নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামু হিট সমাচারঃ মার্চ ২০১৬ পরিসংখ্যান

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫



মার্চ মাস মানেই টপিকের মাস । এই মাসে কতশত টপিক তার ঠিক নেই। প্রথমে সাতই মার্চ তাপর আটই মার্চ, নারী দিবস । ব্লগারেরা এই দিবস নিয়ে পোস্ট দিবেই দিবে । এরপর ২৬শে মার্চ । তার উপরে এই মাসে অন্যতম দুটি উল্লেখযোগ্য ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি চুরি এবং সবার শেষে তনু হত্যা । পুরো মাস জুড়ে কেবল সামুর ব্লগ পোস্ট গুলো কেবল এই টপিক জুড়েই ছিল । তার উপরে ছিল গল্প কবিতা আর ভ্রমন মুভি রিভিউ । পক্ষে বিপক্ষে কতপোস্ট এবং সেই পোস্ট গুলোতে কত শত কমেন্ট পাল্টা কমেন্ট নিয়ে ছিল পুরো মাস জুড়ে ।
প্রতিমাসেই এই পোস্ট বানানোর সময় মনে করে থাকি ঠিক ঠিক কিছু কথা বলবো । পোস্ট বানানোর আগে কত কথা মনে হতে থাকে কিন্তু যখন সব কাজ শেষ করে এই কথা গুলো লিখতে বসি তখন আর কিছুই লিখতে ইচ্ছে করে না । মনে হয় কি দরকার বাপু ! আমি আমার কাজ করে যাই । প্রতিমাসের মত এমাসেও আবার হাজির হয়ে গেলাম হিট সমাচার নিয়ে । এবার পোস্ট বানাতে গিয়ে কেবল একটা ব্যাপার লক্ষ্য করলাম যে আরও বেশ কিছু পোস্ট হিট লিস্ট তথা আরও কিছু মানুষের নজরে আসতো যদি সে পোস্ট গুলো নির্বাচিত পাতায় যেত । নির্বাচিত পাতায় পোস্ট নির্বাচন নিয়ে এই মাসে যে পরিমান অবহেলা হয়েছে সেটা মনে হয় আর কোন মাসে হয় নি । দায়িত্বশীল ব্যক্তিদের আরও বেশি দায়িত্ববান হওয়া জরুরী এই এতো ব্লগ প্লাটফর্মটা চালানোর জন্য । যাক এবার শুরু করা যাক এবারের হিট পোস্ট....

সব থেকে বেশি পঠিত পোস্ট সমূহ
জন্ম বিরতিকরণ পিল.... পঠিত ৯৩৩৩৬ বার
সন্দ্বীপ (প্রথমাংশ) পঠিত ৯৫২৫ বার
আন্তর্জাতিক ..... নারী পঠিত ৫৪৮৩ বার
তনুরা শেষ হয়ে যাচ্ছে ... পঠিত ৫২০৯ বার
ধ ন্য বা দ পঠিত ৩৮৫২ বার
তনুর ছবি নিয়ে কি হচ্ছে... পঠিত ৩১২৩ বার
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের.... পঠিত ৩০৬৮ বার
সোহাগী জাহান তনু .... পঠিত ২৯১৮ বার
ব্লগ, ব্লগার ও সমকালীন রাজনীতি পঠিত ২৩৬৪ বার
আপনি গুগ‌ল ব্যবহারকারী ... পঠিত ২০৪১ বার
তাসকিন-সানি আইসিসি'র ..... পঠিত ১৮৮০ বার
ফেব্রুয়ারী ব্লগবাস্টার'স পঠিত ১৮৩২ বার
রেস্তোরাঁয় খেয়ে পয়সা না..... পঠিত ১৮০০ বার
পুরুষ হয়েও রাতের ...... পঠিত ১৭৮৬ বার
সেক্স বিফোর মেরেজ ... পঠিত ১৬৩০ বার
... আমার মাসিক চলছে পঠিত ১৬২৬ বার
অহর্নিশ স্পর্শের আয়োজন পঠিত ১৬১৫ বার
সবাই আসেন, বাংলাদেশকে ..... পঠিত ১৬১৫ বার
মেয়ে পটানো শিখুন পঠিত ১৫৭০ বার
নিষিদ্ধ জিনিসের প্রতি.... পঠিত ১৪৮০ বার
২৬শে মার্চ- .. পঠিত ১৪৭৪ বার
গ্রাম বাংলার ভূত... পঠিত ১৩৬৭ বার
নিজের পাতা ফাঁদেই .. পঠিত ১৩৩২ বার
তনু ধর্ষন/হত্যাকান্ড, সেনাবাহিনী... পঠিত ১৩০৫ বার
কম খরচে আবার ভারত ... পঠিত ১২৭৫ বার
বায়োমেট্রিক তথ্য নিয়ে... পঠিত ১২৫৪ বার
আজকের বাংলাদেশ ইন্ডিয়া .... পঠিত ১২৫১ বার
খান একাডেমী'র প্রতিষ্ঠাতা.. পঠিত ১২২১ বার
হুমায়ুন আজাদ এবং তার ... পঠিত ১২০৭ বার
এইটা কি কইলো আন্টি পঠিত ১১৯৮ বার
বউ চোর পঠিত ১১৮১ বার
দুটি তিক্ত কথা পঠিত ১১৭০ বার
বাংলাদেশে উন্মুক্ত যৌনতার.. পঠিত ১১০৯ বার



সব থেকে বেশি মন্তব্যপ্রাপ্ত পোস্ট সমূহ
আন্তর্জাতিক ..... নারী মন্তব্যের সংখ্যা ৩০৮ টি
জন্ম বিরতিকরণ পিল.... মন্তব্যের সংখ্যা ২৭৬ টি
তনুরা শেষ হয়ে যাচ্ছে ... মন্তব্যের সংখ্যা ২৬৪ টি
আড্ডাবাজি করতাম চাই মন্তব্যের সংখ্যা ২১৯ টি
ব্লগ, ব্লগার ও সমকালীন রাজনীতি মন্তব্যের সংখ্যা ১৬০ টি
ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় মন্তব্যের সংখ্যা ১৬০ টি
শুক্রবারের আড্ডা....... মন্তব্যের সংখ্যা ১৫৭
হুমায়ুন আজাদ এবং তার ... মন্তব্যের সংখ্যা ১৫২ টি
...আমি একজন দাঁড়কাক মন্তব্যের সংখ্যা ১৪০ টি
কাব্যিক ভ্রমণ : ফেব্রুয়ারি ২০১৬ মন্তব্যের সংখ্যা ১৩৯ টি
ফেব্রুয়ারী ব্লগবাস্টার'স মন্তব্যের সংখ্যা ১৩৯ টি
অস্ফুট মন্তব্যের সংখ্যা ১৩৮ টি
সূর্যাস্তের অবয়বে... মন্তব্যের সংখ্যা ১৩৬ টি
২৬শে মার্চ- .. মন্তব্যের সংখ্যা ১৩৪ টি
বনসাই গল্পসমূহ মন্তব্যের সংখ্যা ১৩০ টি
এক সুশিল কাব্য চোরের প্রতিকৃতি.. মন্তব্যের সংখ্যা ১২৮ টি
একটি নির্বাচিত পাতা... মন্তব্যের সংখ্যা ১২৩ টি
গ্রাম বাংলার ভূত... মন্তব্যের সংখ্যা ১২২ টি
ব্লগ এবং একজন নতুন ব্লগার মন্তব্যের সংখ্যা ১২২ টি
ক্যম্বোডিয়ার জাতীয় যাদুঘর মন্তব্যের সংখ্যা ১১৬ টি
ক্লান্তিহীন নায়িকার অভিসার মাত্রা মন্তব্যের সংখ্যা ১১৪ টি
ফিসফাস শব্দের কথন মন্তব্য ১১২ টি
ব্লগ কখনো ঘুমায় না... মন্তব্য ১১২ টি
বিদ্রোহী ভৃগু মন্তব্যের সংখ্যা ১১০ টি
পর্দানশীন হয়েছি, এলিয়েন নই! মন্তব্যের সংখ্যা ১১০ টি
দেয়াল কথা বলে যায়.... মন্তব্যের সংখ্যা ১০৭ টি
এই পুড়ার চক্ষে বড়ই.... মন্তব্যের সংখ্যা ১০৬ টি
সন্দ্বীপ (প্রথমাংশ) মন্তব্যের সংখ্যা ১০৬ টি
মা কি হন্তারক হতে ... মন্তব্যের সংখ্যা ১০৪ টি




সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট স সমুহ
জন্ম বিরতিকরণ পিল.... প্লাসের সংখ্যা ৭০ টি
তনুরা শেষ হয়ে যাচ্ছে ... প্লাসের সংখ্যা ৬৮ টি
ব্লগ, ব্লগার ও সমকালীন রাজনীতি প্লাসের সংখ্যা ৫০ টি
আন্তর্জাতিক ..... নারী প্লাসের সংখ্যা ৪২ টি
কাব্যিক ভ্রমণ : ফেব্রুয়ারি ২০১৬ প্লাসের সংখ্যা ৪১ টি
অস্ফুট প্লাসের সংখ্যা ৩৬ টি
ফেব্রুয়ারী ব্লগবাস্টার'স প্লাসের সংখ্যা ৩৪ টি
ক্যম্বোডিয়ার জাতীয় যাদুঘর প্লাসের সংখ্যা ৩৩ টি
দেয়াল কথা বলে যায়.... প্লাসের সংখ্যা ৩২ টি
ক্লান্তিহীন নায়িকার অভিসার মাত্রা প্লাসের সংখ্যা ৩১ টি
সূর্যাস্তের অবয়বে... প্লাসের সংখ্যা ৩০ টি
...আমি একজন দাঁড়কাক প্লাসের সংখ্যা ৩০ টি
সন্দ্বীপ (প্রথমাংশ) প্লাসের সংখ্যা ২৯ টি
ফিসফাস শব্দের কথন প্লাসের সংখ্যা ২৭টি
..নাম হলো-'ভূমিকম্প'... প্লাসের সংখ্যা ২৬ টি
পোড়ামুখো শহরতলীর... প্লাসের সংখ্যা ২৬ টি
এই পুড়ার চক্ষে বড়ই.... প্লাসের সংখ্যা ২৫ টি
কিছু পোস্ট একত্রিত.. প্লাসের সংখ্যা ২৪টি
২৬শে মার্চ- .. প্লাসের সংখ্যা ২৪টি
ব্লগ কখনো ঘুমায় না... প্লাসের সংখ্যা ২৩টি
ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় প্লাসের সংখ্যা ২২ টি
ধর্ম সহাস্যে বলিল ..... প্লাসের সংখ্যা ২২ টি
এক জোড়া চোখ প্লাসের সংখ্যা ২২ টি
প্রেমনগর প্লাসের সংখ্যা ২২ টি
বনসাই গল্পসমূহ প্লাসের সংখ্যা ২২ টি
আপনি গুগ‌ল ব্যবহারকারী ... প্লাসের সংখ্যা ২১ টি
দাহকাল প্লাসের সংখ্যা ২১ টি


শেষ করার আগে আবার সেই একই কথা । যদি এমন কোন পোস্ট আমার চোখ এড়িয়ে যায় তাহলে পোস্টের কমেন্টে সেই পোস্টের লিংক দিয়ে গেলে কৃতজ্ঞ থাকিবো ! সবাইকে ধন্যবাদ !

আগের মাসের হিট পোস্ট
সামু হিট সমাচারঃ ফেব্রুয়ারি ২০১৬ পরিসংখ্যান

মন্তব্য ৬৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: ভাল যা পরি নি সেটা পরে নেব

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: পড়ে নিন !

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!:(



:( :( :( :( :( :( :( :( :(

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০১

অপু তানভীর বলেছেন: কিতা হইলো ? 8-|

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: @ শায়মাপু, তোমার পোস্ট তিন জায়গাতেই আছে। সো নো.... :(

চলুক....

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০১

অপু তানভীর বলেছেন: হুম তো । কারন কিতা বুঝতেছি না !

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

শায়মা বলেছেন: আপু ভাইয়া এ্যান্ড সুমনভাইয়া আমি তো সেই দুঃখে দুঃখ পাইনি!!:) :) :)

দুঃখ অন্যখানে!!!!!!:(

বব্বো??????????:( :( :(

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: দুঃখ কুন খানে ? :||

৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:২০

শায়মা বলেছেন: দুঃখ কিছু মানুষের আবার দুস্ক, রোষ আর হা হুতাশনের কাজ করেছো তাই!!!!!!!!!!:( :( :(

দুস্ক,রোষ, হা হুতাশনের খবর জানতে হলে আমাকে বলো !!!!!!!! আমি জানাই দেবো!!!!:)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: তোমাকে বলতে হইবে না । আমি এমনিতেও সব জানি ! ;)

৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

মহা সমন্বয় বলেছেন: আশা করছি আপনার এই পোষ্টটিও হিট হবে। :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: নাহ । হিট হওয়ার সম্ভাবনা কম :D

৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: নিজ কাধে এগিয়ে নেয়া দায়িত্বশীল পোস্ট । ভাল লেখক গড়ে উঠতে সহায়ক পোস্ট । চমৎকার ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: দেশে যাওয়ার সুবাদে অনেকদিন অনুপস্থিত ছিলাম।। তাই শোকেসে রাখলাম ধীরে ধীরে পড়বো বলে।।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: তাই তো বলি আপনি কোথায় ছিলেন এতো দিন ।

ওয়েলকাম ভ্যাক :D

৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: ধন্যবাদ অপু বরাবরের মতো সব কিছু হাতের মুঠোয় এনে দেবার জন্য।+++++++++

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: চলছে ব্লগের গাড়ি অচিন পুর ! দেখা যাক কতীন এই কাজ চলতে পারে !

ধন্যবাদ !

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

জুন বলেছেন: তালিকায় জায়গা দেয়ার জন্য খুশী হোলাম অপু তানভীর। কষ্টকর কাজটি চালিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

অপু তানভীর বলেছেন: হিট পোস্ট হবে আর আপনার পোস্ট থাকবে না তা কি হয় !!

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:

সব থেকে বেশি পঠিত পোস্ট সমূহ
→ জন্ম বিরতিকরণ পিল.... পঠিত ৯৩৩৩৬ বার

আমি এই পোস্টের হিটের দিকে শুধু তাকিয়েই থাকি...কেমনে সম্ভব এতো হিট !

মাস শেষে নিজের আগ্রহে করা কষ্টকর কাজটা সময়মতো উপস্থাপন করায় সাধুবাদ জানাই, অপু।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

যদিও আমি ভেবেছিলাম যে পোস্ট টা হয়তো লাখ হিট ছারিয়ে যাবে !

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬

বিজন রয় বলেছেন: কষ্টসাধ্য পোস্টে ধন্যবাদ জানাচ্ছি।

আমার ক্লান্তিহীন নায়িকার অভিসার মাত্রা এই কবিতাটি কোনভাবে হয়ত চোখে পড়েনি।

পঠিত - ১০৬২
মন্তব্য - ১১৯
প্লাস - ২৮

গতকাল পর্যন্ত এমন ছিল।
আপডেট হবে বলে আশারাখি।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: এড আছে :):)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:
@বিজন রয়, বোল্ড করে দিয়েছি...দেখুন ।

সব থেকে বেশি মন্তব্যপ্রাপ্ত পোস্ট সমূহ
→ আন্তর্জাতিক ..... নারী মন্তব্যের সংখ্যা ৩০৮ টি
→ জন্ম বিরতিকরণ পিল.... মন্তব্যের সংখ্যা ২৭৬ টি
→ তনুরা শেষ হয়ে যাচ্ছে ... মন্তব্যের সংখ্যা ২৬৪ টি
→ আড্ডাবাজি করতাম চাই মন্তব্যের সংখ্যা ২১৯ টি
→ ব্লগ, ব্লগার ও সমকালীন রাজনীতি মন্তব্যের সংখ্যা ১৬০ টি
→ ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় মন্তব্যের সংখ্যা ১৬০ টি
→ শুক্রবারের আড্ডা....... মন্তব্যের সংখ্যা ১৫৭
→ হুমায়ুন আজাদ এবং তার ... মন্তব্যের সংখ্যা ১৫২ টি
→ ...আমি একজন দাঁড়কাক মন্তব্যের সংখ্যা ১৪০ টি
→ কাব্যিক ভ্রমণ : ফেব্রুয়ারি ২০১৬ মন্তব্যের সংখ্যা ১৩৯ টি
→ ফেব্রুয়ারী ব্লগবাস্টার'স মন্তব্যের সংখ্যা ১৩৯ টি
→ অস্ফুট মন্তব্যের সংখ্যা ১৩৮ টি
→ সূর্যাস্তের অবয়বে... মন্তব্যের সংখ্যা ১৩৬ টি
→ ২৬শে মার্চ- .. মন্তব্যের সংখ্যা ১৩৪ টি
→ বনসাই গল্পসমূহ মন্তব্যের সংখ্যা ১৩০ টি
→ এক সুশিল কাব্য চোরের প্রতিকৃতি.. মন্তব্যের সংখ্যা ১২৮ টি
→ একটি নির্বাচিত পাতা... মন্তব্যের সংখ্যা ১২৩ টি
→ গ্রাম বাংলার ভূত... মন্তব্যের সংখ্যা ১২২ টি
→ ব্লগ এবং একজন নতুন ব্লগার মন্তব্যের সংখ্যা ১২২ টি
→ ক্যম্বোডিয়ার জাতীয় যাদুঘর মন্তব্যের সংখ্যা ১১৬ টি
→ ক্লান্তিহীন নায়িকার অভিসার মাত্রা মন্তব্যের সংখ্যা ১১৪ টি
→ ফিসফাস শব্দের কথন মন্তব্য ১১২ টি
→ বিদ্রোহী ভৃগু মন্তব্যের সংখ্যা ১১০ টি
→ পর্দানশীন হয়েছি, এলিয়েন নই! মন্তব্যের সংখ্যা ১১০ টি
→ দেয়াল কথা বলে যায়.... মন্তব্যের সংখ্যা ১০৭ টি
→ এই পুড়ার চক্ষে বড়ই.... মন্তব্যের সংখ্যা ১০৬ টি
→ সন্দ্বীপ (প্রথমাংশ) মন্তব্যের সংখ্যা ১০৬ টি
→ মা কি হন্তারক হতে ... মন্তব্যের সংখ্যা ১০৪ টি




সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট স সমুহ
→ জন্ম বিরতিকরণ পিল.... প্লাসের সংখ্যা ৭০ টি
→ তনুরা শেষ হয়ে যাচ্ছে ... প্লাসের সংখ্যা ৬৮ টি
→ ব্লগ, ব্লগার ও সমকালীন রাজনীতি প্লাসের সংখ্যা ৫০ টি
→ আন্তর্জাতিক ..... নারী প্লাসের সংখ্যা ৪২ টি
→ কাব্যিক ভ্রমণ : ফেব্রুয়ারি ২০১৬ প্লাসের সংখ্যা ৪১ টি
→ অস্ফুট প্লাসের সংখ্যা ৩৬ টি
→ ফেব্রুয়ারী ব্লগবাস্টার'স প্লাসের সংখ্যা ৩৪ টি
→ ক্যম্বোডিয়ার জাতীয় যাদুঘর প্লাসের সংখ্যা ৩৩ টি
→দেয়াল কথা বলে যায়.... প্লাসের সংখ্যা ৩২ টি
→ক্লান্তিহীন নায়িকার অভিসার মাত্রা প্লাসের সংখ্যা ৩১ টি
→ সূর্যাস্তের অবয়বে... প্লাসের সংখ্যা ৩০ টি
→ ...আমি একজন দাঁড়কাক প্লাসের সংখ্যা ৩০ টি
→ সন্দ্বীপ (প্রথমাংশ) প্লাসের সংখ্যা ২৯ টি
→ ফিসফাস শব্দের কথন প্লাসের সংখ্যা ২৭টি
→ ..নাম হলো-'ভূমিকম্প'... প্লাসের সংখ্যা ২৬ টি
→ পোড়ামুখো শহরতলীর... প্লাসের সংখ্যা ২৬ টি
→ এই পুড়ার চক্ষে বড়ই.... প্লাসের সংখ্যা ২৫ টি
→ কিছু পোস্ট একত্রিত.. প্লাসের সংখ্যা ২৪টি
→ ২৬শে মার্চ- .. প্লাসের সংখ্যা ২৪টি
→ ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় প্লাসের সংখ্যা ২২ টি
→ ধর্ম সহাস্যে বলিল ..... প্লাসের সংখ্যা ২২ টি
→ এক জোড়া চোখ প্লাসের সংখ্যা ২২ টি
→ প্রেমনগর প্লাসের সংখ্যা ২২ টি
→ বনসাই গল্পসমূহ প্লাসের সংখ্যা ২২ টি
→ আপনি গুগ‌ল ব্যবহারকারী ... প্লাসের সংখ্যা ২১ টি
→ দাহকাল প্লাসের সংখ্যা ২১ টি

B-)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: :):)

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

বিজন রয় বলেছেন: @ অপু তানভীর এবং আরজু পনি......
আপনাদের দুজনকেই ধন্যবাদ। এখন দেখছি আমারই চোখ নষ্ট।

তবে আমার ওই কবিতাটি সর্বাধিক পঠিত বিভাগেও অন্তর্ভুক্ত হবে।

শুভকামনা।

নিজের জন্য ঢোল পেটানোয় কোন গর্ব নেই, হা হা হা .......

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: হে হে হে হে ! :D

১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

তাসলিমা আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ প্রশংসনীয় পোস্টের জন্য। এই পোস্ট যে কোন লিখিয়ের জন্য অনুপ্রেরণাদায়ক।

@আরজু পনি
আপনার মন্তব্য দেখে অবাক হলাম। আপনি নিজেও হিটলিস্টে খুব ভালো মতই আছেন কিন্তু আনন্দ প্রকাশ করতে এসেছেন অন্যের হিটের জন্য। আমরা যারা নতুন ব্লগার তারা মহত্ব কিংবা দ্বিনতা আপনাদের মাঝে দেখেই সামনে এগোই। আপনি অনুকরণীয়।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লাগল ,ধন্যবাদ লেখককে

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: B:-) ভাইয়ু!!!!!!!!!!!!!!!!

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: কি হইলু ? :D

১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

বিজন রয় বলেছেন: @ তাসলিমা আক্তার.......... প্লিজ বিষয়টি সহজভাবে নিন। আমি প্রথমে আমার ওই কবিতাটি এই পোস্টে এসেছে তা দেখতে পাইনি। যেটা ১২ নম্বর মন্তব্যে আমি বলেছি। সেটাই আরজু পনি আমার চোখে অাঙুল দিয়ে দেখিয়েছেন। এটাতো দোষের কিছু নয়। উনি তো ভালর জন্যই করেছেন।

হা হা হা ........... আপনাকে বলি, আমার হিটের জন্য তো অপু তানভীরের এই পোস্টে আমার বা আমার লেখার থাকার দরকার নেই। আমি মনে করি আমার লেখাই আমার হিটের জন্য যথেষ্ঠ। সেটা আপনি আমার ব্লগে গেলে জানতে পারবেন। আমি হিট হিট করছি এই জন্য যে, আপনি হিটের কথা বলেছেন।

শুনুন............ প্রিয় তাসলিমা, আমি হিটের জন্য ব্লগিং করিনা, আমি ভাল মন নিয়ে, আনন্দ সহকারে ভাল ব্লগিং করি, সময় হলে আপনিও সেটা ঠিক পাবেন। আসুন আমরা সবাই মিলে মিশে ব্লগিং করি।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: :):):)

১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

তাসলিমা আক্তার বলেছেন: @বিজন রয়, আমার অসম্ভব রকম খারাপ লাগছে আমার মন্তব্যটি আপনাকে কস্ট দিলো কিনা। আমি এরই মধ্যে জানি আপনি কত ভালো লেখেন এবং নতুনদেরকে কত উৎসাহিত করেন। আপনি আমার প্রিয় ব্লগারদের তালিকাতেও আছেন। আমার এমন কোনও পোস্ট নেই যেখানে আমি আপনাকে পাইনি। আমার কারনে কস্ট পেয়েছেন, আমি নি:সংকোচে মাফ চেয়ে নিচ্ছি।

আমি আসলে আরজুপনির উদারতারর প্রশংসা করেছি শুধু এবং এটা অবশ্যই অনুকরণীয়। তিনি প্রথমেই জন্ম বিরতিকরন পিল...এই পোস্টের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন সেটা দেখে আমার ভীষন ভালো লেগেছে। আমি এই ব্যাপারটাই বুঝাতে চেয়েছি।

প্রিয় ব্লগার বিজন রয়, আমি যদি এখনো আপনাকে না বুঝিয়ে বলতে পারি তো সেই দায়ভার আমার। আমি আপনার সাথেই আছি, দেখে নিয়েন। কখনো আপনার ভুল ভাংবেই..সেই অপেক্ষায় থাকলাম। খুব ভালো থাকেন।


০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: :):):)

২০| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

তানজির খান বলেছেন:
ভাল কিছুর তালিকায় আসা উৎসাহের। ভাল একটি কাজ করেছেন লেখক। ধন্যবাদ আপনার প্রাপ্য। যারা তালিকায় আসেননি তারা মন খারাপ করবেন না, আপনারা আমার মতই আনকনভেনশনাল!!! হাহাহা

লেখার বিকাশ হোক, আপনাদের হাত ধরে অনেক কিছু শেখার আছে আমাদের নতুনদের। শুভকামনা,ভালবাসা ও শ্রদ্ধা রইল তালিকাভুক্ত সব লেখকদের প্রতি।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২১| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ :):)

২২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: @ তাসলিমা আক্তার.......... সবকিছু পরিস্কার। এটার এখানেই সুন্দর সমাপ্তি হলো।

আমাকে আরো উদারতার সাথে বিষয়টি বিবেচনা করার দরকার ছিল। ১৩ নং মন্তব্যে আরজু পনি সরাসরি আমাকেই বলেছেন বলে আপনার মন্তব্যে আমি একটু দ্বিধান্বিত হয়েছিলাম। এখন আর কোন অস্পষ্টতা রইল না। আমি কোন ব্যাপার না, আমি ভেবেছিলাম আপনার ওই মন্তব্যে আরজু পনিও চমকে ওঠে কিনা। এখন তার অার দরকার হবে না। সব ভুলের চিরতরে সমাধি হলো।

আপনাকে আর অারজুপনি দুজনকেই আমার শ্রদ্ধা ও শুভকামনা।

@ অপু তানভীর........ পোস্টের বিষয়ের বাইরে অন্য ব্যাপার নিয়ে কথা বলার জন্য দুঃখিত।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: সমস্যা নেই :):)

২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সাধু সাধু। B-)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: হিহিহি :D

২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

রাবেয়া রাহীম বলেছেন: এই মাসে আমি ভাল লেখিনি কেন --ভাইয়া ! :( :(

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: এ মাসে হয় নি সামনের মাসে হবে । নু টেনশন !!

২৫| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: দারুন পোষ্ট। যেগুলো পড়া হয় নি পড়তে পারবো ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২৬| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু হিট সমাচার অব্যাহত থাকুক।
ধন্যবাদ অপু তানভীর।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: অব্যাহত থাকবে আশা করি !!


ধন্যবাদ :)

২৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,



শুধু বলে যাই , আপনার খাটাখাটুনী সার্থক ।
আর এই যে লিখলেন - এবার পোস্ট বানাতে গিয়ে কেবল একটা ব্যাপার লক্ষ্য করলাম যে আরও বেশ কিছু পোস্ট হিট লিস্ট তথা আরও কিছু মানুষের নজরে আসতো যদি সে পোস্ট গুলো নির্বাচিত পাতায় যেত । এর সাথে সহমত ।

শুভেচ্ছান্তে ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: আরজু পনি বলেছেন:

সব থেকে বেশি পঠিত পোস্ট সমূহ
→ জন্ম বিরতিকরণ পিল.... পঠিত ৯৩৩৩৬ বার
আমি এই পোস্টের হিটের দিকে শুধু তাকিয়েই থাকি...কেমনে সম্ভব এতো হিট !
মাস শেষে নিজের আগ্রহে করা কষ্টকর কাজটা সময়মতো উপস্থাপন করায় সাধুবাদ জানাই, অপু।

@ অপু তানভীর.... বলেছেন: অনেক ধন্যবাদ ।
যদিও আমি ভেবেছিলাম যে পোস্ট টা হয়তো লাখ হিট ছারিয়ে যাবে !

####
ব্লগ এবং ফেসবুক মিলিয়ে লেখাটা যতবার “হিট” হয়েছে সেই "সংখ্যা"টা আমার প্রত্যাশার চেয়ে কয়েকশ গুন বেশি। এটা আমি লিখেছি, ভাবতে সারা জীবন আমার ভালো লাগবে।

এই লেখাটার সাথে আমার ক্যারিয়ারের অনেক কিছু জড়িয়ে গেছে। এটা এখন আর শুধু লেখা নয়, তার থেকেও বেশি কিছু। গল্পটা তোলা রইলো আরেক দিন সময় নিয়ে গুছিয়ে বলবো :)

ধন্যবাদ আরজু পনি আপু এবং অপু তানভীর ভাই কে। প্রসংশা যেমন পেয়েছি, ঠিক তেমন করে যেন ধরে রাখতে পারি।

নিজের নামটা তালিকার প্রথমে দেখার আনন্দ, অমূল্য!!!!!!!

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: যদিও আমি খানিকটা অন্য অর্থেই বলেছি পোস্ট টা লাখ হিট ছাড়ানোর কথা তবুও লিখে যান নিরন্তর :)

ধন্যবাদ

২৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দারুন এই পোষ্টের জন্য।
সোজা প্রিয়তে

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৩০| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:


অ ফর অনন্য
অ ফর অসাধারন
অ ফর অপু তানভীর :)

অনেক অনেক অনেক কষ্টের কাজটি নিয়মিত করছেন.. ভাবতেই অবাক হই। ধন্যবাদ শুভেচ্ছা অফুরান।


০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

অপু তানভীর বলেছেন: এতু অবাক হওয়ার কিছু নাই তো ! আপনি না কইলেন "অ" ফর অনন্য, অসাধারন অপু তানভীর :D

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

রফিকুজজামান লিটন বলেছেন: আপনার প্রশংসনীয় পোস্টের জন্য ধন্যবাদ। সব গুলো ভালো পোস্ট একসাথে পেয়ে ভালো লাগছে। সময় করে পড়তে শুরু করব।

আমার খান একাডেমী'র প্রতিষ্ঠাতা সালমান খান: এক মানুষের তিন দেশ (BD, IN, PK) দাবীদার, সাথে বাজিধরা

১২০৫ বার পঠিত :)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

টেক সমাধান বলেছেন: ধ ন্য বা দ - পোস্টটিকে লিস্টে জায়গা দেয়ার জন্য ধন্যবাদ ভাই!

গেম চেঞ্জার ভাইয়ের ওখানে পার্টি হবে বলে এসেছি, আর আপনার এখানে মেজবান!!

B:-/

ধ ন্য বা দ - পোস্টটিকে লিস্টে জায়গা দেয়ার জন্য ধন্যবাদ ভাই!

গেম চেঞ্জার ভাইয়ের ওখানে পার্টি হবে বলে এসেছি, আর আপনার এখানে মেজবান!!

বিনীত,

শিডিউলপ্রত্যাশী B:-/

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল , ধন্যবাদ ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ বন্ধু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.