নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা ২০১৫ঃ বছর জুড়ে সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহের সংকলন

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫




সামুতে প্রত্যেক বছরের শেষেই বর্ষ পরিক্রমা কিংবা পুরো বছরের একটা সারাংশ মূলক পোস্ট দেখা যায় । সেই আদিকাল থেকে এমনটা হয়ে আসছে । ব্লগার ফিউশন ফাইভ থেকে ব্লগার *কুনোব্যাঙ* ব্লগার নিশাত তাসনিম কিংবা ব্লগার ইমিনা সহ আরও কত ব্লগারেরা এই জাতীয় বর্ষপরিক্রমার সংকল করেছে তার হিসেব রাখা টা অনেকটাই কষ্টকর । তবে প্রতি বছরই এরকম কিছু না কিছু পোস্ট সামুর পাতায় পোস্ট করা হয়েছে । সেই ধারা বজায় রাখার জন্যই এইবার আমার এই আয়োজন ।

যাক এই সব কথা বেশি বলে আর খুব একটা লাভ নেই । কাজের কথায় আসি । এই বছরের শুরুতেই আমি নিজের কাছে ঠিক করে রেখেছিলাম যে এবার আমি এরকম কয়েকটা পোস্ট করবো । যারা অন্তত সামুতে এই ২০১৫ সালে একটু নিয়মিত সামুতে ঘোরাঘুরি করেছেন তারা নিশ্চয় এই বিষয়টা লক্ষ্য করে থাকবেন যে প্রতিমাসেই এরকম একটা সংকল পোস্ট হয়ে আসছে । তবে অন্যান্য ব্লগারদের মত আমি অবশ্য পোস্টের মান কিংবা প্রয়োজনীতা দেখে পোস্ট সংকরল তৈরি করি নি, আমি পোস্ট করেছি সব থেকে বেশি মন্তব্য প্রাপ্তি, প্লাসের সংখ্যা এবং সর্বাধিক পঠিতের হিসাবে । বছর শেষে তাই সেই হিসাবেই আরও কয়েকটা পোস্ট করা যেতে পারে বলে আমি মনে করি । অন্যেরা কিভাবে পোস্টর সংকলন করেছে সেদিকে না গিয়ে আমি ঠিক আলাদা আলাদা ভাবে এই বছরের সব চেয়ে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট, সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট এবং সব থেকে বেশি পঠিত পোস্ট গুলো নিয়ে আলাদা আলাদা তিনটি পোস্ট করার ইচ্ছে প্রকাশ করছি । আজকে এই পোস্ট সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট গুলো নিয়ে ।

পোস্টটা তৈরি করার সময় একবার মনে হয়েছে কেবল সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত ১০০টা পোস্টের একটা তালিকা তৈরি করি । কিন্তু তারপরেই মনে হল যে এবারের বছরের শুরুর দিককার পোস্ট গুলোর কথা চিন্তা করলে দেখা যাবে সেগুলো খুব বেশি একটা মন্তব্য পায় নি । উদাহরন হিসাবে বলতে পারি যে সংকরল টা তৈরি করেছি সেখানে মে ২০১৫ মাসের কোন পোস্ট স্থান পায় নি । তা ছাড়া প্রথম দিকের সব পোস্ট গুলোই ১০০ এর উপর মন্তব্য প্রাপ্ত পোস্টের সংখ্যা হাতে গোনা কয়েকটা ।
আবার মনে হল ১০০ এর উপর মন্তব্য প্রাপ্ত পোস্ট গুলো নিয়ে একটা সংকল তৈরি হোক । কিন্তু সেই হিসাব করতে গেলেও দেখলাম যে বছরের মাঝ থেকে এসে প্রচুর এমন পোস্ট হয়েছে যেখানে মন্তব্যের সংখ্যা ১০০ ছাড়িয়েছে । সেগুলো সব নিতে গেলে পোস্ট টা বিশাল আকার ধারন করবে । সেই জন্য এই পোস্ট টাকে দুই ভাগে ভাগ করে নিলাম । এক ভাগে থাকবে একটা নির্দিষ্ট পরিমান পোস্ট যেখানে পোস্টের মন্তব্যের পরিমানের একটা মান নির্দিষ্ট সংখ্যা থাকবে (১৪০টি) আরেক ভাগে থাকবে প্রতিমাসে সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট গুলো থেকে কয়েকটি পোস্ট । তাহলে আমরা একটা ধারনা পাবো যে পুরো বছর জুড়ে কোন কোন পোস্ট গুলোতে সামুর ব্লগারদের আনাগোনা, আলোচনা ছিল বেশি ! তাহলে আর কথা না বাড়িয়ে এখনই মুল পোস্টে প্রবেশ করা যাক । দেখে নেওয়া যাক সংখ্যার বিচারে এই বছরে সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট গুলোর তালিকা !


এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ মন্তব্যের সংখ্যা ১০৮৪
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই মন্তব্যের সংখ্যাঃ ৫৬৪
তারছেঁড়া মেয়ে ও পাগলাটে ছেলের কাব্য মন্তব্যের সংখ্যা ৪৮৬
আনারকলি ও তীতুমীরের সংসার - একটি কাব্যনাট্য:) মন্তব্যের সংখ্যা ৪৫৮ টি
বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য মন্তব্যের সংখ্যা ৩৯২
ভাইয়াগুলোর জ্বালায়......আমি খানাপিনা দিয়ে পালাই.. মন্তব্যের সংখ্যা ৩৭৫ টি
মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫ মন্তব্যের সংখ্যা ৩৭৫
থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!! মন্তব্যের সংখ্যা ৩৭০
নাট্যকলার সাতকাহন এবং আমার রচিত একটি শ্রুতিনাট্যের ইতিকথা মন্তব্যের সংখ্যা ৩৫৮
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট ! মন্তব্যের সংখ্যা ৩৫৮
আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প মন্তব্যের সংখ্যাঃ ৩৫৭
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতের নানা পর্যায় মন্তব্যের সংখ্যা ৩৫৪ টি
আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি মন্তব্যের সংখ্যা ৩৪০
এই ঈদ, সেই ঈদ ও আমার ঈদসংখ্যা ২০১৫ মন্তব্যের সংখ্যা ৩৩৮
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা মন্তব্যের সংখ্যাঃ ৩২৬
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর মন্তব্যের সংখ্যা ৩২০

ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা মন্তব্যের সংখ্যা ২৯৩ টি
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) মন্তব্যের সংখ্যা ২৭২
একটা ব্যাফুক গবেষণামূলক পোস্টঃ ম্যাঙোরা ইন্টারনেটে কি করে মন্তব্যের সংখ্যা ২৬৫টি
আহা! কি এক অপূর্ব সময়! মন্তব্যের সংখ্যা ২৩৮
ফান পোস্টঃ- দেশ বিদেশের কাঙ্খিত খবর সম্পর্কে জানতে হলে পড়তে হবেঃ- 'আজকের বিচিত্র সংবাদ' মন্তব্যের সংখ্যা ২৩৮
ফান পোস্টঃ- সামহোয়্যার ইন ব্লগের বিরোধীদলীয় সদস্যদের নামের তালিকা এবং......... মন্তব্যের সংখ্যা ২২০ টি
শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন মন্তব্যের সংখ্যা ২১১
অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি মন্তব্যের সংখ্যাঃ ২০৭
♣২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায় সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বই। ♣ মন্তব্যের সংখ্যা ২০৫ টি
রুজি ও হাশীশ কাহিনী মন্তব্যের সংখ্যা ২০০ টি
টিএসসিতে যৌন হয়রানি: আমরা কি কুলাঙ্গারদের খুঁজে বের করতে সাহায্য করতে পারি না? মন্তব্যের সংখ্যা ২০০ টি

সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-'সামুর মামুরা' মন্তব্যের সংখ্যা ১৯৬
নিসর্গে সুর্যাস্তের অপেক্ষা (ছবিময় ব্লগ) মন্তব্যের সংখ্যা ১৯২ টি
পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ মন্তব্যের সংখ্যাঃ ১৮৭
টিএসসি ঘটনার কিছু ফটো এবং লাইভ ফুটেজ ... এক্সক্লুসিভ (আপডেট ) এদের ধরিয়ে দিন !!! মন্তব্যের সংখ্যা ১৮৬ টি
হলিউডের সিনেমা নয় বরং আসুন হলিউড জায়গাটি এবং এর সম্পর্কে কিছু unusual তথ্য জেনে নিই মন্তব্যের সংখ্যা ১৮৬
জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য মন্তব্যের সংখ্যা ১৮৪ টি
এক পাতা সিভিট মন্তব্যের সংখ্যা ১৮০
ডয়েচে ভেলের দি বব্স ব্লগ প্রতিযোগিতায় সামু’র ব্লগার চূড়ান্ত মনোনীত! মন্তব্যের সংখ্যা ১৭৮ টি
ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগে আসা পোস্টসমূহের ঈদ সংকলন মন্তব্যের সংখ্যা ১৭৮
জন্ম আমার ধন্য হলো মাগো (ছবি ব্লগ) মন্তব্যের সংখ্যা ১৭৩
শীতবালিকা মন্তব্যের সংখ্যা ১৭২ টি
শায়মা আপুনি..আপনার জন্য ছড়িতা মন্তব্যের সংখ্যা ১৭২
জোনাকচারী মন্তব্যের সংখ্যা ১৭০
দৃষ্টি আকর্ষনঃ ব্লগ পোস্টে ভ্যাট আরোপ সম্পর্কে জ্ঞাতার্থে। (ভিডিও সহ) মন্তব্যের সংখ্যা ১৬৯
মাংসপুরান মন্তব্যের সংখ্যা ১৬৮
মায়ের আত্মহত্যা - পোস্টপার্টাম ডিপ্রেশন মন্তব্যের সংখ্যা ১৬৭
ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে আজ ২০ শে নভেম্বর সকাল থেকে (ছবি ব্লগ) মন্তব্যের সংখ্যা ১৬৫টি
মরণমুখো মন্তব্যের সংখ্যা ১৬৪
জবাইঘর মন্তব্যের সংখ্যাঃ ১৬৪
ইঞ্চি পিঞ্চি ছুহ ☺ ☺ মন্তব্যের সংখ্যাঃ ১৬২
২৫শে নভেম্বর!! বিশ্ব নারী সহিংসতা দূরীকরণ দিবস....... মন্তব্যের সংখ্যা ১৬১ টি
গল্পঃ তোমাতে করিব বাস মন্তব্যের সংখ্যা ১৬১
এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই মন্তব্যের সংখ্যাঃ ১৬০


যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব মন্তব্যের সংখ্যা ১৬০
লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব মন্তব্যের সংখ্যা ১৫৭ টি
মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে মন্তব্যের সংখ্যা ১৫৬
আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ মন্তব্যের সংখ্যা ১৫৬
ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে মন্তব্যের সংখ্যা ১৫৬
সেথায় এক পড়শী বসত করে....... মন্তব্যের সংখ্যা ১৫২
♣তোমারো লাগিয়া প্রাণ আমার কান্দেরে... প্রাণ বন্ধু ফেসবুকরে :( মন্তব্যের সংখ্যা ১৫০ টি
অবাক করা কিছু শিল্পকর্মের ছবি ------- ( ছবি ব্লগ ) মন্তব্যের সংখ্যা ১৫০ টি
ধ্যানমগ্ন খুব! মন্তব্যের সংখ্যা ১৫০
♣অবদমিত অভিমান-পরের কথা♣ মন্তব্যের সংখ্যা ১৪৯ টি
ঐশীর ফাঁসি, সুইসাইড নোট ও বিবিধ মন্তব্যের সংখ্যা ১৪৭ টি
দীপ্তিময়ীর হৃৎঅঞ্চলে মন্তব্যের সংখ্যা ১৪৫ টি
বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান মন্তব্যের সংখ্যাঃ ১৪৫
মুমূর্ষু প্রামানিক,তোলপাড় সামু মন্তব্যের সংখ্যা ১৪৪ টি
ঘুরে এলাম আহসান মঞ্জিল, ছবি ব্লগ-০৫। মন্তব্যের সংখ্যা ১৪২
আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই মন্তব্যের সংখ্যা ১৪২
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ মন্তব্যের সংখ্যাঃ ১৪২
অল্প গল্প: চার মন্তব্যের সংখ্যা ১৪২ টি
এন্ড্রু তারুসভের চোখে বিখ্যাত ১০ কার্টুন চরিত্র যখন বৃদ্ধ ... মন্তব্যের সংখ্যা ১৪১
ফাইভ গ্রেটেস্ট স্টার পর্ব ৫ —যে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা দেখে তাদের উপর ভালো লাগা আরও পাঁচ ধাপ বেড়ে গিয়েছিল মন্তব্যের সংখ্যা ১৪০



যে পোস্ট গুলো ড্রাফট করা হয়েছে কিংবা যে ব্লগ গুলো স্থগিত করা হয়েছে
সামুতে গত এক বছর ব্লগিং করে কী পেলাম? মন্তব্যের সংখ্যাঃ ১৭২
থিওরী অফ হাইলি এন্টারটেইনিং ক্যাচালময় ডেস্ট্রাকটিভ এন্ড রিস্কি ব্লগিং....." মন্তব্যের সংখ্যা ১৬১
এসো, মুড়ি খাওয়া যাক!! মন্তব্যের সংখ্যা ১৫৮
যুদ্ধটা তো ঘর থেকেই শুরু করতে হবে, না কি? মন্তব্যের সংখ্যা ১৫৯ টি
কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। মন্তব্যের সংখ্যাঃ ১৪৪



এবার মাস ভিত্তিক সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট
জানুয়ারি ২০১৫
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা
এক পাতা সিভিট
কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই

ফেব্রুয়ারী ২০১৫
আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প
পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫
সামুতে গত এক বছর ব্লগিং করে কী পেলাম?
জবাইঘর
বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান
অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি

মার্চ ২০১৫
তারছেঁড়া মেয়ে ও পাগলাটে ছেলের কাব্য
শায়মা আপুনি..আপনার জন্য ছড়িতা :P :P
নবীন লেখকদের প্রতি সাবধান বার্তা ও আমার প্রতিবাদ
হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা- স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে গণহত্যা
মডারেটরগণ

এপ্রিল ২০১৫
ভাইয়াগুলোর জ্বালায়......আমি খানাপিনা দিয়ে পালাই..
আনারকলি ও তীতুমীরের সংসার - একটি কাব্যনাট্য:)
টিএসসিতে যৌন হয়রানি: আমরা কি কুলাঙ্গারদের খুঁজে বের করতে সাহায্য করতে পারি না?
টিএসসি ঘটনার কিছু ফটো এবং লাইভ ফুটেজ ... এক্সক্লুসিভ (আপডেট ) এদের ধরিয়ে দিন !!!
♣২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায় সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হতে ......
ডয়েচে ভেলের দি বব্স ব্লগ প্রতিযোগিতায় সামু’র ব্লগার চূড়ান্ত মনোনীত!
যুদ্ধটা তো ঘর থেকেই শুরু করতে হবে, না কি?
পহেলা বৈশাখ – আমাদের আসল খাদ্যসংস্কৃতি বনাম কৃত্রিম ইলিশ-সংস্কৃতি : ব্লগার ও ফেইসবুকারদের মতামত ভিত্তিক সমীক্ষা

মে ২০১৫
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
পৃথিবী যদি ঘুর্নন বন্ধ করে দেয় তাহলে কি হবে??
ফান পোস্টঃ সামু সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫ এর ফলাফল ! :D :D
হে সর্বশক্তিমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পাঠিয়ে ভাগ্য বিড়ম্বিত ভাসমান মানুষ গুলকে সম্মানের মৃত্যু দাও
একঘেয়ে মফস্বলের কথকতা
মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি

জুন ২০১৫
আহা! কি এক অপূর্ব সময়!
সেথায় এক পড়শী বসত করে.......
প্রেমে পরিনি, অনেক ভালোবাসি তোমাকে!!
কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য
এলজিবিটি(গে লেসবিয়ান বাই ট্রান্স): বিজ্ঞান কি বলে? ধর্ম কি বলে? সমাজ কি বলে?
এক দেশে ছিলো এক রাজামশাই- যে রাজামশাই চলে গেছেন এক অজানার দেশে-

জুলাই ২০১৫
মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ
এই ঈদ, সেই ঈদ ও আমার ঈদসংখ্যা ২০১৫
হলিউডের সিনেমা নয় বরং আসুন হলিউড জায়গাটি এবং এর সম্পর্কে কিছু unusual তথ্য জেনে নিই
থিওরী অফ হাইলি এন্টারটেইনিং ক্যাচালময় ডেস্ট্রাকটিভ এন্ড রিস্কি ব্লগিংঃ........।"
এসো, মুড়ি খাওয়া যাক!!
আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই

আগস্ট ২০১৫
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতের নানা পর্যায়
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা
জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য
১৫ আগস্ট, ১৯৭৫, জাতির ইতিহাসের এক কালো অধ্যায়ঃ এ ধরাও কেঁদেছিলো, যদিও তার ধৈর্য্য অনেক বেশি!!
জুলাই ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ গবেষণা এবং নিজস্ব আয়ের পরিসর

সেপ্টেম্বর ২০১৫
নাট্যকলার সাতকাহন এবং আমার রচিত একটি শ্রুতিনাট্যের ইতিকথা
বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য
ফান পোস্টঃ- দেশ বিদেশের কাঙ্খিত খবর সম্পর্কে জানতে হলে পড়তে হবেঃ- 'আজকের বিচিত্র সংবাদ'
সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-'সামুর মামুরা'
ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগে আসা পোস্টসমূহের ঈদ সংকলন
মায়ের আত্মহত্যা - পোস্টপার্টাম ডিপ্রেশন
ধ্যানমগ্ন খুব!
দৃষ্টি আকর্ষনঃ ব্লগ পোস্টে ভ্যাট আরোপ সম্পর্কে জ্ঞাতার্থে। (ভিডিও সহ)
জোনাকচারী

অক্টোবর ২০১৫
এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ
শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)
গল্পঃ তোমাতে করিব বাস
আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ
ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে --------
মাংসপুরান

নভেম্বর ২০১৫
একটা ব্যাফুক গবেষণামূলক পোস্টঃ ম্যাঙোরা ইন্টারনেটে কি করে
রুজি ও হাশীশ কাহিনী
নিসর্গে সুর্যাস্তের অপেক্ষা (ছবিময় ব্লগ)
ফান পোস্টঃ- সামহোয়্যার ইন ব্লগের বিরোধীদলীয় সদস্যদের নামের তালিকা..........বর্ননা!
২৫শে নভেম্বর!! বিশ্ব নারী সহিংসতা দূরীকরণ দিবস- ........

ডিসেম্বর ২০১৫
থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!!
আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর
জন্ম আমার ধন্য হলো মাগো (ছবি ব্লগ)
মরণমুখো
ইঞ্চি পিঞ্চি ছুহ ☺ ☺
যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব !
মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে



পরিশেষে বলতে চাই যে মানুষ মাত্রই ভুল করে আমারও ভুল হতে পারে কিছু কিছু পোস্ট হয়তো আমার চোখ এড়িয়ে যেতে পারে । এক মাসের পরিসংখ্যান বানানোর থেকে পুরো বছরের বানানোর ক্ষেত্রে নিশ্চিত ভাবেই কিছু পোস্ট সামনে আসে নি । কিছু বাদ চলে গেছে, যেতেই পারে । যদি এমন কোন পোস্ট কারো চোখে পড়ে তাহলে সবিনয় নিবেদন রইলো যেন সেই পোস্ট গুলোর খোজ একটু কষ্ট করে এখানে দিয়ে যাওয়া হয় ।

এবং সবাইকে

ইংরেজি বর্ষের শুভেচ্ছে রইলো

মন্তব্য ৮০ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: ভালো। পাল্টা শুভেচ্ছা!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু হামা ভাই :):)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭

সাহসী সন্তান বলেছেন: প্লাস সহ সোজা প্রিয়তে!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্লাসত প্রাপ্য দিয়ে গেলাম। ভাল থাকবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: কঠিন কাজটি করে ফেলেছেন !!! দারুণ কাজ।

প্লাস ! প্লাস !

অগ্রীম শুভেচ্ছা......

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও । সেই সাথে নববর্ষের শুভেচ্ছা :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্লাস সহ প্রিয়তে।

নতুন বছরের শুভেচ্ছা...

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কিরমানী লিটন বলেছেন: অভিনন্দন আপনাকে- কষ্টকর কাজটি সহজে করে সবার চোখে তুলে ধরার জন্য , অনেক শুভকামনা জানবেন...

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: :)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: :):)

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: বিরাট কষ্টকর কাজ! বারো মাসের পোষ্টের সালতামামি বের করাটা চাট্টিখানি কথা নয়। ম্যানুয়ালী আপনি কাজটা করলেন ক্যাম্নে?

প্লাস তো অবশ্যই।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: এই কাজটা গত এক বছর ধরেই করে আসছি প্রত্যেক মাসে মাসে । এই বছর শেষে এখনতো কাজটা করা একটু সহজই বলা চলে !

ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: অভিনন্দন ভাইজান, এমন কষ্টকর কাজের জন্য!!!
শুভ নববর্ষ!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!

আপনাকেও শুভ নববর্ষ :)

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

গেম চেঞ্জার বলেছেন: বেশ কষ্ট কইরালচেন। গ্রিটিংস....... :>

ইঞ্চি পিঞ্চি ছুহ ☺ ☺ ১৬০টি

আসুন একটা অবিখ্যাত মুভি দেখি ১২৫

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

অপু তানভীর বলেছেন: প্রথম টা এড হয়ে গেছে । কিন্তু পরের টা তো লিংক কাজ করে না !

আর ধন্যবাদ লিংক দেওয়ার জন্য :)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা:)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১

আমি মিন্টু বলেছেন: হ্যাপি নিউইয়ার ২০১৬ সাল । :-B

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অপু তানভীর বলেছেন: আপনাকেও :)

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৭

সোহানী বলেছেন: আপনার এ লিখার জন্যই অপেক্ষা.... যেসব লিখা ব্যাস্তার কারনে মিস হয়েছে তা এখন পড়ে নিব....+++++++++++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

রিকি বলেছেন: অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু আপুনি ইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই !!!! আপুনির সব পোস্ট এখানে আছে !!! B-)) B-)) B-))

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক ঠিক :)

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

টোকাই রাজা বলেছেন: নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

অপু তানভীর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,




বছরের সালতামামি । পরিশ্রম সাধ্য । প্রশংসার দাবীদার ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ :):)

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

গেম চেঞ্জার বলেছেন:
আসুন একটা অবিখ্যাত মুভি দেখি ১২৫(ডিসেম্বর)

|| চিহ্ণের কারণে লিংকে কাজ করছিল না। ১৮নং কমেন্ট ডিলিট করে দিন।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

অপু তানভীর বলেছেন: এবার কাজ হয়েছে মনে হচ্ছে !

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার একটাও নেই?
!!কান্নার ইমো!!

আমার লেখার এত প্রশংসা করলো কত গুণীজনেরা কিন্তু একটা পোস্টও এইখানে থাকবেনা এটা কত কষ্টের একটা বার চিন্তা করে দেখেন অপু ভাই।

সান্তনা পুরষ্কার দেন।

সবশেষে পুরো বছর জুড়ে এই কষ্টের কাজটি করবার জন্য এ বছর ও ও বছর অর্থাৎ নতুন বছরের জন্য উদ্যম ও সফলতার শুভকামনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

অপু তানভীর বলেছেন: সমস্যা নেই এইটাতে নেই তো কি হয়েছে সামনের টাতে আছে !

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :):)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

লেখোয়াড়. বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
অনেক পরিশ্রমী পোস্ট!!

ধন্যবাদ, ভাল থাকুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

আপনিও ভাল থাকুন সব সময় :):)

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সালতামামীর অশেষ প্ররিশ্রমের কাজটি করে আমাদের রেডিমেড শ্রেষ্ঠ পোষ্ট গুলোর সংকলন উপহার দেয়ায় - কৃতজ্ঞতা ও অভিনন্দন।

++++++++++++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ । সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা রইলো :)

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী সালতামামী পোস্টে আমার একটি পোস্ট স্থান পাওয়ার আনন্দিত !
শুভ কামনা রইল অপু ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ লিটন ভাই বছর জুরে চমৎকার সব পোস্টের জন্য :):)

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

আবু শাকিল বলেছেন: শায়মা আপুর জয়কার :)
শুভেচ্ছা অপু ভাই।
ভাল থাকবেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

অপু তানভীর বলেছেন: সব জায়গাতেই তার জয় জয়কার :):)

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আমি ইহতিব বলেছেন: অপু তানভীর রকস্‌ ।

ব্লগরত্ন শায়মা আপুর ব্লগের প্রতি ভালোবাসা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এমনিতেই। এমন আরো অনেকেরই আছে ব্লগের প্রতি এমন অগাধ ভালোবাসা। তার মধ্যে আপনিও একজন।
ভালো থাকুন। পোস্ট প্রিয়তে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকে তো দেখাই যায় না অনেক দিন ।

নতুন বছরের শুভেচ্ছা রইলো :)

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

শায়মা বলেছেন: ইহতিব আপুনির কথা শুনে আমি টেবিলের নীচে লুকালাম!!!!!!!!!!!!!!

শাকিল ভাইয়ার কথা শুনে চেয়ারের নীচে!!!!!!!!!!!

রিকি আপুর কথা শুনে বেডের নীচে!!!!!!!!!!!!!!

আর ভাইয়া তোমার পোস্ট দেখে নাই ই হয়ে গেলাম!!!!!!!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

অপু তানভীর বলেছেন: নাই হয়ে যাওয়ার তো কিছু নাই । আর তুমি নাই হইতে চাইলেই আমরা তোমাকে নাই হতে দিমু কেনু শুনি ? :D

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী সালতামামী পোস্টে আমার একটি পোস্ট স্থান পাওয়ার আনন্দিত !
শুভ কামনা রইল অপু ভাই।


আমারো সে একি কথা
থ্যাংকস্‌ মেনি মেনি;
সব জুড়ে শায়মাপু
সামু নিলো নাকি কিনি?? ;) :P

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: অনেক টা সেরকমই ! :D :)

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

শায়মা বলেছেন: ঐ ভাইয়া কি যে করি
না ছুই পানি মাছ ধরি।
সামু কেনো কিনবো আমি
ইহাই আমার বাড়ি।
এত দিনেও জানলে না তা
তোমার সাথে আড়ি!!!!!!!!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: :) :) :)

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: ঐ ভাইয়া কি যে করি
না ছুই পানি মাছ ধরি।
সামু কেনো কিনবো আমি
ইহাই আমার বাড়ি।
এত দিনেও জানলে না তা
তোমার সাথে আড়ি!!!!!!!!!!


আড়ি নিবে কি করে
হাত জুড়ে জুড়ে আংটি;
নাচিয়ে সে ফিঙ্গার
বলো,সরি নেই ভাংতি।

এইভাবে পাড়া জুড়ে
সমানে খাও বাকী;
দ্যাও ফাকি মাছওলারে
ভাগা কিনে টাকি।

খেতে খেতে এক গলা
লোকে ঘুরে নিতে পাওনা;
সেই ডরে আছ লুকি
বাহিরেতে আর যাওনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: :D :D

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

লালপরী বলেছেন: আপনার সংকলনে স্থান পাওয়া সব্বাইকে শুভেচ্ছা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: সবাইকে শুভেচ্ছা :):)

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: হাত জোড়া আংটি
আর ভাত ভরা হাড়ি
জানোনা কি আমি যাচ্ছি
মজার শ্বশুরবাড়ি!!!!!!!!

লালশাড়ি নীলচুড়ি
দুল মালা টিকলি
পঁচা মাছ খাবার আবার
সময় আছে কি?

আমি খাবো বিরিয়ানী
কোরমার রোস্টো
ওহ নো ভাইয়া তুমি
পেও নাতো কষ্ট।

তুমি কি জানি তাতো
নাম্বার ওয়ান পেটুক
এত খাও তবু আবার
কাঁশো খুক খুক!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: :)
বাহ বাহ

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের পোষ্ট। ধন্যবাদ

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

মহান অতন্দ্র বলেছেন: অনেক শ্রমসাধ্য কাজ। ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

অন্তু নীল বলেছেন: প্রথমেই ধন্যবাদ এমন একটি শ্রমসাধ্য কাজের জন্য, এরপর সোজা প্রিয়তে। সময় করে গিলব।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক কস্টসাধ্য পোস্ট। এই সুযোগে অনেক গুলো ভাল লেখা পরা যাবে। ধন্যবাদ ভাইয়া :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :):)

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০

দিপ বলেছেন: নতুন করে শুরু করার জন্য এরকমই একটা পোষ্ট দরকার ছিল।
আমি যতটা ভেবেছিলাম ব্লগ ততটা ফাটেনি। এখনও বেশ সচল। অনুসারিত ব্লগে গিয়ে থমকে গেছি, বেশ ভালো পোষ্ট এসেছে। এই পোষ্টও সেরকমভাবে পেলাম।
যাইহোক, ফিরে যেহেতু আসলাম- সেহেতু আবার দেখা হবে।
আমার বাড়িতেও আসবেন মাঝেমাঝে

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ । এক সাথেই শুরু করা যাবে নতুন বছর । আর আসা যাওয়া তো চলতেই থাকবেই :)

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

মশিকুর বলেছেন:

পরিশ্রমী পোস্ট +

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :):)

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

পাবনার তাঁরছেড়া বালক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল ভাই

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :):)

৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: ২০১৬ সালের শুভেচ্ছা রইলো অপু তানভীরের জন্য

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: আপনার জন্যও রইলো শুভেচ্ছা :):):)

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

আমি তুমি আমরা বলেছেন: অসাধারণ পোস্ট। এই বছরও আপনার সিরিজ অব্যাহত থাকুক- শুভকামনা রইল :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৪০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

তানভীর আহমেদ শৈশব বলেছেন: পারেনও বটে!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.