নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তিনদিনের বইমেলা অভিযান এবং আমার কেনা বই গুলো (ছবি ব্লগ) পর্ব দুই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

আবারও হাজির হব কথা ছিল । গত দিনের মেলা অভিযানের পর আবারও হাজির ।

বইমেলা মানেই আমার ঈদের দিন । এমন একটা ইচ্ছে মাঝে মাঝেই হয় যে সারা বছর একটা জায়গায় বই মেলা হবে । আমি প্রায় প্রায়ও যাবো সেখানে । ঘুরে ঘুরে দেখবো আর বই কিনবো । এমন হলে কতই না ভাল হত । কিন্তু এমন হয় না । মাত্র ২৮ দিনের একটা ছোট্ট মাসে মেলা শেষ হয়ে যায় ।

যাক গতবারের পর আবারও বই কিনতে হাজির হয়ে গেছি কয়েকদিনই । সেই কদিনের বই থেকেই এবার কিছু বইয়ের ছবি । আজকের বই গুলো হচ্ছে মেলায় যাওয়া চতুর্থ দিন থেকে সপ্তম দিনের ভেতরে কেনা ।

প্রথমেই সেদিন কিনেছিলাম হামা ভাইয়ের আনন্দভ্রমন । কিন্তু সমস্যা হচ্ছে বইটাতে ২৫% ছাড়ে যত দাম রাখার কথা আমার কাছ থেকে ৫ টাকা বেশি রাখছে । :D । এই ৫ টাকা আমি এখন কার কাছ থেকে আদায় করিবো শুনি ? ;);)
আনন্দভ্রমন


একই স্টলে ছিল আমার অনেক আগের একজন ব্লগার মাহাতাম সমুদ্রের বই । বইটা হাতে নিয়ে প্রথম কয়েকলাইন পড়ে কিনতে ইচ্ছে হল । নিয়ে নেওয়া হল "তনিমার সুইসাইড নোট" । ছোট গল্প সংকলন ।
তনিমার সুইসাইড নোট


ওখান থেকে হাজির হলাম আদীর সামনে । জলেশ্বরী বইটার সুনাম কদিন থেকেই শুনছিলাম । শুনে শুনেই কিনে ফেললাম বই টা । আপনারাও কিনতে পারেন । বইটা বেশ ভাল ।
জলেশ্বরী


তারপর আর বই কেনার ইচ্ছে ছিল না । হাতেও বেশ খানিকটা সময় ছিল কিন্তু কিছু কেনার ছিল না । এদিক ওদিন ঘোরাফেরা করছিলাম । তখনই একটা স্টালে বইটা চোখে পড়লো । কৌতুহল হল থেকে ঝোলার ভেতরে ঢুকানোও হয়ে গেল । অবশ্যই টাকা দিয়ে ।
বঙ্গবন্ধু হত্যাকান্ড সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামান্য দলিল


আরেকটা বই কেনার ইচ্ছে ছিল । কিন্তু ব্লগার রেজওয়ানা আলী তনিমার বিলেত পাখির চোখে দেখা বই টি । কিন্তু কাকলীতে গিয়ে শুনি সেটা নাকি তখনও আসে নাই । কি আর করা ফেরৎ চলে এলাম সেদিনের মত ।


৫ম দিনও আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম কার কার বই কিনবো । খুজতে খুজতে প্রথম বইটা কিনতে গিয়েই স্টলের সামনে হাজির হলাম । নাম বলতেই স্টালে থাকা লোকটা বলল এই নামে কোন বই বের হয় নি । আমি আরেকবার তাকিয়ে দেখি সব কিছু ঠিকই আছে । চেহারার দিকে তাকিয়ে মনে হল লোকটা ইয়ার্কি মারছে । সত্যি তাই । কারনটা ছিল, যে বইটা কিনতে গেছিলাম তার লেখক পাশেই দাড়িয়ে ছিল । যারা পুরানো ব্লগার তারা চিনেন ব্লগার "ইনকগনিটো" । চমৎকার কবি সে । দেখা হলে গলে মেলায় তার সাথে । মোলাকাত হল । তার বই কেনাও হল ।
উইপোকার স্বপ্নের ভেতরে


লেখক সাহেব অট্রোগ্রাফ দিতেছে



একই স্টলে আরেকটা বই পেয়ে গেলাম । মেলার প্রথম দিন থেকেই এই বইটার কথা শুনে আসছি । বিশেষ করে অদ্ভুদ এই নামটার কারনে । কিনতে তো বাঁধা নেই ।
ফারিয়া মুররির বাচ্চার গলা টিপে টিপে মারে


এই সম্পর্কে একটা লেখাও আছে অনলাইনে । এখানে দেখতে পারেন ।

এরপর কুশন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাজির হলাম গতদিন ব্যর্থ হওয়া বই কিনতে । কাকলী প্রকাশনীতে এসে জানা গেল যে বইটা এসেছে ।
বিলেতঃ পাখির চোখে দেখা


ইনিও এক সময় সামুতে লেখা লেখি করতেন । নষ্ট কবি নামে । আমরা ইনার ভুতের গল্প বেশ পছন্দ করতাম । কিন্তু অনেক আগেই সামু ছেড়েছে । গতবারও নিশি মিয়া সিরিজটা বের হয়েছে । বেশ চমৎকার আর ভয়ের । বড়তে ভালই লেগেছে । তাই পরেরটা আর মিস করলাম না !
নিশি মিয়া আধোচক্র



ঐদিনের মত মেলা অভিযান শেষ হল । এরপর বেশ কয়েকদিন যাওয়া হয় নি মেলায় ।


গতকালকে হাজির হলাম মেলায় । কিন্তু বৃষ্টির কারনে মেলা বন্ধ । মেজাজ টা এমন খারাপ হল । আমার মত কত মানুষ গেটের কাছে এসে দাড়িয়ে রয়েছে কিন্তু কেউ ঢুকতে পারছে না । মন মেজার খারাপ নিয়ে ফেরৎ চলে আসতে হল । তারপর আজকে আবারও হাজির মেলায় । আজকেো আগে থেকেই ঠিক করা ছিল কোন গুলো কিনবো ।


অনেক দিন থেকেই এই বইটা কেনার ইচ্ছে ছিল । আজকে কিনের ফেললাম ।
ত্রিশ লক্ষ্য শহিদ, বাহুল্য নাকি বাস্তবতা



এরপর আমাদের রিকি আফার অনুবাদ করা বইটা কবে প্রকাশ পাবে সেই অপেক্ষাতে ছিলাম । মনে হচ্ছিলো যে বই বুঝি আর বের হবে না । অবশেষে বের হল ।
দ্য সার্জন


দেখা হয় নাই তো কি হইছে । রিকি আফা ডিজিটাল পদ্ধিতে অটোগ্রাফ দিতে ;)


এরপর আদীর দিকে আবারও হাটা দিতে হল । নাজিমের বই বের হয়েছে । স্কারলেট কিনে বসে আছি স্টলের মালিক কয় ৫০০ টাকার ভাংতি নাই । আমি দাড়িয়েই আছি ভাংতি আর হয় না । একবার মনে হল বইটা নিয়ে দৌড় দেই । বেটা ভাংতি নাই দোকান রাইখা লাভ কি !
স্কারলেট


শেষে না পাইরা আরেকটা বই কিনতে হইলো ।
অল্টার অব ইডেন


মুনতাসীর মামুন স্যারের এই বইটা নিয়ে বেশ কৌতুল ছিল আগে থেকেই । কিন্তু কোন প্রকাশনী থেকে বের হয়েছে বের করতে পারছিলাম না । পরে গতকালকে একজনের কাছ থেকে তথ্যটা পেলাম ।
ষড়যন্ত্রের রাজনীতিঃ দুই রাষ্ট্রপতি হত্যা


উনার আরেকটা বই !
জেনারেলের সাথে



মোটামুটি এই বইমেলাতে আর বই কিনবো না । টেকাটুকা একেবারে শ্যাষ । আরেকবার হয়তো যাবো । আর আমি মেলায় গেলে বই ছাড়া ফেরৎ আসছি এই রেকর্ড নাই অবশ্য তবুও চেষ্টা থাকবে না কেনার । এবার এই মেলা থেকে কেনা সব গুলো বই একসাথে !



সবাই বই পড়ুন তবে নিজে কিনে পড়ুন ।
আমার কাছ থেকে বই ধার চাইবেন না কিন্তু ! চাইলেও আমি দিবো না !

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

বনমহুয়া বলেছেন: সবাই বই পড়ুন তবে নিজে কিনে পড়ুন ।
আমার কাছ থেকে বই ধার চাইবেন না কিন্তু ! চাইলেও আমি দিবো না !

ভালো উপদেশ। :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

অপু তানভীর বলেছেন: আমি কাউকে বই দিমু না । :D

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: বই পড়া ভাল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: খুবই ভালু কাম :D

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একসময় অনেক বই পড়তাম আর কিনতাম কম। তবে এখন বই পড়ি কম কিনাত হয়না। শুধু ব্লগ পড়ি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: মোটেই ভালু কুনো কথা নহে ! :D

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

রাফা বলেছেন: সবাই বই পড়ুন -যত পারেন অপু তানভীরের কাছ থেকে ধার নিয়ে পড়ুন। ;)
এক কাজ করে আপনার কেনা বই থেকে কয়েকটা আমর নামে পর্শেল করেন।
কেনার টাইম ও সুযোগ নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: আমি কাউরে বই দিতাম না । আমার কাছ থেকে নিতে হইলেও টেকাটুকা দিতে হইবে !

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৯

কালনী নদী বলেছেন: ছোটবেলার একটা স্বপ্ন ছিলো সিদ কেটে লাইব্রেরির সব বই চুরি করা যা আজও মনে মনে ভাবি!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

অপু তানভীর বলেছেন: ভালু বুদ্ধি B-))

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক বই কিনেছেন।

মেলায় যারা যায় তাদের উচিত অবশ্যই কিছু বই কেনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

অপু তানভীর বলেছেন: হুম ! এবার অনেক বই কেনা হয়েছে :):)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি প্রকৃত বইপ্রেমী।
ধন্যবাদ অপু তানভীর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

অপু তানভীর বলেছেন: প্রকৃতি বই প্রেমি কি না জানি না তবে বই পড়তে ভালবাসি

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

আরজু পনি বলেছেন:

আমি গতকল্য গিয়াছিলাম শুধু সহব্লগারদের গ্রন্থ ক্রয় করিতে...সফলতার সহিত ক্রয় করতে পারিয়াছি B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: আমি সবাই বই ই কিনেছি :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

শাহাদাত হোসেন বলেছেন: আমার বহুত আশা বইমেলা যাওয়া।কিন্তু সময় ভাগ্য কোনোটার সিকেঁ ছিড়েনি ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: সামনের বার হবে !

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: সময় করে উঠতে পারছি না....আসলেই যাওয়া দরকার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: চলে যান । এখনও কয়েকটা দিন বাকি আছে :)

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

জেন রসি বলেছেন: ধার দিবেননা ভালো কথা! গিফট হিসাবে পাঠাইয়া দেন! বই দিয়ে কেউ কখনো দেউলিয়া হয় নাই! ;) :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: কাউরে একটা বউও দিবো না ... মানে একটা বইও দিবো না ! :D

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই একটা বই ধার চাই, প্রয়োজন হইলে আমি আপনারে ডাবল মূল্যসহ পূনরায় বইমেলা যাওয়ার যাবতীয় খরচ বহন করবো, তারপরেও আমাগো রিকিমনির অনুবাদকৃত "দ্যা সার্জন" আমার চাই-ই চাই! ;)

সেই আদ্দিকাল হতে অপেক্ষা করতে করতে মুই টায়ার হইয়া গেছি, আপনি আর আমারে ফিরাইবেন না! পিলিগ লাগে.... :`>

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: না না কুনো বই ধার হইবে না । এখনও মেলা শেষ হয় নাই :D

নিজ উদ্যোগে সংগ্রহ করুন

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: আমি একটা বইও কিনি নাই। আফসুস

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: বড়ই দুঃখের কথা ! আজই কিনুন :)

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রিয় সহ ব্লগারদের জন্য অনেক অনেক শুভকামনা।
পোস্ট দারুণ হইছে অপু ভাই!
ধার দেওয়ার দরকার নাই, পড়া হয়ে গেলে কিছুদিন পর পুরাতন বই কেজি দরে আমার কাছে বিক্রি করে দিয়েন...... ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

অপু তানভীর বলেছেন: নাহ কাউকে বই দিমু না । :D

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

সুমন কর বলেছেন: অনেক বই কিনে ফেলছ, ভালো কাজ। !:#P

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: আমি প্রতিবারই কিনি অনেক বই । তবে এবার একটু বেশিই কিনে ফেলেছি :)

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

বিজন রয় বলেছেন: বই ধার দিন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: দিমু না B-))

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

উল্টা দূরবীন বলেছেন: উপদেশটা জোশ। আপনার পোস্টে কিছু বইয়ের নাম পেলাম যেগুলো সম্পর্কে আগে জানতাম না। আধাকরি শিগগির সংগ্রহে আনতে পারবো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: জলদি সংগ্রহ করে ফেলুন :)

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

বৃতি বলেছেন: কত্ত বই রে!!!!!! :-*

সবার রিভিউ দেখে আমিও কিছু বই কিনব। তাড়াতাড়ি বই পড়ে মতামত দ্যান B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: পড়া শেষ হলেই দিবো সব রিভিউ :)

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

খোলা মনের কথা বলেছেন: ভাল সংগ্রহ। ভাল লাগলো ধন্যবাদ ভাই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

সায়ান তানভি বলেছেন: ভালু ভালু সব বই, নিজে পড়েন অন্যদেরও পড়ান, অশেষ নেকি হাসিল করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: এতু নেকি চাই না ;)

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

ডি মুন বলেছেন: মেলার অর্ধেক বই তো দেখতেছি আপনিই কিনে নিছেন। :)
পড়া শেষ করে কোনটা কেমন লাগল সেইটা নিয়ে একটা পোস্ট দিয়েন।

তাহলে আমাদের মত আমজনতার জন্যে ভালো হবে। বেছে বেছে কয়েকটা কিনতে পারব। :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: হুম । আমি আগে রিভিউ দেই সেগুলো কিনবেন । আগের পোস্টে দিয়েছি । সেখান থেকে দুইটা বই কিনতে পারেন নিশ্চিন্তে :):)

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

লুতপাইন বলেছেন: কবে যে এত্ত গুলা বই কেনা হবে :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: এইবারই হবে চাইলে :)

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অভিনন্দন!!!
আপনার বইকেনা দেখে সেকালের কথা মনে পড়লো যেকালে ব্যাকপ্যাক নিয়ে মেলায় যেতাম :(
এবার শতচেষ্টায়ও যেতে পারি নি....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: আরে একদি সময় করে চলে আসেন মেলায় । এখনও শেষ হয়ে যায় নি । এবার তো আবার একটা দিন বেশি সময় আছে হাতে :):)

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: :)

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: ষড়যন্ত্রের রাজনীতিঃ দুই রাষ্ট্রপতি হত্যা আর জেনারেলের সঙ্গে বই দুইটা পড়ার ইচ্ছা আছে। সাথে ত্রিশ লক্ষ্য শহিদ, বাহুল্য নাকি বাস্তবতা এই বইটাও।
ফারিয়া মুরগীর বাচ্চা গলা টিপে টিপে মারে বইটা মেলায় গিয়ে হাতে নিয়েছিলাম ঠিকই কিন্তু কিনি নাই। কৌতূহল তৈরি করেছে বইয়ের নামটা কোনো সন্দেহ নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: বই দুইটা পড়ে দেখতে পারেন । তবে জেনারেলের সাথে বইটা কিছু লেখার সংকলন ।

আর ফারিয়া মুরগীর বাচ্চা গলা টিপে টিপে মারে বইটা আসলেই নামেই চলেছে অনেক । বইটার লিংকে গল্পটা দেওয়া আছে । আরও কিছু ছোট গল্পের সংকলন ওটা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.