নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনানন্দ দাশের নাম আসলে সবার প্রথমে যে কবিতার কথা মনে আসে সেটা হল "সুরঞ্জনা ঐ খানে যেও নাকো তুমি" । আকাশলীনা কবিতাটা পড়ে নাই কিংবা শোনে নাই পড়ালেখা জানা এমন লোক খুজে পাওয়া মুশকিল ! আমার আরেকটা পছন্দের কবিতা হচ্ছে "হায় চিল" আগের সব জীবনানন্দ ভক্তের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ! আসুন তো দেখা যাক যদি কবি এই কবিতা দুটো সামু ব্লগের জন্য লিখতো তাহলে কেমন হত !
আকাশলীনা (ব্লগ-ভার্শন)- ব্লগলীনা
ব্লগার সুরঞ্জনা
ঐ পোস্টে যেও নাকো তুমি,
করো না কো কমেন্ট ঐ যুবকের পোস্টে;
ফিরে এসো ব্লগার সুরঞ্জনা;
সামু ব্লগের নির্বাচিত পাতায়;
ফিরে আসো এই সামু ব্লগে
ফিরে আসো পোস্টে আমার;
পোস্টে থেকে পোস্ট আরও ব্লগ পোস্টে
যুবকের পোস্টে তুমি যেও না ক আর।
কি এতো কমেন্ট তার পোস্টে
লাইকের আর লাইক,
একটি ব্লগারের মত তুমি আজ
তার পোস্ট হয়ে যাও আর আসো।
ব্লগার সুরঞ্জনা,
তোমার ব্লগ ভিজিট লিস্টে আজ,
যুবকের আনা গোনা ,
কমেন্টের পর কমেন্ট !!
ব্লগার সুরঞ্জনা
ঐ ব্লগে যেও নাকো তুমি !
মূল কবিতা
হায় চিল (ব্লগ ভার্শন)- হায় ব্লগার
হায় ব্লগার,
সামু ব্লগের ব্লগার,
এই ব্লগ পড়ার অলস দুপুরে
তুমি আর কমেন্ট করো নাকো ঘুরে ঘুরে
সামু ব্লগের বিভিন্ন পোস্টে !
ভিজিট লিস্টে তোমার নাম, সামুর নিকের মতো
সেই পরিক্রমাশীল ব্লগারের নাম মনে আসে,
সামুর অন্যান্য ব্লগারের মত
সে যে চলে গেছে পোস্ট নিয়ে দুরে ;
আবার তাহারে কেন ডেকে আনো ?
কে হায় নিক দেখে বেদনা জাগাতে ভালবাসে
হায় ব্লগার,
সামু ব্লগের ব্লগার,
এই ব্লগ পড়ার অলস দুপুরে
তুমি আর কমেন্ট করো নাকো ঘুরে ঘুরে
সামু ব্লগের বিভিন্ন পোস্টে !
মূল কবিতা
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
অপু তানভীর বলেছেন:
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হায় ব্লগার,
সামু ব্লগের ব্লগার,
এই ব্লগ পড়ার অলস দুপুরে
তুমি আর কমেন্ট করো নাকো ঘুরে ঘুরে
মন্তব্যতো করে ফেললাম।
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
অপু তানভীর বলেছেন: তাই তো দেখতেছি
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা ফান পোষ্টে।
ব্লগার সুরঞ্জনা
ঐ ব্লগে যেও নাকো তুমি !
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
অপু তানভীর বলেছেন: কেবল ব্লগার সুরঞ্জনা কে ঐ ব্লগে যাইতে মানা করা হইছে ! বাকি সবাই যাইতে পারিবে
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
রহস্৪২০ বলেছেন: হায় ব্লগার,
সামু ব্লগের ব্লগার,
এই ব্লগ পড়ার অলস দুপুরে
তুমি আর কমেন্ট করো নাকো ঘুরে ঘুরে
সামু ব্লগের বিভিন্ন পোস্টে !
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
অপু তানভীর বলেছেন:
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট মোটামুটি হইছে , তবে আরো বেশি মজার হইতে পারতো! তুমি আরো বেশি ফান করতে পারো আমি জানি!
বিভিন্ন ব্লগার ভিত্তিক কিছু কবিতা বের কর। তাদেরকে উৎসর্গ করবা।
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
অপু তানভীর বলেছেন: দেখা যাক সামনে আরও কি কি করা যায় !
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা
ফান পোষ্টে ফানের অভাব দেখা দিলে, ফ্যান পোষ্টে ঝুলাইয়া দেন।
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: হুম ! অতি উত্তম প্রস্তাব !!
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
এনামুল রেজা বলেছেন: মজা পেয়েছি। ভালো হইছে..
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন:
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
মামুন ইসলাম বলেছেন: হুম মজা আর মজা
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন:
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: বিনুদন ফাটাফাটি রইল অনেক হাহাহা হিহিহি
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১
অপু তানভীর বলেছেন:
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: এত্তো মুজা কুনহানে রাখমু।
পকেটতো ভইরা গেছে।
চতুর্থ ভালোলাগা
+++
ভালো থাকবেন।
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকবেন !
১১| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪০
কলমের কালি শেষ বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭
অপু তানভীর বলেছেন:
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০১
নাসির ভাই বলেছেন: মজা পেলাম
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
অপু তানভীর বলেছেন:
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: সুরঞ্জনা তাইলে কই যাবে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০০
অপু তানভীর বলেছেন: আমি কইতে পারি না !
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো হিংসা কোন পোস্টের কথায়?
(এতো দুঃখ কেন ভালোবাসায়... হাসানের গানের অনুকরণে আপনার মতো এক্ষান ট্রাই মারলাম)