নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মান সম্মত পোস্ট নিয়ে অনেকেরই অনেক করম ক্রাইটেরিয়া আছে । কেউ হয়তো ভাবে ভাল পোস্ট মানে বেশি বেশি হিট কিংবা বেশি বেশি মন্তব্য আর প্লাস ! অথবা বেশি বেশি প্লাস ! যে কোন পোস্ট যে কারো ভাল লাগতে পারে আবার নাও লাগতে পারে । কোন পোস্ট কারো ভাল না লাগার মানে এই নয় যে পোস্ট টি ভাল নয় ! এতো কিছু পরেও কিছু কিছু পোস্ট আছে যে গুলোর সব কিছুকে ছাড়িয়ে ! মানুষ সেগুলো আগ্রহ নিয়ে পড়ে !
গত ছয়মাসে এরকম কয়েক টি পোস্ট এসেছে । যদিও সংখ্যায় সেগুলো খুব বেশি নয় তবুও পোস্ট গুলো গুনে মানের দিক দিয়ে সব সময় উল্লেখ করার মত । আর আমার মতে ভাল পোস্ট হয়তো অনেকের চোখ এড়িয়ে যায় তবুও ভাল পোস্ট হিট করবেই ! সেরকম অল্প কয়েকটি পোস্ট নিয়ে আজকের পোস্ট ! যেহেতু বছরের মাঝে এসে এসে আমাদের বাজেট হয় সেই হিসাবে অনেক হিসাবেই বছরের মাঝখানে করতে হয় ! সেই দিক দিয়ে এই হিটের হিসাব কিতাবই বা পিছিয়ে থাকবে কেন ?
আসুন একটু হিসাব করা যাক গত ছয় মাসে আমাদের সামুতে সব থেকে হিট পোস্ট গুলো ছিলো কোন গুলো !
পোস্ট তৈরি করতে গিয়েই কিছু কিছু পোস্ট সব সময়ই চোখ এড়িয়ে যায়, যাবেই ! সব দিকে লক্ষ্য রাখা আমার একার পক্ষে সম্ভব নয় ! সেই সময় কিছু কিছু সহৃদয় ব্লগারেরা এগিয়ে আসে । বিভিন্ন পোস্টের খবর দিয়ে যায় ! এই পোস্টটিও ঠিক তেমনই একটা এড়িয়ে যাওয়া পোস্ট ! মজার কিছু তথ্য নিয়ে একটা সিরিজ পোস্ট একটা অংশ !
কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
১০২৯৮৩ বার পঠিত
আমাদের মুক্তিযুদ্ধের শুরুর আগের পাক বাহিনীর গনহত্যার পরিকল্পনা, পটভূমিসহ আরও অনেক অজানা তথ্য নিয়ে তথ্যবহুল এই পোস্টটি । যদি আপনি না পড়ে থাকেন তাহলে আজকেই পড়ে নিন ! পড়ে থাকলে আবারও একবার পড়েন । ভাল জিনিস বারবার পড়তে হয় !
অপারেশন সার্চলাইট - (Operation Searchlight) - (জানা অজানা অধ্যায় - I Know Why the Caged Bird Sings )
৩৭৩০৩ বার পঠিত
ঠিক এর পরের পোস্ট টি এসেছে টিএসসিতে সেই নক্কারজনক ঘটনার সেই আপডেট ফটো, ভিডিও গন মাধ্যমের প্রচারিত সল তথ্য নিয়ে তৈরি !
টিএসসি ঘটনার কিছু ফটো এবং লাইভ ফুটেজ ... এক্সক্লুসিভ (আপডেট ) এদের ধরিয়ে দিন !!!
৩৪১৯৯ বার পঠিত
হামা ভাইয়ের এই গল্প টা যে এতোবার পঠিত হতে পারে আমি ভাবতেই পারি নি । প্রথমে তাই পোস্ট টা এড়িয়ে গেছে এবার সংযুক্ত করে দিলাম !
এক পাতা সিভিট
৩১৭৪৯ বার পঠিত
মজার কিছু তথ্য নিয়ে একটা সিরিজ পোস্ট একটা অংশ !
কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
২৮৬৬৩ বার পঠি
আমি বলবো আরেকটা চমৎকার পোস্ট । ফোনোটিক এলফ্যাবেট নিয়ে পোস্টটি তে কয়েকটি সাংকেতিক শব্দের অর্থ নিয়ে কথা বলা হয়েছে যেগুলো আমরা প্রায়ই সময় বিভিন্ন মুভিতে দেখি কিংবা থ্রিলার গল্পে পড়ি । ঠিক এমনি বাস্তব জীবনেও স্বসস্ত্র বাহিনী ব্যবহার করে থাকে ! পোস্ট পড়ার পর থেকে আপনি যখন এরকম শব্দের সম্মুখিন হবেন তখন খুব ভাল করেই বুঝতে পারবেন এগুলোর আসল অর্থ কি !
আসেন আপনাদের একটু জ্ঞান দেই (প্রথম পর্ব )
১৯০২৪ বার পঠিত
এর পরের পোস্টটিই তৈরি হয়েছে হেনরি কিসিঞ্জারকে নিয়ে ! সত্যি বলতে কি এই পোস্ট পড়ার আগে আমি ঠিক মত হেনরি কিসিঞ্জারকে চিনতামই না ! দুয়েকবার নাম শুনেছি সম্ভবত । ঠিকমত মনেই ছিল না ! কিন্তু পোস্ট টা পড়ার পর এই ভদ্রলোকের উপর খানিকটা আগ্ঘ জন্মেছে । আপনারাও পড়েও দেখুন আপনাদের ভাল লাগে কি না ! তবে আরও কিছু তথ্য সংযুক্ত হলে সম্ভবত আরও ভাল হত !
"হেনরি কিসিঞ্জার" এক পাপিষ্ঠ ও এক রহস্যের নাম
১৭০৮৭ বার পঠিত
আমি বলবো এই বছরের এখনও পর্যন্ত অন্যতম চমৎকার একটি পোস্ট ! ছোট বেলা থেকেই মমির ব্যাপারে আগ্রহ নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে বিশে করে যারা রহস্য গল্প উপন্যাস পড়ে আসছে । আমি ছোট বেলা থেকেই গল্প উপন্যাসের প্রতি বেশ ঝোক ! সেখানে যখন মমির প্রসঙ্গ আসতো প্রতিবারই ভাবতাম আসলেই মমি প্রস্তুত করা সম্ভব ? কিভাবে সম্ভব ? এই পোস্ট টাতে সেটি খুব চমৎকার ভাবেই তুলে ধরা হয়েছে !
মমি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এবং প্রাচীন মিসরের সচিত্র মমিকরন পদ্ধতি!!
১২৭৪৮ বার পঠিত
আরও একটা চমৎকার পোস্ট । মাতৃভাষার প্রতি ভাল থেকেই চমৎকার উদ্দোগ নেওয়া কিছু মানুষের কথা !
বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান
১০২৭৬ বার পঠিত
আজকে তাহলে এই পর্যন্তই ! আরও দুইটা পোস্ট দিয়ে ফেলবো এই ষান-মাসিক হিসাব কিতাব নিয়ে ! ততক্ষন পর্যন্ত ভাল থাকুন !
এছাড়া আরও দেখতে পারেন, গত কয়েকমাস ধরে চলতে থাকা হিট সমাচার সমুহঃ
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৫
অপু তানভীর বলেছেন: হুমমমমম !
২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২২
হাসান মাহবুব বলেছেন: আমার এইটা মিস কইরা গেলা?
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৭
অপু তানভীর বলেছেন: আমি তাজ্জব হইয়া গেলাম ভাই ! আমি যখন প্রথম পোস্ট বানিয়েছিলাম তখন আপনার এই পোস্ট সাড়ে সাতশবারের মত পঠিত হয়েছিল । এই হিট দেইখা তো আমি বিষম খাইয়া গেলুম !
যাক এড করে নিয়েছি ! থেঙ্কু !!
৩| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫
ঢাকাবাসী বলেছেন: বেশ খাটুনীর কাজ, ভাল লাগল ।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৮
অপু তানভীর বলেছেন: নাহ ! এমন কোন খাটুনির কাজও কিন্তু না !
৪| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মত পরিশ্রমী পোস্ট ।
সম্ভব হলে সর্বাধিক শেয়ার হওয়া পোস্ট নিয়ে একটা সংকলন করার অনুরোধ থাকবে ।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০
অপু তানভীর বলেছেন: দেখি শেয়ার হওয়া পোস্ট নিয়েও একটা পোস্ট দেওয়ার ইচ্ছে আছে । সামনে কি হয় দেখা যাক !
ধন্যবাদ
৫| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
শতদ্রু একটি নদী... বলেছেন: প্লাবন ভাইয়ের একটা সিরিজ পোষ্ট সামু শেয়ার করছিলো। ওইটার হিট লাখ ছাড়াইছিল। ওই সিরিজটাও দারুন লেখার ভঙ্গীর জন্য।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১
অপু তানভীর বলেছেন: এড করে নিয়েছি
থেঙ্কু !
৬| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
রিকি বলেছেন: স্যালুট ভাই...এই লিস্টে প্লাবন ভাইয়ের কত কিছু জানি নারে পর্ব ৪ যোগ হবে...ঐটা এক লক্ষ মেলা আগে ক্রস করে গেছে. এই ষান্মাসিক ভার্সনে মমিকরণ শতদ্রু ভাই বাজি, পটকা, রকেট সব মেরে দিয়েছে !
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩২
অপু তানভীর বলেছেন: রেস্পেক্ট !!
তাই দেখা যাইতেছে ! বাজি, পটকা, রকেট সব মেরে দিয়েছে !
৭| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: চমৎকার কাজ। এত কঠিন একটি কাজ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩
অপু তানভীর বলেছেন: আরে মোটেই কঠিন কাজ নয় ! বরং ইদানিং গল্প লেখার থেকে এই কাজ করতেই কম কঠিন মনে হয় !
আপনাকেও ধন্যবাদ
৮| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৬
প্লাবন২০০৩ বলেছেন: রিকি বলেছেন: স্যালুট ভাই...এই লিস্টে প্লাবন ভাইয়ের কত কিছু জানি নারে পর্ব ৪... এর কথা বলেছেন, এটা পর্ব ৬ হবে লিঙ্কঃ ৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
ধন্যবাদ @রিকি ভাই এবং @শতদ্রু একটি নদী ভাই কে।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৪
অপু তানভীর বলেছেন: এড করে নিয়েছি লিংক দেওয়ার আগেই
৯| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩
রিকি বলেছেন: প্লাবন২০০৩ ভাই আপনি এই পর্বের এত কিস্তি লিখে ফেলেছেন, আমি তো ছবি দেখে মনে রাখি, ছয় এভাবেই চার হয়ে গেছে !!!!!
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৫
অপু তানভীর বলেছেন: বেশি না কেবল দুই কম হয়েছে । কুনো ব্যাপার নহে !
১০| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাবতেছি আমার বহুদিনের পরিকল্পিত হুদাই শিরোনামের পোস্টটা সকল চেনাজানা ফেবু সেলিব্রিটিরে দিয়া শেয়ার দেওয়াবো। এক নাগালের বাইরে থাকা কোনো ব্যাপারই না। ছলা কলা জানলেই চলে।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: কথা খারাপ কন নাই
১১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৯
হাসান মাহবুব বলেছেন: জাদিদ এটা সামুর অফিসিয়াল পেইজে শেয়ার দেয়ার পর ঘটসে এই এলাহি কাণ্ড। ইশ, সব পোস্ট যদি শেয়ার দিতো!
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: হাহাহাহা ! তাই উচিৎ
১২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮
এস কাজী বলেছেন: দরকারি পোস্ট। ভাল লাগলো অপু তানভীর ভাই। ধন্যবাদ পোস্টের জন্য।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:১২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শ্রমসাধ্য চমৎকার পোস্ট। নিয়মিত করে যাচ্ছেন, এজন্য আপনি অবশ্যই সাধুবাদ প্রাপ্য।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ বুকা ভাই
১৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪২
মায়াবী রূপকথা বলেছেন: কিছু পড়েছি, বাকীগুলোও পড়ে ফেলবো। দারুন কাজ করছেন আপনি
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: পড়ে ফেলুন !
১৫| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১৭
মহান অতন্দ্র বলেছেন: অনেকদিন ব্লগে ছিলাম না। সময় করে পড়ে নিব।
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: পড়ে ফেলুন আজই !
১৬| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৯
সজল জাহিদ বলেছেন: বেশ ভালো গবেষণাঃ পাঠক ভাই-বোনেরা চিন্তার ঝামেলায় পড়ে যাবেন যখন আমার লেখাও এই তালিকাতে আশা শুরু করবে...... আর একবার শুরু করলে কি যে হবে কে জানে? সবে তো একমাস হল ব্লগে লেখা শুরু করেছি......! দেখাজাক!!!
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
অপু তানভীর বলেছেন: সেই অপেক্ষায় আছি.....
১৭| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: ষান কি ভাইয়া?? সন নাকি শোন নাকি শনপাপড়ি!!!!!!!!!!!!!!!!!!! নাকি ষাড়!!!!!!!!!!
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:২৮
অপু তানভীর বলেছেন: ষান মানে হইলো ছয় ! এইডা জানো না ? হায় আল্লাহ
১৮| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
নুর ইসলাম রফিক বলেছেন: অনেক পরিশ্রমি কাজ।
নিশ্চই প্রশংসার যৌগ্য।
হ্যা ভাই অপু তানভীর,আমি আপনার প্রশংসা করছি।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:৩০
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !
১৯| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ কাজ করছেন।
ব্লগের প্রতি আন্তরিকতায় মুগ্ধ হলাম।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন: আরে এতো প্রশংসা কইরেন না !
ধন্যবাদ
২০| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭
জুন বলেছেন: অসাধারন ডেডিকেশন অপু তানভির । অনেক ভালোলাগা
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪
লেখোয়াড়. বলেছেন:
হুমমমমমমমমমমমমমমমমম!