নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে নতুন রিয়্যাকশান বাটন যুক্ত হয়েছে । এই নিয়ে সবার আগ্রহের শেষ নেই । সাবই এখন সবার পোস্ট কেবল লাইক দিয়েই চুপ নেই সেই সাথে যুক্ত করে দিচ্ছে নিজের মনের অনুভুতি ।
ঠিক নিচের ছবি গুলোর মত ।
কেউ সহমত জানাচ্ছে, কেউ বা ভালবাসা, বিশ্ময় কিংবা রাগ । আমার কেবল মনে হচ্ছে কেবল ফেসবুকেই কেন আমাদের সামু ব্লগেও যদি এমন ভাবে কিছু রিয়্যাকশান বাটন চালু করা যেত তাহলে কেমন হত । অবশ্য ভাল হত । সামু টিমকে এই ব্যাপারে দৃষ্টি আরোপ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
সবার আগে দেখে নেওয়া যাক কি কি রিয়্যাকশান বাটন সামুতে সংযোজন করা যেতে পারে ।
প্রথমেই থাকতে পারে সামুর সেই আদিকালের পেলাস বাটন । কারো পোস্ট ভাল লাগার সাথে সাথেই ব্লগারগন এই বাটনে চাপ দিবেন !
কিছু কিছু লেখা আছে এমন যে পড়লে কেবল লাইক দিয়ে কিংবা সহমতের ভেতরে সীমাবদ্ধ থাকে না । আরও বেশি কিছু ইচ্ছে করে । তেমন পোস্টের জন্য নিচের এই ইমো দিতে পারেন
কোন কোন পোস্ট পড়ে আমাদের মন ভাল হয়ে যায় । হাসি আটকানো দায় হয়ে পড়ে । কোন কোন পোস্ট পড়ে আবার মজা পাওয়া যায় অনেক । ঠিক তেমন কিছু পোস্টে আমরা এই রিয়্যাকশান দিতে পারি
এরপরে যে ইমোটার কথা বলবো সেটা হল, পোস্ট প্রিয়তে নেওয়া ইমো । ব্লগাদের কিছু পোস্ট বারবার পড়তে ইচ্ছে করে কিংবা হাতে কাছে সংগ্রহ করা রাখা লাগে হাজারও পোস্টের ভেতরে । সেই পোস্ট গুলোতে আমরা নিজের ইমোটা ব্যবহার করতে পারি
কিছু কিছু পোস্ট পড়ে আমরা অনেক অবাক হয়ে যায় । ব্লগারের পরিশ্রম আর তথ্য উপাত্ত সংগ্রহের পরিমান দেখে ভাবি মানুষটা এতো এতো পরিশ্রম কিভাবে করে । সেটা প্রকাশ করার জন্য নিচের ইমোটি আমরা ব্যবহার করতে পারি
কিছু কিছু পোস্ট আমাদের হতাশ করে । সেই সকল পোস্টের জন্য নিচের ইমো
আর কিছু কিছু পোস্ট মনের ভেতরে তীব্র রাগের সৃষ্টি করে । সেই সব পোস্টের জন্য এই ইমোটি সব থেকে উপযুক্ত
সব গুলো রিয়্যাকশান এক সাথে যদি থাকে তাহলে এমন হবে
আরও কিছু ইমো যুক্ত করা যায় । যেমন আমাদের সামুতে সব থেকে বেশি আলোচিত শব্দই মনে হয় ছাগু ! এই ছাগু পোস্টেই আমরা দিতে পারি নিচের ইমোটি
আরো অনেক ইমো কিংবা রিয়্যাকশান যুক্ত হতে পারে । কিছু কিছু আপনারাও চিন্তা করুন !
আজকের মত এখানেই শেষ । পরে আবার নতুন করা কিছু ইমো নিয়ে হাজির হওয়া যাবে !
সবাইকে ধান্যবাদ !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
অপু তানভীর বলেছেন: হুম ! চালু করা যেতে পারে কিন্তু
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
শায়মা বলেছেন: আরও অনেক ইমো হতে পারে ভাইয়ু!!!!!! কানে কানে বলবো!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
অপু তানভীর বলেছেন: আরে কানে কানে বলতে হবে না কেনু ?
এখানেই বলে ফেল সবার সামনে
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: মজার তো ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
অপু তানভীর বলেছেন:
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: চমতকার আইডিয়া
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
অপু তানভীর বলেছেন:
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এই পোস্টের জন্য আমার ইমো, খ্যাক খ্যাক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
অপু তানভীর বলেছেন:
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
বলো শুনি ফিসফিস
কি কি আছে আইডিয়া;
যে যে পোষ্ট মহা ভুয়া
ইমো দিমু কি দিয়া ??
@অপু তানভীরঃ
পোষ্টখানা অতি খাসা
মন ভরেনাকো লাইকে;
শায়মাপু এলো চলে
তোমার আর চাই কে?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
অপু তানভীর বলেছেন:
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
অগ্নি কল্লোল বলেছেন: ভালই হবে। সাথে চাপাতি কিংবা ছুরির ছবি রাখলে ভাল হয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
অপু তানভীর বলেছেন:
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সাজ্জাদ মাহমুদ আসিফ বলেছেন: হুররররর...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
অপু তানভীর বলেছেন:
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সাজ্জাদ মাহমুদ আসিফ বলেছেন: খ্যাঁক খ্যাঁক :-p
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
অপু তানভীর বলেছেন:
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
শাহাদাত হোসেন বলেছেন: কিছু লেখা পড়ে কাঁদতে মন চাই তা একটা কান্নার ইমু থাকতে পারে ;-(
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
অপু তানভীর বলেছেন: তা ঠিক । কান্নার ইমোও একটা যুক্ত হবে
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার আইডিয়া।
ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
অপু তানভীর বলেছেন:
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
অপর্ণা মম্ময় বলেছেন: যেমন ইমো থাকতে পারে " লুতুপুতু পোস্ট", "মাল্টি ডিটেক্টেড", " জ্ঞানী পোস্ট " " বেশি বুজেন্নি? "।
এই কয়টাই থাউক ভাইগ্না। পরে মনে পড়লে জানাইয়া যামু
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১
অপু তানভীর বলেছেন: এই সব ইমোর খোজা লাগানো হইতেছে । সব যুক্ত হবে আস্তে আস্তে
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
জুন বলেছেন: আমার পোষ্টে অনেকে এসে বলে হিংসা হিংসা। যদিও হিংসা দ্বেষ আমি লাইক করি না, তারপরো এই হিংসার ইমোটি কেমন হবে জানতে মুঞ্চায় অপু তানভীর
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
অপু তানভীর বলেছেন: আসলে হিংসার ইমো যে কেমন হবে সেটা খুজে বের করা বেশ কষ্টকর । তবে আমার বিশ্বাস সামু কর্তৃপক্ষ সেটা ঠিক ঠিক খুজে বের করতে পারবে
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
জনৈক অচম ভুত বলেছেন: এই পোস্টখানায় কোন ইমো দেয়া যায় ভাবতেছি।
ভাল কথা, একটা "ভাবতেছি" ইমোও তো যোগ করা যেতে পারে! কি বলেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
অপু তানভীর বলেছেন: এমন কনফুজের ইমোও তৈরি করা হবে । নু টেনশন
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর পোষ্ট। নতুন আইডিয়া দানের জন্য ধন্যবাদ ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
অপু তানভীর বলেছেন:
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
অপু তানভীর বলেছেন:
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
শায়মা বলেছেন: বলবো?
ইদানিংকালে মাথায় একখানাই ঘুরিতেছে উস্কানী পোস্ট।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: কিংবা দিয়ে ফেল একটা পোস্ট
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
শায়মা বলেছেন: মিচকানী বা মিচকামী পোস্টও যোগ করা যাইতে পারে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: সব দেওয়া হইবে
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
শায়মা বলেছেন: ৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
বলো শুনি ফিসফিস
কি কি আছে আইডিয়া;
যে যে পোষ্ট মহা ভুয়া
ইমো দিমু কি দিয়া ??
ভুয়া পোস্ট দেখিলেই
তুলিবেক ধুয়া
আহা উহু কি যে করি(উপরে)
(মনে মনে)লিখছে তো হুক্কাহুয়া।
যদি দেখো ভুয়া পোস্ট
ঝোলটানা লাগবে
তার সাথে যোগ দিয়া
দিনরাত জাগবে।
আর যদি দিতে হয়
উসকানী কিছু
লিখে দেবে যাতা
সত্য বা মিছু।
নিজে কি তা করছো
মোটেও তা ভেবোনা
অন্যের চালুনীতে
জল দিতে ভুলোনা।
ভাব ধরো মুই এক
ইয়া বড়া হনু
সকলেরে বুঝাও যে
আইছি আমি মনু!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন:
২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
আরণ্যক রাখাল বলেছেন: ছাগু ইমোটা থাকা দরকার।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: আসলেই থাকা দরকার
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
স্পয়লার এ্যালার্ট বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
অপু তানভীর বলেছেন:
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
শায়মা বলেছেন: দিয়ে ফেলবো???
উস্কানীনামা!!!!!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন: দাও
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
মৃদুল শ্রাবন বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন:
২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
শরাফত বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন:
২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫
সুমন কর বলেছেন: একটি শব্দ ভালো লাগিলো না, বাকি সব চলিবে.....
কোন ইমো হবে না......
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: কুন শব্দটা ? শেষের আগের টা ?
২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৬
মনিরা সুলতানা বলেছেন: ব্যাপুক পরিশ্রমী পোষ্ট
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
২৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯
প্রিন্স হেক্টর বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন:
২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
অন্তু নীল বলেছেন: কিছু মানুষ হুদাই কমেন্ট কইরা থাকে। অযথা তর্ক বাধায়।
ওগো লাইগা ইরকম একটা চুলকানি মার্কা ইমো যুগ করন যাইবার পারে।
চুলকানি ইমো
কিছু মানুষ হুদাই কমেন্ট কইরা থাকে। অযথা তর্ক বাধায়।
ওগো লাইগা ইরকম একটা চুলকানি মার্কা ইমো যুগ করন যাইবার পারে।
চুলকানি ইমো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: এটা অবশ্য ভাল একটা কথা । দেখি সামনের বার এই ইমু যোগ করতে হইবে
২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫০
মহা সমন্বয় বলেছেন: এই ছবিটা যে হইছে না এক্কেবারে জট্টিল.. আমার মনের মত হইছে
ছবিটা ডাউনলোড করে রাখলাম.. জায়গামত ছাড়তে হবে..।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন:
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫০
ফেরদৌসা রুহী বলেছেন: আইডিয়া তো দারুণ।
দেখা যাক সামু কর্তিপক্ষ এসব নিয়ে ভাবে কিনা।
তবে মাইনাস ইমু আমি কখনোই ব্যবহার করব না। যার যা ইচ্ছা ব্লগ নিয়ম মেনে পোস্ট দিবে, কি দরকার তাকে মাইনাস দেওয়ার। ইচ্ছে হবেনা তার পোস্টে যাবনা , ব্যস ঝামেলা খতম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: না না মাইনাচের ইমুও দরকার আগে । এটা দিয়েই অনেক না বলা কথা বলা হয়ে যাবে !
৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫১
রিপি বলেছেন: অনেক ভাল লেগেছে। হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি।
সামু টিমকে এই ব্যাপারে দৃষ্টি আরোপ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
শুভেচ্ছা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: সামু যদি এখনই এই দাবী শুনে তাহলে তো হয়েই যায়
৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছাগু ইমোটা দারুণ হইছে।
কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: যদি দেখে তাহলে তো ভাল হয়
৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ইমরোজ কবির মুন, শরাফত এবং প্রিন্স হেক্টর বলেছেন: বালপুষ্ট
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন:
৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
অপু তানভীর বলেছেন:
৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
কাবিল বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু তবে আমি চা খাবো না !
৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: জোস্ হয় তাইলে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন:
৩৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
অপু তানভীর বলেছেন:
৩৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
মায়াবী রূপকথা বলেছেন: এগুলো যোগ করার দাবী জানাচ্ছি ভাইয়া
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
অপু তানভীর বলেছেন: আমিও দাবী জানাইতেছি
৩৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
উল্টা দূরবীন বলেছেন: আইডিয়া ভালৈ। পোস্ট চরম হইছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
অপু তানভীর বলেছেন: কিন্তু ভালু আইডিয়ার ভাত নাই
৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
অপর্ণা মম্ময় বলেছেন: পুত্তুম হইছি চা দ্যান --- এই আরেকটা ইমোও থাকন দরকার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক এই ইমো একটা যোগ করাই দরকার
৪১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
খোলা মনের কথা বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: পুত্তুম হইছি চা দ্যান --- এই আরেকটা ইমোও থাকন দরকার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: এরকম একটা আসলেই বানানো দরকার
৪২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
অপূর্ব আফজাল বলেছেন: হে হে বালপুস্ট টা দারুন
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন:
কথা সত্য
৪৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''খাইছি তোরে'' জাতীয় কোন ইমো হবেনা ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: শেষ ইমুটার আগের ইমু দিয়ে কাজ হয়ে যাবে আশা করা যাচ্ছে
৪৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: কিছু কিছু লেখা আছে এমন যে পড়লে কেবল লাইক দিয়ে কিংবা সহমতের ভেতরে সীমাবদ্ধ থাকে না । আরও বেশি কিছু ইচ্ছে করে । তেমন পোস্টের জন্য নিচের এই ইমো দিতে পারেন!!!!! ------
এটা হতে পারে না???
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: হুম । এটাও পারে ! তবে এর জন্য ভোটাটুটির দরকার হতে পারে ।
৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: এরপরে যে ইমোটার কথা বলবো সেটা হল, পোস্ট প্রিয়তে নেওয়া ইমো । ব্লগাদের কিছু পোস্ট বারবার পড়তে ইচ্ছে করে কিংবা হাতে কাছে সংগ্রহ করা রাখা লাগে হাজারও পোস্টের ভেতরে । সেই পোস্ট গুলোতে আমরা নিজের ইমোটা ব্যবহার করতে পারি। ------------
এটাও হতে পারে!!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন: এইটা খানিকটা পেত্নীর মত হয়ে গেছে । এটা দেওয়া যাবে না
৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: সামুতে একটি লেখায় একের অধিক লাইক দেয়া যায় না, তাই একাধিক লাইক দিতে চাইলে ----------------
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
অপু তানভীর বলেছেন: একের বেশি লাইক দেওয়ার দরকার নাই । এর জন্য পরের ইমুটা আছেই । এটা বাদ ।
৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: আর কিছু কিছু পোস্ট মনের ভেতরে তীব্র রাগের সৃষ্টি করে । সেই সব পোস্টের জন্য এই ইমোটি সব থেকে উপযুক্ত! ---
এমনটাও হতে পারে!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
অপু তানভীর বলেছেন: রাগের জন্য অবশ্য এই ইমুটা ভালুই লাগিচ্চে
৪৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন:
জুন বলেছেন: আমার পোষ্টে অনেকে এসে বলে হিংসা হিংসা। যদিও হিংসা দ্বেষ আমি লাইক করি না, তারপরো এই হিংসার ইমোটি কেমন হবে জানতে মুঞ্চায় অপু তানভীর!
জুন আপু, হিংসার ইমো এমন হতে পারে!!!!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: এইটা ভালু হইছে । জুন আপুর দাবীর পরিপেক্ষিতে এই ইমু যোগ করা হউক
৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: লুল ইমো নাই ক্যান? তেব্রো ভাবে প্রতিবাদ জানাইলাম......
ঢঙ্গী ইমোও যোগ করবার যাইতে পারে....
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন: আসল লুলের চেহারা বের করা খুবই কঠিন । সেটা যে কেমন হইবে সেটা এখনও বের করা সম্ভব হয় নাই । সম্ভব হইলেই ইমু সংযোজিত হইয়া যাইবে !
৫০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
দিগন্ত জর্জ বলেছেন: হাহাহাহাহা.. চারম বিনোদন। পোষ্টে খ্যাক খ্যাক ইমো না দিয়া পারলাম না।
হাহাহাহাহা.. চারম বিনোদন। পোষ্টে খ্যাক খ্যাক ইমো না দিয়া পারলাম না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
অপু তানভীর বলেছেন:
৫১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
'চাদেন' (চা দেন) ইমোজি/বাটন যুক্ত করতে বলতাম। লেখা পড়েই এই চিন্তা মাথায় এসেছিল। কিন্তু অপর্ণা মম্ময়ের জন্য আমার সৃজনশীল ভাবনা বেহাত হয়ে গেলো
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
অপু তানভীর বলেছেন:
৫২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
মহান অতন্দ্র বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন:
৫৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: maiNach button khana jukto korile samur sobaike mishti khaoano hoibe
(kechal blogger khani chara) .
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন: কি লিখলেন বুঝি নাই
৫৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:১২
মানসী বলেছেন: আইডিয়া খান মন্দ না।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আইডিয়া মন্দ না।