নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার

০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩৬



মাস শেষে আবারও হাজির হয়ে গেলাম সামুর হিট ব্লগের সমাহার নিয়ে । কোন পোস্ট বেশি বার পঠিত হল কিংবা কোন পোস্টে সব থেকে বেশি মন্তব্য পড়লো অথবা কার পোস্ট পেল সব থেকে বেশি প্লাস । হয়তো অনেকেই এই কাজ টা করা পছন্দ করে না । তাদের ভাষ্য মতে আমরা কি হিটের জন্যই ব্লগিং করি ? তাহলে কেন এই অহেতুক কাজ ? হয়তো সত্যি আবার হয়তো না । অনেকেই আছে যারা কেবল নিজের দায়িত্ববোধ থেকেই ব্লগিং করে কিংবা অজানাকে জানার এবং অন্যকে জানানোর স্পীহা থেকেই ব্লগিং করে । আমি কেন ব্লগিং করি ? এই প্রশ্নের উত্তর হয়তো আমি নিজেই জানি না কিংবা আসল যে ব্লগার কিংবা ব্লগিং ব্যাপার থেকে হয়তো আমি এখনও অনেক দুরে ।

যাক সেই সব কথা এক পাশে সরিয়ে রেখে চলে আসি এবার পোস্ট নিয়ে । মে মাস সত্যি যেন বড় দীর্ঘ্য একটা মাস ছিল । বলা চলে মাস যেন আর শেষই হয় না । কিন্তু এই দীর্ঘ্য মাসেও মাসুর অবস্থার কোন পরিবর্তন নাই বরং আগের থেকে আরও যেন একটু খারাপের দিকে । পোস্ট তৈরি করতে গিয়ে দেখি মাসের শেষের দিকে যেন মানুষ জন ঠিক মত পোস্ট দিতে খুব একটা আগ্রহ বোধ করে নি । বিশেষ করে যারা এখনও সামুতে নিয়মিত পোস্ট দেয়, গুনগন পোস্টে দেওয়াতে যারা এগিয়ে তাদের উপস্থিতি মাসের প্রথম দিকে একটু থাকলেও শেষের দিকে তারা পোস্ট দেওয়া থেকে যেন বিরত ছিলেন ।

অন্যান্য মাসের মত এবারও সামুতে বিভিন্ন ধরনের পোস্ট এসেছে । তবে যে পোস্ট পোস্ট গুলো সব থেকে বেশি এসেছে সেটা হচ্ছে ফটো ব্লগ । কিছু আছে ভ্রমন এবং কিছু গুগল থেকে নেওয়া ছবি নিয়ে পোস্ট । সত্যি বলতে কি এমাসের মত এতো এতো ছবি ব্লগ আর আর কোন মাসে পাই নি । এমন কি হিট পোস্টে প্রায় অর্ধেক টা জুড়েই রয়েছে ছবি ব্লগ ।

আরেক টা জিনিস বিশেষ ভাবে লক্ষনীয় যে এই মাসে ব্লগারদের অন্যের পোস্টে মন্তব্য করতে ব্যাপক অনীহা দেখা গেছে । যেখানে আগের মাসের পোস্টে ১০০ উপর মন্তব্যের ব্লগ পোস্ট থাকতো বেশ কয়েকটা সেখানে এই মাসে মাত্র হাতে গোনা দুইটি । যদিও আমার চোখ এড়িয়ে যেতে পারে আরও কিছু ।
তবে পঠিত ব্লগের দিকে দিয়ে মে মাস টা বেশ ভালই ছিল বলা চলে । কয়েকটা পোস্টে চার হাজারের উপর এবং একটি পোস্ট দশ হাজার হিট ছাড়িয়েছে । মানুষ মন্তব্য না করুক পোস্ট পড়ছে এবং মান সম্মত পোস্ট হলে যে মানুষ যে এখনই পোস্ট পরে এই পোস্ট গুলো সেটার প্রমান বহন করে ।
যাক অনেক কথা হল । এবার আসল কাজে আসি । জার্নি শুরু করা যাক হিট পোস্টের । আরেকটি কথা না বললেই নয় সেটা হল আমার ফাইলান পরীক্ষা চলছে তাই ইচ্ছে থাকা সত্ত্বেরও সব গুলো পোস্ট হয়তো সংযুক্ত করতে পারি নি । যদি কোন পোস্ট আমার চোখ এড়িয়ে যায় তাহলে সবিনয় নিবেদন রইলো যেন কমেন্ট কিংবা আমার ফেসবুকে লিংক টা সরবারহ করা হয় চোখে পড়া মাত্রই তা সংযুক্ত করে নেওয়া হবে !





এবার তাহলে দেখা যাক গত মাসে সব থেকে বেশি পঠিত পোস্ট সমূহ কোন গুলো

মমি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এবং প্রাচীন মিসরের সচিত্র মমিকরন পদ্ধতি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত পঠিত ১২৬৩১ বার

পৃথিবী যদি ঘুর্নন বন্ধ করে দেয় তাহলে কি হবে?? বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত পঠিত ৮৮৮১ বার

কিলো ফ্লাইটঃ মেঘ ফুড়ে ওরা এসেছিলো বজ্র হয়ে - (Kilo Flight: They Were The Fire From The Clouds)!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত পঠিত ৮৫৩০ বার

কেন বাংলাদেশী রোগীরা ভারতীয় চিকিৎসকের চিকিৎসায় অধিকতর সন্তস্ট হয়? একটি ব্যক্তিগত অনুসন্ধান। পিনাকী ভট্টাচার্য
এখনও পর্যন্ত পঠিত ৪৬৭৯ বার

"বৈচিত্রময় জোনাকি পোকার সাত কাহন" সাহসী সন্তান
এখনও পর্যন্ত পঠিত ২৩৫১ বার

হে সর্বশক্তিমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পাঠিয়ে ভাগ্য বিড়ম্বিত ভাসমান মানুষ গুলকে সম্মানের মৃত্যু দাও মোস্তফা কামাল পলাশ
এখনও পর্যন্ত পঠিত ১২৭৪ বার

ওয়াসফিয়ার কিছু বিষয়ে একেবারে কনফিউসড হয়ে আছি! কেউ সাহায্য করবেন প্লীজ? রাতুলবিডি৪
এখনও পর্যন্ত পঠিত ১১১৫ বার

পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম স্থানগুলো-- (পর্ব-১) বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত পঠিত ১১০৩ বার

এক ভয়ংকর যৌন বিকৃতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা... সাদাত হোসাইন
এখনও পর্যন্ত পঠিত ১০৮৪ বার

মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) জুন
এখনও পর্যন্ত পঠিত ১০২৬ বার

আল্লাহ ও রাসুলের নামে প্রচারিত অলৌকিক ছবি গুলো কতটুক সত্য ? ভূয়া ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনার ছবি প্রচার ( ছবি পোস্ট) সাদী ফেরদৌস
এখনও পর্যন্ত পঠিত ৯৮২ বার

এভারেষ্টের নীচে ওয়াসফিয়ার বিখ্যাত সেলফিতে আলো ছায়ার হিসাব বুঝে আসছে না। কেউ একটি সাহায্য করবেন ? রাতুলবিডি৪
এখনও পর্যন্ত পঠিত ৯৩২ বার

কিছু আন্তর্জাতিক সীমারেখা ফটোব্লগ চলো পালাই
এখনও পর্যন্ত পঠিত ৮৪২ বার

পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম স্থানগুলো--(পর্ব-২) বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত পঠিত ৮১২ বার

♣...এবং সিনেমা♣ আরজুপনি
এখনও পর্যন্ত পঠিত ৭৩৮ বার

এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার অপু তানভীর
এখনও পর্যন্ত পঠিত ৭১৫ বার

মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত পঠিত ৭১৪ বার






এবার দেখা যাক সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহ

এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২৬ টি

পৃথিবী যদি ঘুর্নন বন্ধ করে দেয় তাহলে কি হবে?? বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৩ টি

ফান পোস্টঃ সামু সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫ এর ফলাফল ! :D :D অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯৮ টি

হে সর্বশক্তিমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পাঠিয়ে ভাগ্য বিড়ম্বিত ভাসমান মানুষ গুলকে সম্মানের মৃত্যু দাও মোস্তফা কামাল পলাশ
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯৬ টি

একঘেয়ে মফস্বলের কথকতা হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯২ টি

মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯০ টি

♣...এবং সিনেমা♣ আরজুপনি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮২ টি

মমি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এবং প্রাচীন মিসরের সচিত্র মমিকরন পদ্ধতি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৭৮ টি

মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৭৫ টি

কিছু আন্তর্জাতিক সীমারেখা ফটোব্লগ চলো পালাই
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৭৪ টি

মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৭১ টি

গল্পঃ নির্লিপ্ত সময় জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৬৯ টি






এবার দেখা যাক সর্বাধিক প্লাস পাওয়া পোস্ট সমূহ

মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩১

মমি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এবং প্রাচীন মিসরের সচিত্র মমিকরন পদ্ধতি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩০

পৃথিবী যদি ঘুর্নন বন্ধ করে দেয় তাহলে কি হবে?? বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৯

মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫

একশ বিলিয়ন নক্ষত্র চাই আমার, ব্যক্তিগত একটা ছায়াপথের জন্য... শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫

হে সর্বশক্তিমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পাঠিয়ে ভাগ্য বিড়ম্বিত ভাসমান মানুষ গুলকে সম্মানের মৃত্যু দাও মোস্তফা কামাল পলাশ
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৯

পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম স্থানগুলো-- (পর্ব-১) বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৮

মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৮

মুভি রিভিউ: In a Better World (2010) সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৮

কিছু আন্তর্জাতিক সীমারেখা ফটোব্লগ চলো পালাই
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬

মান্দালয়ের পথে পথে। ২য় পর্ব জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬

পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম স্থানগুলো--(পর্ব-২) বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫

মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫

ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান।
সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫

একঘেয়ে মফস্বলের কথকতা হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫




এই মাসের যে ইন্টারেস্টিং পোস্ট গুলো সবার অবশ্যই পড়া উচিৎ বলে আমি মনে করিঃ
১. কিলো ফ্লাইটঃ মেঘ ফুড়ে ওরা এসেছিলো বজ্র হয়ে - (Kilo Flight: They Were The Fire From The Clouds)!! শতদ্রু একটি নদী...
২. "বৈচিত্রময় জোনাকি পোকার সাত কাহন" সাহসী সন্তান
৩. আল্লাহ ও রাসুলের নামে প্রচারিত অলৌকিক ছবি গুলো কতটুক সত্য ? ভূয়া ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনার ছবি প্রচার ( ছবি পোস্ট) সাদী ফেরদৌস
৪. মমি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এবং প্রাচীন মিসরের সচিত্র মমিকরন পদ্ধতি!! শতদ্রু একটি নদী...
৫. পৃথিবী যদি ঘুর্নন বন্ধ করে দেয় তাহলে কি হবে?? বশর সিদ্দিকী


গত কয়েকমাস ধরে চলতে থাকা হিট সমাচার সমুহঃ
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার


সবাইকে ধন্যবাদ ! ! হ্যাপি ব্লগিং !! :)

মন্তব্য ৫৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৪৬

লেখোয়াড়. বলেছেন:
দারুন কাজ।
+++++++++++++++

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক বাটন হাইড হয়ে আছে তাই ক্লিকাইতে পারলাম না। কষ্টসাধ্য কাজ ধৈর্য সহকারে করার জন্য অনি:শেষ ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৩

অপু তানভীর বলেছেন: কেন কেন হাইড হয়ে আছে কেন ?
জলদি খুজে বের করুন ;);)

৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ফেসবুকের প্রভাবে ব্লগের এই অবস্থ্যা, আর ব্যক্তিগত আক্রমন ক্যাচালও দায়্যী। কয়জন ফেসবুক বিমুখ বান্দা ছাড়া এখন ব্লগ নিস্প্রানই বলা যায়। তবে বড় পোস্টের জন্য ব্লগই সেরা, খুব ভালো শেয়ারিং প্লাটফর্ম। কস্টসাধ্য কাজ করতেছেন। কেউ এখনো করতেছে এইটাও খারাপ না।

শুভকামনা রইলো। :)

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৪

অপু তানভীর বলেছেন: বড় পোস্ট না কেবল, সকল ধরনের পোস্টের জন্যই ব্লগ সেরা ।

ধন্যবাদ :):)

৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার পরিসংখান.
সাধুবাদ জানবেন

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৪

অপু তানভীর বলেছেন: দেখা যাক কতদুর পর্যন্ত চালিয়ে নেওয়া যায় :)

৫| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৩২

মুদ্‌দাকির বলেছেন:

ধন্যবাদ, অনেক গুলাই মিস করেছিলাম।

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: যেগুলো মিস আছে পড়ে ফেলুন জলদি :):)

৬| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৬

আমি মিন্টু বলেছেন: ভালই হয়েছে সব মুরব্বী লেখদের লেখা পড়তে হবে । ধন্যবাদ আপনাকে ।

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৬

অপু তানভীর বলেছেন: পড়া শুরু করেন । সব শেষ করে ফেলবেন মনে করে :)

৭| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৫০

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: অনেক ধন্যবাদ

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৮| ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১১

আরজু পনি বলেছেন:

হিট পোস্ট সংকলনে নিজের পোস্ট দেখতে ইদানিং লজ্জাই লাগে...আমি হয়তো ডিজার্ভ করিনা ।
যা হয় সহব্লগারদের ভালোবাসাতেই ।

আমার নিজের কৃতিত্ত্ব নেই । আমি সময়ের অভাবে অনেকের পোস্টেই যেতে পারিনা । তারপরও অনেকেই ঠিকই আমার পোস্টে মন্তব্য করেন কোন রকম বিনিময়ের আশা ছাড়াই । তাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা।

সামুর বর্তমান অবস্থা নিয়ে আমি অন্তত দোষারোপ করবো না, করলে সেই দোষ নিজের উপরও বর্তাবে কেননা আমি নিজেই খুব বেশি সময় দিতে পারছিনা ।

আপনার এই পোস্টটা দেখলে সামুর পুরো মাসের অবস্থাটা কিছুটা বোঝা যায়...সেজন্যে বিশেষ ধন্যবাদ।
ধৈর্য ধরে কাজটি চালিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো ।
ভালো থাকুন, অপু।

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৯

অপু তানভীর বলেছেন: লজ্জা পাওয়ার মোটেই কারন নেই । :):):)

সবারই সময়ের বড় অভাব । কদিন পর হয়তো আমি নিজেও এতো সময় দিতে পারবো । তখন সময় চলে যাবে অন্য কোথাও ।

অনেক ধন্যবাদ !!

৯| ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:৩৪

জেন রসি বলেছেন: চিন্তা ভাবনা শেয়ার করার জন্য ব্লগ উত্তম। :)



০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:০৩

অপু তানভীর বলেছেন: আসলেই চিন্তাভাবনা শেয়ার করার জন্য ব্লগ সব সময়ই উত্তম জায়গা ! :)

১০| ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:৩৯

সাহসী সন্তান বলেছেন: নতুন ব্লগার হিসাবে অনেক কষ্ট করে একটা পোস্ট তৈরি করেছিলাম "বৈচিত্র্যময় জোনাকি পোকার সাতকাহন" নামে। কিন্তু সেই পোস্টটা যে এতটা জনপ্রিয়তা পাবে আমি আগে কখনো ভাবিনি। তাছাড়া আপনার আজকের করা পোস্ট "মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার" এ আমার সেই পোস্টটা স্থান পেয়েছে দেখে এতটাই ভাল লাগছে যে ভাষায় প্রকাশ করার মত না!!

আপনাকে অশংখ্য অশংখ্য বার ধন্যবাদ সুন্দর এই পোস্টটা দেওয়ার জন্য!!

০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:০৫

অপু তানভীর বলেছেন: আপনার পোস্ট টি আসলেই চমৎকার ছিল এবং সেটা জনপ্রিয়তা পাওয়ার যোগ্য । বলা চলে যদি সামুর আগের অবস্থা থাকতো তাহলে দেখতেন কি অবস্থা হত !

যাই হোক এরকম আরও চমৎকার সামনেও পাবো এই আশা রাখি .....

ধন্যবাদ !

১১| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:৪৫

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: এবার দেখবেন আপনার এই পোষ্ট টি ই সেরা পোষ্ট হবে !

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:১৭

অপু তানভীর বলেছেন: :):):)

১২| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:৪৭

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ক দিন পর কেন এতে সময় দিতে পারবেন না ?

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:২৪

অপু তানভীর বলেছেন: পড়া শেষ হয়ে যাচ্ছে । চাকরি বাকরি খুজতে হবে । কত কাজ !!

১৩| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:১৮

কালের সময় বলেছেন: অসাধারণ কার্যক্রম । এরকম কাজে সম্ভবত অনেক কষ্ট করতে হয় । এত কষ্ট করে পোস্ট তৈরি করার জন্য আপনাকে
এত এত ধন্যবাদ অপু ভাই । =p~

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:২৫

অপু তানভীর বলেছেন: :D :D

১৪| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার পরিসংখান! অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:২৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৫| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:৪৮

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: তাই বলেন , আমি আবার ভিন্ন কিছু মনে করেছিলাম । আর কাজের ফাকে ফাকে আসবেন । কি কাজ পেলেন জানাবেন

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

অপু তানভীর বলেছেন: তাই । কিন্তু আগে চাকরী তো পাই । এতো তাড়াহুড়া নেই :):):)

১৬| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: কাজটি করে যাচ্ছেন বলে খুশি হলাম।

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

অপু তানভীর বলেছেন: দেখা যাক কতদিন করা যায়....

১৭| ০২ রা জুন, ২০১৫ রাত ৯:২৯

জুন বলেছেন: মন্তব্য , পঠিত , হিট এই সব কি জিনিস তা মনে হয় ব্লগ লেখার অনেক অনেক পরে জানতে পেরেছি অপু তানভীর #:-S
নিজেকে এই তালিকায় দেখে খুব ভালোলাগছে B-)
+

০২ রা জুন, ২০১৫ রাত ৯:৫১

অপু তানভীর বলেছেন: আমারও ব্লগে আসাটা কেবল নিজের কথা গুলো মানুষকে জানানোর জন্য । পরে এক সময় আবিষ্কার করি যে মন্তব্য , পঠিত , হিট এই সব কি জিনিস ব্লগে বেশ গুরুত্বপূর্ন জিনিস ! ;)

আপনে তো প্রত্যেকটা তালিকাতেই আছেন, প্রত্যেক মাসেই :):):)

১৮| ০৩ রা জুন, ২০১৫ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: মানে সবক'টি পোষ্ট পড়ার পর বিশ্লেষনে এসেছেন।। যারা একাজ মাতে এতো একাগ্রতা দেখান তারা অবশ্যই সন্মানের যোগ্য।।
আর " অজানাকে জানার এবং অন্যকে জানানোর স্পীহা থেকেই ব্লগিং করে " কথাটি মনে ধরেছে খুব।।

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: আরে না । খুব বেশি পরিশ্রমও করতে হয় না অবশ্য । একটু সময় দিলেই হয় আর কি !

ধন্যবাদ :):)

১৯| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:২২

ঢাকাবাসী বলেছেন: দারুণ কঠিন পরিশ্রমের কাজ, খুব ভাল লাগল।

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):):)

২০| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:১৪

মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: দরকারি পোস্ট :)

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:২৩

অপু তানভীর বলেছেন: :):):):)

২১| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: গত মাসে আমি ছিলাম সুপারফ্লপ :((

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: আপনি তো পোস্টই দিয়েছেন মাত্র একটা !
সুপার ফ্লপ হইলেন কেমনে ? দুই লিস্টেই তো আসেন !

:):):)

২২| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:১১

রিকি বলেছেন: হাসান ভাই কেঁদেন না>>>> আমি আছি আপনার সাথে >>>>>> ফ্লপ ফ্লপ ফ্লপ>>>>> ব্লগ+বাস্টার ফ্লপ !!!!! :(( :(( :(( :(( :((

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

অপু তানভীর বলেছেন: ইয়েস, এইবার আপনার নাম খুইজা পাইনাই দেইখা আমিও অত্যন্ত দুঃখিত !
আপনে কই আসিলেন শুনি ? :(:(

২৩| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো পোস্ট প্রিয়তে ।

১০ ই জুন, ২০১৫ রাত ৮:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ!!

২৪| ০৩ রা জুন, ২০১৫ রাত ৯:৪২

রিকি বলেছেন: ভাই আপনার নিকট ভবিষ্যত আর আমার নিত্যবৃত্ত বর্তমান একই...চাকরী! :( সারা মাসে 2-3 টা করে পরীক্ষা থাকে....পুরো কেরোসিন দশা...হতাশা প্রতিদিন বাতাসা খাওয়ায় ভাই...! গত মাসে অনেক বেশি ডাব্বা মেরেছি...এ মাসে দেখি কি অবস্থা দাঁড়ায় :(

১০ ই জুন, ২০১৫ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: দেখা যাক এই মাসে কি হয়!!
অপেক্ষায় রইলাম!!

২৫| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:১১

রিকি বলেছেন: আপনার প্রতি স্যালুট--- সামুর প্রতি রেস্পেক্ট--- আর সামনে মাসের হিট সমাচারের জন্য অভিনন্দন রইল !!!!! :D :D জুন মাসে মাথায় গামছা বেঁধে এ পর্যন্ত ১ টা পোস্টই দিতে পারলাম----সামনের মাসে অগ্রিম ফ্লপের খাতায় আমি আছি !!!!! ;)



১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: এতো আগেই হতাশ হবেন না ।
গুরু বলেছেন যে জন আগেই হতাশ হইলো শেষে আসিয়া কিই বা পাইলো !

কোন গুরু বলেছেন সেই কথা জানতে চাহিয়া লজ্জা দিবেন না ! ;)

২৬| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৫

রিকি বলেছেন: সেই গুরুকে চিনি ভাই ---- ;)

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৮

অপু তানভীর বলেছেন: ;););)

চিনে রাখা ভাল

২৭| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

অপ্রতীয়মান বলেছেন: কঠিন এই কাজটা কত সুন্দর ভাবে করে যাচ্ছেন আপনি।
শুভ কামনা রইলো :)

১২ ই জুন, ২০১৫ রাত ২:০৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! দেখা যাক কত দুর নিয়ে যাওয়া যায় !

২৮| ১২ ই জুন, ২০১৫ রাত ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি কই :(?

১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৩

অপু তানভীর বলেছেন: আমারও একই প্রশ্ন, তুমি কই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.