নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে মোটামুটি সব কিছু টিকে আছে সফল বেচাকেনার উপর । যদিও বলছি না সব কিছু তবে বেচা-বিক্রি খুবই গুরুত্বপূর্ন একটা ব্যাপার । আর এই বেচা বিক্রির অন্যতম একটা দিক হচ্ছে মানুষকে জানানো যে তুমি কি বিক্রি করতেছো বা তোমার কি আছে যা আমি কিনবো । আরও ভাল করে বলতে গেলে বিজ্ঞপন এবং তোমার পন্য সম্পর্কে মানুষকে জানানো । তুমি যে একজন উকিল, ভাল কেস লড়তে পারো কিংবা বেকারীর মালিক, তোমার বেকারীতে ভাল কেক পাওয়া এই মানুষকে জানানো । কয়েক ভাবেই এই কাজটা করা যায় । এক হল টিভি-রেডিওতে বিজ্ঞাপন দেওয়া যা অনেকের পক্ষ্যেই সম্ভব না । পোস্ট কিংবা স্টিল বিজ্ঞাপন সেটাও অনেক ক্ষেত্রে ব্যয়বহুলই হয়ে ওঠে । আরেক ভাবে করা যায় সেটা হল নিজের বিজনেস কার্ড তৈরি করে । এটা মোটামুটি সবাই করতে পারে এবং খচরও কম এখানে ।
কিন্তু এই বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রেরও যে মানুষ কত ক্রিয়েটিভির পরিচয় দিতে পারে তা ইন্টারনেট না থাকলে আমি হয়তো জানতেই পারতাম না । আসুন আপনারাও দেখে যেন তেমন কিছু ক্রিয়েটিভ বিজনেস কার্ড !
এই কার্ডটা একটা ফার্নিচার স্টোরের
ছবিঃ এফসি টু ব্লগ
বেকারি
ছবিঃ এসএফডাব্লিউ
দাঁতের ডাক্তার
ছবিহ ট্রেন্ডি
এইটা আমার সব থেকে পছন্দ হইছে । ডিভোর্স ল'ইয়ার
ছবিঃ Objevit.cz
ফটোগ্রাফি সার্ভিস
ছবিঃ Yah.by
স্টাইলিস সার্ভিস
ছবিঃ Glavcom.ua
Pilates
ছবিঃ Adworldgems
হেয়ার স্যালুন
ছবিঃ Pinimg
কফিশপ
ছবিঃ Novate
বাই-সাইকেল রিপেয়ার সার্ভিস
ছবিঃ ওজো
পার্সোনাল ট্রেইনার
ছবিঃ Novate
প্লাস্টিক সার্জারি
ছবিঃ ল্যাবাবি
ট্রান্সপোর্ট সার্ভিস
ছবিঃ রাশপুটিন
ইয়োগা সেন্টার
ছবিঃ Imgur
আরেকটা ইয়োগা সেন্টারের কার্ড
ছবিঃ interesko
পিয়ানো রিপেয়ার সার্ভিস
ছবিঃ Blogspot
গ্রিলবার
ছবিঃ Watson
আর্কিটেকচার ফার্ম
ছবিঃ Fototelegraf
বিশেষাইতো ফার্নিচার
ছবিঃ Mainfun
মানুষের মাথায় কত ক্রিয়েটিভ বুদ্ধি আছে তার কিছুটা এই পোস্ট টা থেকে ধারনা পাওয়া যায় । সিম্পল একটা বিজনেস কার্ড কিংবা ভিজিটিং কার্ডও চমৎকার হতে পারে অনেকের হয়তো মাথাতেও এই জিনিস আসবে না !
আজকে এই পর্যন্তই । সবাইকে ধন্যবাদ !
পোস্ট সংগ্রহে ব্রাইর সাইট ডট মি !
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬
অপু তানভীর বলেছেন: আমারও । বিশেষ করে ডিভোর্স ল'ইয়ারের টা সব থেকে বেশি !
২| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
রিমঝিম স্বপ্ন বলেছেন: মানুষ কত কিছু পারে রে!!! আমার কাছে সবগুলোই ভাল লেগেছে।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭
অপু তানভীর বলেছেন: সব গুলোর চমৎকার
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সুমন কর বলেছেন: গুড পোস্ট।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
অপু তানভীর বলেছেন:
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
হাবীব কাইউম বলেছেন: সবগুলোই সুন্দর। তবে কফিশপেরটা দারুণ লেগেছে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২
অপু তানভীর বলেছেন:
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮
মুসাফির নামা বলেছেন: চিন্তায় নতুনত্ব,ভাললাগা অনেক কিছু নিয়ে আসে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
অপু তানভীর বলেছেন:
৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৪
সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাই এর ধারে-কাছে দিয়েও যাই না।। সুতরাং আইন দেখে পলায়নের মতই আমিও.......।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
অপু তানভীর বলেছেন:
৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৪
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার। সত্যিই নিজের কার্ড বানানোর আগে একবার ভেবে দেখার অবকাশ আছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
অপু তানভীর বলেছেন: হুম ! ভেবে দেখবেন আরেকবার নিজের টা বানানোর আগে
৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:১০
কালনী নদী বলেছেন: ব্যাপারটা সৃস্টিশীল বটে, সংগ্রহে রাখলাম তাই।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮
অপু তানভীর বলেছেন:
৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১
আব্দুল্যাহ বলেছেন: আসলেই নিজের জন্য প্রিয়তে রাখলাম
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
অপু তানভীর বলেছেন:
১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড শেয়ার, গুড পোস্ট। +++
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০১
অপু তানভীর বলেছেন:
১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫
এহসান সাবির বলেছেন: বেশ পোস্ট।
++++
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
অপু তানভীর বলেছেন:
১২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ক্রিয়েটিভ পোষ্ট
০৬ ই মে, ২০১৬ রাত ১:৩৬
অপু তানভীর বলেছেন: কই ছিলা মিয়া এতো দিন ? বিয়া শাদী কইরা ফালাইছো নাকি ?
১৩| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫
নাসির ভাই বলেছেন: কত কিছু জানি না । পোস্ট প্লাস + প্রিয়তে
১০ ই মে, ২০১৬ দুপুর ২:২১
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
অপ্রতীয়মান বলেছেন: চমৎকার পোষ্ট!
বেকারি, ডিভোর্স ল'ইয়ার, ফটোগ্রাফি সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস, আর্কিটেকচার ফার্ম এর কার্ডগুলি বিশেষ ভালো লেগেছে।