নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

দেখতে দেখতে ২০১৫ চলে এল । শুধু এলই না একটা মাসও চলে গেল । আমি মাঝে মাঝে ভেবে অবাক হই আসলেই কেমন করে দিন গুলো পার হয়ে যায় । মনে হয় এই যেন সেই দিন নতুন বছর শুরু আর এই যেন শেষ !

যাক এভাবেই দিন আসবে এভাবে দিন যাবে । এইটাই হয়তো নিয়ম । কিছু ঘটনা পেছনে ফেলে ছুটে চলবে সামনের দিকে । সেই ঘটনার ভিতর আমরা কিছু মনে রাখবো আবার কিছু ভুলে যাবো !

যাই হোক এবার সামুর বুক জুড়ে খুব বেশি সংকল পোস্ট আসে নি । কেন আসে নি সেটার উত্তর খুজতে যাওয়ার কোন মানে নেই । ব্লগার আমি তুমি আমরা কে আমার এই সামু ব্লগের পরিসংখ্যানবিদ মনে হয় । কোথা থেকে খুজে খুজে সব থেকে হিট, মন্তব্য প্রাপ্ত প্লাস পাওয়া পোস্ট বের করে ফেলে ।

তবে সেও এখন এই সব করা বাদ দিয়ে দিয়েছে । এই বছরে ভাবছি সিরিজ টা নতুন ভাবে চালু করবো । তবে সেটা হবে মাস ভিত্তিক ! পুরো মাসে কোন পোস্টে সব থেকে বেশি হিট পড়লো কোন পোস্টে সব থেকে বেশি মন্তব্য কিংবা প্লাস পড়লো সেই পোস্ট গুলো নিয়ে একটা সিরিজ চালু করা যায় নাকি দেখা যাক । সেই ভাবনা থেকেই শুরু এই সিরিজের যাত্রা ।



তবে একটা কথা হচ্ছে পোস্ট টা তৈরি সময়ে আমাকে জানুয়ারি মাসের প্রকাশিত সামুর আর্কাইভ দেখতে হয়েছে । কিন্তু একটা বিষয় লক্ষ্যনীয় যে সামুর আর্কাইভে কয়েৎি পোস্ট আমি পাই নি । পোস্টে তৈরির সময়ে বেশ কিছু পোস্ট আর্কাইভে ছিল না । আমি ব্যক্তিগত ভাবে যাদের চিনি বিধায় তাদের পোস্ট গুলো যুক্ত করেছি । তবে যাদের কে চিনি না তাদের চিনি না তাদের পোস্ট হয়তো এড়িয়ে গেছে । যদি কারো নজরে আসে তাহলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ করা গেল !





তবে আসুন দেখা যাক জানুয়ারি ২০১৫ সালে সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট গুলোর একটা তালিকা দেখা যাক !



অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই আরজুপনি

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৩৮৫



আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা শায়মা

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ২৩৩



এক পাতা সিভিট হাসান মাহবুব

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৫৮



কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। অপূর্ণ রায়হান

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৪৪



এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই স্নিগ্ধ শোভন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৪২



সামহোয়্যারইন ব্লগ সমগ্র ( ডিসেম্বর ২০১৪ ) অপূর্ণ রায়হান

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৩৪



অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ সুমন কর

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৩৪



আমাদের সকলের প্রিয় ব্লগার আমিনুর রহমান ভাই গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। প্রবাসী পাঠক

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১২৭



কান্দে হাসন রাজার মন মনিয়ারে ( ছবি ব্লগ) জুন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০৯



যেসব পরিস্থিতিতে নারীরা দোষী না হয়েও অপবাদ ও নির্যাতনের শিকার হন জাফরুল মবীন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০২



গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত ডি মুন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০০



ছবি ব্লগ-০২। নীলাচল, বান্দরবান। সুমন কর

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৮



অন্তরঙ্গ আলাপনঃ- আপনাদের সাথে আছেন শ্রদ্ধেয় ব্লগার মাঈনউদ্দিন মইনুল স্নিগ্ধ শোভন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৭



প্রসঙ্গ: সামুতে চলচ্চিত্র দর্শন, ২০১৪ ইমিনা

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৭



আনন্দ নেই (কবিতা) ডি মুন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৫



গল্পঃ আধুনিকা ডি মুন

এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৫





এবার দেখা যাক গত জানুয়ারি ২০১৫ তে সব থেকে হিট প্রাপ্ত অর্থাৎ সব চেয়ে বেশিবার পঠিত পোস্ট সমূহের তালিকাঃ



শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই আরজুপনি

এখনও পর্যন্ত ৩১২৪ বার পঠিত



আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা.......... শায়মা

এখনও পর্যন্ত ১৬২০ বার পঠিত



অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ সুমন কর

এখনও পর্যন্ত ১১২৯ বার পঠিত



ঢাকা বিমানবন্দরে ব্যাগ হারানো আর আমার দুই ঘন্টার দৌড়ঝাপ রফিকুজজামান লিটন

এখনও পর্যন্ত ১০৩৮ বার পঠিত



টাই বাঁধার যত পদ্ধতি ।। নিউ ইয়ার গিফট শাহ আজিজ

এখনও পর্যন্ত ৮৪৩ বার পঠিত



গল্পঃ আধুনিকা ডি মুন

এখনও পর্যন্ত ৭৩২ বার পঠিত



না ফুয়াদ, আমরা আপনাকে ফা_ করব না সুস্মিতা শ্যামা

এখনও পর্যন্ত ৭২৭ বার পঠিত



এক পাতা সিভিট হাসান মাহবুব

এখনও পর্যন্ত ৭১৯ বার পঠিত



সব চরিত্র কাল্পনিক নয়....সাউথ কোরিয়ান কিছু মুভি যা লোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত... রিকি

এখনও পর্যন্ত ৭০৬ বার পঠিত



কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অপূর্ণ রায়হান

এখনও পর্যন্ত ৬৮৮ বার পঠিত



হোয়াই সো সিরিয়াস ? মন খারাপ তুলে রাখ বন্ধু , একটু হাস না পারভীন

এখনও পর্যন্ত ৬৮০ বার পঠিত



অসম্ভব দামী কিছু অপ্রয়োজনীয় জিনিস! ঢাকাবাসী

এখনও পর্যন্ত ৬৫৬ বার পঠিত



আমি না হয় ওকে তাড়ালাম বাট আপনি হলে কি করতেন !!!!!!!! সোহানী

এখনও পর্যন্ত ৬০৯ বার পঠিত



আমাদের সকলের প্রিয় ব্লগার আমিনুর রহমান ভাই গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। প্রবাসী পাঠক

এখনও পর্যন্ত ৫৯৭ বার পঠিত



সামহোয়্যারইন ব্লগ সমগ্র ( ডিসেম্বর ২০১৪ ) অপূর্ণ রায়হান

এখনও পর্যন্ত ৫৯০ বার পঠিত





গত জানুয়ারি ২০১৫ তে সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট সমূহের তালিকাঃ



আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা........... শায়মা

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩৭



শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই আরজুপনি

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩৫



কান্দে হাসন রাজার মন মনিয়ারে ( ছবি ব্লগ) জুন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩২



কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। অপূর্ণ রায়হান

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২৯



অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ সুমন কর

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২২



গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত ডি মুন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২১



মোর পানিতে ঘর, বন্দরে আসি তোর লাইগা (ছবি ব্লগ) জুন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২০



টাই বাঁধার যত পদ্ধতি ।। নিউ ইয়ার গিফট শাহ আজিজ

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২০



এক পাতা সিভিট হাসান মাহবুব

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৯



প্রসঙ্গ: সামুতে চলচ্চিত্র দর্শন, ২০১৪ ইমিনা

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৯



হোয়াই সো সিরিয়াস ? মন খারাপ তুলে রাখ বন্ধু , একটু হাস না পারভীন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৭



গল্পঃ আধুনিকা ডি মুন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৭



যেসব পরিস্থিতিতে নারীরা দোষী না হয়েও অপবাদ ও নির্যাতনের শিকার হন জাফরুল মবীন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৫



অসম্ভব দামী কিছু অপ্রয়োজনীয় জিনিস! ঢাকাবাসী

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৫



এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই স্নিগ্ধ শোভন

এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৫



আপাতত এই হল গত মাসের সর্বাধিক হিট প্রাপ্ত, সর্বাধিক মন্তব্য প্রাপ্ত এবং সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্ট তালিকা ! আগেই বলেছি সামুর আর্কাইভে কিছু কিছু পোস্ট আমি পাই নি । এই কারনে কিছু পোস্ট হয়তো আমার চোখ এড়িয়ে যেতে পারে । তাই যদি তেমন কোন পোস্টের খোজ কেউ জানে তাহলে আমাকে জানানোর জন্য অনুরোধ করা গেল !



সবাইকে ধন্যবাদ !!

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

সুমন কর বলেছেন: অাপনার কাছ থেকে সংকলন জাতীয় কিছু অামি এই প্রথম পেলাম। ভাল লাগল।

কষ্ট সাধ্য কাজে ধন্যবাদ।

অামার একটি পোস্টে কিন্তু ৯৮টি মন্তব্য অাছে। আপনার দেয়া হিসাব অনুযায়ী যোগ হবার কথা।

১ম ভাল লাগা দিলাম।



ফান : অার একটা পোস্টে ১৪টা লাইক ছিল, অাফছুছ ১টা কম!! :P
অামি প্রায় সবারে লাইক দেই কিন্তু অামারে....... |-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! আসলে দোষ টা আমার না মোটেও । সামুর আর্কাইভে কেন জানি সব পোস্ট নেই । আপনার যে পোস্ট টা দিয়েছি সেইটাও সেখানে নেই । আমার দেখেছিলাম যে আপনি প্রকাশিত বই নিয়ে পোস্ট দিয়েছিলেন তাই আপনার টা খোজে গিয়েছিলাম আপনার ব্লগে ।

এমন কি সব থেকে হিট পোস্ট গুলোও আর্কাইভে নেই ! কেন নেই কে জানে ?

ধন্যবাদ আবারও !

ভাল থাকবেন !

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

আমি তুমি আমরা বলেছেন: চমতকার উদ্যোগ।এভাবে প্রতি মাসে যদি চালিয়ে যেতে পারেন তবে খুশি হব। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: আপনার পোস্ট থেকেই উদ্যোগী !
দেখা যাক এবার থেকে প্রতিমাসে এটা চালিয়ে যাবো আশা করছি !!

:)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

আমি তুমি আমরা বলেছেন: এখন সামু নিয়ে আর কোন সংকলন পোস্ট করি না সময়ের অভাবে। এরকম একটা পোস্ট তৈরীতে প্রচুর সময় ব্যয় হয়। জানুয়ারীর শুরুতে ২০১৪ এর সবচেয়ে হিট পোস্টগুলো নিয়ে একটা পোস্ট দেয়ার চিন্তা ছিল। মোটামুটি অর্ধেকের মত কাজ করে আর আগানো হয়নি। সামুতে আগের মত পোস্টানোর উতসাহ পাইনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: আমিও ২০১৪ সালের সব থেকে হিট পোস্ট নিয়ে কাজ করছিলাম । জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চের হিট পোস্ট গুলোর গুছিয়ে আর কেন জানি পারি নি ! বাদ দিয়েছি !

সামুতে আসলেই আগের মত আর উৎসাহ পাই না ! আগে কি দিন ছিল !!

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল উদ্দ্যুগ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু পরিবেশ বন্ধু ! :):)

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

শায়মা বলেছেন: হায় হায় আমি!!!!!!!!!!!



এই কয়টা মাত্র প্লাস দিয়ে আবার ফার্স্টু!!!!!!!!:( :( :(


আহারে কি দিন আছিলো সেই ২০১০ ২০১১ ২০১২ ২০১৩:( :( :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: আর বইলো না ! সেই দিন কথা ভাবলে আসলেই কেমন যেন লাগে !
কি চমৎকারই না দিন গুলো ছিল !
আর এখন সামুর কি অবস্থা !! :(:(:(

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬

শায়মা বলেছেন: স্যরি ২০১৪ তে লাইক বাটন নষ্ট ছিলো

কিনতু তার আগে ২০১২ তে জানুয়ারীর একটা পোস্টের লাইক দেখো ভাইয়া


http://www.somewhereinblog.net/blog/saimahq/29747070



২৬৪৬ বার পঠিত


১৬ জনের প্রিয়তে

৩৫০ কমেন্ট

আর লাইক!!!!!!!!!

৮০

কই গেলো সেইসব দিন!!!!!!!!!সেই সব রাত!!!!!!!!! সেই সামু!!!!!! আর আমার প্রিয় মানুষেরা!!!!!!!!!:( :( :(


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

অপু তানভীর বলেছেন: সেই দিন আর সেই মানুষ গুলো কোথা গেল আজ !! :(:(:(

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১০

শায়মা বলেছেন: ২০১১ এর জানুয়ারীর একটা পোস্ট

http://www.somewhereinblog.net/blog/saimahq/29529894


১৪৬৭ বার পঠিত

৩৭৪ কমেন্ট

৬ প্রিয়

৭৮ লাইক!!!!!


এত মানুষও নাই। সেই হারানো দিনগুলোও আর নাই ভাইয়া!!:(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

অপু তানভীর বলেছেন: এত মানুষও নাই। সেই হারানো দিনগুলোও আর নাই !!
আসলেই সেই দিন গুলো আর নেই এখন !

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=3i68a_VzjiQ

এই গান শুনি ভাইয়া তোমার পোস্ট পড়ে:(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৭

অপু তানভীর বলেছেন: সেই দিন গুলোর কথা !! :(:(:(

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়া শুরু করবো ।

শুভেচ্ছা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫১

কলমের কালি শেষ বলেছেন: হিট পোস্টের হিট পোস্ট !! বেশীরভাগই পড়া হয়েছে !!...

++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৮

অপু তানভীর বলেছেন: বাকি গুলোও পড়ে ফেলুন আজই :):):)

ধন্যবাদ :)

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: গত মাসের সর্বাধিক হিট প্রাপ্ত, সর্বাধিক মন্তব্য প্রাপ্ত এবং সর্বাধিক প্লাস প্রাপ্ত সহব্লগারদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
কষ্ট করে তাদের তালিকা প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ অপু। সবার জন্য নিরন্তর শুভ কামনা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯

অপু তানভীর বলেছেন: আপনাকেই শুভেচ্ছা রইলো পোস্ট টি পড়ার জন্য !
শুভ কামনা আপনার জন্যও :):):):)

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

জাফরুল মবীন বলেছেন: পরিশ্রমী ও প্রেরণাদায়ী কাজটির জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

এ কাজে আপনার ভবিষ্যত পথচলা সাফল্যমন্ডিত হোক এ শুভকামনা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩০

অপু তানভীর বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ !

ভাল থাকবেব সব সময় :):):)

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩

কলাবাগান১ বলেছেন: ফেব্রয়ারী ২০১৫ সর্বোচ্চ পঠিত/মন্তব্য পাওয়া পোস্ট

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩০

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৯

রামন বলেছেন:

এই পোস্টটি ও কারও সংকলন পোস্টে ঠাই পাবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: মনে হয় পাবে ! :)

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২

নিলু বলেছেন: চালিয়ে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: দেখা যাক কত দুর চালানো যায় :)

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

সোহানী বলেছেন: ওওওও অপু.... ভালো জিনিস দিয়েছেন... কোন না কোন ভাবে পোস্ট মিস করলেও আপনার এ পোস্ট ঠিকই পথ দেখাবে... +++++++++

অফ টপিক, আমার পোস্টু কেমনে আইলো সর্বাধিক এ... এইটা আপনার পক্ষপাতিত্ব.....ছোড ভাই বলে কথা.... (সরি আমার ছোট ভাই এর নাম অপু কিন্তু)।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

অপু তানভীর বলেছেন: ঠিকই কইছেন ! এখনই আপনার পুস্ট সরায়া দিতাছি কিন্তু । কুনো পক্ষ পাতিত্ব চলিবে না ;);)

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

রিকি বলেছেন: আমারও একটা ৬০০+ পোস্ট রয়েছে Click This Link ....... :(( :(( :(( :(( :(( :(( :(( সংকলন ভাল লেগেছে ..... অনেক শুভকামনা :) :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

অপু তানভীর বলেছেন: আপনার পোস্ট টা তো আমি লিস্টে নিয়েছিলাম । আমার মনে আছে । মনে হয় কোন ভাবে ছুটে গেছে । যাক এখনই এড করে দিলাম ।

ধন্যবাদ :):)

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অপু ভাই :)

থ্যান্কু থ্যান্কু
কিছু মিস করছি। পড়ে ফেলতে হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: হিটের পরে হিট
মধ্যে আমরা কীট !!!! :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

আমার পোস্ট দেখে সম্মানিত বোধ করছি।

হাহা
মৃদুল দেখি ছড়া বানিয়ে ফেললো !

ব্লগাররা এই সংকলন দেখে আরো উৎসাহ পাবে দায়িত্বশীল পোস্ট দিতে...।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, অপু।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা :):):):)

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

হু বলেছেন: ধন্যবাদ.... শেয়ার করার জন্য

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৯

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার আয়োজন।

স্নিগ্ধ শোভন ভাইয়ের ব্লগারদের অপ্রকাশিত বইয়ের পোস্টটা সম্ভবত মিস হয়ে গেছে। ঐ পোস্টে সম্ভবত ১৪৭ টা কমেন্ট আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৭

অপু তানভীর বলেছেন: ঐ কি জানুয়ারি মাসের ?

আরে তাইতো ! এখনই এড করে দিতেছি......

ধন্যবাদ :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.