নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ ভাল হৃদয়ের মানুষ

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৫

ব্রাইট সাইড ডট মি নামে একটা চমৎকার ওয়েবসাইট আছে । আমি প্রায়ই ওখানে গিয়ে ঘুরে আসি । চমৎকার সব জিনিস সেখানে দেখতে পাওয়া যায় । আজকেও তেমনিই একটা চমৎকার আর্টিকেল দেখতে পেলাম সেখানে । আর্টিকেল না বলে বলা ভাল কিছু ছবি দেখতে পেলাম । সত্যি বলতে কি জিনিস গুলো দেখে এতো ভাল লাগলো যে মনে হল নিজের ব্লগে দিয়ে রাখি পোস্ট টা । কারন মাঝে মাঝে যখন এই কঠিন দুনিয়ার সব কিছু দেখে নিজের মন বিষিয়ে উঠবে তখনই এই ছবি গুলো এখানে এসে দেখবো । আবার বিশ্বাস ফিরে আসবে যে আমরা, মানুষেরা আসলেই সৃষ্টির সব থেকে সেরা জীব । যদিও সবাই না তবে কিছু কিছু মানুষ অবশ্যই সেই দাবী রাখে ।

প্রফেসর সিডনি এঞ্জেলবার্গ একজন স্টুডেন্টের ক্রান্দনরত সন্তানকে এভাবে কোলে নিয়ে তার ক্লাস লেকচার চালিয়ে যেতে থাকে । কিছু সময় পরে শিশুটি চুপ করে যায়


২৪ বছর বয়সী ফতুল্লাহ এবং ২০ বয়সী ইশরা তাদের বিবাহে উপহারে প্রাপ্ত সকল অর্থ খরচ করেন গৃহহীন মানুষদেরকে খাওয়ার পেছনে


রাশিয়ার একজন পুলিশম্যান সার্জেন্ট সারাওহোভ দুইজন বাচ্চাকে উদ্ধার করে এবং পরে তাদেরকে দত্তক নেয়


একজন মানুষ ব্যস্ত ট্যাফিকে থামিয়ে এই হাসের পরিবার টিকে নিরাপদে রাস্তা পার করিয়ে দেয়


সার্জারির ভয় কমানের জন্য হাসপাতালের কর্মীরা শিশুটিকে নিয়ে এই খেলা করছে


চেন্নাইয়ের ৬২ বছর বয়সী এই শেখর নামের লোকটা প্রতিদিন ভোর চারটা বাজে উঠে খাবার তৈরি করে যাতে করে তার আশে পাশে থাকা ৪০০০ টিয়া পাখি খেতে পারে


১৩ বছর বয়সী অন্ধ ছেলে গেইজ হ্যান্ডকক স্টিভেনের স্বপ্ন ছিল যে পুলিশ প্রেট্রলে যাবে । একজন পুলিস ম্যান সেটা জানতে পেরে তাকে পুলিশ প্রেট্রলে নিয়ে যাচ্ছে


এই বৃদ্ধ মানুষটি তার এই পুরানো বন্ধু কুকুরকে সাথে নিয়েই হাটতে বের হয় যদিও এখন আর কুকুর টি ঠিক মত হাটতেও পারে না ।


কঠিন গরমের দিনে পুলিশম্যানকে পানি অফার করছে এই বালক


দীর্ঘ্য ৫০ বছর এই যুগল একটা দিনও দুজন দুজনা থেকে আলাদা থাকে নি । কিন্তু হাসপাতালে তাদেরকে আলাদা আলাদা রুমে রাখা হয় । পরে হাসপাতাল কর্মীরা এই ব্যপারটা জানতে পেরে তাদের কে দেখা করানোর ব্যবস্থা করে ।


সারাদিন বাড়ির সামনের বরফ পরিস্কার করতে করতে অসুস্থ হয়ে গেলে প্যারামেডিকস একজন সিনিয়র সিটিজেনকে হাসপাতালে নিয়ে যায় । পরে তারা আবার ফিরে বাকি কাজ টুকু শেষ করার জন্য !


এই সিনিয়র সিটিজেন এই অপরিচিত যুবককে সাহায্য করছে কিভাবে টাই বাঁধতে হয়


এই ধরনের ক্রসওয়াকস লন্ডনে দেখা যায় । এগুলো হাঁসদের জন্য যাতে করে কোন হাঁস রাস্তায় চলতে গিয়ে আঘাত প্রাপ্ত না হয় !


২৭ বয়সী নাসির সাব্বানি সপ্তাহের ৬ দিন একটা স্যালুনে চাকরি করে অন্য দিকে সপ্তাহের একটা দিন সে গৃহহীন ছন্নছাড়া মানুষের চুল কাটে ফ্রিতে !


এই ভদ্রলোক খাওয়ার জন্য যারা কচ্ছপ ধরে তাদের কাছ থেকে এই কচ্ছপ কিনে নেয় । এবং পরে সেগুলো সমুদ্রে ছেড়ে দেয়


এই টাইপের জ্যাকেট পুরো ক্যানাডার সব জায়গায় দেখা যায় । শীত থেকে বাঁচার জন্য নিডি মানুষের জন্য রাখা হয়েছে এগুলো । আমরা শীত এলেই যেমনটা করি ঠিক সেরকম ।


এই পিচ্চি মেয়েটি তার চুল লম্বা করে তাদের কে দান করার জন্য যারা ক্যান্সারে তাদের চুল হারিয়েছে


জেফ লেঙ্গো বাইরে হাটতে গিয়ে এই শিশু প্রানীটিকে খুজে পায় । তারপর নিজের কাছে এনে মানুষ করে বড় করে তোলে !


এই অটিস্টিক ছেলেটি তার জন্মদিন পালন করতে চাইলেও কেউ সেদিন সেই অনুষ্ঠানে আসে না । এই ব্যাপারে তার মা ফেসবুকে লিখলে কিছু সময় পরে একজন পুলিশম্যান আর একজন ফায়ারম্যান সেখানে হাজির হয় বার্থডে অনুষ্ঠানে


জটিল সার্জারির পূর্বে হার্ট সার্জন এই মেয়েটির ভয় তাড়ানোর চেষ্টা করছে


এই রকম কত শত মানুষ আমাদের আশে পাশে আছে কে জানে । কোন কিছু পাওয়ার জন্য নয় বরং নিজে একজন মানুষ বলে কাজ গুলো করে যাচ্ছে । এসব করার জন্য কঠিন কিছু করতে হয় না । কেবল একজন ভাল হৃদয়ের অধিকারী হতে হয় !

ছবি সংগ্রহ এবং কার্টেসীঃ brightside.me

মন্তব্য ৪২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৮

কবি এবং হিমু বলেছেন: এ রকম ভাল মানুষের সংখ্যাটা হাতে গুনা কিছু না হয়ে যদি বেশি হতো তাহলে হয়তো আজকের পৃথিবী থেকে আর সুন্দর আর সুখী হতো পৃথিবীটা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: আসলেই আরও সুন্দর হত !
কিন্তু সবাই তো আর এমন না !

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৮

আশিক আহমাদ বলেছেন: খুবই সুন্দর লাগলো ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও !

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল। সত্যিই মনটা ভাল হয়ে গেল।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: আমার নিজেও মনটা অনেক ভাল হয়ে গিয়েছিলো । তাই এখানে নিয়ে এলাম :)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

মাঘের নীল আকাশ বলেছেন: 'ইত্যাদি' অনুষ্ঠানেও মাঝে মাঝে এমন ব্রাইট মানুষদের দেখা যায়...ভাল লাগে!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: সংখ্যায় অল্প হলেও এরকম মানুষ সব জায়গাতেই আছে :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার এবং মন ভালো করে দেয়ার মত একটি ছবি ব্লগ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: মন ভাল করে দেয় আসলেই :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

সুধিন দত্ত বলেছেন: বাহ !! রবিবার সকাল টা খুব ভালই লাগলো এটা পড়ে।ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: চমৎকার সকালের সূচনা :)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

রিকি বলেছেন: মন ভাল হয়ে গেলো ভাই। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: :):):):)

মন ভাল করার জন্যই এই পোস্ট :)

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

সাজেদুল 74 বলেছেন: সে রকম ভালো লাগলো

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! মন ভালো করা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: মন ভাল করা ছবি গুলো !

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

আবু শাকিল বলেছেন: ছবি গুলা সত্যি মন ভাল করে দেয়। ছবির কয়েকটা ফেসবুকে আগেই দেখেছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: আমিও ফেসবুকে কয়েকটা দেখেছি । এগুলো সব এক সাথে :)

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে খুব ভালো লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: আমার নিজের বেলাতেও তেমনটাই হয়েছে :):)

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন ভালো করা ছবি ব্লগ। ধন্যবাদ শেয়ারের জন্য। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :):)

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কিছু ছবি দেখলাম! এক কথায় বলতে গেলে অসাধারণ!


শেয়ার করার জন্য ধন্যবাদ অপু ভাই! শুভ কামনা জানবেন!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :):):)

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

পলক শাহরিয়ার বলেছেন: মানুষ মানুষের জন্য। মন ভালো করা চমৎকার সব ছবি শেয়ার করেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: মানুষ মানুষের জন্য । :):)

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: সত্যিই ভাল মনের মানুষ পৃথিবীতে রয়েছে। পোষ্টটা মন ভরে দিল।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: :) :)

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

সোহানী বলেছেন: ভালো লাগলো অপু ছবিগুলো দেখে...........++++++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

অপু তানভীর বলেছেন: :) :)

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

আমি তুমি আমরা বলেছেন: সাধারন পোস্ট। নতুন এই ওয়েবসাইটের কথা জেনে আর ছবিগুলো দেখে ভাল লাগল।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

অপু তানভীর বলেছেন: :) :)

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

রুদ্র জাহেদ বলেছেন:
অসাধারন ছবি ব্লগ।সুন্দর শেয়ারের জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ :):):)

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

অনেক কিছু শেখার আছে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: :) :)

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

বেচারা বলেছেন: শক্তি পাই যেসব বিষয়ে তার অন্যতম হল এরকম পোষ্টগুলি। অসাধারন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: :) :) ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.