নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মেলায় হারানো বলিউড তারকাদের জমজ ভাইবোন হলিউডে :D B-))

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

যখনই আমরা কোন হিন্দি মুভি দেখি কিংবা হিন্দি গান শুনি তখনই মনে হয় এই মুভির দৃশ্যটা যেন আগে কোথাও দেখেছি কিংবা এই গানের সুর না মনে হয় আগে কোথাও শুনেছি । যদিও সব হিন্দি মুভি কিংবা গানের বেলায় এটা সত্য নয় তবুও মনে হয় অনেক মুভির বেলায় এটা সত্য । যাই হোক এই নিয়ে আগে পোস্ট দিলেও আজকে পোস্টে বিষয় ভিন্ন । আজকে দেখা যাবে যে বলিউডের অনেক হাই প্রোফাইল তারকাদের দিকে তাকিয়ে মনে হবে আরে এই চেহারা আগে যেন কোথায় দেখেছি !
অ্যা ?
বলিউড মুভি গান একশান দৃশ্যের সাথে সাথে কি তাহলে নায়ক নায়িকাদের চেহারাও কপি করা শুরু করলো ?
না ! আলসে কপালে ফ্যার । চেহারা একই রকম । নিচে একম কয়েকজনের ছবি আপনারা দেখতে পাবেন যাদের দেখলে মনে হবে এরা আসলে আপন মায়ের পেতের ভাই-ভাই কিংবা বোন-বোন । অন্য দিকে দুষ্ট লোকে বলবে কপি করা চেহারা !

আসুন দেখা যাক সেই বলিউডের চেহারা গুলো যে গুলো কি না প্রায় হুবাহু হলিউডের চেহারার মত দেখতে !

যারা নিয়মিত হলিউড বলিউডের মুভি দেখেন তাদের কাছে এই দুই চেহারা খুবই পরিচিত । দেখে মনে হচ্ছে না যে দুইজন আপন মায়ের পেটের বোইন ! :D
Priyanka Chopra - Eva Mendes


এই দুই বোইনকেও চিনেন না এমুন লুকজনও মনে হয় খুজে পাওয়া যাইতো না !

Kareena Kapoor - Paris Hilton


আরও দেখেন লিস্টে কে কে আছেন
John Abraham - Antonio Banderas



অক্ষক কুমার আর টম ক্রুজকে কীন্তু আসলেই জমজ ভাই মনে হইতাছে !
Akshay Kumar - Tom Cruise


কখনও কি ভেবেছি প্রীতি জিনতার সুইট একটা বোনও আছে ! :D
Preity Zinta - Drew Barrymore


অবশ্য এসা গুপতাকে অনেক আগে থেকেই আমার এঞ্জিলিনা জোলির ছোট বোন মনে হত
Esha Gupta - Angelina Jolie


Sanjay Dutt - Jean Reno


দেখেন অবস্থা এদের সম্পর্ক তো বাবা দাদাদের আমল থেকেই
Shammi Kapoor - Elvis Presley


Dev Anand - Gregory Peck


নিকোলাস কেইস আমার এতো পছন্দের একজন অভিনেতা তার তার জমজ ভাই এইডা কেন ? X((
Rahul Khanna - Nicolas Cage



এই দুই ভদ্রলোকে অবশ্য মানাইছে বেশ ! দুজনই আমার অনেক পছন্দের
Hrithik Roshan - Bradley Cooper


Katrina Kaif - Cobie Smulders


দুই জগতের দুই বস
Aamir Khan - Tom Hanks


পরীনিতির মত তার বোইনও সুইট আছে
Parineeti Chopra - Hayden Panettiere


Roger Federer and Arbaaz Khan



মিস্টার র‌্যামবো এন্ড রানভির



ইয়ে মানে এই ছবি ইগনোর করেন B-))
Saif Ali Khan and Gas Station attendant



আরও কিছু দেখতে চাইলে গুগল মামু তো আছে । নিজ দায়িত্বে দেখে নিন !
বিঃদ্রঃ ইহা একটি টাইম পাস মুলক পোস্ট !

সকল ছবি গুগল মামার সাহায্য বিভিন্ন ওয়েব থেকে সংগৃহীত !

মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

জটায়ু. বলেছেন: পুরাই ফাটাই দিসেন অপু ভাই।।

অফটপিকঃ শিপু ভাই রিফাত ভাই এরা কে ব্লগে দেখি না যে তারা কোথায়।?

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

অপু তানভীর বলেছেন: আরে এমন কিছু না । সেদিন গুগলে সার্চ দিতে গিয়ে এই জিনিস পাইলাম । কুনো কাজ কাম নাই তাই ভাজ খই !
:D


শিপু চাচা এখন ফেসবুকেই থাকে । ব্লগে আসে না ।

আর রিফাপ নাকি রাফাত ভাই ?

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: কিছু কিছু পিকচারের মিল আছে হলিউডি আর বলিউডি তারকার মাঝে

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

অপু তানভীর বলেছেন: আরও আছে অনেক ! :):):)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: লাস্টের এপিক ছবিটা ইগনোর করা অসম্ভব!! B-))

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

অপু তানভীর বলেছেন: কথা সত্য ! কিছুতেই ইগনোর করার উপায় নাই :D

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

শাহাদাত হোসেন বলেছেন: রিত্তিকরে দেইখা আমার আগেই মনেহয়েছিলো শালা একটা কপিবাজ :-P

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

অপু তানভীর বলেছেন: আরে কপিবাজ কেন হইবে ? এটা তো আসলে চেহারা । মিলে গেছে এই যা !

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

জাতির মামু বলেছেন: মজা পাইলাম।

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অপু তানভীর বলেছেন: B-)) :D

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল পোস্ট, জানা ছিলনা এসব তথ্য। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অপু তানভীর বলেছেন: :) :)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

তামান্না তাবাসসুম বলেছেন: #:-S :`>
আপনার পোস্ট always ইউনিক। ধন্যবাদ :)

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

অপু তানভীর বলেছেন: বেকার মানুষের মাথায় সব সময় এই চিন্তা ভাবনাই ঘুরাফেরা করে আর কি :D

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

শাহাদাত হোসেন বলেছেন: মজা করার জন্য বলেছিলাম আর আপনে সত্যি সত্যি ধইরা নিলেন ।

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অপু তানভীর বলেছেন: ও আইচ্ছা বুঝবার পারি নাই :D

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সাহসী সন্তান বলেছেন: এক্কেরে ফাটাই ফেলছেন অপু ভাই! ব্যাপুক মজা পাইলাম। টাইমপাস হিসাবে পোস্টটা ব্যাপক মানাইছে....!!


শুভ কামনা জানবেন!

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

অপু তানভীর বলেছেন: টাইম পাস করিতে করিতে কত কিছুই না করতে মনে কয় ।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দিন গুলো চলে যাচ্ছে । আর কদিন পরে হয়তো আর আসাই হবে না ব্লগে :(:(

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সাহসী সন্তান বলেছেন: কেন ভাই, ব্লগে আসবেন না কেন? আপনি ব্লগে না আসলে আমরা চমৎকার চমৎকার সব রোম্যান্টিক গল্প পাবো কোথা থেকে? তাছাড়া মাস শেষের 'সামু হিট সমাচার', সবইতো মিস করবো? ঐ পোস্টটার জন্যেতো গোটা মাসটাই অপেক্ষা করে থাকি। তাইলে ক্যামনে কি.......??

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

অপু তানভীর বলেছেন: সামনের কথা কি কিছু বলা যায় ? কিছু বলা যায় না । সামনে কঠিন দিন আসতেছে !!

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

হোসেন মালিক বলেছেন: এত মিল ক্যামনে হইল?

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

অপু তানভীর বলেছেন: সেইটাও ভালু প্রশ্ন :D

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: বলিউডের প্রায় সবাইকেই চিনি, হলিউডের টমক্রুজ অার এঞ্জোলিনা জোলি ছাড়া অার কাউকেই চিনতাম না! এই সুযোগে চিনে নিলাম । সত্যিকার অর্থেই এদের যমজ ভাইবোন মনে হচ্ছে ।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

অপু তানভীর বলেছেন: হে হে হে হে ! মনে হইতেই পারে :)

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

শফিউল আলম চৌধূরী বলেছেন: তার মানে দাড়াইলো একলা আমিই শুধু দুটা বাদে অন্য ছবি গুলায় কোন মিল খুজে পাই নাই :/ প্রথম ছবি তে ইয়া বড় দুইটা গাল আর শেষ ছবিতে বেশ কিছু মিল বাদে আর কোন মিলই পাই নাই।

চোখের ডাক্তার দেখানো লাগবে :/

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

অপু তানভীর বলেছেন: আমাদের এইখানে চইলা আসেন । আলনুর হাসপাতালে ভালু চোখ পরীক্ষা করে ! :D

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) :) :) :) :)

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

অপু তানভীর বলেছেন: :D

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আমিই মিসির আলী বলেছেন: আমার কাছে ভাই জমজ মনে হয় নাই।
প্রত্যেকই আলাদা আালাদা।
আকশে কুমারের গলে আপনি টম ক্রুসের চেহারার মিল পাইছেন!!!


কিছু মনে কইরেন না ভাইয়া। আমার মনে হয় আপনার চক্ষু বিশেষজ্ঞের শরনাপন্ন হওয়া উচিত।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

অপু তানভীর বলেছেন: আপনার না মনে হইতেই পারে ! কি যায় আসে !

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আসলেই অদ্ভুত মিল। ফাটাফাটি শেয়ার। দুনিয়াতে একই চেহারার নাকি ১২ জন মানুষ থাকে। কাছাকাছি চেহারার মনে হয় শতশত থাকা সম্ভব। ইনারাও তার নমুনা।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: আমি শুনছি যে একই চেহারার সাত জন মানুষ নাকি আসলেই থাকে । থাকা টা আসলেই সম্ভব !

B-))

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

নীলসাধু বলেছেন: বাহ বেশ।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: :D :)

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

সুলতানা রহমান বলেছেন: অনেকগুলো ছবিতে অনেক মিল। কিন্তু অক্ষয় আর টমক্রুজের ছবিতে মিল পাইনি।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: আমার কাছে অবশ্য বেশ মিলই মনে হইতেছে ।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ একজনের সাথে আরেকজনের দেখি দারুণ মিল

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: :) :)

২০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

আবু শাকিল বলেছেন: সব গুলা ছবিতে মিল নাই।আপ্নে
কিছু কিছু ছবিতে ইচ্ছাকৃত ভাবে মিল দিছেন । :-P =p~

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৪

অপু তানভীর বলেছেন: কইছে ! :D

২১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

ধমনী বলেছেন: ভালো গবেষণা।

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৫

অপু তানভীর বলেছেন: :D

২২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

হাসান মাহবুব বলেছেন: কিছু কিছু মিল অবাক করার মতো। তয় রজার ফেদেরার হলিউডের কেমনে হয়?

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

অপু তানভীর বলেছেন: ফেদেরার অবশ্য হলিউডের না তবে দেখবেন সামনে তাকে নিয়ে ঠিক ঠিক কোন না কোন মুভি তৈরি হয়ে যাবে অথবা সে গেস্ট একটর হিসাবে হাজির হইবে কুনো দিন :D

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

মশিকুর বলেছেন:


ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া তারানা ম্যাডামের ছোট বোন...

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

অপু তানভীর বলেছেন: :D

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

মোঃ শিলন রেজা বলেছেন: আমি তো প্রথমে এত মিল দেখে ঘাবড়ে গিয়েছিলাম, পরে আমির খান, আরবাজ খানের এখানে এসে বুঝলাম শুধু মিল খোঁজার চেষ্টা চালিয়েছে লেখক। এই সুযোগে হলিউডের অনেক অভিনেতার নাম জানা হয়ে গেল।

আরেকটা কথা গুগল এ কি লিখে সার্চ দিলে এমন আমি পাব?

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: লুক এলাইক লিখে সার্চ দিলেই চলবে চলে আসবে অনেক লিংক !

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২

রিকি বলেছেন: ব্যাফুক পুষ্ট!!!! B-)) সব থেকে ভালো লেগেছে, সাইফ আলি খানের ভাইকে দেখে!!!! ;) ;) আমি হেব্বি খুশি হয়েছি---শেষ পর্যন্ত আসল পরিচয় ফাঁস!!!! :D আর ক্যারিনা কাপুরের বইন---প্যারিস !!!! B-)) এদের প্যানপ্যানানিতেও মিল আছে !!!!! B-)) B-))

আরও নেন কয়েকটা---ভাই বহিনদের ডপেলগ্যাং !!!!! =p~

অ্যান হ্যাথাওয়ে- দিয়া মির্জা



তুষার কাপুর- ফিলিপ রায়েস



ইমরান হাশমি--কলিন ফ্যারেল



দিপীকা পাড়ুকোন- ইরিনা শায়েক (আহা একটুর জন্য শতদ্রু ভাইয়ের সালমা হায়েক বাদ পড়ে গেলু B-)) !!!! )



২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: আরে আমিও দিপিকাটার দিকে চেয়েছিলাম পরে ভুল করে মনে হয় ঐ ট্যাব টা ক্লোজ করে ফেলেছিলাম তাই আর দেওয়া হয় নাই । যাক দেখি এড করে নিতে হবে !

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আশা করি বাংলাদেশে ও আছে এইরকম । :) :) :)

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: থাকতেও পারে !

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মজার তো!!! :)

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: হুম :):)

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

কাবিল বলেছেন: আমি খুঁজতাছি আপনার মত আর একটা পাওয়া যায় কিনা।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: আমার চেহারার মত কাউকে পাওয়া যাইবো না :D

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হাসি আর লুক কিছুটা মিল্লেই কি আর জমজ বলা যায় !!!!!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: চাইলেই কত কিছু হয় :D

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

রক্তিম দিগন্ত বলেছেন: শেষের ছবিটা একই মানুষের তাতে কোন সন্দেহ নাই।

ফুলটাইম গ্যাস সার্ভিস অ্যাটেন্ডেন্স - পার্ট টাইম অভিনেতা সাইফ আলী খানই ঐটা। :D

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.