নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

পার্থক্যঃ ২৬ টি ছবি স্পষ্ট করে দিবে নারী-পুরুষ পরস্পর থেকে কতটা আলাদা :D

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

নারী আর পুরুষের পার্থক্য সৃষ্টির শুরু থেকেই । শারীরিক গঠন থেকে মন মানষিকতা আর আচরনে মেয়েরা সব সময় ছেলেদের আলাদা । সারা জীবন আলাদাই থাকবে । খুব কম সংখ্যাক ছেলেরা আছে কিংবা মেয়েরা আছে যারা এই পার্থক্য গুলো অতিক্রম করতে পারে । বাকি সবাই এই পার্থক্যের ভেতরেই থেকে যায় ! আসুন আজকের পোস্টও ঠিক তেমনিই কিছু পার্থক্য নিয়ে । নিচের ছবি গুলো থেকেই আমরা খুব ভাল করেই বুঝতে পারবো যে নারী পুরুষের আচরনের পার্থক্যটা কতটা গভীর ভাবে পরীলক্ষিত হয় ! একটু লক্ষ্য করলেই আপনারা নিজেরাই সেটা দেখতে এবং বুঝতে পারবেন । আসুন তাহলে যাত্রা শুরু করা যাক

এক


দুই


তিন


চার


পাঁচ


ছয়


সাত


আট


নয়


দশ


এগার


বারো


তেরো


দৌদ্দ


পনের


ষোল


সতের


আঠার


উনিশ


বিশ


একুশ


বাইশ


তেইশ


চব্বিশ


পঁচিশ


ছাব্বিশ



সবার শেষে দুইজন বিখ্যাত মানুষের কথা





সব গুলো ছবি অন্তর্জালের বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা হয়েছে যার ভেতরে একটা সাইটের নাম উল্লেখ না করলেই নয়, সেটা হল ব্রাইট সাইড ডট মি


আপনাদের নিজেদের কাছে এরকম পার্থক্য মূলক ছবি থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন ! সবাইকে ধন্যবাদ ! :)

মন্তব্য ৭০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

সুমন কর বলেছেন: হাহাহা---বেশ হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: :D :D
সত্য কথন ;)

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

কাউন্টার নিশাচর বলেছেন: জোস তো

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: :D B-))

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: কি প্রয়োজন নারী পুরুষ আলাদা করা । পৃথিবীর প্রত্যেকটা জিনিসের গুন আলাদা । শুধু লবন দিয়ে ঝোল রান্না করলে ভাল লাগবে না ঠিক উল্টোটা করলেও একই ফলাফল পাওয়া যাবে ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে তো আলাদাই ! আর সব কিছুতেই প্রয়োজনই কেন খোজা দরকার ?

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

সাহান হামিদ বলেছেন: নারী বিদ্বেষী পোষ্ট

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: চোখের চশমার পাওয়ার বাড়িয়ে আবারও দেখুন ছবি গুলো ! :D

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: :) :) :)

+

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: :) :D

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

স্তব্ধ হোমোসিপিয়েন্স বলেছেন: ১০০% হাসা কতা

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: :D :D

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

প্রবাসী পাঠক বলেছেন: অইত্যন্ত সইত্য পার্থক্যগুলো। =p~

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: হে হে হে হে !! :D

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

আবু শাকিল বলেছেন: এই পোষ্ট দরিদ্র মানুষের জন্য না।আমি নীচের তলার মানুষ।
যারা উপর তলায় বাস করেন তাদের জন্য উপযোক্ত :) মিল আছে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

অপু তানভীর বলেছেন: :D

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: বেশির ভাগ ছবি দেখে মনে হল ঘটনা সত্য :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: ঘটনা সত্য !

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



কোন ছবিই 'ন্যাচারেল' নয়, যেগুলোর ভিত্তিতে প্রাকৃতিকভাবে পুরুষ ও নারীকে আলাদা 'প্রজাতি' হিসেবে ভাবার ডরকার হবে; সবগুলো ছবি ম্যানিপুলেটেড।

নারী পুরুষ প্রাকৃতিক কারণে যেটুকু আলাদা, সেটা হলো পরস্পরের সম্পুরক করার করার জন্য প্রকৃতির চেস্টা।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

অপু তানভীর বলেছেন: নারী আর পুরুষ পরস্পরের সম্পরক নয় এমন কথা এখানে বলা হয় নি কিংবা এখানে কে খারাপ কিংবা ভাল সেটাও না । এখানে কেবল দেখানোর চেষ্টা হয়েছে তারা একে অন্য থেকে কি ভাবে আলাদা ! আর কিছু না !

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! ম্যান এন্ড উইম্যান উইকিপিডিয়া !! জোশ

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

অপু তানভীর বলেছেন: :D :D :D

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ফান পোস্ট! অনেকেই দেখি সিরিয়াস হয়ে যাচ্ছে। হাহাহা!!

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: সব জায়গায় সিরিয়াসনেস দেখানো যাদের কাম আর কি !! ;)

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

মৃদুল শ্রাবন বলেছেন:
পুরাই অস্থির =p~

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: :D B-))

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

এরশাদ বাদশা বলেছেন: অসাধারন.... কিছু কমন থট এর সাথে একেবারে আনকমন কিছু থট..দারুন মজা পেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: মজা দেওয়ার জন্যই পোস্ট করা

:)

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

তার আর পর নেই… বলেছেন: ছবিগুলো মজার হইছে। তবে সবগুলো ঠিক না।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: সবার সাথে সব গুলো মিলবে না এটাই তো স্বাভাবিক !

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: আমি কি সিরিয়াস হমু ? :P

সাহান হামিদ বলেছেন: নারী বিদ্বেষী পোষ্ট ---- ১০০% হাছা কথা
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ফান পোস্ট! অনেকেই দেখি সিরিয়াস হয়ে যাচ্ছে। হাহাহা!! ---- আসলেই ?
তার আর পর নেই… বলেছেন: ছবিগুলো মজার হইছে। তবে সবগুলো ঠিক না। ---- সহমত

কিছু কিছু ছবি আগেও দেখছি। কালার সেন্সেরটা পারফেক্ট হইছে

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: আন্টি আপনে কেবল মেয়েদের দিকটাই দেখছেন কেন ছেলেদের দিকটাও দেখেন ! মিথ্যা কিন্তু কিছু কই নাই :D

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: অনেক মজা পাইছি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: :D B-))

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

মহা সমন্বয় বলেছেন: জোসস হইছে... অনেকগুলে মিলে গেছে :P

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: থ্যাংকু :):)

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

ভুমিসংকর বলেছেন:

১/ কথা বলার দক্ষতায় নারী পুরুষের চেয়ে এগিয়ে ।
২/ ন্যাচারেল্লি পুরুষের ব্রেইনের সাইজ নারীদের চেয়ে ১০% বড় হয় ।

উত্তর দেখে বুকটা ১০ ইন্চিফুলে গেছে নিশ্চই =p~

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: এই জিনিস আগে থেকেই জানি !!

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

প্রণব দেবনাথ বলেছেন: =p~ =p~ =p~ :-B

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: :D B-))

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

সাহসী সন্তান বলেছেন: আমার কাছে এইরকম কোন ছবি নাই, তয় কথা আছে-
"আমার গার্লফ্রেন্ড আমার কাছে কল দেয়, তবে সেই কল কেটে দিয়ে আমাকে ব্যাক করতে হয়!"
পার্থক্যটা বুঝবার পারছেন বিরাদার......?? :`>

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: বড়ই দুঃখের কাহিনী :D B-))

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ ছবি। ছবি দেখে অনেক কিছু বুঝে গেলাম। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ প্রামানিক :):)

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

একলা ফড়িং বলেছেন: হাহাপগে!!! আইনস্টাইনের উক্তিটা বেশি ভাল্লাগছে! তবে আমি আমার এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো মনে রাখা নিয়ে নিজের উপর কিঞ্চিৎ বিরক্ত! :'( মনে রাখতে চাই না আমি কিন্তু ভুলিও না কিছুতেই! :| :|

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: দরকার কি বিরক্ত হওয়ার !! এটা এমনই ! এমনই থাকা স্বাভাবিক :)

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা মজার পোষ্ট :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

ইকরাম বাপ্পী বলেছেন: B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: :D B-))

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

পার্থ তালুকদার বলেছেন: দারুণ .....
আমার বেডরুমটা পছন্দ হইছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: কথা সত্য :D

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

নিষ্‌কর্মা বলেছেন: দুই পক্ষই সমান।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: সত্য :D

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

তাশমিন নূর বলেছেন: হা হা হা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, কালার, আর চুল কাটার পয়েন্টগুলোতে বেশি মজা পেয়েছি। :-P

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: মজা পাওয়ারই কথা ;)

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

মুনতা বলেছেন: গুড কালেকশন।
+++

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: :D :D

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: খাড়ান, তসলিমা নাসরিনকে বলে দিতেছি :) :D

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: দ্যান ডাক দ্যান । আমি আছি :D

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাপক বিনোদন লইলাম । B-)

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: :D

৩২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৯

সোহানী বলেছেন: অসাধারন পার্ধক্য ধরেছেন ভাইজান তবে কিছুটা গলদ আছে কিন্তু....................

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: কিছু কিছু তো মিলবেই না

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

বলেছেন: ছেলেরা অধিক সিম্পল।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: কথা সত্য :)

৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

মেহেদী হাসান সাব্বির বলেছেন: হি হি খুবই মজার ।
তবে আমার কাছে ৯ নাম্বারটা সবথেকে ভাল লাগছে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: :D

৩৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮

সবুজসবুজ বলেছেন:

'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাই নি।'

সত্যিই দারুন।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.