভাবে করেছেন বলে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন: আপনার কথা গুলোর বলার জন্যা অনেক ধন্যবাদ !!
নতুন বছর সুন্দর হোক !!
৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭
ফারিয়া বলেছেন: সর্বোপরি সবাইকে এগিয়ে আসতে হবে। আমি নিজ থেকে মনে করি নিজে লিখতে না পারলেও অন্যদের লিখতে উৎসাহিত করা, সাহায্য করতে চেষ্টা করব! সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, আর নতুন পুরাতন না ভেবে লেখাকে মুল্যায়ন করতে হবে!
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
অপু তানভীর বলেছেন: এই তো ! তবে ইদানিং ব্লগে আপনাকে কম দেখা যায় ! আগের মত নিয়মিত হন সেই আশায় !
৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
ইখতামিন বলেছেন:
অনেকেরই অনেক ভাবনা জানা হলো
আয়োজনের জন্য আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ, তবে খানাপিনা কই?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: কিসের খানা পিনা মিয়া ! খানাপিনা তো আমার পাওনা !!
৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: সামুর পুরোণ দিনগুলো মিস করি। অনেক পরিচিত প্রিয় ব্লগারদের নাম দেখে আরো বেশী মিস করছি।
সামু ভালো থাকুক, সামুর প্রিয় মানুষগুলো ভালো থাকুক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৫
অপু তানভীর বলেছেন: আপনি যেমন প্রিয় সামুকে মিস করছেন ঠিক তেমনি ভাবে সামুও আপনাকে মিস করে । খুব বেশি মিস করে ! সামুর মানুষ গুলো আপনাকে মিস করে !!
আপনিও ভাল থাকুন সব সময়.....
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা