নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করে ঘোষণা এল সামহোয়্যারইন ব্লগের সকল নিক বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করতে হবে ।
তখন কি হবে ? কি কি ঘটনা ঘটতে পারে আসুন দেখে নেওয়া যাক !
১. আমাদের সবার প্রিয় নোটিশবোর্ড সবার আগে নোটিশ ঝোলাবে সামুর ব্যানারে । সেখানে সামুতে কেন বায়ো-মেট্রিক পদ্ধতিতে নিক খোলা কেন প্রয়োজন, এতে করে দেশ ও জাতির কি কি উপকার হবে, না করলে কি কি ক্ষতি হতে পারে, সেই ব্যাপারে বিস্তার আলোচনা থাকবে ।
২. এই পোস্ট দেওয়ার সাথে সাথে কমেন্টে পক্ষ-বিপক্ষ নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে । কেউ কেউ আবার কেবল সেই পোস্ট কমেন্ট করেই শান্ত থাকবে না । নিজের নিজের ওয়ালে ব্লগ পোস্ট নিয়ে হাজির হবে । পক্ষে যেমন পোস্ট থাকবে তেমনি বিপক্ষে পোস্ট থাকবে ! বলাই বাহুল্য পক্ষের পোস্ট গুলো নির্বাচিত পাতায় স্থান পেতে সময় লাগবে না মোটেও তবে বিপক্ষের পোস্ট গুলো নির্বাচিত পাতায় স্থান পাবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে !
৩. পাড়ায় পাড়ায় এজেন্ট নিয়োগ দেওয়া হবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিক টি পুনঃ নিবন্ধন করার জন্য । দেশের বাইরেও এজেন্ট নিয়োগ দেওয়া হবে ।
৪. যদিও সিম কোম্পানি থেকে বলা হয়েছিল যে সিম নিবন্ধন হচ্ছে একেবারে ফ্রি কিন্তু এজেন্টরা ঠিক ঠিকই টাকা নিচ্ছে ঠিক তেমনি ভাবে সামুর এজেন্টরাও প্রতি একাউন্ট নিবন্ধন করার জন্য টাকা নিবে । এটা নিয়েও চলে আসবে প্রতিবাদী এবং অনুসন্ধানী পোস্ট । কোন পয়েন্টে কোন কোন এজেন্ট কত করে টাকা নিচ্ছে সেগুলোর স্ক্রনশট সহ পোস্ট প্রকাশ হবে । সেখানেও হাজির হবে জ্বালাময়ী কমেন্ট আর আলোচনা !
৫. একটা এনআইডি দিয়ে সর্বোচ্চ ২০ একাউন্ট নিবন্ধন করা যাবে । এবং সামুর কাছ থেকে নিশ্চয়তা আসবে যে মাল্টি নিকের পরিপূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে ।
৬. বায়োমেট্রিক পদ্ধতিতে নিক নিবন্ধনকে উৎসাহ করার জন্য সামু বিভিন্ন অফার চালু করবে । যেমন
ক. বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার সাথে সাথে যে কারো একাউণ্ট ওয়াচ থেকে জেনারেল কিংবা সেফ করে দেওয়া হবে ।
খ. বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত প্রত্যেকটি নিক থেকে দেওয়া পোস্ট অটো নির্বাচিত পাতায় চলে যাবে (তবে শর্ত প্রযোজ্য)
গ. বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত প্রত্যেকটি নিক থেকে দেওয়া পোস্টে ১০০ কমেন্ট, ৫০ লাইক এবং হাজারের উপরে পঠিত ফ্রি দেওয়া হবে ।
ঘ. পোস্ট স্টিকি হওয়ার সম্ভবনাও থাকবে প্রবল !
৭. প্রত্যেকটা পোস্ট দেওয়া আগেই সামু থেকে অটোমেটিক ভাবে একটা মেসেজ শো করবে "৩০শে এপ্রিপের ভেতরে সকল সামহোয়্যার ইন ব্লগ নিক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে । আপনার নিকটি যদি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত না হয়ে থাকে তাহলে আজই এক কপি ছবি, ন্যাশনাল আইডির কপি এবং একাউন্টের স্ক্রিনশন এবং পাস-ওয়ার্ড নিয়ে চলে আসুন নিকতস্থ নিক নিবন্ধন এজেন্টের কাছে" । নিক নিবন্ধন হোক কিংবা না হোক এই মেসেজ প্রত্যেক পোস্ট করার আগে শো করবেই ।
৮. যে কারো পোস্টে কমেন্ট করতে গেলেও ঠিক একই ভাবে লেখা উঠবে "৩০ শে এপ্রিলের পরে এই পোস্টে আবারও কমেন্ট করতে চাইলে আপনাকে বায়োমেট্রিক পদ্ধিতে নিক নিবন্ধন করতে হবে ....."
৯. এছাড়া সামু কর্তৃপক্ষ নিবন্ধন কে সম্পর্কে আরো প্রচার করার জন্য টিভি কিংবা রেডিওকে কমার্শিয়াল এড বানাবে । আপনার ইউটিউব ভিডিওতেও সেই এড চলে আসবে ।
১০. দেখা যাবে প্রথম প্রথম এই নিবন্ধনে অনেকের অনীহা থাকলেও শেষ সময়ে এসে সবাই লাইন ধরে নিবন্ধন করতেছে । কেউ কেউ নিবন্ধন শেষ করে ছবি তুলে সামুতেই পোস্ট দিবে ।
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭
অপু তানভীর বলেছেন: অবশ্যই নিতে পারে । কিছু বলা যায় না !
২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
গেম চেঞ্জার বলেছেন: হেঃ হেঃ হেঃ
৭. প্রত্যেকটা পোস্ট দেওয়া আগেই সামু থেকে অটোমেটিক ভাবে একটা মেসেজ শো করবে "৩০শে এপ্রিপের ভেতরে সকল সামহোয়্যার ইন ব্লগ নিক বায়োমেট্রিক পদ্ধতিতে
শুধু কি তা-ই? বরং প্রতিটি পোস্ট পড়ার আগে এই নোটিশ দেয়া হতে হইপে!!
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক প্রতিটি পোস্টে প্রবেশের সাথে সাথেই এই লেখা শো করবে !
৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
রোষানল বলেছেন: কেন সিম কার্ড আর মোবাইল বায়োমেট্রিক ভাবে রেজিস্ট্রেশন জরুরী। সুত্রঃ৭১টিভি/ইন্ডিপেনডেট/বিটিভি/তারানা টিভি tongue emoticon grin emoticon
★ধারালো মোবাইলের কোপে এক ব্লগার খুন।
★ নিবন্ধনবিহীন সিম কার্ডের আঘাতে এক পথচারীর মৃত্যু
★গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সিম ভাজি করতে গিয়ে ভুলে সিমকার্ড ভাজি।তা খেয়ে ভোগে গেছে তিন জন।
★পাকিস্তান উদ্ভাবিত গুলি বিহিন একে ফর্টি সেভেন আবিস্কার যা চলে শুধু মাত্র বাংলাদেশী নিবন্ধনবিহীন সিম কার্ড দিয়ে।
★ নিবন্ধনবীহিন সিমকার্ড মানুষকে ধর্ষন করতে উদ্বুদ্ধ করে।_তথ্য বাবা জয়
★সিম নিবন্ধন ছিলনা বলেই বাংলাদেশ ব্যাংকের টাকা ফিলিপাইনে চলে গেছে।
★ সিম নিবন্ধন নেই বলে সাগর রুনি,তনু আর সাথ খুনের মামলার অগ্রগতি হচ্ছেনা।
★সিম নিবন্ধন ছিল না বলেই রানা প্লাজার কমজোড় হয়ে ধ্বষে পড়েছে।
লুল লুল লুল
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
অপু তানভীর বলেছেন:
৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
জনৈক অচম ভুত বলেছেন: তারানা আপা যা শুরু করছে, তাতে এই দিন আসতে বেশি দেরি নাই।
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
অপু তানভীর বলেছেন:
৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: ৮. যে কারো পোস্টে কমেন্ট করতে গেলেও ঠিক একই ভাবে লেখা উঠবে "৩০ শে এপ্রিলের পরে এই পোস্টে আবারও কমেন্ট করতে চাইলে আপনাকে বায়োমেট্রিক পদ্ধিতে নিক নিবন্ধন করতে হবে ....." -------- চরম!!!!
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
অপু তানভীর বলেছেন:
৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯
হাসান মাহবুব বলেছেন: ভালৈচে পুস্ট।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন:
৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
চিত্রনাট্য বলেছেন: এটা হতেই পারে না , হতেই পারে না ৷ সবাই এর বিপক্ষে থাকবে ৷ এমনকি সামু বাবাজিও এর বিপক্ষে থাকবে
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
অপু তানভীর বলেছেন: তা আবার বলতে
৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯
অপ্রতীয়মান বলেছেন:
এখন যদি সত্যি সত্যি সামু কর্তৃপক্ষ এমন কোন পদক্ষেপ নেয় তাহলে সকল দোষ গিয়ে পড়বে আইডিয়া দাতা 'অপু' সাহেবের উপর। এবং ব্লগাররোষ ও সেই একই অনুপাতে আপতিত হবে
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: না না না ! কোন মতেই আমি এই দায় নিতে পারি না !
৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুতেও খালি অভিনয়ের যোগ্যতাতেই মন্ত্রী নিয়োগ হয় ঝানতাম না
এটলিষ্ট পাকিরা এই কাজ করছৈ এই ইষ্যুতেও তো চেতনার নামধারীরা চিফিয়ে যেতে পারতো!!
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: বাংলাদেশে কোন কাজের লোক কোন জায়গায় আছে বলেন !!
১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
অগ্নি সারথি বলেছেন: খিক।
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০২
অপু তানভীর বলেছেন:
১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: হাহাহাহা.......(শর্ত প্রযোজ্য)
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন:
১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
funny hoise
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
অপু তানভীর বলেছেন:
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: আমি পালাবো।। আমার নিকটির মৃত্যু ঘটবে, ঘোষনার প্রথম দিনটিতেই।। "আর সবকছুর" মত এটাও বাস্তবায়িত হলে আমি আপনাকেই দায়ী করবো ।।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
অপু তানভীর বলেছেন: আমি এই দায়ভার মোটেই নিতে প্রস্তুত নই । অন্য কারো উপর দুষ চাপান দয়াকরে
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মজা পাইছি।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
অপু তানভীর বলেছেন:
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০১
nishachorr বলেছেন: যারা নিক খুলে রেখেছে কিন্তু কখনো কমেন্ট/ব্লগ লেখেনা তাদের জরিমানা স্বরূপ সামুকে ৩০০ ...... দিতে হবে !!
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
অপু তানভীর বলেছেন: ৩০ দিতে গেলে তো সবাই ফকির হয়ে যাবে । আমিই তো গরীব হয়ে যাবো । কারন আমিও খুব একটা মন্তব্য দেই না
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোন বিষয়টা আরেকটা বিষয়ের চেয়ে অগ্রাধিকার পাওয়া দরকার তা বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের খাঁজা কাঠাল মাথায় অনেক সময় সহজে ঢুকে না ! দূর্ভাগ্যক্রমে কিছু সংখ্যক আঁতেল বুদ্ধিজীবী রাজনীতিবিদদের কারণে গুরুত্বপূর্ণ বিষয় সম্পন্ন না করে কিছু ফালতু বিষয়কে অগ্রাধিকার দিয়ে জনগনের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে !
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন: কি ব্যাপার ভাই এতো সিরিয়াস হয়ে গেলেন কেন ?
এদেশে কোন জিনিসটা ঠিক মত হয় !!
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১১
সাগর মাঝি বলেছেন: হুক্কু............................হুক্কু
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন:
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫
শাহাদাত হোসেন বলেছেন: আরেকটা বাদ গেছে ।
বায়োমেট্রিক পদ্ধৃতিতে নিক নিবন্ধনের প্রতিবাদে ফেসবুকে ইভেন্ট খোলা হবে এবং সবাইকে আহব্বান করা হবে যেনো সবাই একযোগে ২৯ তারিখ সামু ব্লগ বন্ধ রেখে প্রতিবাদ করে।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮
অপু তানভীর বলেছেন: ফেসবুক ভার্শনে এটা লেখা যেত কিন্তু সামুত বন্ধ রাখার উপায় নেই !
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্যাফুক হইছে পুস্ট।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০
অপু তানভীর বলেছেন:
২০| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮
কালনী নদী বলেছেন: vat applicable!
একটি নিক নিয়ে সর্বোচ্চ কয়টি নাম্বার রেজিঃ করা যাবে?
অভাবনীয় চিন্তা! মুগ্ধহলাম।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১
অপু তানভীর বলেছেন: এতো মুগ্ধ হওয়ার কিছু নাই
২১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩
নুর আমিন লেবু বলেছেন: ফাটিপাটি হইছৈ
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১
অপু তানভীর বলেছেন:
২২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: আমি করি নাই।
করবো না।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১
অপু তানভীর বলেছেন: না করেন । আপনার ইচ্ছা ।
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হইতো!
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩
অপু তানভীর বলেছেন:
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
হাসান২৪ বলেছেন: ঠিক আছে...............
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
অপু তানভীর বলেছেন: হুম !
২৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: তাইলে কি নিরাপত্তা কনফার্ম?
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
অপু তানভীর বলেছেন: আমরা তো নিরাপদই আছি । মন্ত্রীর কথা শুনেন নাই
২৬| ০২ রা মে, ২০১৬ রাত ১:১৭
আরণ্যক রাখাল বলেছেন:
০২ রা মে, ২০১৬ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন:
২৭| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:১০
নাসির ভাই বলেছেন: বায়োমেট্রীক
১১ ই মে, ২০১৬ রাত ১২:২৭
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
ফয়সাল রকি বলেছেন: গত কিছু দিন ধরে এতবেশি নিক রেজিস্ট্রেশন হচ্ছে যে কিছুদিন পরে সামু কর্তৃপক্ষ এরকম সিদ্ধান্তে আসতেই পারে!
লেখা চরম হৈছে।