নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফান পোস্টঃ বনলতা সেন (ব্লগ ভার্শন) – জীবনানন্দ দাশ ফিচারিং অপু তানভীর

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:১৬



জীবন বাবু এক মারাত্বক কবিতা লিখেছিলেন !
বনলতা সেন ! সেই কবে লিখেছিলেন এখনও তার আবেদন বিন্দু মাত্র কমে নি । সেই আগের মতই আছে বরং আরও বেড়েছে তার আকর্ষন । যাই হোক এখন আসি আসল কথায় । যদি জীবন বাবু এখন বেঁচে থাকতো এবং এই সামু ব্লগে কবিতা লিখতো তাহলে নিশ্চই বনলতা সেনের একটা ব্লগ ভার্শন থাকতো । তিনি যেমন নাটরের বনলতা সেন নিয়ে কবিতা লিখেছিলেন, এমন হওয়াটাও অসম্ভব নয় যে তিনি সামহোয়্যারের ইনের কোন ব্লগারকে নিয়ে লিখে ফেলতেন একটা কবিতা !
আসুন দেখা যাক সেই বনলতা সেনের ব্লগ ভার্শন কেমন হতঃ



সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ


হাজার বছর ধরে আমি পোস্ট পড়িতেছি সামহোয়্যারইন ব্লগে,
সেলিব্রেটিদের পোস্ট থেকে ওয়াচে থাকা কমেন্ট শূন্যে ব্লগে
অনেক পড়েছি আমি, যুক্তিতর্ক আর গালী সম্মৃদ্ধ পোস্ট
কমেন্ট করেছি আমি, মহাকবি মাইকেল মেহেদির কবিতায়;
আমি নাদান ব্লগার এক , চারিদিকে ব্লগার ভরা কক্ষ,
আমায় দুদন্ড শান্তি দিয়েছিল সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।


ব্লগ তার কবেকার অন্ধকার আবেগী এক নিশা
পোস্ট তার অন্তর্জালের কারুকার্য; অনেকদিন একাউন্ট খুলে
জেনারেল না হতে পেরে যে ব্লগার হারিয়েছে দিশা ।
সামহোয়্যারইনের দেশ যখন যে পোস্ট দেখে নির্বাচিত পাতার ভেতর,
তেমনি দেখেছি তারে পোস্টে;
সামহোয়্যারইনে ব্লগ পোস্ট করেছে "আজকে ব্লগারের সংখ্যা কয় লক্ষ ?"
এফোরটেকের কিবোর্ড চেপে সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।


সমস্ত দিনের শেষে অফিস ফেরত কর্মজীবির মতন
ব্লগারেরা চলে আসে; কিবোর্ড চেপে একের পর এক ব্লগ পোস্ট;
সব পোস্ট পড়া হয়ে গেলে ব্লগার করে কমেন্ট করা আয়োজন,
তখন হিসেব কোন গল্প খানা হিট পেয়েছে মোস্ট ।
সব ব্লগারের ঘরে ফিরে- সব মডু, ফুয়ার এ নেওয়া একে অন্য পক্ষ
থাকে শুধু ব্লগার স্কাইতে মুখোমুখি বসিবার
সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।


জীবনানন্দ দাশের আসল কবিতাটা বনলতা সেন

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২২

জেন রসি বলেছেন: হা হা হা..........

মজা পাইলাম :)

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২৮

অপু তানভীর বলেছেন: হে হে হে হে হে !!

২| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২২

রিকি বলেছেন: আপনি তো দেখি ভাই সামহোয়্যারইনের লতা পাতা লিখে ফেলেছেন !!!! :D


সামহোয়্যারইনে ব্লগ পোস্ট করেছে "আজকে ব্লগারের সংখ্যা কয় লক্ষ ?"
এফোরটেকের কিবোর্ড চেপে সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ । আহা আহা ১ ম লাইক ;)

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২৯

অপু তানভীর বলেছেন: লতা পাতা নহে, আরও বেশি কিছু ;);)

৩| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৪

রিকি বলেছেন: হ্যাঁ হ্যাঁ আপনি তো বৃক্ষের বন্দনা করে ফেলেছেন ভাই---- গাছ তো আর লতানো অবস্থাতে নাই !!! B-)) B-)) B-)) B-))

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৯

অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক !
সত্য অনুধাবন করার জন্য আপনাকে ধন্যবাদ !

৪| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ব্লগ তার কবেকার অন্ধকার আবেগী এক নিশা
পোস্ট তার অন্তর্জালের কারুকার্য; অনেকদিন একাউন্ট খুলে
জেনারেল না হতে পেরে যে ব্লগার হারিয়েছে দিশা ।

ভাই আপনি পারেনও বটে। হাসতেই আছি। :#)
চতুর্থ ভালো লাগা।

২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

৫| ২২ শে মে, ২০১৫ রাত ৮:০৬

সুমাইয়া আলো বলেছেন: নট ব্যাড

২২ শে মে, ২০১৫ রাত ৮:২৭

অপু তানভীর বলেছেন: :D

৬| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৫৭

জুন বলেছেন: থাকে শুধু ব্লগার স্কাইতে মুখোমুখি বসিবার
সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।


=p~

২২ শে মে, ২০১৫ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: ;) B-) B-))

৭| ২২ শে মে, ২০১৫ রাত ১০:৫১

আরণ্যক রাখাল বলেছেন:

ভালই মজা পেয়েছি

২২ শে মে, ২০১৫ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: :D :D

৮| ২৩ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো হইছে। কিন্তু সেই দিন আর নাই। এখন আইডি খুলতেই দেরী, সেফ হইতে না। এ হইলো সময়ের তামাশা।

২৩ শে মে, ২০১৫ দুপুর ১:০৩

অপু তানভীর বলেছেন: সেই দিন আর নেই ! আসলেই

৯| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৩৬

কলমের কালি শেষ বলেছেন: ;) =p~ =p~

আহারে উনি বেঁচে নাই । থাকিলে মরিতেন এই কান্ডকারখানা দেখিয়া । :P

২৩ শে মে, ২০১৫ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: জীবিত থাকিলে আমার নামে কপিরাইটের মামলা করিয়া দিতেন নিশ্চিত!!

১০| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: মজার...... B-)

২৩ শে মে, ২০১৫ রাত ৮:৫৬

অপু তানভীর বলেছেন: :):)

১১| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:০৯

অপু তানভীর বলেছেন: :D

১২| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৩৭

কালের সময় বলেছেন: =p~

২৫ শে মে, ২০১৫ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: :D

১৩| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:০৭

বিবর্ন সত্ত্বা বলেছেন: হা হা হা ........

২৭ শে মে, ২০১৫ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: :D :D

১৪| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:০৩

অপ্‌সরা বলেছেন: হা হা খুবই মজার হয়েছে ভাইয়া।

৩০ শে জুন, ২০১৫ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: :D :D

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

অপ্‌সরা বলেছেন: :)

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

অপু তানভীর বলেছেন: :)

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

সাহসী সন্তান বলেছেন: জীবনানন্দ দাশ যদি আপনার এই কবিতা দেখতো, তাহলে আমি নিশ্চিত সে আত্মহত্যা করতো! আর তার সুইসাইড নোটে বড় বড় অক্ষরে লেখা থাকতো......."আমার মৃত্যুর জন্য সম্পূর্ন ভাবে দ্বায়ী ব্লগার অপু তানভির আর তার এই কবিতা"! :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

অপু তানভীর বলেছেন: :D B-)) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.