নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ভিডিও ব্লগঃ ছায়াছবির সেই ভালবাসার গান গুলো....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

না, কোন কথা হবে না ! কেবল গান হবে । পুরোনো সেই দিনের গান গুলো.....



তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা !

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা







শতজমনের স্বপ্ন

তুমি আমার জীবনে এলে







তুমি আমার কত চেনা

সে কি জানো না ?

এই জীবনের আশা তুমি

তুমি যে ঠিকানা !







তুমি আজ কথা দিয়েছো ......

বলেছো......

দুটি মন ঘর বাঁধবে......

একাকী জীবনে তুমি আসবে......







আজ রাত সারা রাত

জেগে থাকবো,

ছোঁয়া দিয়ে হৃদয়ের দাড় খুলবো

ভুল যদি হয়ে যায় অজান্তে

ভালোবাসা তারে আমি বলবো !







তুমি যেখানে আমি সেখানে

সে কি জানো না !

একই বাঁধানে বাঁধা দুজনে

ছেড়ে যাবো না !

তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু.....

তুমি গন্ধের ফুল,

আমি তার রেনু......







আমি কত দিন

কত রাত

ভেবেছি বলবো তোমারে.........

একটি পুরোনো কথা নতুন করে............







তুমি যে আমার কবিতা

আমার বাঁশির রাগিনী

আমারও স্বপন, আধ-জাগরণ

চিরোদিন তোমারে চিনি

আমি কে তোমার

যদি জানতে

তবে কি আমায় কাছে টানতে......







-হ্যালো ?

-হ্যালো !

-কাকে চাই চাই ?

-তোমাকে !

-আপনি কে ?

-সেই আমি ! হুমমমমমহুমমম ।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপলের কালো তিল পড়বে চোখে ।

ফুটবে যখন ফুল বকুল সাখে

ভোমর যে এসেছিল জানবে লোকে....

-কি বলছেন আপনি !

-বুঝতে পারছো না !







তুমি এসেছিলে পরশু,

কাল কেন আসো নি ?

তুমি কি আমায় বন্ধু

কাল ভালবাসো নি !

নদী যদি হয়রে ভরাট কানায় কানায়

হয়ে গেলে শূন্য শূন্য হঠাৎ

তাকে কি মানায় ?







যদি বউ সাজো গো

আরও সুন্দর লাগবে গো

বল বল আরও বড় লাগছে মন্দ নয় !

জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয় !







এট্টুস খানি দেখো

একখান কথা রাখো

ভালবাইসা একবার তুমি বউ কইয়া ডাকো







ও পাখি তোর যন্ত্রনা

আর তো প্রানে সয় না !

যখন তোর জ্বালাতন

ভালো লাগে না !







তুমি আমার জীবন

আমি তোমার জীবন

দুজন দুজনার কত যে আপন

কেউ জানে না !







চুমকি চলেছে একা পথে

সুন্দরী চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো !







চাঁদের সাথে আমি দেবো না

তোমার তুলনা

নদীর সাথে আমি দেব না তোমার তুলনা

তুমি চাঁদ হতে যদি দুরেই চলে যেতে

তুমি নদী হতে যদি দুরেই চলে যেতে

সে কথা যেন ভুলো না। তুমি যে তোমার তুলনা !







ভেঙ্গেছে পিঞ্জর

মেলেছে ডালা

উড়েছে পাখি পথ চেনা

নীরের ঠিকানা পাবে কি না পাখি তা নিজেই জানে না !







আমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে

পরান আমার রয় না পরানে.....







পড়ে না চোখের পলক

কি তোমার রূপের ঝলক

দোহায় লাগে মুখ টি তোমার একটু আচলে ঢাকো...

আমি জ্ঞান হারাবো মরেই যাবো

বাঁচাতে পারবে না তো .....







আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালো বাসা দিয়ে !









অনেক গুলো তো হল ! এবার বিদায়.....

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: মনে হচ্ছে খুব রোমান্টিক মুডে আছেন। তাই সব রোমান্টিক গানই তুলে এনেছেন। :P
সবগুলো পছন্দের না হলেও অনেকগুলোই আমার পছন্দ। তবে আরও অনেক পছন্দের বাংলা সিনেমার গান আছে। আজ এক মুডের শেয়ার করেছেন। অন্য দিন অন্য কোন মুডের গান শেয়ার করবেন আশা করছি। অনেক ভালো লাগলো অপু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

অপু তানভীর বলেছেন: হুম ! আজকে সেই টিউশনী থেকে এসেই পুরানো দিনের গান শোনার মুডে আছি ! কত কাজ পড়ে ছিল সেগুলো কিছু করি নি ! একটা পরপর একটা গান শুনে চলেছি !

অন্য দিন অন্য মুডে থাকলে তখন সেই গান গুলোও শেয়ার হবে নিশ্চই !

ধন্যবাদ । আপনিও ভাল থাকুন সব সময় ! :)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: পুরনো দিনের সব গান , পোস্টে ভাললাগা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

অপু তানভীর বলেছেন: সেই পুরানো দিনের গান গুলো । কিছুতেই ভোলা যায় না !

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৭

রামন বলেছেন:

অনেক পুরানো ছায়াছবির একটি গান.



কোন লজ্জায় ফুল সুন্দরও হলো,
আমি শুধাই তারে ভালবাসার গল্প আমায় বল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

অপু তানভীর বলেছেন: চমৎকার একটা গান :):):)

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

বিদগ্ধ বলেছেন: সবগুলোই আমার প্রিয় গান। স্মৃতিতে কাতর হই...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

অপু তানভীর বলেছেন: এই গান গুলো সব সময়ই প্রিয় থাকবে !

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জনপ্রিয় সব গানের নস্টালজিক পোস্ট।+++

এখনো মাঝে নিজের মনেই এই গানগুলোর কোন একটা গেয়ে উঠি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

অপু তানভীর বলেছেন: আমার বেলাও ঠিক তাই !

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ওরে আল্লাহ করসেন কি!!!!

এত্ত এত্ত সুন্দর ও পুরানা গানগুলিকে একসাথে পেয়ে বেশ লাগছে।
বেশির ভাগই পছন্দের তালিকায়।
একটা একটা করে শুনতাসি

ধন্যবাদ ----

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

অপু তানভীর বলেছেন: শুনতে থাকুন ।
:) :)
ভাল লাগাটাই বড় কথা !!

৭| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২১

এম এম করিম বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৩:১৩

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.