নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ তখন আর এখন

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৮

মানুষ মাত্রই পরিবর্তনশীল । কেবল মানুষই না এই দেশ সমাজ রীতিনীতি আকার ঐতিহ্য সবই পরিবর্তনশীল । আমরা আগে কেমন করে দিন পার করতাম আর এখন সেই বয়সী বাচ্চারা কেমন করে দিন পার করে । দুইটার ভেতরে পার্থক্য আছে তার মানে এই নয় যে এইটা হয়তো খারাপ আমাদের টা ভাল ছিল । আসলে সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয় আর পরিবর্তনকে মেনে নিয়েই এগিয়ে যাওয়া হচ্ছে মানব সভ্যতার মুল মন্ত্র । তবুও কিছু কিছু পরিবর্তন কেমন জানি চোখে লেগে থাকে । মেনে নিতে কষ্ট হয় । তেমনই কিছু পরিবর্তনের ছবি নিয়ে আজকের পোস্ট !

আগে রেজাল্ট খারাপ হলে বাবা মায়েরা ছেলে মেয়েদের দোষ মনে করতো আর এখন মনে করে শিক্ষকদের দোষ


ব্যবহার কারীর আকার ছিল ছোট আর কম্পিউটারের আকার ছিল বড় এখন হয়ে গেছে উল্টো


আগে ব্যায়াম কিংবা জগিং করার আগে পরে কি করতো আর এখন কি করে


সময় কাটতো যেভাবে আর এখন কারে যেভাবে


গেট টুগেদার আগে আর পরে


তখন আর এখন টয়-কার থেকে ট্যাবলেট


তখন শেয়ারিং মানে যা ছিল আর এখন আমরা যা বুঝি


ছুটির দিন গুলো কাটতো তখন আর এখন


টিভির আকার তখন আর এখন সেই সাথে টিভি যে দেখছে তারও আকারের পরিবর্তন


তখন যে সেলফোন ব্যবহার হত আর এখন যে ফোন ব্যবহার হয়


আগে মুভিতে স্পেশাল ইফেক্ট তৈরি হত যেভাবে আর এখন হয় যেভাবে


ভিডিও গেইম তখন আর এখন


বেচারা বিলাই


মোবাইল ফোন


টিঠি পত্র আর ইমেইল ।


আমার বয়স টা এরকম যে আমি এই দুই পরিবর্তনের সব টুকুই যেন দেখতে পাচ্ছি নিজের চোখে । কিন্তু এখনকার ছেলে মেয়েরা অনেক কিছু জানেই না । আমার ক্লাস ফাইভে পড়া ছাত্রীকে সেদিন বললাম যে আমাদের একটা টিভি ছিল যেটার কোন রিমোট ছিল না । রিমোট কন্ট্রোলার ছাড়া যে টিভি হতে পারে এই তথ্যটা সে বিশ্বাসই করতে পারে নি । এরকম আরও কত কিছু হয়তো এখনকার ছেলে মেয়েরা জানতেই পারবে না ।


সকল ছবি ফেসবুক থেকে সংগ্রহকৃত

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৬

হাসান মাহবুব বলেছেন: +++

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩১

অপু তানভীর বলেছেন: :):):):)

২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৮

রোষানল বলেছেন: বেচারা বিলাই B-)) :D =p~

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩১

অপু তানভীর বলেছেন: :D B-))

৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৯

সাহসী সন্তান বলেছেন: পোস্টের ছবি গুলা ব্যাক ডেটেড! প্রায় চার পাঁচ বছর আগের! সুতরাং পোস্টে কইস্যা মাইনাচ (আসলে কিন্তু পিলাচ খিলাইচি)! ;)

আজ থেকে চার-পাঁচ বছর আগে প্রেমিকার লগে ডেটিং কইরা ফেবুতে পোস্টাইয়া কইতো- 'হুরুরে, একটা আইক্কালা বাঁশ দিলাম।' অবশ্য দেওয়ার থেকে খায়ই বেশি (ডেটিং খরচ), কিন্তু পোলারা একটু চাপা স্বভাবের হয় বিধায় ঐটাই কইতো! :P

আর এখন ডেটিং কইরা ভিডিও আপলোডায়! ঊহুরে কত্ত মজা! ব্যাপার না, সবই যুগের সহিত বহমান! ;)

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩২

অপু তানভীর বলেছেন: এটাও অবশ্য এড হওয়ার মত ব্যাপার । দেখা যাক এমুন কুনো ফটু পাওয়া যাায় নাকি । গেলেই এড করিয়া দিব :D

৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: হা হা হা

ভাইয়ু!!!!!!!!!!!!

মোবাইল ফোন, বিলাই আর টিভি দেখে আমি হাসতে হাসতে শেষ!!!!!!!!!!

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৪

অপু তানভীর বলেছেন: হাসি আসলেও এইটা হচ্ছে বাস্তব সত্য ।

৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~
পিলাস ও ----

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৪

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :)

৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৩৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: দেখলাম, পড়লাম, মজা পেলাম, ভুলেও যাবো একটু পর। ২ মিনিট ভালো টাইমপাসের ব্যবস্থা করবার জন্য ধন্যবাদ। :)

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: আপোনাকেও ধন্যবাদ :)

৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৪০

স্বরব্যঞ্জ বলেছেন: ''বেচারা বিলাই'' টা মজা পাইলাম :D

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৬

অপু তানভীর বলেছেন: :D :D

৮| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: !:#P হুম !

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: :D :D

৯| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: তুলনা আসলেই সত্যি।। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছি আমরাও।। আগে গোল হয়ে নয় ভাই-বোন একসাথে খেতে বসতাম।। এখন সন্তানের সাথেও ডাইনিং টেবিলে স্থান হয় না!!
তবে হাতলাটিমের ( আসল নামটা ভুলে গেছি বলে, নিজেই নাম দিয়ে দিলাম) একটু নষ্টাোজিক করে ফেললো।।

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: এটাই সত্য :)

১০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: পরিবর্তন একঘ্যায়ামি কাটায় । মানুষের পরিবর্তন কমার্শিয়াল

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৮

অপু তানভীর বলেছেন: হয়তো কিছু পরিবর্তন না হওয়াই ভাল ।

১১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।+++

আগে মানুষের জীবনে বৈচিত্র ছিল আর এখন সব কিছু একঘেয়ে.....। সেটাই আপনার পোস্ট বলে দিচ্ছে :)

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৯

অপু তানভীর বলেছেন: আমাদের কাছে হয়তো কিন্তু এখনকার ছেলে মেয়েরা হয়তো এটাই ভালবাসে !

১২| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

বিজন রয় বলেছেন: দারুন।
++++

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৯

অপু তানভীর বলেছেন: :D :D

১৩| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার।

০৫ ই জুন, ২০১৬ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: :D :D

১৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আগে কি সুন্দর দিন কাটাইতাম...

সকলেই তার অতীতকে নিয়ে এমনই গায় ;)


০৫ ই জুন, ২০১৬ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: আমরা আসলেই দুই যুগই উপভোগ করছি তার পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারি

১৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:২১

রক্তিম দিগন্ত বলেছেন: বর্তমান যুগ আরামপ্রিয় বিলাইদের জন্য খুব বেদনাদায়ক। বিলাই সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা। :( আহারে! :(

কইস্যা পিলাস !!! +++

০৫ ই জুন, ২০১৬ রাত ১:১১

অপু তানভীর বলেছেন: হুম

১৬| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪০

সোহানী বলেছেন: হাহাহাহাহা........... ১০০% সঠিক..... তাই +++++++++ যদিও ব্যাকডেটে......

০৬ ই জুন, ২০১৬ রাত ২:০২

অপু তানভীর বলেছেন: :D

১৭| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

উল্টা দূরবীন বলেছেন: চরম বাস্তবতা।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০২

অপু তানভীর বলেছেন: হুম

১৮| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:০২

মেহেদী হাসান সাব্বির বলেছেন: বেচারা বিলাই এর কথা ভেবে চিন্তা করছি ১৯৮৩ সালের টেলিভিশন কিনব ।
:D :D :D :D :D :D

২৬ শে জুন, ২০১৬ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৯| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১০:১৩

মাদিহা মৌ বলেছেন: অনেক কিছু মিসিং কিন্তু

১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৪

অপু তানভীর বলেছেন: অনেক কিছু ...

২০| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪১

তামান্না তাবাসসুম বলেছেন: সেদিন স্টুডেন্ট পড়াতে গিয়ে নিজেকে ব্যকডেটেড মনে হচ্ছিল।

আমাদের সময় আসতো "রাইট আ লেটার টু .... " আর এখন আসে "রাইট এন ইমেইল টু.... "
আমরা কত্ত কষ্ট করে চিঠির নিয়িমকানুন শিখছিলাম। এখনকার পোলাপান তো চিনবেই না চিঠি কি জিনিস :(

১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৫

অপু তানভীর বলেছেন: একই অভিজ্ঞতা আমারও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.