নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবারই যখন এই পোস্ট টা বানাতে যাই তখন সামুর আসল চিত্রটা নিজের চোখের সামনে ফুটে ইঠে । সারা মাস জুড়ে কোন কোন ধরনের পোস্ট গুলো সামুতে আসছে কোন কোন ধরনের ব্লগার কি কি ধরনের পোস্ট দিচ্ছে আরও কত কিছু । আরও ভাল করে খেয়াল করলে সারা মাসে সামুর মাঠ গরম থাকছে কোন টপিক নিয়ে এসব নিজের চোখের সামনে খুব ভাল করেই ফুটে ওঠে । সেই সাথে ফুটে ওঠে সামু কেমন চলছে । সত্যি বলতে কি প্রতিবারই মনে হয় এই মাসের অবস্থা এমন নিশ্চয়ই সামনের মাসে আরও একটু ভাল হবে কিন্তু প্রতিবারই হতাশ হতে হয় । দিনের পর দিন দিন সামুর অবস্থা উপরের দিকে তো উঠছেই না বরং নিচের দিকে যাচ্ছে । জানি না ব্লগ কর্তৃপক্ষ এই অবস্থা থেকে উত্তোরনের কোন ব্যবস্থা করছেন কি না । কিংবা করার কোন ইচ্ছা রাখেন কি না ! যদি না করেন তাহলে বাংলা ব্লগ কমিউনিটির সব থেকে বড় ব্লগ এই টাইটেলটা আর কত দিন থাকবে সেটা একটু ভেবে দেখার বিষয় হয়ে দাড়াবে ।
এই মাসে যে ব্যাপারটা লক্ষ্যনীয় দেখা গেছে সেটা হল পুরাতন ব্লগাররা ব্লগিং ছেড়ে দিচ্ছেন । আগের মাসের থেকেও তাদের উপস্থিতি ছিল অনেক অনেক কম । সেই সুযোগ নিয়ে নতুন অনেক ব্লগার সামুতে দেখা গেছে । আর দেখা গেছে তাদের কাট কপি পেস্ট পোস্ট । সামুতে যে এবার কত শত কপি পেস্ট এসে হাজির হয়েছে সেটা গুনে হিসাব করার উপায় নেই । এবং সব থেকে দুঃখ জনক ব্যাপার যে সেই কাট কপি পেস্টের কিছু আবার নির্বাচিত পাতাতেও গেছে ।
যাক আরেকটা কথা বলে এবারের হিট সমাচার শুরু করে দেওয়া যাক । এবার এক জনের বেশ কিছু পোস্ট ব্যাপক ভাবে পঠিত হয়েছে । বলা চলে সব হিট লিস্টে আসা সব থেকে বেশি বার পঠিত পোস্ট থেকেও তার পোস্ট গুলো বেশি বার পঠিত ছিল কিন্তু টা সত্ত্বেও তার একটা পোস্টও এবার লিস্টে রাখি নি কারন সব গুলো পোস্টই হয় বিডি নিউজ মতামত বিভাগ কিংবা অন্য কোথা থেকে কপি করা এখানে পোস্ট করা । এবং সেই পোস্ট গুলোতে নেই কোন মন্তব্য কিংবা থাকলেও হাতে গোনা অল্প কয়েকটা, কোন রিপ্লাই নেই এবং কোন প্লাসও নেই । কিন্তু তিনচার হাজার হিট ক্রশ করে গেছে । কিভাবে আসলে হিট হয়েছে বুঝতে খুব একটা কষ্ট হয় না । তাই পোস্ট গুলো লিস্টে এড করি নি ! আজকের মত কথা বার্তা এখানেই শেষ হল । আর হ্যা এবার পোস্ট দিতে দেরী হয়েছে একটু । ব্যাপক ভাবে ব্যস্ত নিজের কাজ কর্ম নিয়ে । সামনের সামনে দিতে পারবো কি না নিশ্চিত নই ।
হ্যাপি ব্লগিং !
সব থেকে বেশিবার পঠিত পোস্টের তালিকা
® তনু হত্যাকান্ড পঠিত ৩৪৫৬ বার
® ক্রেডিট কার্ড .. পঠিত ৩০৫৯ বার
® শিশুদের মেধা ও সৃজনশীলতাকে..... পঠিত ২৬০১ বার
® লেংটার মেলা ... পঠিত ১৮৭৯ বার
® সামু ব্লগবাস্টারস পঠিত ১৬৫৩ বার
® কেন এই বিভ্রান্তি পঠিত ১৬৩১ বার
® ব্লগার জনম দাসীর ... পঠিত ১৫৮৯ বার
® মেঘনা নদীতে .... পঠিত ১৪৮০ বার
® জেল পালানো ...মুভি... পঠিত ১৪৬২ বার
® কম খরচে.... ভারত পঠিত ১৪৪৫ বার
® নিউজিল্যান্ডে এক বছর.... পঠিত ১৪৩৪ বার
® পর্নো সাইট গুলা... পঠিত ১৪২৬ বার
® হঠাৎ দুর্ঘটনা পঠিত ১৩৬৬ বার
® যৌনতা ও জীবন ... পঠিত ১৩৫৫ বার
® তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও পঠিত ১৩৩৩ বার
® কম খরচে ভারত .. পঠিত ১৩৩২বার
® সাড়ে চৌদ্দ শ বছর আগে.... পঠিত ১৩০৬ বার
সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্টের তালিকা
® ডয়েচে ভেলে ‘দ্য বব্স’ ... মন্তব্যের সংখ্যা ১৮৬ টি
® ...ব্যক্তিগত ব্লগসাইট মন্তব্যের সংখ্যা ১৮৬ টি
® থাক পুরাতন স্মৃতি... মন্তব্যের সংখ্যা ১৭১ টি
® কবিতা: বোধ মন্তব্যের সংখ্যা ১৪৭ টি
® আনন্দ ভ্রমণ... মন্তব্যের সংখ্যা ১৪১ টি
® ১লা বৈশাখ...লুলিতিহাস মন্তব্যের সংখ্যা ১৪০ টি
® একাকীত্ব মন্তব্যের সংখ্যা ১২৮ টি
® আমি নেই মন্তব্যের সংখ্যা ১২৮ টি
® আমি মেলা থেকে.... মন্তবয়ের সংখ্যা ১২৫ টি
® দ্বিতীয় মৃত্যুঃ শেষ.... মন্তব্যের সংখ্যা ১২৪ টি
® সামু ব্লগবাস্টারস মন্তব্যের সংখ্যা ১২২ টি
® বিচ্ছেদের স্মৃতি.... মন্তব্যের সংখ্যা ১২০ টি
® একদিন আমি আরণ্যক... মন্তব্যের সংখ্যা ১২০ টি
® শিহাব এর পকেট মন্তব্যের সংখ্যা ১১৮ টি
® সামুতে ইদানিং ব্লগিং... মন্তব্যের সংখ্যা ১১৮ টি
® দিন শেষের কাব্য মন্তব্যের সংখ্যা ১১৪ টি
® নীল সায়রের অতল ... মন্তব্যের সংখ্যা ১১০ টি
® চারশ’তম পার.. মন্তব্যের সংখ্যা ১১০ টি
® জেল পালানো ...মুভি... মন্তব্যের সংখ্যা ১০৯ টি
® কাব্যিক ভ্রমণ, মার্চ ২০১৬ মন্তব্যের সংখ্যা ১০৬ টি
® উজান স্রোতের অভিমান... মন্তব্যের সংখ্যা ১০৬ টি
® লেংটার মেলা ... মন্তব্যের সংখ্যা ১০৫ টি আগে
সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্টের তালিকা
® কবিতা: বোধ প্লাসের সংখ্যা ৩৩ টি
® নীল সায়রের অতল ... প্লাসের সংখ্যা ৩২ টি
® শিহাব এর পকেট প্লাসের সংখ্যা ৩০ টি
® জেল পালানো ...মুভি... প্লাসের সংখ্যা ২৮ টি
® কাব্যিক ভ্রমণ, মার্চ ২০১৬ প্লাসের সংখ্যা ২৮ টি
® সামু ব্লগবাস্টারস প্লাসের সংখ্যা ২৭টি
® আমি মেলা থেকে.... প্লাসের সংখ্যা ২৭টি
® অনুকাব্যে সময়ের সুরতহাল প্লাসের সংখ্যা ২৭টি
® দিন শেষের কাব্য প্লাসের সংখ্যা ২৬ টি
® আনন্দ ভ্রমণ... প্লাসের সংখ্যা ২৫ টি
® বিচ্ছেদের স্মৃতি.... প্লাসের সংখ্যা ২৪ টি
® আমি নেই প্লাসের সংখ্যা ২৪ টি
® ...ব্যক্তিগত ব্লগসাইট প্লাসের সংখ্যা ২৪ টি
® একদিন আমি আরণ্যক... প্লাসের সংখ্যা ২২ টি
® শিশুদের মেধা ও সৃজনশীলতাকে..... প্লাসের সংখ্যা ২২ টি
® সাড়ে চৌদ্দ শ বছর আগে.... প্লাসের সংখ্যা ২২ টি
® সুরক্ষা প্রাচীর প্লাসের সংখ্যা ২১ টি
® উজান স্রোতের অভিমান... প্লাসের সংখ্যা ২১ টি
® মনোলগের সারকাজম প্লাসের সংখ্যা ২১ টি
® সামুতে ইদানিং ব্লগিং... প্লাসের সংখ্যা ২১ টি
যদি কোন পোস্ট আমার চোখ এড়িয়ে যায় তাহলে এখানে লিংক দিয়ে যাওয়ার অনুরোধ রইলো ! ধন্যবাদ !
গত মাসের হিট পোস্ট
সামু হিট সমাচারঃ মার্চ ২০১৬ পরিসংখ্যান
০৬ ই মে, ২০১৬ রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন: আমিও এটা সবসময়ই বলি । সব থেকে লাইক প্রাপ্ত পোস্ট গুলোই আসলে সব থেকে ভাল মানের পোস্ট । সামনে আপনার আরও পোস্ট আসবে এই আশা করি !
ধন্যবাদ
২| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: এখন নূতনদের স্বগতম (যদিও আমিও তাদেরই দলে) জানালেও দেখি তারা এমন সব লেখা দেন, যেন একলেখাতেই সব হয়ে যাবে।। আর মন্তব্যতো বলাই বাহুল্য।। সময় কাটাতে এবং সাথে নিজের কিছু কথা জানাতে আসা বলেই, আছি এখনো।।
০৬ ই মে, ২০১৬ রাত ১:৪৯
অপু তানভীর বলেছেন: আমারও ঠিক একই উদ্দেশ্যে এখানে আসা । আর কোন কারন নেই ! তবে পুরাতন দের পোস্ট কমে গেছে অনেক অনেক । এটা অবশ্যই একটা ভাল দিক নয় !
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৫৭
রিপি বলেছেন: কিন্তু তিনচার হাজার হিট ক্রশ করে গেছে । কিভাবে আসলে হিট হয়েছে বুঝতে খুব একটা কষ্ট হয় ন।
এতো হিট কিভাবে হয়েছে!!!!! বুজলাম না।
আর পুরাতন গুনি ব্লগার ব্লগিং ছেড়ে দিচ্ছেন এটা খুবই দুঃখজনক ব্যাপার। এটা হয়তো নতুন দের জন্যেও ভালো না। আশা করছি উনারা আবার নিয়মিত হবেন।
০৬ ই মে, ২০১৬ রাত ২:০১
অপু তানভীর বলেছেন: অনেক উপায়েই হোট বাড়ানো যায় । এই নিয়ে আমার একটা পোস্টও আছে যে কিভাবে হিট ব্লগার হভেন । যদিও বেশ আগের পোস্ট একটু খুজলেই পেয়ে যাবেন
আর পুরাতন ব্লগারেরা চলে যাচ্ছেন কিংবা আসছেন না, এটা আসলেই কোন ভাল সংবাদ নয় !
৪| ০৬ ই মে, ২০১৬ রাত ২:১১
রিপি বলেছেন: হুম পড়তে হবে আপনার সেই পোস্ট। দেখি পোস্টটা পড়ে হিট বাড়ানোর কিছু তরিকা যদি শেখা যায়।
আর আপনার পোস্টও কিন্তু কম হিট হয়না। বুঝতেই পারছি নিজের এক্সপেরিয়ান্স থেকেই সেই পোস্ট লিখেছেন। মানুষের মাথায় যে কতরকম বুদ্ধি থাকে রে ভাই। আল্লাহ মালুম।
০৬ ই মে, ২০১৬ রাত ২:১৪
অপু তানভীর বলেছেন: নাহ ! আমার পোস্ট আর হিট হয় কই ?
দেখেন না নিজের একটা মাত্র পোস্ট হিট লিস্টে জায়গা পেয়েছে
৫| ০৬ ই মে, ২০১৬ রাত ২:৩১
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: আমার গুলো কবে দেখাবে হমে??????সেই অপেক্ষায় আছি.।।।সবাইকে আমার পস্ট গুলো দেখার জন্য নিমন্ত্রণ দিয়ে গেলাম
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২
অপু তানভীর বলেছেন: ভাল ভাল লেখা শুরু করেন । দেখন এক সময় ঠিক ঠিক হয়ে যাবে !
৬| ০৬ ই মে, ২০১৬ ভোর ৪:১১
হাসান মাহবুব বলেছেন: আছি
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩
অপু তানভীর বলেছেন:
৭| ০৬ ই মে, ২০১৬ ভোর ৬:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো কাজ।
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৮| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯
সুমন কর বলেছেন: চলুক......
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫
অপু তানভীর বলেছেন: দেখা যাক কতদিন চলে !
৯| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১২
জনৈক অচম ভুত বলেছেন: পুরাতন ব্লগাররা এভাবে ব্লগিং ছেড়ে দিলে ব্লগের মান নিম্নমুখী হতে বাধ্য।
আহহারে, লোকটা সারা মাস ধরে কত কষ্ট করে পোস্টগুলারে হিট বানাইল, আর আপনি তাকে এইভাবে নিরাশ করলেন!
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭
অপু তানভীর বলেছেন: কি আর করা বলেন । নিরাশার কাজ করলে কিভাবে আশান্বিত করিবো
১০| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: পুরানোরা যায় না । নিউ নিউ লুকে ফিরে আসে শুধু!
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭
অপু তানভীর বলেছেন: কই আর আসে । খুবই অল্প হয়তো তাও আবার খারাপ উদ্দেশ্য নিয়ে
১১| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
আপনার আশঙ্কা - পুরাতন ব্লগাররা ব্লগিং ছেড়ে দিচ্ছেন ।
সহ-ব্লগার "শায়মা" র কথায় আশ্বস্ত - পুরানোরা যায় না । নিউ নিউ লুকে ফিরে আসে শুধু!
শুভেচ্ছান্তে ।
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১২| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৮
পুলহ বলেছেন: আপনাদের মতন এমন আন্তরিক আর ওয়েল উইশার থাকার পরও যদি ব্লগের পার্ফর্মেন্স নিম্নমুখী হয়, তাহলে নিশ্চিতভাবেই সেটা দুঃখের কথা।
নতুন-পুরানো সবাই মিলেই ব্লগ জগতটাকে মাতিয়ে চলুক- এই শুভকামনা!
পোস্টে প্লাস
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৩| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৪
জুন বলেছেন: পুনরায় ধৈর্যের প্রশংসা করিয়া গেলাম
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৮
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ
১৪| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন: খারাপগুলা যত রুপেই ফিরুক মুখোশ খুজে গজদন্ত বেরিয়ে যায়!!!!!!
০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
অপু তানভীর বলেছেন: তা তো যায়ই
১৫| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর পোষ্ট অপু ভ্রাতা। অনেক অনেক শুভকামনা।
০৬ ই মে, ২০১৬ রাত ৯:০৩
অপু তানভীর বলেছেন: কি ব্যাপার তোমাকে ব্লগে ভালই দেখা যাইতেছে ।
ব্যস্ততা নাই নাকি ? নাকি কেইস অন্য কিছু
১৬| ০৬ ই মে, ২০১৬ রাত ৮:৪৮
সোহানী বলেছেন: পুরানরা অনেক বিজি হয়ে যায় দিন দিন..... একদিন আপনি ও তাই হবেন তখন আর এ হিট পোষ্ট দিবে অপুর ভাই তপু ...... এভাবেই চলবে....
০৬ ই মে, ২০১৬ রাত ৯:০৪
অপু তানভীর বলেছেন: তা- ই হয়তো হবে একদিন !
১৭| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: অনেক কষ্ট সাধ্য পোষ্ট। ধৈর্যধরে এমন কাজ করার জন্য অনেক ধন্যবাদ।
০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৮| ০৭ ই মে, ২০১৬ রাত ১:০৫
অন্তু নীল বলেছেন: প্রথমেই ধন্যবাদ এরকম কষ্টের একটা কাজের জন্য।
''
''''
আপনাদের মত সিনিয়র ব্লগারদের নিকট আমার প্রার্থনা।
মাসের কপি পেস্ট পোস্ট গুলোর একটা তালিকা মাসের শেষে প্রকাশ করে সেগুলোকে সবথেকে "ফাউল" পোস্টের তকমা দেওয়া হোক। আমরাও জানতে পারি আর কপি পেস্টাররাও সচতন হয়।
আমি নিজেই গত মাসে দুটো পোস্ট হুবোহু নকল ধরেছি। তাতে কোনো রেফারেন্সের টিকিটিও ছিলনা।
ধন্যবাদ আবারো।
০৭ ই মে, ২০১৬ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৯| ০৭ ই মে, ২০১৬ রাত ১:১১
রাফা বলেছেন: না গিয়ে উপায় আছে..।এখন আর পোষ্ট নিয়ে আলোচনা /সমালোচনা হয়না।সব কিছুই পোষ্টের বাইরের কথা।
০৭ ই মে, ২০১৬ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন: সত্য !
২০| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:৪১
ঈশান আহম্মেদ বলেছেন: ভালো লাগলো......
০৭ ই মে, ২০১৬ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২১| ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পুরনো ব্লগারদের ব্লগ ছেড়ে চলে যাওয়া চিন্তার কথা।
ব্লগ কর্তৃপক্ষ আশা করি বিশেষ পদক্ষেপ নিবেন।
সবশেষে আপনাকে ধন্যবাদ কষ্টসাধ্য কাজটি চালিয়ে যাবার জন্য।
০৭ ই মে, ২০১৬ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২২| ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ব্যস্ততা নাই তাই একটু ঘুরে যায়। আবার হারিয়ে যেতেও দেরি নেই।
০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫
অপু তানভীর বলেছেন: নাকি কাহিনী অন্য কোথাও
২৩| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষায় থেকে থেকেই মিস হয়ে গেছে
ব্যাস্ততার ছাপ পোষ্টেও কি দেখা যায়
এত কষ্ট করে নিয়মিত যে উৎসাহ দিয়ে যাচ্ছেন আবার তাতে বিরহের আভাসও দিলেন। হাজার ব্যস্ততার পরও আমরা কিন্তু আশায়ই থাকবো।
+++++++++
০৯ ই মে, ২০১৬ রাত ১১:৫১
অপু তানভীর বলেছেন: ইদানিং টেকাটুকা আয়ের দিকে ঝোক বেশি তাই যে কাজে টেকা নাই সেই কাজে আগ্রহ কম
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৪৪
রিপি বলেছেন:
পোস্ট দেখে খুশী হলাম। .. আমার দুটা পোস্ট জায়গা পেয়েছে লিস্ট এ। তবে আমার মনে হয়েছে বেশী লাইক প্রাপ্ত পোস্টের মান গুলো আসলেই ভালো। সর্বাধিক পঠিত পোস্ট গুলোও ভালো। এত কষ্ট করে এই পোস্ট এর জন্য তানভীর ভাই কে অনেক শুভেচ্ছা।