নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর শুরু যেমন আছে ঠিক তেমনি ভাবে শেষ আছে । দেখতে দেখতে ২০১৫ শেষ হয়ে গেল । আজকে নতুন বছরের প্রথম দিন । হাজির হয়ে গেলাম ২০১৫ সালের শেষ মাসের শেষ হিসট পরিসংখ্যান নিয়ে । ভাবতেই অবাক লাগছে আমি অবশেষে পুরো বছর জুড়েই পরিসংখ্যান সিরিজটা চালিয়ে যেটে সক্ষম হয়েছি । যখন শুরু করেছিলাম আসলে ভাবি নি আমি ঠিক ঠিক পুরো বছর ধরে সেটা পোস্ট করতে পারবো । পোস্ট গুলো ভাল ভাবে শেষ হয়েছে দেখে ভাল লাগছে ।
প্রতিবারের মত বেশি কিছু বলবো না । কেবল একটা কথা না বলে পারছি না যে প্রতিমাসের যে ব্লগারটার কোন না কোন পোস্ট আমার পরিসংখ্যানে থাকতো এইবারের মাসে সেই ব্লগারের একটা পোস্টও এখানে নেই । এমন না যে তিনি কিছু লিখেন নাই, বরং লিখেছেন কিন্তু সেগুলো সব ড্রাফট করে নিয়ে গেছেন । কেন নিয়েছেন সেটা আমি জানি না । কয়েকজনের কাছে খোজ নিয়েও জানতে পারি নি । যেমন ভাবে আমার আরেকজন প্রিয় ব্লগার অপূর্ণ রায়হান এই বছরেরই কাউকে কোন কিছু না বলেই সব পোস্ট গুলো ড্রাফটে নিচে চলে গিয়েছিলো, সে আর ফিরে আসে নি তবে আশা করবো যে শতদ্রু ভাই ফিরে আসবো ।
আসুন আর কোন কথা না বলে ২০১৫ সালের শেষ হিট সমাচার টা দেখে নেওয়া যাক !
সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহ
থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!! সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৪১৬
আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩৪০
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩২০
ফিরে দেখা সামহ্য়্যারইন ব্লগ- সালতামামি ২০১৫ নেক্সাস
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৭৬
জন্ম আমার ধন্য হলো মাগো (ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৭৩
মরণমুখো হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬৪
ইঞ্চি পিঞ্চি ছুহ ☺ ☺ গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬২
যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব ! গিয়াস উদ্দিন লিটন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬০
মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৫৬
ফাইভ গ্রেটেস্ট স্টার পর্ব ৫ —যে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা দেখে তাদের উপর ভালো লাগা আরও পাঁচ ধাপ বেড়ে গিয়েছিল রিকি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৪০
হাজারো মৃতের করুন দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠা ক্যম্বোডিয়ার চুয়েং এক বধ্যভুমিতে এক বেলা ( ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৪
সামহোয়্যার ইন ব্লগের সাথে আমার চারটি বছর এবং ব্লগীয় রাশিফল’ ২০১৬ কান্ডারি অথর্ব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৪
এই কবিতাটা তোকে নিয়ে লেখা বনমহুয়া
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২৭
আসুন একটা অবিখ্যাত মুভি দেখি গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২৫
লাল ডায়েরি আরজুপনি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২৩
আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে : রক্ত দানের A টু Z আরজুপনি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২১
ফান্টুশ কান্ডারি অথর্ব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২০
কালোপাথর রক্তিম দিগন্ত
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২০
শায়মাপুর ***~আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি~*** এর সাইড এফেক্ট কি করি আজ ভেবে না পাই
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৮
ক্যামেরার চোখে আফগানিস্তান - ( ফটো ব্লগ ) কামরুন নাহার বীথি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৭
বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের কান্ডারি অথর্ব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৬
ক্যাম্বোডিয়ায় চার বছর ত্রাসের রাজত্ব সৃষ্টির খলনায়ক পলপট ও তার কুখ্যাত বন্দী শিবির তোল স্লেং/ এস-২১ জেনোসাইড মিউজিয়ামে এক বেলা ( ছবি আর ইতিহাস) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৬
এবার দেখা যাক সব থেকে বেশিবার পঠিত পোস্ট সমূহের তালিকা
আইওএস জেলব্রেকিং: শাদা শার্ট, শাদা প্যান্ট, শাদা জুতা, শাদা মুজা – নায়ক জসিম! টেক সমাধান
এখনও পর্যন্ত ৭৪৩০ বার পঠিত
সাইবার হুমকিতে বাংলাদেশ, প্রতি ৪টি ফোনের ১টি ভাইরাসাক্রান্ত টেক সমাধান
এখনও পর্যন্ত ৪২২৮ বার পঠিত
আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি শায়মা
এখনও পর্যন্ত ২৬৯৫ বার পঠিত
সালতামামি ২০১৫, পুরস্কার-৫০,০০০টেক সমাধান
এখনও পর্যন্ত ২৪০৬ বার পঠিত
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর হাসান মাহবুব
এখনও পর্যন্ত ১৮০১ বার পঠিত
বজ্জাত মাইয়াডি !?! কি করি আজ ভেবে না পাই
এখনও পর্যন্ত ১৭৩২ বার পঠিত
যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব ! গিয়াস উদ্দিন লিটন
এখনও পর্যন্ত ১৬৭৮ বার পঠিত
অশ্লীল সাহিত্য থেকে নীলছবি: পর্নোগ্রাফির বিবর্তন, (পর্ব ১) আলোকিত আধারে
এখনও পর্যন্ত ১৬২৫ বার পঠিত
শায়মাপুর ***~আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি~*** এর সাইড এফেক্ট কি করি আজ ভেবে না পাই
এখনও পর্যন্ত ১৫১৭ বার পঠিত
ফিরে দেখা সামহ্য়্যারইন ব্লগ- সালতামামি ২০১৫ নেক্সাস
এখনও পর্যন্ত ১৫০৫ বার পঠিত
বাজিরাও-মাস্তানি (২০১৫) --- ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার, জনমে জনমে, যুগে যুগে অনিবার ’ রিকি
এখনও পর্যন্ত ১৪৯৪ বার পঠিত
মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে গেম চেঞ্জার
এখনও পর্যন্ত ১৩৩০ বার পঠিত
থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!! সুমন কর
এখনও পর্যন্ত ১২৫৬ বার পঠিত
ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া! শফিউল আলম চৌধূরী
এখনও পর্যন্ত ১২৩৭ বার পঠিত
ভারতের সেরা নায়ক - একজন 'মেনস্ট্রুয়াল ম্যান' মানবী
এখনও পর্যন্ত ১১৮৬ বার পঠিত
মুভি রিভিউঃ ব্ল্যাক (২০১৫) অপু তানভীর
এখনও পর্যন্ত ১১৫৫ বার পঠিত
আইনসিদ্ধ যৌনতাঃ প্রয়োজন নিবিড় সতর্কতা অগ্নি সারথি
এখনও পর্যন্ত ১১১৮ বার পঠিত
একটি গবেষণামূলক পোস্টঃ বীর-বাঙ্গালি অনলাইনে কি করে ?
এখনও পর্যন্ত ১১০৮ বার পঠিত
অতিপ্রাকৃত গল্পঃ ইশানা অপু তানভীর
এখনও পর্যন্ত ১০৯৬ বার পঠিত
৯০ এর দশকের বিটিভির (BTV) কিছু জনপ্রিয় সিরিয়াল হু
এখনও পর্যন্ত ১০৫৫ বার পঠিত
ফাইভ গ্রেটেস্ট স্টার পর্ব ৫ —যে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা দেখে তাদের উপর ভালো লাগা আরও পাঁচ ধাপ বেড়ে গিয়েছিল রিকি
এখনও পর্যন্ত ১০১১ বার পঠিত
সিনেমায় ২০১৫ঃ বিশ্ব সিনেমার বছরের সেরা সিনেমাগুলো এম এম করিম
এখনও পর্যন্ত ১১৩৩ বার পঠিত
সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট গুলো
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৫৭
ফিরে দেখা সামহ্য়্যারইন ব্লগ- সালতামামি ২০১৫ নেক্সাস
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৫০
আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৪২
জন্ম আমার ধন্য হলো মাগো (ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৪০
মরণমুখো হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩৭
বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩০
ভারতের সেরা নায়ক - একজন 'মেনস্ট্রুয়াল ম্যান' মানবী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৭
হাজারো মৃতের করুন দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠা ক্যম্বোডিয়ার চুয়েং এক বধ্যভুমিতে এক বেলা ( ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৭
আঁচলের জলে ঘ্রাণ মেলেনা জোনাকি অস্তপ্রায়, কৃষ্ণ নিশি ডানার পাঁজরে মৌন বরষায় মাহবুবুল আজাদ
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৭
ক্যাম্বোডিয়ায় চার বছর ত্রাসের রাজত্ব সৃষ্টির খলনায়ক পলপট ও তার কুখ্যাত বন্দী শিবির তোল স্লেং/ এস-২১ জেনোসাইড মিউজিয়ামে এক বেলা ( ছবি আর ইতিহাস) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৬
ফিরে দেখা ২০১৫ঃ বছর জুড়ে সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহের সংকলন অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৬
চুপ! চুপ! একদম চুপ! কাল্পনিক_ভালোবাসা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৬
কোথায় পাবো তারে? স্পর্শিয়া
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫
অমরত্বের সন্ধানে কান্ডারি অথর্ব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫
ফান্টুশ কান্ডারি অথর্ব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫
বাংলা ব্লগের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী: পোস্টার ব্যানার মিটিং নয়... শুধু চাই লেখালেখি!!! মাঈনউদ্দিন মইনুল
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫
স্মৃতিতে চির অনির্বাণ বাংলাদেশের ব্যান্ড সংগীত কান্ডারি অথর্ব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৪
সামহোয়্যার ইন ব্লগের সাথে আমার চারটি বছর এবং ব্লগীয় রাশিফল’ ২০১৬
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৪
যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব ! গিয়াস উদ্দিন লিটন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৩
♋ অ্যালেসিয়া বিভ্রম গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৩
আজ ময়ুরাক্ষীর বিয়ে আমি ময়ূরাক্ষী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২
আমি আমার অগ্রজের কথা বলছি দর্পণ
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২
ব্যভিচারের শাস্তি পাথর নিক্ষেপে মৃত্যু প্রসঙ্গে মঞ্জুর চৌধুরী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২
সবার শেষে ঐ একই কথা। যদি কোন পোস্ট বাদ চলে যায় তাহলে অনুরোধ রইলো যেন পোস্টের লিংকটা যেন কমেন্টে অনুগ্রহ করে দিয়ে যাওয়া হয় । আপনাদের সহযোগীতায় পোস্টটা পূর্নতা পাবে ।
সবাইকে ধন্যবাদ । ২০১৬ সাল টা আপনাদের সবার জন্য ভাল কাটুক এই কামনায় !
আগের সংকলন সমূহ
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুন ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুলাই ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
আগস্ট ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
সেপ্টেম্বর ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
অক্টোবর ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
নভেম্বর ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন: অভিনন্দন !!
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
শায়মা বলেছেন: বাপরে !! ডিসেম্বরও বানায় ফেললে ভাইয়ু!!!!!!!!!!!!!!
যাই হোক গুড জব!!!!!!!!!
সারাবছরের কষ্টের জন্য একখানা সোনার মুকুট দেওয়া হলো আমার প্রিয় ভাইয়া!!!!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: নাহ !! আর মুকুট দিয়ে আর কিতা করতাম ! সোনার মুকুট চাই না । অন্য কিছু চাই ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
+
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন:
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
ব্লগার ওমর ফারুক বলেছেন: সুন্দর পোস্ট..
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
শায়মা বলেছেন: অন্য কিছু কি?
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
অপু তানভীর বলেছেন: আছে । কওয়া যাবে না !
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: আহা আমি আছি প্লাস + এ
অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
প্রামানিক বলেছেন: উপরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সাথে পোষ্ট দাতাকে।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
আজাদ মোল্লা বলেছেন: একের ভিতরে সব , সুন্দর পোস্ট ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
টোকাই রাজা বলেছেন: প্রিয়তে নিলাম। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসে মন্তব্য বেশী হলেই কি সামুতে পোস্ট হিট????
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
অপু তানভীর বলেছেন: হিট বিচার করা যায় কি দিয়ে ?
মন্তব্য, প্লাস এবং পঠিত হওয়ার সংখ্যা দিয়ে ! এখানে কেবল সেগুলোর হিসাবই দেখানও হয়েছে ।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
কিরমানী লিটন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা অনেক...
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা
১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: নতুন বছরে নতুন নতুন শুভেচ্ছা!!!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫
অপু তানভীর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
আমি মিন্টু বলেছেন: শালার কবেযে এহানে চান্জ পামু জানি না
গুড ভালো কাম কাইজ হচ্ছে ।
নতুন বছরের শুভেচ্ছা । গুড সকলাল থুক্কু গুড রাইত ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
অপু তানভীর বলেছেন: পাবেন পাবেন ঠিকই একদিন স্থান পেয়ে যাবেন
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: কষ্টসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
সুমন কর বলেছেন: চমৎকার ভাবে ১টি বছর সম্পূর্ণ করলে। অভিনন্দন !!!
আবার শুভেচ্ছা জানালাম....
+++।
**বেশিবার পঠিত পোস্টে আমার পোস্টটি এডিট করা যায় কি !!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: সময় কিভাবে কেটে যায় আমি দেখে অবাক হই । আসলেই সময় বড় জলদি চলে যায় !
নতুন বছরের শুভেচ্ছা আবারও !!
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
সাহসী সন্তান বলেছেন: চমৎকার এই পোস্টটার জন্য অপু ভাইকে ধন্যবাদ! শুভ কামনা ব্রাদার!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ অনেক ! সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
সাহান হামিদ বলেছেন: ব্লগে নতুন হ্ওয়ায় আপনার এই পোষ্টটি আমার কাজে লাগবে। কিছু ভালো পোষ্ট পড়ার জন্য আর কষ্ট করে খুজে বের করতে হবে না।
ধন্যবাদ ভাইয়া
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: নিচে দেওয়া সব পোস্ট গুলো পড়ে ফেলেন । সারা বছরের হিট পোস্ট সব পড়া হয়ে যাবে !
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
ডট কম ০০৯ বলেছেন: রেস্পেক্ট
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: রিস্পেক্ট
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
সুপান্থ সুরাহী বলেছেন: ভাল পোস্ট।
আমার একটা পোস্ট মনে হয় তেরশো বার পঠিত।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
অপু তানভীর বলেছেন: দেখেছি । সেটা নভেম্বের মাসের !
ধন্যবাদ
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
জুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা অপু তানভীর
পঠিতে আসতে পারিনি
অনেক অনেক ধন্যবাদ আমাকে মনে করার জন্য ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন: বাকী দুটোতে তো চলে এসেছেন । নু টেনশন !
২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
রক্তিম দিগন্ত বলেছেন: অপু তানভীর ভাইয়ের দোয়ার দান। বছরের প্রথম পোষ্টেই আমার কোন লেখা আসলো শেষমেশ! ইহা তো খুবই দুর্লভ ব্যাপার।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: আরে ইহা কুনো ব্যাপার নহে । সামনের মাসে আবারও আসিবে
২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের হলো দুটো মিস
হাত করে নিশপিশ;
তাও দিনু নীচে লিন্ক
আই করো প্লিজ ব্লিন্ক।
1
2
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
অপু তানভীর বলেছেন: দুইটাই হুয়েছে এড
প্লিজ ডুন্ট বি ম্যাড !
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: আপনে থাকেন কই সারা বছর । বিয়া টিয়া কইরা ফালাইছেন নাকি ? সত্য কইরা কন তো দেখি
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ টু ইউ ব্রাদার!!!
দারুন এ কাজকে কত কষ্টে নিয়মিত করছেন ভাবতেই বিস্মিত হতে হয়।
শুভ হোক নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার ২০১৬।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
অপু তানভীর বলেছেন: চলে গেলু আরও একটা বছর । আরেকটু বড়া হুয়ে গেলাম !
আপনাকেো শুভ নববর্ষ
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
সুমন কর বলেছেন: ১০৮৯ টা মুছে দাও। (২টা হয়ে গেল)
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
অপু তানভীর বলেছেন: দিয়েছি
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হিট তুমি কী... বড় জানতে ইচ্ছে করে (দু'বার পড়তে হবে)
ধন্যবাদ, হিট বিশেষজ্ঞ ও গল্পকার অপু তানভীর....
একই ছন্দে বছরটি শেষ করেছেন... বিরাট সফলতা।
//প্রতিমাসের যে ব্লগারটার কোন না কোন পোস্ট আমার পরিসংখ্যানে থাকতো এইবারের মাসে সেই ব্লগারের একটা পোস্টও এখানে নেই। এমন না যে তিনি কিছু লিখেন নাই, বরং লিখেছেন কিন্তু সেগুলো সব ড্রাফট করে নিয়ে গেছেন । কেন নিয়েছেন সেটা আমি জানি না।// ব্যথিত হই
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
অপু তানভীর বলেছেন: নিজের সাফল্য দেখে নিজেই খানিকটা অবাক হয়েছি !
অনেক বেশি ধন্যবাদ
আর শতদ্রু ভাইয়ের কথা আর নাই বা বললেন ! আমি নিজেও খানিকটা শক হয়েছি । কারন টা এখনও বুঝতে পারি নি !
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
আবু শাকিল বলেছেন: সামু হিট সমাচার এ বছর ও কি অব্যাহত থাকবে ??
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
অপু তানভীর বলেছেন: দেখা যাক । সকলের দুয়া প্রার্থী !!
২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
রিকি বলেছেন: গতমাসে ডাব্বা মেরেছি, এই মাসে দুটো পোস্ট দিয়েছিলাম, দুটোই আলাদা ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে দেখছি !!!! ফিলিং হ্যাপি। হ্যাপি নিউ ইয়ার অপু ভাই
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: আগের মাস কুথায় হারিয়ে গিয়েছিলেন শুনি ? এই মাসে আসেন সামনের মাসেও থাকবেন আশা করি !
হেপি নিউ ইয়ার টু ইউ টু
২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭
টেক সমাধান বলেছেন: তিনটি স্থান পেয়ে তো রীতিমতো আকাশে আকাশে আকাশে উড়ছি :-)
ধন্যবাদ এবং কৃতজ্ঞতাসহ হ্যাপি নিউ ইয়ার!
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপনাকেও
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
আরজু পনি বলেছেন:
কষ্টকর, পরিশ্রমী পোস্টে অনেক সাধুবাদ জানাই ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
অপু তানভীর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও
ধন্যবাদ
৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
মহান অতন্দ্র বলেছেন: ভাল কাজ। কষ্টকর ও পরিশ্রমী প্রয়াস।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
রিকি বলেছেন: আগের মাস কুথায় হারিয়ে গিয়েছিলেন শুনি ?
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে !!!! আগের মাসে একটা কাজে ব্যস্ত ছিলাম চরমমমম---ইচ্ছা থাকার পরেও পোস্ট দিতে পারিনি তাই !!!!
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: সবাই দুনিয়াতে বিজি কেবল আমারই কুনো কাম কাইজ নাই
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
গেম চেঞ্জার বলেছেন: তিন বিভাগেই আছি