|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
-কি রে ব্যাটা কি করছিস ?
-ভাই, কিছু না !
-ভাই ? আমি তোর ভাই হই ? আমার বয়স কত জানিস ?
-ভাই ই তো হন ! 
-কোন হিসাবে ভাই ব্যাখ্যা কর !
-আরে আপনি বয়স দিয়ে কেন চিন্তা করছেন ? কাকে ভাই ডাকবো আর কাকে চাচা খালু ডাকবো এটা তো বয়স দিয়ে বিচার করলে চলবে না ! 
-তাহলে কি দিয়ে বিচার করতে হবে ?
-আরে বিবাহ দিয়ে ! ধরেন যে মানুষটা বিবাহিত হোক সে বয়সে কম তাকে সম্মোধন টা হবে অবশ্যই চাচা গোত্রীও ! আর যে মানুষটা বিয়ের ঝামেলায় যায় নি সে আজীবন তরুন ! সে অবশ্যই সবাই ভাই গোত্রীয় ! 
আমার কথা শুনে ইমন ভাই উচ্চ স্বরে হেসে উঠলো ! হাসতে হাসতে এক পর্যায়ে ওনার চোখে পানি চলে এল । আমিও হাসছি ওনার সাথে । এমন কিছু মানুষ আছে যারা যখন হাসে মনে হয় পৃথিবীর সব থেকে নির্মল হাসিটা যেন দেখছি ! 
চমশা টা খুলে ইমন ভাই চোখ মুছলেন ! তারপর আমার দিকে তাকিয়ে বললেন
-তুই মাঝে মাঝে এখানে আসিস ! এতোদিন পরপর কেন আসিস ? তোর সাথে কথা বলে ভাল লাগে ! 
-আপনার সাথে কথা বলতেও ভাল লাগে ! তবে আপনাদের বাসায় আসে পাশে কোন সুন্দরী মেয়ে থাকলে আরও ঘন ঘন আসতাম ! 
ইমন ভাই বিশ্ময় নিয়ে বললেন
-সুন্দরী মেয়ের সাথে আমার এখানে আসার সম্পর্কি কি ?
-আরে বুঝেন না ! একটা গল্প লিখলাম "ইমন ভাইয়ের বাড়ির পাশের সুন্দরী কন্যা এবং আমার সম্ভাব্য প্রেমর গল্প" ! 
-আমিও তাই ভেবে ছিলাম ! আচ্ছা সত্যি করে বল দেখি জীবনে কত গুলো প্রেম করেছিস ? 
-ছি ছি ! কি বলেন ! আপনে বড় ভাই আপনের সামনে এসব কথা কেমনে বলি ! 
-শোন ঢং করবি না ! সত্যি করে বল ! আমার তো মনে হয় ব্লগে তুই যেমন করে ভাব দেখাস আসলে বাস্তবে তার কানা কড়িও না ! একটা প্রেমও তো মনে হয় করতে পারিস নাই কোন দিন ! 
-কি যে বলেন না আপনি ! 
-তাই ! 
-হুম ! আমার কাছে প্রমান আছে ! 
-কত গুলোর ?
-এই বেশি চার পাঁচটা ! 
আমার চার পাঁচ টার কথা শুনে ইমন ভাই আবারও হেসে উঠলো ! আমি বললাম
-ভাই আপনার জীবনের প্রথম প্রেমের কথা বলেন দেখি ! 
-কি করবি ? গল্প লিখবি ?
-লিখতেও পারি ! 
ইমন ভাই কোথায় যেন হারিয়ে গেল । কিছুটা সময় পরে ইমন ভাই বললেন
-জানিসই তো ছোট বেলায় আমি বেশ ভাল গোলপ কিপার ছিলাম ! মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে আমার ডাক আসতো খেলার জন্য ! আমি খেলতে যেতাম ! তবে স্কুলের খেলা গুলোতে কিছুতেই যুত করতে পারতাম না । মাঠ ছোট ছিল কখন যে কোন দিয়ে বল চলে বোঝা মুশকিল ! 
-তারপর ?
-তারপর আর কি ! একবার এক খেলায় পরপর ৫ টা গোল হজম করতে হল ! ক্লাসের সবাই আমাকে দেখেই সে কি হাসহাসি ! তবে একটা একটা মেয়ে আমাকে দেখেই ফিক করে হেসে দিত ! 
-তারপর ?
-আরে তারপর আর কি ? অন্য সাবার হাসলে কেমন রাগ লাগতো কিন্তু সেই মেয়েটি হাসিতে অন্য রকম কিছু একটা ছিল ! ভাল লাগতো বেশ !
-সত্যি ! বাহ ! আপনি তো দেখি কম যান না ! 
-কম যাই না মানে কি ! কারো হাসি ভাল লাগতে পারে না !
-আরে রেগে যাচ্ছেন কেন ? ভাল লাগতে পারবে না কেন ? অবশ্যই পারে ! তারপর বলে মেয়েটির নাম কি ?
-নাম মনে নেই ! 
-মানে কি ? নাম মনে নেই ? জীবনের প্রথম ভাল লাগা হাসির মালিকের নাম মনে নেই ! আপনি জানেন আমার স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত যড় জনের প্রেমে পরেছি তাদের সবার নাম মনে আছে । এমন কি কার পছন্দ কোথায় থাকে কার বাবা কি করে বাড়ির ঠিকানা সব কিছু মনে রেখেছে ! 
ইমন ভাই বললেন
-আমার হাসি ভাল লেগেছিল তাই বললাম ! তোর মত ডিরেক্ট্রি বুক তৈরি করতে বসি নি ! 
-আচ্ছা বাদ দিন ! কি কি কথা বলছেন তার সাথে !
ইমন ভাই আমার দিকে অবাক হয়ে বললেন
-কথা মানে ! আমি কোন দিন তার সাথে কথাই বলি নি ! 
আমি তার থেকেও অবাক হয়ে বললাম
-বলেন কি ? কোন দিন সেই মেয়ের সাথে কথাই বলেন নি ! কেমনে কি ! 
-তোরা ভাবিস কি শুনি ! আমাদের সময় এতোটা স হজ ছিল ! চাইলেই মেয়েদের সাথে কথা বলা টা এতো স্বাভাবিক ছিল না ! 
-হুম ! বুঝলাম ! 
-তবে একদিন ওয়ালে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখন মেয়েটাকে দেখেছিলাম ! বারান্দায় বসে চুল আচড়াচ্ছিল ! স্মৃতি বলতে এই টুকুই !  চলবে এতে ?
আমি বললাম
-দেখা যাক ! আরও কিছু এড করতে হবে ! 
-হুম হয়েছে ! 
আরও কিছু বলতে যাই এমন সময় আমার ঘুম ভেঙ্গে যায় ! চোখ মেলে কিছুক্ষন এদিক ওদিক তাকাই ! কোথায় সেই চশমা পরা মানুষ টা ! এতোক্ষন যার কথা বলছিলাম সেই মানুষ টা কোথায় গেল !!
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪০
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
২|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫০
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
অনেক মজার করে লেখেছেন.... 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪০
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৩|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:০৯
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:০৯
নিরীহ বালক০০৮ বলেছেন: সুন্দর লিখেছেন।গল্পের মত স্মৃতিচারণ
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪০
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৪|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:৫৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৫:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: সে আজ আমাদের থেকে অনেক দূরে।
উনার আত্তার মাগফেরাত কামনা করছি।
ধন্যবাদ আপনাকে এমন এক জন ব্যক্তি নিয়ে পোষ্ট করার জন্য।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪১
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৫|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৮
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৮
হঠাৎ ধুমকেতু বলেছেন: চমৎকার লাগল।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪২
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৬|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
অপূর্ণ রায়হান বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে উনার আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় ব্লগার ভালোবাসার ইমন ভাইকে।  
 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৩
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! 
যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই। 
৭|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:১৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:১৭
আবু শাকিল বলেছেন: অনেক মজার করে ইমন ভাইকে স্মরন করলেন।
ইমন ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা রইল।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৩
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:২৩
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:২৩
আকিব ইজাজ বলেছেন: এখন এভাবেই সান্ত্বনা দিতে হবে নিজেকে  
 
যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৪
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৪
অপু তানভীর বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই
৯|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:২৬
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:২৬
অপ্রতীয়মান বলেছেন: মজার করে বললেও ভেতরের শূন্যতা লুকাতে পারেন নি, সেটা ঠিকই প্রকাশ পেয়ে গেছে। 
উনার আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৫
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৫
অপু তানভীর বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই।
১০|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:০১
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:০১
বিদ্রোহী বাঙালি বলেছেন: স্বপ্নের মাঝে ইমন ভাইয়ের সাথে মজার কথোপকথন বেশ আনন্দ করে পড়লাম। গল্প শেষে এটাই আমার প্রমাণিত হল যে, ইমন ভাইয়ের দৈহিক প্রস্থান হলেও সহব্লগারদের সাথে তার আত্মিক প্রস্থান এখনো হয় নাই। শ্রদ্ধাঞ্জলি ইমন ভাই। 
ধন্যবাদ অপু তানভীর। 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৬
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই।
১১|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:০২
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:০২
ফারিয়া বলেছেন: স্বপ্ন স্বপ্নই রয়ে গেল!   
 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৭
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৭
অপু তানভীর বলেছেন:   
   
 
১২|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২১
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২১
ডি মুন বলেছেন: 
ইমন ভাইকে ভীষণ মিস করি। 
উনি ভালো থাকুন না ফেরার দেশে। 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৮
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৮
অপু তানভীর বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই।
১৩|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৪:৪৬
০৫ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৪:৪৬
সানড্যান্স বলেছেন: স্মৃতি গুলো কেন এত বেদনাময়!!
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৮
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৮
অপু তানভীর বলেছেন: সব সময়ই !! 
১৪|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  সকাল ৮:১৯
০৫ ই জানুয়ারি, ২০১৫  সকাল ৮:১৯
ইবলি বলেছেন:  ভালো লাগল লেখনী  ,ইমন ভাইয়ের আত্মার চিরশান্তি কামনা করি :,(
 ,ইমন ভাইয়ের আত্মার চিরশান্তি কামনা করি :,(
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৯
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৯
অপু তানভীর বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই।
১৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:২৯
০৫ ই জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:২৯
কলমের কালি শেষ বলেছেন: শ্রদ্ধেয় ইমন জুবায়ের ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি ।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৯
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৪৯
অপু তানভীর বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন ইমন ভাই।
১৬|  ০৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:০৬
০৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১:০৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: 
  ০৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১০:০৫
০৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন:   
   
   
 
১৭|  ০৭ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:১৫
০৭ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:১৫
কম্পমান বলেছেন:   
   
   
   
   
   
   
   
   
   
 
  ০৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১০:০৯
০৭ ই জানুয়ারি, ২০১৫  রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন:   
   
   
   
 
১৮|  ১০ ই জানুয়ারি, ২০১৫  রাত ১২:৪৩
১০ ই জানুয়ারি, ২০১৫  রাত ১২:৪৩
পার্থ তালুকদার বলেছেন: কষ্টের স্মৃতি --------
  ১০ ই জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৩
১০ ই জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৩
অপু তানভীর বলেছেন:   
   
 
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:২৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার স্মৃতিচারণ ।+