নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

একটি গবেষণামূলক পোস্টঃ বীর-বাঙ্গালি অনলাইনে কি করে ? ;)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭



বাঙ্গালি আসলে কি করে নেটে ? এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন । কোন বাঙ্গালী কি করে নেটে সেটা আলাদা ভাবে বের করা সম্ভব নয় । তবে ঠিক ঠিক ধারনা করা যায় আমরা আসলে কোন কোন সাইট গুলো বেশি বেশি ভিজিট করে । সেখান থেকে খানিকটা হলেও ধারনা পাওয়া যায় আসলে বীর বাঙ্গালি কি করে অনলাইনে ।

অনেক বছর আগে নাফিস ইফতেখার বাঙ্গালি নেটে আসলে কি করে সেই বিষয়ে একটি গবেষণা মূলক পোস্ট দিয়েছিল । তারপর কেটে গেছে অনেক বছর । আমরা সবাই জানি মানুষ পরিবর্তনশীল এবং সময়ের সাথে সাথে মানুষের মনভাব বদলায়, সেই হিসাবে তারা আগে যে সাইটে ঘোরাফেরা করতো এখন তারা সেই সাইট গুলোতে নাও যেতে পারে, এবং একই সাথে বাড়তে পারে অন্য সাইটে গুলোতে ঘোরাঘুরিও ! বদলাতে পারে বীর বাঙ্গালির অনলাইনের কার্যক্রমের ধরন । গত বছর এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম । সেইটাও এক বছর আগে । তাই এইবার আবারো সেই পোস্ট নিয়ে হাজির । আচ্ছা দেখা যাক এই বছরে আমাদের বাঙ্গালিদের নেটের কাজ কর্মের কি অবস্থা ? এবং সেই সাথে একটি তুলনা মূলক অবস্থা ।

বাংলাদেশ থেকে মোস্ট ভিজিটেড সাইটের লিস্টে আছে

এক- গুগল ডট কম
দুই- গুগ বিডি
তিন- ফেসবুক
চার- ইউটিউব
পাঁচ- প্রথম আলো অনলাইন
ছয়- ইয়াহু ডট কম
সাত- বিডি নিউজ
আট- ব্লগস্পট
নয়- বাংলা নিউজ ২৪
দশ- উইকিপিডিয়া


>> প্রথম ১০ ভিজিটেড সাইটে একটু পরিবর্তন এসেছে দেখা যাচ্ছে গত বছরের থেকে । জানি না কেন এবার ফেসবুক তিন নম্বরে চলে গেছে । এমন টা কি ১৮ তারিখ থেকে ফেসবুক বন্ধ এই কারনে ? হলেও হতে পারে তবে আমি আশা করেছিলাম গতবারের মত এবারও বাংলাদেশে সব থেকে বেশি ভিজিটেড সাইটের লিস্টে ফেসবুক সবার উপরে থাকবে যেমন টা গতবার ছিল । যাক সমস্যা নেই এবার ফেসবুক গেছে তিন নম্বরে যেখানে গতবার তার অবস্থান ছিল এক নম্বরে । ২০০৮ সালেও ফেসবুক তিন নম্বরে ছিল ।

>> এবারে এক এবং দুই নম্বরে থাকা "গুগল" এবং "গুগল বিডি" গতবছর ছিল ছিল যথাক্রমে তিন এবং দুই নম্বরে । বোঝা যাচ্ছে তাদের অবস্থানও বদলেছে । আগে মানুষ গুগল বিডিতে বেশি যেত এখন গুগলে যাচ্ছে বেশি । ২০০৮ সালে যদি দেখি তাহলে গুগল বিডির অবস্থান ছিল দুই নম্বরে যা এবারও তাই আছে কিন্তু গুগলের অবস্থান ছিল চার নম্বরে !

>> চার নম্বরে দেখা যাচ্ছে ইউটিউবকে । গত বছরেরও চার নম্বরে ছিল ইউটিউবই । তবে ২০০৮ সালে ইউটিউব ছিল সাত নম্বরে ।

>> পাঁচ নম্বরে ই আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে প্রথম আলো ডট কম ! গত বছরেই প্রথম আলোর অবস্থান ছিল ছয় এ । আর ২০০৮ সালে তো ছিল নাম্বার এগারোতে । দিন দিন এগিয়েই আসছে । যদিও মনে হচ্ছে এর থেকে আর বেশি সামনে যেতে পারবে না !

>> ছয় নম্বরে এবার আছে ইয়াহু ডট কম । ২০০৮ সালে এই ইয়াহুই ছিল এক নাম্বার পজিশনে । কিন্তু দিন দিন গুগল আর ফেসবুকের কাছে জনপ্রয়িতা হারাতে হারাতে আজকে এসে থেমে ছয় নম্বরে । গত বছরেও সেটা ছিল ৫ নাম্বার অবস্থায় ।

>> সাত ও নয় নাম্বার অবস্থানে থাকা বিডি নিউজ২৪ এবং বাংলা নিউজ২৪ গত বছরেও ঠিক একই জায়গায় ছিল ।

>> আট নম্বরে থাকা ব্লগস্পট গত বছরে ছিল ১০ নাম্বার অবস্থানে অন্য দিকে ২০০৮ সালে ছিল নয় এ । তাহলে বাঙ্গালী এই ২০১৫এর শেষে এসে নিজের ব্লগ বানানোর প্রতি আবারও বেশ ঝুকে পড়েছে দেখা যাচ্ছে ।

>> দশ নম্বরে পজিশনে আছে উইকিপিডিয়া । যেটা কি না গত বছরে ছিল ১১ নম্বরে এবং ২০০৮ সালে ঠিক এই ১০ নাম্বার অবস্থানেই ছিল ! ঘুরে ফিরে সব আগের জায়গায় চলে আসতেছে দেখা যাচ্ছে !



>> ২০১৫ সালটা আমাদের ক্রিকেট দলের জন্য বেশ চমৎকার একটা সময় ছিল । বছরের অনেক টা সময়ই আমরা আমাদের ক্রিকেট নিয়ে মেতে ছিলাম । তাই সম্ভবত গত বছর Espncricinfo.com এর অবস্থান যেখান ছিল ২৪ নম্বরে এবার সেটার অবস্থান চলে এসেছে ১১ নম্বরে । এতো বড় লাফ আর কেউ দিতে পারে নাই ! ২০০৮ সালে এই সাইট টা ছিল ১৫ নাম্বার অবস্থানে ।

>> ২০১৫ এর শেষে এসে এবার টুইটার চলে এসেছে ১২ নাম্বার অবস্থানে । যেতা গত বছরেও ছিল ২০ নাম্বার । আর ২০০৮ সালে টুইটার ছিল ।

>> ১৩ নম্বরে এসে বাঙ্গালী এবার ধরা খাইছে । গত বছরে প্রথম পর্ন সাইট এক্সভিডিওস ডট কমের অবস্থান ছিল ১৪ তে এবার সেটা একধাপ এগিয়ে ১৩তে চলে এসেছে ।

>> নাম্বার ১৪ তে আছে আলীবাবা ডট কম । অনলাইনে বেশ মানুষই কেনা কাটা করে দেখা যাচ্ছে । সব থেকে আশ্চর্য্যের ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত দেশীও বেচাকেনার একটা সাইটও লিস্টে আসে নাই । তার মানে কি দাড়ালো মানুষজন এখন বিদেশ থেকে বেশি জিনিস পত্র কিনতেছে নাকি । গত বছর আলীবাবা ডট কম ছিল ২১ নম্বরে এবার সেটা চলে এসেছে ১৪ তে ।

>> ১৫ নম্বরে রয়েছে ads.net এটা গত বছরে কোথায় ছিল খুজে পাচ্ছি না !

>> ১৬ নম্বরে আছে আস্ক ডট কম । গত বছরে আস্ক ডট কম ছিল সাত নম্বরে !

>> ১৭ নম্বরে অবস্থানে আছে বাংলামেইল২৪ । আরও একটু অনলাইন নিউজ পোর্টাল । গত বছর বাংলামেইল ছিল ১৩ নম্বরে অবস্থানে । বোঝা যাচ্ছে এর জনপ্রিয়তায় ঘাটছি দেখা গেছে ।

>> ১৮ নম্বরে আছে বিডি জবস ডট কম । এটা একটু অবাক করার মত । কারন গত বছরে এই অবস্থান ছিল ১৫তে । এবার তিন ধাপ পিছিয়ে এসেছে । মানুষ জন কি চাকরী খোজা কমিয়ে দিল নাকি ?

>> ১৯ নম্বরে আছে লিংকডইন । গত বছর লিংকড ইন ছিল ২৮ নম্বরে অবস্থানে । এটারও অবস্থান বেশ ভালই এগিয়ে এসেছে ।

>> ২০ নাম্বার অবস্থানে আছে বিক্রয় ডট কম । আমাদের দেশী সব বড় অনলাইন বাজার । তবে আগের বড় এই বিক্রয় ডট কমের অবস্থান ছিল ১৮ তে । এবার দুই ধাপ পিছিয়ে চলে এসেছে ২০ এ ।

>> ২১ নম্বরে আছে আরও একটি সংবাদ পত্রের পোর্টাল রাইজিং বিডি

>> ২২ নম্বরে আছে Trackingclick.net

>> ২৩ নম্বরে আছে আমাজান ডট কম । আরেকটি আন্তর্জাতিক কেনাকাটার সাইট ! গত বছর আমাজানের অবস্থান ছিল ৩৮ । গত বছরের তুলনায় তাহলে এবছরের এই সাইসে ঘোরাঘুরি মাত্রাটা তো অনেক বেশি বাড়ছে ।

>> ২৪ নম্বরে আছে ওয়ার্ডপ্রেস ডট কম । গত বছরের থেকে এ বছরে এর অবস্থান দুই ধাপ পেছনে ।

>> ২৫ নাম্বার অবস্থানে আছে আরেকটি নিউজ পোর্টাল । জাগো নিউজ২৪ ডট কম



এবার লিস্টে আর কয়টা নিউজ পোর্টাল আছে একটু দেখে নেওয়া যাক

২৬ নম্বরে আছে বিডি২৪ লাইভ ডট কম
২৮ নম্বরে আছে Thereport24.com
২৯ নম্বরে আছে এনটিভিবিডি ডট কম
৩০ নম্বরে আছে কালের কন্ঠ
৩১ নম্বরে আছে বিবিসি
৩৫ নম্বরে আছে প্রিয় ডট কম
৩৮ নম্বরে আছে ঢাকা টাইমস ২৪ ডট কম
৪১ নম্বরে আছে বাংলা ট্রিবিউন
৪২ নম্বরে আছে মানব জমিন
৪৩ নম্বরে আছে Sheershanewsbd.com
৪৪ নম্বরে আছে ইত্তেফাক
৪৯ নম্বরে আছে যুগান্তর
৫০ নম্বরে আছে নয়া দিগন্ত

>> দেখা যাচ্ছে বাংলাদেশে নিউজ পোস্টাল গুলো বেশ জমজমাট । গত বছরের হিসাব মত প্রথম ৫০ টা মোস্ট ভিজিটেড সাইটের ভেতরে ১৭ টা ছিল নিউজ সাইট । ২০০৮ সালে তো সেটা সংখ্যায় ৩/৪ মাত্র । এবারও হিসাব করে দেখা যাচ্ছে প্রথম ৫০ সাইটের ভেতরে নিউজ পোর্টাল রয়েছে ১৯ টা । সংখ্যা টা কিন্তু নেহৎই কম না !

আরও কিছু ওয়েবসাইটের অবস্থান আমরা দেখি

>> Blogger.com অবস্থান এই বছরে রয়েছে ২৭ নম্বরে । যা কি গত বছরে ছিল ৬০ নম্বরে এবং ২০০৮ এর দিকে যেটার অবস্থান ছিল ৯ এ ।

>> Techtunes এবং Sourceforge.net এই দুইটি কাজের ওয়েবসাইটের অবস্থান যথা ক্রমে ৩২ এবং ৩৩ নম্বরে । গত বছরের তাদের অবস্থান ছিল ৩৫ এবং ৩৩ এ !

>> মাইক্রসফটের এর সার্চ ইঞ্জিন লাইভ ডট কম এর অবস্থান আছে ৩৪ নম্বরে !

>> আমার অন্যতম পছন্দের একটা টরেন্ট সাইট হল Kat.cr । এটার অবস্থান এবার ৩৬ নাম্বার । গত বছর এটা ছিল ৫০ এ

>> ৩৭ তম অবস্থান আছে গ্রামীন ফোন ডট কম গত বছর গ্রামীন ফোনের অবস্থান ছিল ৩৬ । একটু পিছিয়েছে দেখা যাচ্ছে ।

>> মুভি সম্পর্কৃত ওয়েব সাইট Imdb.com এটার অবস্থান ৪৫ তম !

>> ৪৬ নম্বরে আবারও একটি পর্ন সাইট । এক্সএনএক্সএক্স ডট কম ! গত বছরেও এটা ছিল ৪৪ নম্বরে !

>> শেয়ার বাজারের খবরাখবর ডিএসসি বিডি ! আছে ৪৮ নম্বরে !


** এই হল বাংলাদেশ থেকে প্রথম মোস্ট ভিজিটেড ওয়েবসাইটের তালিকা । গত বছরের তুলনায় কিছু ওয়েবসাইট যেমন সামনে এগিয়ে গেছে আবার অনেক ওয়েবসাইট গেছে লিস্টের বাইরে । গ্রামীনের এখানেই ডটকম আগের বছরে ছিল ৪১ নম্বরে সেটা এবার চলে গেছে ৫৭ নম্বরে । তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট টা আছে ৫৫ নম্বরে ।
টেলিটক যেখানে গত বছরে ছিল ১৯ নম্বরে এবার সেটা চলে গেছে ৬৪ নম্বরে । এই ৬৪ নাম্বার অবস্থানে গত বছর আমার সামহোয়্যার ইন ব্লগ ছিল । এবার সেটা কি না চলে গেছে ৭৫ নম্বরে !



এই হল মোটামুটি চিত্র ! আজকে তাহলে এই পর্যন্তই । আবার সামনের বছরের শেষের দিকে এমন এক খানা পোস্ট নিয়ে হাজির হব ! ততদিন পর্যন্ত সবাই ভাল থাকুন !


তথ্য সংগ্রহঃ
নাফিস ইফতেখার ব্লগ,বাঙ্গালি নেটে কি করে
পরিবর্তিত বাঙ্গালী মনভাবঃ বাঙ্গালি নেটে কি করে
Alexa.com

মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

গোধুলী রঙ বলেছেন: আলীবাবার কাহিনি হইতেছে, কোন বিদেশি পন্য ইন বিডি লিখে গুগলে গুতাইলে আলিবাবার ক্লাসিফাইড এডসহ চার পাচটা লিংক ১-৫ এর ভিতরে থাকে। সুতরাং পাবলিক তো গুতাইবেই, এনিওয়ে আলীবাবা দিয়া বাংলাদেশে পন্য কেনা যায় কিনা আমার জানা নাই।

এই লিস্টএর হিসেব ধরলে বাংগালের অবস্থা যে উন্নতি হইতেছে বোঝা যায়। তবে গুগলে বাংলায় মা, বাবা, চাচা, চাচী, খালা, খালু, মামা, মামী, নানা, নানী, ভাই, বোন ফুফা, ফুফি লিখে সার্চ করলে যেসব সাইটের লিংক আসে সেগুলো ক্যান যে লিস্টে আসে না আমার বোধগম্য নয়।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: :D :D :D

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

গেম চেঞ্জার বলেছেন: এই যে অপু ভাই.....
গত মাসের মোস্ট কমেন্টস পোস্ট ছিল বাঙালি ইন্টারনেটে কি করে নিয়ে আমার ব্যাফুক গবেষণামূলক পোস্ট। এইডারে কি চক্ষেই লাগলু না। :|| :||

তাইলে পড়েন নাই। পুরাই নিঃশ্চিত হইলাম। আমিও ইফতেখার ভ্রাতার কথা স্মরণ করছিলাম। আপ্নার পোস্টে মাইনাস....... ;) ;)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: আরে এই তো পরিসংখ্যান । সাথে একটা তুলনা মূলক অবস্থা । আমাদের অবস্থা আগে ছিল কোথায় আর এখন কোথায় ! আপনার টার মত না, হুহ ! B-))

আপনেরেও মাইনাস ;)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

কামরুন নাহার বীথি বলেছেন: আহ, দারুন একটি পরিসংখ্যান!!! শতকোটি শুভেচ্ছা!!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)


ধন্যবাদ বিক্রি করা গেলে আজকে আমি শতকোটি টেকাটুকার মালিক হইয়া যাইতাম :D

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্যায় করো মে শালা ক্যারেক্টার ঢিলঅ হ্যায় গান শুনলেও বাঙালীর ক্যারেক্টার ঢিলা হয় নাই দেখা যাচ্ছে! ;)

পর্ণ সাইটতো বিশের মধ্যেই নাই.. অর্ধশতক বা শতকে কি আছৈ???

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অপু তানভীর বলেছেন: কেডা কইছে বিশের ভেতরে নাই ? ১৩ নাম্বারে দেখেন চক্ষু মেলিয়া ! :D
আগের বছর থেকে এক ধাপ আরও আগায়া আইছে ;)

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন:
বাঙালী অনলাইনকে মন থেকে গ্রহন করলেও ,ডিজিট্যাল লাইফ কে গ্রহন করেনি :D

http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30090525

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

অপু তানভীর বলেছেন: তাই ই মনে হচ্ছে !

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

আলি জুয়েল বলেছেন: ভালো পোস্ট।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

অপু তানভীর বলেছেন: :D

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় ! কেমতে কি? থুরি থুরি বিশ না দশ হইবে :P মিসটেক :-B

আহা! শেষে আনলাকি থারটিনে গিয়ে ফাইসা গেল!!!! উফসসসস!

প্রথম দশ পর্যন্ত দেইখা ভাবলাম বুজী বদলাইছে! তাই গুলমাল!! সামনের বছর দেইখেন আরও ভালা হইবে! এফবি আরও বন্ধ তইরা রাখলে মনে হয় পালাপাইনে রেটিং ৩এ নিয়া আসতে পারে :P :-/

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

অপু তানভীর বলেছেন: আগের বার একধাপ পিছে ছিল এবার আগাইছে । আনলাকি থার্টিনে চইলা আইছে ।

ফেসবুক বন্ধ থাকলেই বা কি আর না থাকলেই বা কি আমরা সেইখানে যা করতাম তাই করতাছি ! :D

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: কয়দিন আগে এলেক্সায় সামুরে খুজতে যাইয়া হাল ছাইড়া দিতে যাবো সেই সময় খুইজা পাই। হালত দিনদিন খারাপ হইতেছে। এর মানে এইটাও বোঝায় যে বেশিরভাগ মানুষের নিত্যদিনের রুটিনে সামু নাই, আগে যেইটা ছিলো। কারন তখন ইন্টারনেট ছিলো একটু উচ্চবিত্ত আর শিক্ষিত মানুষের ব্যাপার। আর এখন সর্বস্তরে পৌছে গেছে। ব্লগের ব্যবহারকারীরা এখনও একটা ক্ষুদ্র অংশ, আগেও তাই ছিলো। তবে এরা সবচেয়ে শিক্ষিত আর সচেতন এটাও বলা যায়।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: আসলেই তাই । ব্লগের ব্যবহারকারীরা এখনও একটা ক্ষুদ্র অংশ, আগেও তাই ছিলো।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন:



আলীবাবার কাহিনী হইলো, বাবার পেটে গুতা দিয়া ঢুকুন লাগে না। এমনেতেই ঢুকায়া দেয়। এরলিগাই এইডার ইরাম অবস্থান!
তয় ১৩ নংয়েরটা বিরাট আশাহত করা ব্যাপার! এইডা তো উপ্রে থাকবো ভাবিও নাই। মনেহয়, উইকিপিডিয়ার চেয়ে বেশি এইডাতেই পোলাপাইন ঢুকে।

তয় উইকির দশে যাওয়ার লাইগা আমারে বিশেষ সম্মাননা না দেওয়ায় বিরাট বেদনা পাইছি। তাগরে দশে তো নিলামই আমি। সারাডা বছর উইকির চেয়ে বেশি আর কোন সাইটে ঢুকিই নাই।

যাউকজ্ঞা, কষ্ট করেছেন এইডি খুঁজতে গিয়া - পিলাস।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: সমস্যা নাই আপনেরে অটো ক্রেডিট দিয়া দিলাম ! :D

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা জানলাম বীর বাংগালি অনলাইনে কি করে :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: B-)) B-))

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

আমি মাধবীলতা বলেছেন: সামুর অবস্থান পরিবর্তনটা দুঃখজনক। পোস্টে ভালোলাগা !

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: কি আর করা :(

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

আবু শাকিল বলেছেন: সামনের বছর আবার দেখা হোক :) সেই পর্যন্ত ভাল থাকবেন।
ধন্যবাদ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: হুম ! সামনের বছর দেখা হবে আবার :)

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

তামান্না তাবাসসুম বলেছেন: ++++ ইনফরমেটিভ আর মজাও লাগলো পড়তে। ধন্যবাদ ভাইয়্যা :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য :)

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার পরিসংখ্যান। ;) ;)

শতদ্রু ভাই যথার্থই বলেছে। +।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

অপু তানভীর বলেছেন: তিনি সব সময়ই যথার্থই বলেন :D

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

শহুরে আগন্তুক বলেছেন: ১৩ তে গিয়া ধরা ?! এতো দূরে গিয়া ?? #:-S আমরা এতো ভদ্র ! :`> জানতুম না :D :``>>

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

অপু তানভীর বলেছেন: :D

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৬

খেয়া ঘাট বলেছেন: ৬৪ নাম্বার অবস্থানে গত বছর আমার সামহোয়্যার ইন ব্লগ ছিল । এবার সেটা কি না চলে গেছে ৭৫ নম্বরে ! :( :(

০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৫

অপু তানভীর বলেছেন: সামনের বছরে যখন এই পোস্ট লিখবো তখন কোথায় যাবে কে জানে :(

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭

সামসুন নাহার বলেছেন: সামুর apps দেন, অবস্থা উপরে উঠবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

অপু তানভীর বলেছেন: সামুর একটা এপসের কথা অনেক দিন ধরেই সবাই আশা করে আছে । কি জানি হবে কি না !!

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১

রিকি বলেছেন: আহা বড়ই সৌন্দর্য !!! ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

অপু তানভীর বলেছেন: বড়ই :D

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

আমি মিন্টু বলেছেন: লেখক কি একটু দয়া বলবেন সামু মামু কত নাম্বারে আছে ৩৮ না ৪০ :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

অপু তানভীর বলেছেন: ৭৫

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ব্যাপক গবেষণা!!
সত্যিই দারুন কাজ!!
ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেটে আমার ভ্রমন মোটামুটি এগুলাতেই সীমাবদ্ধ থাকে -

এক- সামহোয়্যার ইন ব্লগ
দুই - গুগল
তিন- ফেসবুক
চার- উইকিপিডিয়া
পাঁচ- টুইটার
ছয়- ইয়াহু ডট কম
সাত- ইউটিউব
আট- রাইজিং বিডি

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

অপু তানভীর বলেছেন: ভালু তো ! অন্য কুনো খানে যান না তো ? ;)

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

কাবিল বলেছেন: গবেষণা ভাল হইছে। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

অপু তানভীর বলেছেন: আমি ভালু গবেষক :D

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

চলতি নিয়ম বলেছেন: ১৩ আর ১৫ এর জায়গা অদলবদল হৈছে। বুঝা যাচ্ছে বাঙ্গালী টাকা ইনকামের দিখে ঝুকছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: :D

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: হুম পরিশ্রমলব্ধ পোস্ট --------- :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: :)

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

Jahirul Sarker বলেছেন: পর্ণোগ্রাফি তে বাঙালি বেশি গুরুত্ব দিয়া ফেলছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: :D

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: সামু ৭৫! এটা কিছু হইল

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: কি আর করা !

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

নীলসাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক কথা জানা হল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: :):):)

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

সাহসী সন্তান বলেছেন: গবেষনা যে দারুন হইছে সেটাতো আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে! তবে ইন্টারনেটের মেগাবাইট কিনতে যদি আগের মত বেশি টাকা লাগতো তবে বেশ কিছু সাইটের অবস্থান অনেক নিচে নেমে যেতো! আর তখন আমাদের সামুর অবস্থানটা এত নিচে না থেকে আরো উপরে উঠে আসতো........!!


এখন তো এইটা কিনলে সেইটা ফ্রি জাতীয় ১MB ইন্টারনেট কিনলে ১০MB ফ্রি! যার ফলে বেশ কিছু সাইটে অনেকের অবাদে বিচরন সম্ভব হচ্ছে! উদাহরণ সরুপ ১৩ নং টা বলা যায়!! :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

অপু তানভীর বলেছেন: হে হে হে কথা যে সঠিক নয় এই কথা বলা যাই বে না কুনো ভাবেই :D

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

রোবটিক হিউম্যান বলেছেন: ১৩ নম্বরে যে পর্ণ সাইটটা সামনের দিকে আরোও এগিয়ে যাবে, বীর বাঙালীর যা অবস্তা তা থেকে তাই মনে হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

অপু তানভীর বলেছেন: :D

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

মো: ফিরোজ কবির বলেছেন: সেরা ভিজিটেড সাইটের মধ্যে ডেইলি স্টারের অবস্থান না থাকায় আমি একটু হতাশ !!!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

অপু তানভীর বলেছেন: হুম ! ইংরেজিতে পত্রিকা পড়ার লুকজন নাই :D

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: যেহেতু নিঃসঙ্গ তাই প্রথমেই ইউটিউব তার তারপর অবশ্যই সামু এবং আপনাদের লেখা।।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩

অপু তানভীর বলেছেন: নিঃসঙ্গ !!

হুয়াই ?

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসে তার উপর বন্ধু-বান্ধবের আকাল সাথে মিলেছে আমার ঘরকুনো স্বভাব।।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: হুম ! বুঝলাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.