নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময়ই গল্প লিখি নিজের মনের আনন্দের জন্য । একটা এমন ছিল যে আমি যে কোন কিছু দিয়েই গল্প লিখে ফেলতে পারি । বিশেষ করে ভালবাসার গল্প । বাসে করে দিয়ে যাচ্ছি, সামনের সিটে এক আপু আর ভাইয়া বসে আছে সেটা দেখে মাথায় গল্প চলে আসলো । তখনই মোবাইল বের করে লিখে ফেললাম । এরকম ভাবেই কত গল্প লিখেছি, কখনও বাসের সিটা কিংবা কখন বা ফুটপাতে বসে ।
যাই হোক আজকে সেই কথা লিখতে বসি নি । বসেছি অন্য কথা বলতে । আসলে এরকম ছোট খাটো অনেক গল্প লিখে লিখে ফেসবুকে আমার কয়েকজন ভক্ত গড়ে উঠেছে । সংখ্যাটা একেবারেই ছোট, মানুষকে বলার মত কিছু নয় । এদের ভেতরেই মাঝে মাঝে অনেকেই মাঝে মাঝে আমাকে নক দেই । কথা বার্তা হয় । মাঝে মাঝে এমন সব কথা বলে শুনে বেশ ভাল লাগে । মন ভাল হয়ে যায় ।
এদের ভেতরেই একজন একদিন নক দিয়ে বলল আমার জন্য একটা সারপ্রাইজ আছে । আমি জানতে চাইলাম কিসের সারপ্রাইজ । বলল যে সে আমার একটা ছোট গল্প নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছে । কাজ প্রায় শেষ । সত্যি বলতে কি বেশ অবাক হয়েছিলাম । সেই সাথে বেশ অবাকও হয়েছিলাম । বয়সে আমার থেকে ছোট । এনএসইউ থেকে বের হয়েছে কয়েকদিন আগে । আমাকে বললই নাকি তার অনেক দিনের শখই ছিল আমার গল্প দিয়ে একটা শর্ট বানাবে ।
অনুভুতিটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না । আমি নিজেকে কোন দিনই ঠিক লেখক কিংবা গল্পকারারের কাতারে ফেলি না । কারন কেউ না জানুক আমি জানি আমি কেমন গল্প লিখি । যেখানে অন্যান্য লেখকেরা গল্প লিখতে রীতিমত খাটাখাটনি পড়াশুনা করে একাকার করে ফেলে । আমি সেখানে গল্প লিখি কেবল আমার মনের কল্পনা গুলো প্রকাশ করার জন্য, বলা যায় একেবারে কোন প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই লেখা গুলো লিখি । মাথায় যখন যা আসে তখনই লিখে ফেলি । আর সেই জিনিসই কিছু মানুষজন পছন্দ করছে সেটাই আমার জন্য অনেক বড় কিছু, তার উপর সেটা নিয়ে কেউ একজন শটফিল্ম বানিয়ে ফেলছে । কেমন বানিয়েছে সেটা থেকেও সে বানিয়েছে, এটাই সব থেকে বড় বিষয় আমার কাছে । ২০১৬ সালের শুরুটা আমার কাছে বেশ চমৎকার হল কেবল এই একটু ঘটনার জন্য ।
আসুন কথা বার্তা আর বলে শর্ট-ফিল্মটা দেখি । প্রথমবার বানিয়েছে তাই ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ করা গেল ।
গল্পটা প্রসঙ্গে বলি । গল্পটার নাম ছিল প্যাটার্ন লক ! লিংকটা পাবেন এখানে । এই গল্পটাও ঠিক এক টানে লেখা । তবে লেখাটা মুল ভাবনা আমার নিজের না । আমাদের সামুতেই একজন ব্লগিং করতো । নষ্ট কাক নামে । এখন অবশ্য আর সামুতে আসে না । ফেসবুকেই টুকটাক লেখে । সেই একদিন একটা এক লাইনেই স্টাটাস দিল । সত্যি বলতে কি সেই এক লাইনের স্টাটাস থেকেই এই গল্পটার সৃষ্টি হয়েছিল । আগেই বলেছিলাম যে কোন কিছু নিয়ে ভালবাসার গল্প লেখার একটা ব্যাপার আমার ভেতরে আছে তেমনি ভাবেই এই প্যাটার্ন লকের সৃষ্টি ।
যাই হোক, সেই ছোট ভাইটির জন্য রইলো অনেক বেশি শুভ কামনা । সামনে গিয়ে যেন যেন আরও চমৎকার সব নাটক ফিল্ম সে বানাতে পারে সেই কামনা রইলো ! আপনারাও তার জন্য দোয়া করবেন !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !
সত্য !
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কনগ্রাচুলেশনস!!
আগে ধরেন.. মুভীটা দেইখা আসি
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন: দেখে আসেন আগে তারপর কথা কই
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুজনের জন্যই শুভকামনা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯
অলওয়েজ ড্রিম বলেছেন: বাহ!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন:
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাহ!! দারুণ।
অভিনন্দন অপু ভাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: অনেক দিন পরে আপনাকে দেখা গেল । কই থাকেন ?
ধন্যবাদ
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
আবু শাকিল বলেছেন: লেখক হিসেবে সসম্মানিত হইলেন।
মিঠাই খাওয়ান
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: টেকাটুকা নাই মিঠাই খাওয়ানোর !
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
এহসান সাবির বলেছেন: লাবিব এত দিন পরে বুঝলে.....!! নিহি.........!!
দেখেই ফেললাম
অভিনন্দন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: দেখার জন্য থেঙ্কু
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
Jahid hasan amily বলেছেন: Na ase camera ! Na ase shortflim banano moto taka...! :-(
Apnar protita golper shortflim pauya gele valoi hoto... Golpo gula ar ekbar jhliye nite partam...
All the best !!! :-)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: একদিন ঠিক ঠিক হয়ে যাবে সব কিছু
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নার প্রেমের গল্পগুলো দারুণ হয় ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ অনেক ভালো।
অভিনন্দন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন অপু ভাই
জাতি মিষ্টি খাইতে চায়
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: টেকাটুকা নাই ।
আগে টেকা হোক তারপর খাওয়ামু
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০
আরণ্যক রাখাল বলেছেন: দেখতেছি থামেন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: জলদি দেখেন
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমি সেখানে গল্প লিখি কেবল আমার মনের কল্পনা গুলো প্রকাশ করার জন্য, বলা যায় একেবারে কোন প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই লেখা গুলো লিখি । মাথায় যখন যা আসে তখনই লিখে ফেলি । আর সেই জিনিসই কিছু মানুষজন পছন্দ করছে সেটাই আমার জন্য অনেক বড় কিছু, তার উপর সেটা নিয়ে কেউ একজন শটফিল্ম বানিয়ে ফেলছে । ------
অভিনন্দন আমাদের গল্পকারকে!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
Congrats!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
উল্টা দূরবীন বলেছেন: অভিনন্দন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
সুমন কর বলেছেন: অপু, অভিনন্দন !! ছোট ভাইয়ের নামটি তো বলা হলো না ....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২
অপু তানভীর বলেছেন: আসলে ভিডিও ভেতরেই সব কিছু লেখা আছে । তাই আর দেই নাই
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
পথে-ঘাটে বলেছেন: আমার গল্প দিয়ে যদি কেউ শর্টফিল্ম বানাতো!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২
অপু তানভীর বলেছেন: অবশ্যই একদিন বানাবে !
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
সুমন কর বলেছেন: কাল দেখবো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন:
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৮
দিয়া আলম বলেছেন: অভিনন্দন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
রাফা বলেছেন: আপনার মত অসাধারণ এই গুনটা কিন্তু সচারাচর দেখা যায়না।আপনি অনেক ব্লগারকে নিয়ে চমৎকার চমৎকার সব গল্প লিখেছেন যা প্রশংসা করার মতই।কারো স্টাটাস/কারো জিবনের দুই লাইন/কারো একটি কবিতা বা কমেন্ট থেকে আপনার পক্ষেই সম্ভব আস্ত ১টা গল্প লিখে ফেলা।আমি কিছুটা জানি ব্লগারদের সাথে কথা বলেই।
আমার মনে হয় এটা একটা অসাধারণ গুন আপনার।একে সঠিক পরিচর্যার মাধ্যমে আরো সুন্দর গল্প লিখতে থাকুন আমাদের জন্য।
ধন্যবাদ ,অপু তানভীর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
আরজু পনি বলেছেন:
বাহ দারুণ !
অভিনন্দন আর শুভকামনা রইল, অপু।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
আলোরিকা বলেছেন: কি আশ্চর্য ! আসলেই চমকটা দারুণ ছিল
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: পিসি থেকে তোমার শর্ট ফিল্মের ঝলক দেখতে পারলাম না। সফটওয়্যার ইন্সটল করতে হবে।
তবে অনেক অনেক অভিনন্দন রইলো অপু।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
অপু তানভীর বলেছেন: আজকেই দেখে ফেলেন !
ধন্যবাদ
২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ হইছে। ভাল লাগা রইল। ভাল থাকবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন অপু ভাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখক আর শর্ট ফিল্ম তৈয়ারকারি দুজনকেই শুভেচ্ছা। ভাল হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
অপু তানভীর বলেছেন: প্রোফেসর সাহেব কে ধণ্যবাদ
২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
ইমন আহমেদ আকাশ বলেছেন: অপু ভাইয়া,আমিও কিন্তুু আপনার একজন ভক্ত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
প্রিন্স হেক্টর বলেছেন: পার্টিইইইইইই....
ব্লগে ৭ লক্ষ হিট পাওয়ায় আরো একটা পার্টিইইইইইইইইইইইইইই
পার্টি দেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫১
অপু তানভীর বলেছেন: সব পার্টি দিমু এক সাথে
৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
প্লাবন২০০৩ বলেছেন: অপু ভাই, আপনের কাছে টেকাটুকা নাই শুইন্যা নিজের টেকা দিয়াই ভাবতাছি একখানা মিস্টি কিইন্যা খাইয়া লমুনে।
তয় আগে ভিডিওটা দেইখ্যা লইলাম। এইবার আপনারে অভিনন্দন জানাইলাম।
এইবার মিস্টি খাইতে বাইরামু।
মিস্টি খাইবার একটা উপলক্ষ্য প্রদানের জন্য একটা ধন্যবাদও দিয়া দিলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২১
অপু তানভীর বলেছেন: কিন্তু আমারে কেডা মিষ্টি খাওয়াইবেক শুনি ????
৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯
প্লাবন২০০৩ বলেছেন: ধরি, ভোজন = ১০০%
ভোজন দর্শন = অর্ধ ভোজন = ১০০/২ = ৫০%
সুতরাং ভোজন শ্রবণ = কোয়ার্টার ভোজন = ১০০/৪ = ২৫%
অতএব, ৪ খানা মিস্টি ভোজনের খবর শ্রবণ = ২৫% X ৪ =১০০%
সুতরাং, ১ খানার বদলে ৪ খানা মিস্টি খাইবার খবর শ্রবণের জন্য পেশ করা হইল।
অনুগ্রহ পূর্বক শ্রবণ করিয়া লইবেন।
হইল এইবার মিস্টা খাওয়ানি?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৪
অপু তানভীর বলেছেন: এই মিষ্টি আমি ফু দিয়া উড়ায়া দিলাম !!
হুহ !!
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
থিওরি বলেছেন: N+L ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
গেম চেঞ্জার বলেছেন: কাকতালীয় ব্যাপার নিয়ে গল্প। ভালৈছে। কনগ্রাচুলেশনস!!