নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের পোস্ট মুলত ভিডিও পোস্ট । সুতরাং যাদের নেটে বাফার ফ্রি ইউটিউবের সুবিধা আছে তারা ছাড়া পোস্ট টা পড়ে, মানে দেখে মজা পাবেন না !
মুলত গুরু বলেছেন যে "ইন্ডিয়ান মিউজিক ততক্ষন পর্যন্ত অরিজিনাল যতক্ষন পর্যন্ত আমরা সেইটার আসল সোর্স না খুজে পাই" এখন কোন গুরু বলেছেন সেটা না হয় আমরা যাই শুনি ! তবে সব গানই যে কপি করা তা কিন্তু না । প্রিতম থেকে শুরু করে আনু মালিক হিমেস এমন কি সেই আদিম যুগের আরডি বার্মনের আমল থেকেই চলে আসছে এই কপির খেলা ! আগে সত্যিই আমি জানতাম না । একদিন "হলিশীট" নামের একটা ইউটিউব চ্যানেল থেকে জানতে পারি যে এদের ভেতরে এই জিনিস রয়েছে । তারপর আস্তে আস্তে আরও ধরা পড়ে !
আপনাদের কি জানা আছে ইন্ডিয়ার একটা গান ইজরায়েলী জাতীয় সংগীত থেকে কপি করা !
কি বিশ্বাস হচ্ছে না ?
দেখেন আমি দুইটা লিংক দিলাম নিচে সেগুলো শুনে দেখেন !
এইটা হল হিন্দি গান
এইটা হল ইজরায়েলী জাতীয় সংগীত
ভাগ্য ভাল যে ইন্ডিয়ার জাতীয় সংগীত টা রবি বাবু লিখেছেন । নয়তো সেটাও হত অন্য কোথা থেকে কাট কপি পেস্ট করা !
তবে ফ্রেস মিউজিকও কিন্তু আছে তবে কপি করা গানের সংখ্যাও কিন্তু কম না ! যাই আর কথা বার্তা আমরা না বলি ! নিচের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার কথা মিথ্যা নয় ! এমন কি আমি প্রথমে যখন ভিডিও গান গুলো দেখি তখন নিজেই অবাক হয়েছিলাম । এর ভেতরে আমার পছন্দের কিছু গানও ছিল ! যেগুলো আমি জানতামও না যে আসলে সেগুলো কপি করা গান !
তবে আসুন গাড়ি শুরু করা যাক !
আরও কত গুলো আছে আপাতত এগুলোই দেখেন !
(পোস্ট তৈরি হয়েছে ইউটিউবের বিভিন্ন ভিডিও চ্যানেল থেকে)
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮
অপু তানভীর বলেছেন: আমার আবার ডাটা শেষ হওয়ার ঝামেলা নাই । সারাদিন কেবল ইউটিউবের উপ্রেই আছি !
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
প্রবাসী পাঠক বলেছেন: প্রীতম এর কপি ছাড়া অরিজিনিয়াল কোন গান আছে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: আসলেই তাই !
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
গেম চেঞ্জার বলেছেন: মামা!!!!! ই কি দেখাইলা!!!!! গেছি!!!!!!!!!!!!!!
তয় তারা কিন্তু গেইনার।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: হুম ! নকল করে কুটি কুটি টেকাটুকা আয় করতিছে !
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: দেখেন আমি দুইটা লিংক দিলাম নিচে সেগুলো শুনে দেখেন !
এইটা হল হিন্দি গান !!! ------
প্রথম দুইটার মিল ধরতে পেরেছে। তৃতীয়টা অনেক গানের সমাহার তাই পরিস্কার বুঝতে পারছি না।
বাকিগুলো পরে ওপেন করব। একটু ঘুমিয়ে নেই!!!
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪
অপু তানভীর বলেছেন: তৃতীয়টা থেকে শুরু । ওখানে আছে কোন গান কোন গান থেকে কপি করা ! আস্তে আস্তে দেখতে থাকেন !
৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
সচেতনহ্যাপী বলেছেন: মনে পড়ে অনেক আগে ব্যাংকক থেকে যে মাল প্রথম ক্রয় করতাম দুই মাস পর হুবহু তাই পেতাম বড়বাজার বা নিউমার্কেটে।।আরো মাসদুয়েক পর চকবাজারে!! তখন শুনেছিলাম ব্যাংককও নাকি ধার করতো হংকং আর সিংগাপুরকে!! সুতরাং..।।।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: চলছে চলুক
৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও ক্ষতি কি ।।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২০
অপু তানভীর বলেছেন: ক্ষতি নাই
৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫
রিকি বলেছেন: প্রীতম আর অনু মালিক তো কাঁচি আর হেডফোন নিয়ে বসে কম্পোজ করে, একটা গানও তাদের আসল আছে কিনা সন্দেহ!!!!
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
অপু তানভীর বলেছেন: সত্যি ! আলেই আছে কি না জানা নাই !
৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন: কপি ছাড়া আর কি পারে
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
অপু তানভীর বলেছেন:
৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
তারছেড়া লিমন বলেছেন: ইহা অনুকরন নয়.....অনুপ্রেরনা..............
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: রিস্পেক্ট
১০| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪
আবু শাকিল বলেছেন: পড়লাম এবং দেখলাম ।
ভাল সময় পার করলাম।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
অপু তানভীর বলেছেন:
১১| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬
হাসান মাহবুব বলেছেন: সবগুলো শোনার ধৈর্য্য হলো না। হালারা করছেটা কী! চুরার গুষ্টি!
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১
অপু তানভীর বলেছেন: কেবল কি গান মুভি মুভি সিন একেবারে হুবাহু মেরে দেয় তারা !
১২| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
আব্দুল্যাহ বলেছেন: বসেরা আসলেই বস, কপিতেও সেটাই প্রমাণ পায়।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪
কাবিল বলেছেন: আমার ডাটা গুলো যদি এইবার শেষ হয়!
ভালো লাগলো শেয়ার করায়।