নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে কত গুলো উপজাতি কিংবা আদিবাসি আছে আমরা অনেকেই জানি না । হাতে গোনা পরিচিত কয়েকটা ছাড়া আমরা হয়তো নামও বলতে পারবো না । আর পুরো পৃথিবীতে না কত শত আছে । তাদের আছে নিজেস্ব আচার ব্যবহার আর নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি । অন্তর্জালে ঘুরতে ঘুরতে এমন কিছু ছবি চোখ পড়লো । কত রকমের উপজাতিই না আছে কিংবা ছিল আমাদের এই পৃথিবীতে ।
জিমি নেলসন নামের এক ব্রিটিশ ভদ্রলোক আছে সে এরকম বেশ কিছু ছবি তুলেছে । ২০০৯ সালে সে "বিফোর দে পাস এওয়ে" নামে একটা বৃহৎ প্রজেক্ট শুরু করে সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গার উপজাতির আর বৈচিত্রময় মানুষের ছবি সংগ্রহ করতে থাকে । আজকে সেই সব ছবি গুলো থেকেই কিছু ছবি আপনাদের জন্য ।
ইথিউপিয়ান উপজাতি । উপজাতির নাম সুরি !
দক্ষিন ইথিউপিয়ার আরেকটি উপজাতি । ট্রাইবস অব দ্যা অম ভ্যালি !!
কোস্টাল নামিবিয়ার উপজাতি
রাবারি ইন্ডিয়া
সামবুরু উপজাতি, কেনিয়া
তাসানতান (tsaatan) উপজাতি, মঙ্গোলিয়া
ইন্দোনেশিয়ার আসারো মাডম্যান
বান্না ইথিউপিয়া
ডানি ইন্দোনেশিয়া
গাউচোস (Gauchos) আর্জেন্টিনা
গরোকা ইন্দোনেশিয়া
হিমবা নামিবিয়া
হুলি, ইন্দোনেশিয়া
কালাম ইন্দোনেশিয়া
মাউরি নাউভা জিলান্দা
Vanuatu, Isole Vanuatu
কাজাক মঙ্গোলিয়া
মাসাই তানজানিয়া
কারো উপজাতি
ইয়ালী (yali)
কর্মোরেন্ট জেলে, চায়না
Terschelling, নেদারল্যান্ড
হামার, ওমো ভ্যালী, আফ্রিকা
দ্রোকপা, লাদাক, ইন্ডিয়া পাকিস্তান
মুস্তান, তিব্বত, নেপাল
সব গুলো ছবিই অন্তর্জাল থেকে নেওয়া এবং সব ছবিগুলো জিমি নেলসনের তোলার !
০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫
অপু তানভীর বলেছেন: নেই ?
তাহলে ছবি আপলোডের ক্ষেত্রে কেন আসছিল যে ইউহ্যাম রিচড দ্য ম্যাক্সিমাম লিমিট ! আমি তো মনে করলাম যে হয়তো এর থেকে বেশি ছবি সংযুক্ত করা যাবে না !
তাই আর ছবি দিলাম না !
০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
অপু তানভীর বলেছেন: এই দেখেন এই লেখাটা আসতেছে !
এইটার অর্থ কি ?
আমার কোন ছবির সাইজ কিন্তু ১০ এমবির ক্রশ করে নাই !
২| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: পোস্ট এডিট করে বাকী ছবিগুলোও দিয়ে দিন।
চমৎকার এবং ব্যতিক্রম ধর্মী এক ছবি ব্লগ উপস্থাপন করায় ধন্যবাদ।
০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯
অপু তানভীর বলেছেন: দেখা যাক আরও কিছু ছবি এড করা যায় নাকি !
ধন্যবাদ
৩| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো দারুণ! আরও ছবি সংযুক্ত করা গেলে ভাল হত।
০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: ছবি গুলো দেখছিলাম আর ভাবছিলাম আসলেই কতই না বৈচিত্রময় মানুষের জীবন !
দেখি আরও কিছু ছবি সংযুক্ত করতে পারি নাকি !!
৪| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪
রিকি বলেছেন: ঊলে লে ঊলে লে--- আসারো মাডম্যান ঊলে লে !!!! অনেক কষ্টসাধ্য পোস্টে স্যালুট
০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
অপু তানভীর বলেছেন: আরে কষ্ট সাধ্য পোস্ট আর কই । মোটেই কষ্ট করতে হয় নাই
৫| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮
এহসান সাবির বলেছেন: ইন্দোনেশিয়াতে দেখি অনেক প্রজাতি.......
পোস্টে প্লাস.......
০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
অপু তানভীর বলেছেন: হেহেহে ! আরও অনেক আছে । সব গুলার ফটু তো দেই নাই
৬| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: অধিকাংশ উপজাতি দেখতে ভয়ংকর !! মুই ডরাই ছি.......!!
চমৎকার শেয়ার।
০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
অপু তানভীর বলেছেন:
৭| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: দুনিয়া বড়ই রহস্যময় !
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন: বড়ই রহস্যময় !
৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:৩২
কালের সময় বলেছেন: ভালো হয়েছে ।
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৯| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩২
সুফিয়া বলেছেন: চমৎকার একটি পোস্ট। তবে বাংলাদেশের উপজাতীয়দের দেখছি না কেন ?
ধন্যবাদ শেয়ার করার জন্য।
পোস্টে ++++++++++++
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬
অপু তানভীর বলেছেন: জিমি সাহেব এখনও আসে নাই আমাদের দেশে । আসলে আশা করি আমাদের দেশের উপজাতির ছবিও তুলবে !
ধন্যবাদ !
১০| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩
সরদার হারুন বলেছেন: বেশ ভাল লেখা ও ছবি ।
++++++++++++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১১| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯
লেখোয়াড়. বলেছেন:
ভাল পোস্ট!!
অনেক জানা গেল।
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১২| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
নিশাত সুলতানা বলেছেন: সারা বিকাল ছবিগুলোই দেখছি ----
বিচিত্র সুন্দর !
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
অপু তানভীর বলেছেন: আসলেই বিচিত্র সুন্দর !
১৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন ছবি ব্লগ। একটা একটা করে খুব আগ্রহ নিয়ে দেখলাম। ++
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: এতু আগ্রহ ভালু নহে কিন্তু
১৪| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩৪
মন্জুরুল আলম বলেছেন: যেভাবে আমরা বাংলাদেশীরা কুপাকুপি করতেছি তাতে একদিন জিমি'র নাতি হয়তো আমাদের ছবি তুলতে আসবে....ক্যাপশন থাকবে একই 'বিফোর দে পাস অ্যাওয়ে'......
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: কথা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মত নয়
১৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪২
শায়মা বলেছেন: রাবারি ইন্ডিয়া আর সাবমেরুরাই সবচেয়ে সুন্দর !!!! তারা সুন্দর করে সাজুগুজু করে থাকে!!!!!!!!!!!!
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
১৬| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।+
জানতে পারলাম অনেক কিছু।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১
অপু তানভীর বলেছেন: এই পৃথিবী বড়ই বিচিত্র
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি একটি ভুল তথ্য দিয়েছেন। সামহোয়্যারইন ব্লগে কখনই পোস্টে ছবি সংযুক্ত করার ক্ষেত্রে কোন লিমিটেশন ছিল না। একক বা একসাথে ছবি আপলোড করার ক্ষেত্রে আগে সর্বোচ্চ ৫ মেগাবাইট বরাদ্দ ছিল এবং বর্তমানে তা ১০ মেগাবাইট করা হয়েছে। এছাড়া আপনি আপনার পোস্টে ইচ্ছে মত ছবি সংযুক্ত করতে পারেন।
এই বিষয়ে যদি আরো সমস্যা অনুভব করতে থাকেন, তাহলে আমাদেরকে বিস্তারিত জানিয়ে ফিডব্যাকে মেইল করার অনুরোধ রইল।