নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামু হিট সমাচারঃ ফেব্রুয়ারি ২০১৬ পরিসংখ্যান

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:০৬



দেখতে দেখতে আরও একটি মাস চলে গেল । আমার সব থেকে পছন্দের একটা মাস । এই ফেব্রুয়ারি মাসটা চলে যায় খুব দ্রুত, মাত্র ২৮(২৯) দিনের । ২৮ দিন পরেই পকেটে চলে আসে বেতন । কম কাজ করে টাকা পাওয়া যায় বেশি । প্রত্যেকটা মাস এমন হলে কতই না চমৎকার হত । যাই হোক, এই মাসটা পছন্দের আরও একটা কারন হচ্ছে এই মাসে বই মেলা হয় তা ছাড়া আরও একটা বিশেষ দিন তো রয়েছেই ।
যাক সেই দিকে আমরা না গিয়ে এই মাসের হিট সমাচার নিয়ে হাজির হয়ে যাই । প্রতিমাসের মত এই মাসেই হাজির হয়ে গেলাম সামুতে গত মাসে সব থেকে বেশি পঠিত, বেশি মন্তব্য প্রাপ্ত আর বেশি প্লাস প্রাপ্ত পোস্টের সংখ্যা নিয়ে । এমাসে এই পোস্ট শুরু করার আগে একটা কথা মনে হল বলি । হিট নিয়ে সামুতে অনেকেই অনেক রকম কথা বলে । কিন্তু হিট হইতে চায় না এমন মানুষ সামুতে খুজে পাওয়া যাবে কি না সন্দেহ । হয়তো পাওয়া যাবে তবে সংখ্যায় তা অনেক অনেক অল্প । পোস্ট বেশি বার পঠিত হলে কিংবা বেশি মন্তব্য পেলে সব ব্লগারদেরই ভাল লাগে । তবে আমার দৃষ্টিতে সামুতে সব থেকে হিট পোস্ট ঐগুলোই যেগুলোতে প্লাসের সংখ্যা বেশি পড়ে । একটু হিসেব করলেই ব্যাপারটা বুঝতে পারবেন ।
চাইলেই যে কেউ তার পোস্ট এদিক ওদিক শেয়ার দিয়ে অনেক অনেক বার পঠিত করে ফেলতে পারে । আমাদের সামুত অফিশিয়াল সে ফেসবুক পেইজ আছে সেই পেইজে যে পোস্ট গুলো যায় (যদিও কি বিবেচনায় যে সেটা এখনও বুঝতে পারি নি) সেগুলো স্বাভাবিক ভাবেই পঠিত হওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে উঠে । যেহেতু ব্লগে যদি আপনার পরিচিত ভাল থাকে (অল্প কজনের ভেতরে হলেও) তাহলে পোস্ট যেমনই লিখেন না কেন, মম্তব্য প্রতি মন্তব্যের কারনে সেখানে জমা হয়ে যায় অনেক মন্তব্য । দেখা যায় একজন ব্লগাররেরই একই পোস্ট ১০-২০টা মন্তব্য হয়ে যায় । হিসাব মত পোস্ট হিট হতে সময় লাগে না । কিন্তু প্লাসের ক্ষেত্রে কোন হ্যাংকি প্যাংকি নেই । একজন ব্লগার একটা পোস্টে কেবল একবারই এই প্লাস দিতে পরে । এটা বলা চলে পোস্ট বিচারে একটা গুরুত্বপূর্ন মান দন্ড যে আসলেই আপনার পোস্ট খানা কতখানি পাঠকপ্রিয়তা পেয়েছে ।

সুতরাং ব্লগার বন্ধুরা নতুন নতুন পোস্ট লিখুন আর অন্যের পোস্টে বেশি বেশি প্লাস দিন । সবাইকে ধন্যবাদ !




সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্টের সংখ্যা
ѺѺ নিহত পদ্মা .... মন্তব্যের সংখ্যা ১৮৮
ѺѺ বহুরূপী উপাখ্যান... মন্তব্যের সংখ্যা ১৮৬
ѺѺ আমার নিত্যদিনের ... মন্তব্যের সংখ্যা ১৭২
ѺѺ আনন্দভ্রম এখন মেলায় মন্তব্যের সংখ্যা ১৬২
ѺѺ হ্যালো ঈশ্বর!... আছেন? মন্তব্যের সংখ্যা ১৪৫
ѺѺ একটি অ-র..... অসার কথা মন্তব্যের সংখ্যা ১৪২
ѺѺ নীল কষ্ট মন্তব্যের সংখ্যা ১৪২
ѺѺ একুশে ফেব্রুয়ারি: ... হলো মন্তব্যের সংখ্যা ১৪২
ѺѺ রম্য রচনাঃ- "আমি .... অনুমতি পাইলাম.. মন্তব্যের সংখ্যা ১৪০
ѺѺ বেয়ন -- প্রাসাৎ বেয়ন মন্তব্যের সংখ্যা ১৩৮
ѺѺ অণুকাব্য: দুই মন্তব্যের সংখ্যা ১৩২
ѺѺ ঘুরে এলাম কুমিল্লা.. মন্তব্যের সংখ্যা ১৩০
ѺѺ সামু ব্লগবাস্টারস মন্তব্যের সংখ্যা ১২৯
ѺѺ হাই,...তুমি কি শুনছ? মন্তব্যের সংখ্যা ১২৮
ѺѺ আয়ুথিয়া ..... গল্প ও ছবি মন্তব্যের সংখ্যা ১২৩
ѺѺ একখন্ড ... চুরির গল্প মন্তব্যের সংখ্যা ১২২
ѺѺ সামুর ..... সিকান্দার বক্স মন্তব্যের সংখ্যা ১১৪
ѺѺ ব্লগালয়ে... তাসলিমা মন্তব্যের সংখ্যা ১১৩
ѺѺ অন্য ভূবনের পুরুষ মন্তব্যের সংখ্যা ১১২
ѺѺ অনাবৃতই ভাল ছিল মন্তব্যের সংখ্যা ১১০
ѺѺ গরু উপাখ্যান মন্তব্যের সংখ্যা২ ১০৮
ѺѺ অ্যান্টিলোপ মন্তব্যের সংখ্যা ১০৮
ѺѺ 'ফাঁদ ও সমতলের গল্প' মন্তব্যের সংখ্যা ১০৮
ѺѺ রাজকন্যা .... আছি মন্তব্যের সংখ্যা ১০৬
ѺѺ কুসুমে কুসুমে চরণ... মন্তব্যের সংখ্যা ১০৬
ѺѺ গ্লোবাল ভিলেজ...ভার্সন মন্তব্যের সংখ্যা ১০৬
ѺѺ সামুতে ... রিয়্যাকশন বাটন মন্তব্যের সংখ্যা ১০২
ѺѺ আমায় গেঁথে দাও... মন্তব্যের সংখ্যা ১০২
ѺѺ মানবস... ৩৬০ টেরাবাইট মন্তব্যের সংখ্যা ১০২
ѺѺ বৈপরীত্য মন্তব্যের সংখ্যা ১০২
ѺѺ একটা গন্তব্যহীন ... মন্তব্যের সংখ্যা ১০০



সর্বাধিক প্লাসপ্রাপ্ত পোস্টের তালিকা
ѺѺ আয়ুথিয়া ..... গল্প ও ছবি প্লাসের সংখ্যা ৪২ টি
ѺѺ আমার নিত্যদিনের ... প্লাসের সংখ্যা ৪২ টি
ѺѺ নীল কষ্ট প্লাসের সংখ্যা ৩৫ টি
ѺѺ নিহত পদ্মা .... প্লাসের সংখ্যা ৩৫ টি
ѺѺ হ্যালো ঈশ্বর!... আছেন? প্লাসের সংখ্যা ৩৫ টি
ѺѺ বহুরূপী উপাখ্যান... প্লাসের সংখ্যা ৩২ টি
ѺѺ বেয়ন -- প্রাসাৎ বেয়ন প্লাসের সংখ্যা ৩১ টি
ѺѺ ঘুরে এলাম কুমিল্লা.. প্লাসের সংখ্যা ৩১ টি
ѺѺ একটি অ-র..... অসার কথা প্লাসের সংখ্যা ৩১ টি
ѺѺ একখন্ড ... চুরির গল্প প্লাসের সংখ্যা ৩০ টি
ѺѺ আনন্দভ্রম এখন মেলায় প্লাসের সংখ্যা ৩০ টি
ѺѺ হাই,...তুমি কি শুনছ? প্লাসের সংখ্যা ২৯ টি
ѺѺ 'ফাঁদ ও সমতলের গল্প' প্লাসের সংখ্যা ২৮ টি
ѺѺ আমায় গেঁথে দাও... প্লাসের সংখ্যা ২৭ টি
ѺѺ একুশে ফেব্রুয়ারি: ... হলো প্লাসের সংখ্যা ২৭ টি
ѺѺ অণুকাব্য: দুই প্লাসের সংখ্যা ২৬ টি
ѺѺ মানব... ৩৬০ টেরাবাইট প্লাসের সংখ্যা ২৬ টি
ѺѺ অ্যান্টিলোপ প্লাসের সংখ্যা ২৫ টি
ѺѺ ব্লগালয়ে... তাসলিমা প্লাসের সংখ্যা ২৪ টি
ѺѺ গ্লোবাল ভিলেজ...ভার্সন প্লাসের সংখ্যা ২৩ টি
ѺѺ প্রথম প্রেম দ্বিতীয় জন্মের আগে প্লাসের সংখ্যা ২২ টি
ѺѺ প্রকাশ্যে চুমু... প্লাসের সংখ্যা ২২ টি



সর্বাধিক পঠিত পোস্টের তালিকা
ѺѺ আয়ুথিয়া ..... গল্প ও ছবি পঠিত ১৩৬৬০ বার
ѺѺ অ্যালান টুরিং.... পঠিত ১১৮৮৫ বার
ѺѺ ১৮+ পোস্ট....... দাওয়াই! পঠিত ৬৬০৮ বার
ѺѺ F এবং J বোতামে ‘বাম্প’... পঠিত ৫৬৩২ বার
ѺѺ বাংলাদেশেই ... এন্টিভাইরাস পঠিত ৪০৮০ বার
ѺѺ নতুন কিছু ... বাংলালিংক পঠিত ৩৩৭৯ বার পঠিত
ѺѺ বেইজ কি গিটার ? পঠিত ২৮১০ বার
ѺѺ "কৃষ্ণপক্ষ" ... রিভিউ পঠিত ২৭৪২ বার
ѺѺ গুগল, ইয়া.... নম্বর পঠিত ২৪৬৩ বার
ѺѺ বাংলালিংক:....বন্ধ ঘোষনা পঠিত ২৩৮৫ বার
ѺѺ ...সর্ববৃহৎ রেলওয়ে.... পঠিত ২২০৯ বার
ѺѺ ডেডপুল.... পঠিত ২০৬৭ বার
ѺѺ সামুর ..... সিকান্দার বক্স পঠিত ২০৩৩ বার
ѺѺ সামু ব্লগবাস্টারস পঠিত ১৯৫১ বার
ѺѺ বাংলালিংক ... ট্রেড ইউনিয়ন, কর্মী .... পঠিত ১৯৩৩ বার
ѺѺ মুসলিমদের... আচরন পঠিত ১৮৯৩ বার
ѺѺ বহুরূপী উপাখ্যান... পঠিত ১৭৮৭ বার
ѺѺ একটি অ-র..... অসার কথা পঠিত ১৬৬৯ বার
ѺѺ কাঁদলেন মাবিয়া.... পঠিত ১৬৫২ বার
ѺѺ একুশে ফেব্রুয়ারি: ... হলো পঠিত ১৫৭১ বার
ѺѺ মানব... ৩৬০ টেরাবাইট পঠিত ১৫২৯ বার
ѺѺ নিহত পদ্মা .... পঠিত ১৪৭১ বার



কিছু কিছু অবশ্য চোখের আড়ালে চলে গেছে । বিনীত অনুরোধ রইলো সেই রকম পোস্ট যদি চোখে পড়ে তাহলে দয়া করে লিংক দিয়ে যাবেন এখানে । তাহলে পোস্ট টি পূর্ণতা পাবে । সবাইকে আবারও ধন্যবাদ !

গতমাসের হিট সমাচার
সামু হিট সমাচারঃ জানুয়ারি ২০১৬ পরিসংখ্যান

মন্তব্য ৭৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১২

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল আপনার প্রচুর পরিশ্রমসাধ্য পোস্ট। ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই পরিশ্রমী পোস্ট ।
শুভ কামনা জানবেন ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

অপু তানভীর বলেছেন: বরাবরের মতই ধন্যবাদ :):)

৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: +++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

অপু তানভীর বলেছেন: :):):)

৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৪

অগ্নি সারথি বলেছেন: পরিশ্রমী পোস্টে ভাললাগা।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

আরজু নাসরিন পনি বলেছেন: +++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: :):):)

৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

হাসান নাঈম বলেছেন: আপনি কি ব্যাক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এটা তৈরী করেছেন? সে তো বহু কঠীন কাজ!
সামু কর্তৃপক্ষ চাইলে কাজটা অনেক সহজে করতে পারতেন।
কিছু প্রগ্রাম লিখে হিসেবটা আরো সঠিক ভাবে বের করা যেত।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

অপু তানভীর বলেছেন: এটা ব্যক্তিগত অনুসন্ধ্যানের মাধ্যমেই কথা !

ধন্যবাদ :):)

৭| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

অন্তঃপুরবাসিনী বলেছেন: হিট সমাচার উপহার দেয়ার জন্য ধন্যবাদ। :)

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৮| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সর্বাধিক পঠিততে জায়গা পাই নি। কবিতায় পাঠক কম। :(

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

অপু তানভীর বলেছেন: হুম । কবিতার পাঠক কম ।

৯| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: :) :) :)

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

অপু তানভীর বলেছেন: :) :) :)

১০| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ বরাবরের মতো।
আমরাও কিন্তু আছি।
++++++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মেজরিটি পারসেন্ট পোস্টই পড়া আছে। তারপরেও যে গুলো পড়া নেই, সেগুলো আপনার এখান থেকেই পড়ে নেওয়া যাবে। সত্যিই প্রত্যেক মাসে সামুর সকল ব্লগারদের জন্য আপনি অনেক খাটা খাটুনি করেন, সেটা আপনার এই পোস্টটা দেখলেই বোঝা যায়!

চমৎকার কষ্ট সাধ্য পোস্টে অনেক অনেক ভাল লাগা!
শুভ কামনা জানবেন!

অঃ টঃ- ভাই এমাসের প্রচ্ছদটা কিন্তু জোস্ হইছে। মনে হচ্ছে অপু ভাই টেবিল ল্যাম্প জ্বালিয়ে একমনে সামু হিট সমাচার তৈরি করছে.... ;)

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই ।

১২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

জুন বলেছেন: আপনি ভালু পুলা এই বিষয়ে আমার কুনো সন্দেহ নাই অপু তানভীর।
আপনার লিষ্টে ঠাই দেয়ায় B-)
+

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: এইটা তো আমি জানিই যে আপানার মনে কুনো সন্দেহ নাই B-))

১৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: না মানে নিজের কথা বলতে নেই, শুধু নজরে দিলাম....

গত মাসে আমার দুটি কবিতায় মন্তব্য যথাক্রমে ১১২টি এবং ১১০ টি এখন পর্যন্ত, যদি একটু দেখতেন।
০১. অন্য ভূবনের পুরুষ=১১২টি
০২. অনাবৃতই ভাল ছিল=১১০

যদিও ছোট কবিতা।

ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: এখনই এড হয়ে যাবে । নু টেনশন :):)

১৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

নেক্সাস বলেছেন: এত টাইম কই পান?

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

অপু তানভীর বলেছেন: এতো টাইম তো লাগে না । আর আমি এখন মোটামুটি ফ্রি । কেবল বিকাল থেকে রাট পর্যন্ত কাজ থাকে । তারপর ফ্রি ! :)

১৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: সময় এবং পরিশ্রম দুইই দেয়াতে ভালু পুলার পোস্টে লাইক দিলাম।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

অপু তানভীর বলেছেন: ভালু পুলার সব পোস্ট না হোক কিছু কিছুতে লাইক দেওয়াই যায় নাকি :D

১৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

আবু শাকিল বলেছেন: প্রচ্ছদের জন্য এক্সট্রা প্লাস
ভাল পুলা এত কাম কেম্নে করে :)

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

অপু তানভীর বলেছেন: ভাল পুলার কামই কাম করা :D

১৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
শুভকামনা।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৪

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৮| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

উল্টা দূরবীন বলেছেন: সকল প্রিয় পোস্ট সংকলনের জন্য অনেক ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৯| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

জুন বলেছেন: আমার না পোষা পাখিগুলারে ব্লগের অনেকে পছন্দ করেছে তার জন্য আমি অনেক খুশি হইছি অপু :)
প্রতিদিন আমার শিকলি কাটা পাখিগুলো খেতে আসে। ডালে বসে ক্যচোর ম্যচোর করে। আমার অনেক ভালোলাগে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৭

অপু তানভীর বলেছেন: সবারই পছন্দ হইছে সেটা তো দেখাই যাচ্ছে । এমনটা খুব একটা দেখা যায় না !

২০| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

সুমন কর বলেছেন: ১০ম +।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :)

২১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ই ই ই ই ই :-/

অপু ভাই.. আমিতো হেট্টিক করি ফেলছি দেখি B-)

সর্বাধিক মন্তব্য আর পঠিত দুই বিভাগেই :D

সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্টের সংখ্যা

ѺѺ নিহত পদ্মা .... মন্তব্যের সংখ্যা ১৮৮

ѺѺ হ্যালো ঈশ্বর!... আছেন? মন্তব্যের সংখ্যা ১৪৫

ѺѺ হাই,...তুমি কি শুনছ? মন্তব্যের সংখ্যা ১২৮

ধন্যবাদ সকল পাঠক, মন্তব্যকারী, প্লাস দেয়া সকল ব্লগার ভাই-বোনদের। অনেক অনেক ভাললাগা সবই আপনাদের জন্য।
ধন্যবাদ অপু ভাই আপনাকেও .. আপনার এই অনন্য উদ্যোগ না থাকলে হয়তো কখনোই জানতে পেতাম না।
আরও খেঠে খুটে ব্লগিংয়ের উৎসাহ পেলাম। :)

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৯

অপু তানভীর বলেছেন: ফেব্রুয়ারিতে তো আপনে একেবারে হিট !
ট্রিট দেন :D

২২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

টেক সমাধান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :#)



ভালো থাকবেন, ভালো রাখবেন। ব্লগিং হউক আনন্দের।।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৯

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ :):)

আপনিও ভাল থাকবেন :)

২৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ছাগীমা বলেছেন: সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্টের ১৭ নং পোস্ট টি সবচে ভালু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

!:#P

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩০

অপু তানভীর বলেছেন: :D

২৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে আপনের লিস্ট এ উঠতে ইচ্ছা করে ভালো কোন পোষ্ট নিয়ে ...।
==========
তবে আমার দৃষ্টিতে সামুতে সব থেকে হিট পোস্ট ঐগুলোই যেগুলোতে প্লাসের সংখ্যা বেশি পড়ে । একটু হিসেব করলেই ব্যাপারটা বুঝতে পারবেন ।
চাইলেই যে কেউ তার পোস্ট এদিক ওদিক শেয়ার দিয়ে অনেক অনেক বার পঠিত করে ফেলতে পারে । আমাদের সামুত অফিশিয়াল সে ফেসবুক পেইজ আছে সেই পেইজে যে পোস্ট গুলো যায় (যদিও কি বিবেচনায় যে সেটা এখনও বুঝতে পারি নি) সেগুলো স্বাভাবিক ভাবেই পঠিত হওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে উঠে । যেহেতু ব্লগে যদি আপনার পরিচিত ভাল থাকে (অল্প কজনের ভেতরে হলেও) তাহলে পোস্ট যেমনই লিখেন না কেন, মম্তব্য প্রতি মন্তব্যের কারনে সেখানে জমা হয়ে যায় অনেক মন্তব্য । দেখা যায় একজন ব্লগাররেরই একই পোস্ট ১০-২০টা মন্তব্য হয়ে যায় । হিসাব মত পোস্ট হিট হতে সময় লাগে না । কিন্তু প্লাসের ক্ষেত্রে কোন হ্যাংকি প্যাংকি নেই । একজন ব্লগার একটা পোস্টে কেবল একবারই এই প্লাস দিতে পরে । এটা বলা চলে পোস্ট বিচারে একটা গুরুত্বপূর্ন মান দন্ড যে আসলেই আপনার পোস্ট খানা কতখানি পাঠকপ্রিয়তা পেয়েছে ।

==========

আপনার এবারের পোষ্ট এ এই কথা গুলির জন্য এক্সট্রা +++
ইচ্ছা হচ্ছে মাল্টি দিয়া বাকি প্লাস দিয়ে যাই :)

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩১

অপু তানভীর বলেছেন: মাল্টি দিয়া চলে আসেন আবার । মাল্টি না থাকলে আমারে কইতে পারেন । আমার আছে কয়েকটা, অনেক দিন কোন ব্যবহার হয় না ! :D

২৫| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংশোধনি..
সর্বাধিক মন্তব্য আর পঠিত দুই বিভাগেই না হয়ে হবে

সর্বাধিক মন্তব্য আর সর্বাধিক প্লাস দুই বিভাগেই ২:২ :P

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩১

অপু তানভীর বলেছেন: আরে এটা কোন ব্যাপার নহে ! ;)

২৬| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জেন রসি বলেছেন: নিজের মত লিখে যাওয়াটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। তবে প্লাসের বাপারে যা বললেন তারও অপব্যাবহার করা যায়। তাই এসব নিয়ে ভাবলে তা লেখার উপরও প্রভাব ফেলবে। অনেক সময় দেখা যায় ফেসবুকে যেসব পোস্ট শেয়ার করা হয় তার লাইকের সংখ্যা থেকেও পঠিত সংখ্যা কম। কারন অনেকেই না পড়েই লাইক এবং শেয়ার দিয়ে থাকেন। এই ব্যাপারটি ব্লগেও ঘটে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: ব্লগে না পড়ে লাইক দেওয়ার ব্যাপারটা অনেক অনেক কম । হয় না বললেই চলে ! হ্যা অপব্যবহার হতেই পারে তবে বাকি দুইটা থেকে অবশ্য কম হারে !

:):)

২৭| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: +++++++++++++++

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

অপু তানভীর বলেছেন: :):):):)

২৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৩

কাবিল বলেছেন:



+
+
+
+
+
+
+
+
+
+
+

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: :)
:)
:)
:)
:)
:)
:)

২৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৮

সায়ান তানভি বলেছেন: পোস্টটা ভালো হয়েছে ।মানসম্মত পোস্ট ।সাধুবাদ জানাই ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

৩০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,



কষ্টটুকুর জন্যে ধন্যবাদ দিতেই হয় । তাই দিলুম ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: ওয়েলকাম ভাই :):)

৩১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

তাসলিমা আক্তার বলেছেন: ক্যাটাগরি তিনটা, আমি দুইটাতে আছি। প্রথম মাসেই ইরাম অবস্থা। আমার এট্টূ শরম শরম লাগতেসে। না ইয়ে মানে-সেরা নতুনদের একটা তালিকা করলে..না মানে...করলে খারাপ হইতো না...হ হে

নতুন হিসেবে আমি আসলেই অবাক হচ্ছি। এতোসব অসম্ভব ভালো উদ্যোগ। প্রসংশা জানানোর ভাষাও কমে যাচ্ছে আমার। ভীষন ভালো লাগছে কারন আমি একজন সামু ব্লগার। আর হ্যা, অনেক অনেক ধন্যবাদ আপনারতো অবশ্যই প্রাপ্য। ভালো থাকেন সতত।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: সামনের গুলোতেও থাকবেন আশা করা যাচ্ছে !!

৩২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের পোষ্ট। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৩৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: আহারে হিট!!
হিট কেমনে হয়!!

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৩

অপু তানভীর বলেছেন: তাকায়া দেখেন উপ্রের পোস্ট গুলো । তাহলেই বুঝবেন :D

৩৪| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:১১

রুদ্র জাহেদ বলেছেন: +++

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: :):)

৩৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

রিকি বলেছেন: আমার কুনু পোস্ট নাই... :(( :(( :(( আবেগে কান্দাইলচি !! :(( :((

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: পুস্ট নাই কেনু শুনি !!

৩৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আয়োজন ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: :):):)

৩৭| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

রাবার বলেছেন: ভালোলাগলো নতুন সিস্টেমের সংকলন। +++++

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: এটা নতুন সিস্টেমের সংকলন না । গত এক বছর চলছে নিয়মিত

৩৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে । অনেক কিছু জানতে পারলাম

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.