নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবছরের মাঝামাঝি সময়ে আমার মাননীয় অর্থ মন্ত্রী সাহেব আগামী অর্থ বছরের বাজের পেশ করে থাকে । সেই একই ভাবে একই ঢং এ । এবং আমরা জানি তিনি কোন ভঙ্গিতে এই বাজেটের কথা গুলো বলবেন । এবং এও জানি যে দেশের ঐ একজন ব্যক্তি (অর্থমন্ত্রী) ছাড়া আর কেউ বাজেট পেশ করে না । এখন যদি এই নিয়ম টা না থাকে । অন্য কেউ যদি এই বাজেট পেশ করে তাহলে কেমন হবে ?ইয়ার্কি সাইটে পড়লাম যদি হানিফ সংকেত, জাফরউল্লাহ সারাফত, রবীন্দনাথ কিংবা মাঝহারুল ইসলাম যদি বাজের পেশ করতো তাহলে কেমন করে পড়তো ঠিক তেমনি মনে হল আমাদের সামু ব্লগের কেউ কেউ যদি বাজের বক্তব্য দেয় তাহলে কিভাবে দিবে । সবারটা বের করা সম্ভব না কারন খুব কম মানুষই আসে যাদের লেখার ধরন টা অন্য সবার থেকে আলাদা । সেই অল্প কয়েকজনের বক্তব্য নিয়েই এবারের ব্লগ বাজেট বক্তব্য । আসুন দেখে নেওয়া যাক কোন ব্লগার কিভাবে বাজেট বক্তব্য দিবে ..।
নোটিশবোর্ড
প্রিয় দেশবাসী শুভেচ্ছা নিন । আপনাদের নিশ্চয় মনে আছে গত বছরের ঠিক একই দিনে আমরা চলছি বছরের বাজেট ঘোষনা করেছিলাম বিপুল উৎসাহ উদ্দিপনা এবং ভাব গাম্ভর্য্যের মধ্য দিয়ে । এবার আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে এবারও ঠিক ততোধিক উৎসাহ উদ্দিপনার ভেতর দিয়েই আজকে আমরা জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছি । পাশাপাশি এই বছর আমরা বাজেট উপস্থাপন করার সাথে সাথে সকল ব্লগারদের কে সেই বাজেট সম্পর্কে মুক্ত আলোচনার জন্য আহবান জানাচ্ছি ! আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এই আয়োজনকে বর্ণিল করবে বলেই আমরা মনে করি । যারা এই আলোচনায় অংশগ্রহন করবেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
শায়মা
ভাইয়াআআআআআআ আর আপু মনিরাআআআআআআ
তোমরা সবাই কেমন আছো ? তোমার নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে বসে আছো আজকে আমাদের বাজেটে কি হবে না হবে । আসলে আমি নিজেও তোমাদের মতই চিন্তিত ছিলাম । ঠিক ঠাক মত রাতে ঘুমাতেও পারি নি । সকালে আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে নিজেই চমকে উঠেছি । চোখের নিচে কালি পরে গেছে চিন্তায় । বাসা থেকে এখানে আসা পর্যন্তও চিন্তা কিছুতেই দুর হচ্ছিলো না । শেষ যখন বাজেটের সমস্ত তথ্য হাতের কাছে তখন একটু শান্তি শান্তি লাগছে । তাহলে ভাইয়া আর আপু মনিরা আর তোমাদের অপেক্ষা করিয়ে রাখবো না এখনই শুরু হয়ে যাবে আমাদের এই বছরের বাজেট অনুষ্ঠান ....
হাসান মাহবুব
লাজনম্র বালক আর বালিকা গন এই সান্ধ্য শান্ত নভেম্বরীয় সংশয়ী আবহাওয়ায় তোমাদের কাছে নিয়ে এসেছি এই অত্র বছরের সমস্ত তাকা পয়সার হিসাব । কি খরচ করেছি আর সামনের বছর কিই বা খচর করার পরিকল্পনার মেতেছে পুরো দেশবাসী । চুপিসারে দেওয়া কোন বক্তব্য নয় আজকে সবার সামনে উন্মুক্ত আওয়াজে ঘোষনা করতে চাই আমাদের সামনের অর্থ বছরের বাজেট খানা । যদি শীত লাগে তাহলে ওয়ার্ডরোব থেকে কাঁথাটা বের করে জড়িয়ে নিয়ে বস অথবা যদি গরমে সেদ্ধ হও তাহলে বস ফুল স্পীডে দেওয়া ফ্যানের নিচে । তবুও বস, শুনতে হবে যে আজকেই সমস্ত অনুষ্ঠান নয়তো আজন্ম পাপ রয়ে যাবে তোমার .......
বিদ্রোহী ভৃগু
রাত নামে
প্রতিদিন । ফিরে ফিরে আসে বাজেট আমাদের মাঝে
অথচ আমরা বাঁধা পড়ে যেতে চাই নি এই টাকা পয়সার মায়া জালে ।
আমরা হারিয়ে যেতে চেয়েছিলাম দুর জোকান ভরা মায়াবী ধান ক্ষেতের আলোতে
অথচ ঠিকই ফিরে আসতে হয়েছে
এই সন্ধ্যা বেলা, কৃত্রিম আলোর সাজে এক গুচ্ছো দেনা পাওয়ার কাগুজে হিসাবে !
সবার সামনে দৃ ঢ় কন্ঠে বলতে হচ্ছে কোন জিনিসের দাম বেশ হবে আগামীতে আর
কোনটা কিনতে লাগবে আরও স্বল্প অর্থ ....
কি করি আজ ভেবে না পাই
নতুন বাজেট নিয়ে
চলেই এলাম আজ
তোমাদের কে জানানো
এটাই এখন কাজ
কোন জিনিসের দাম বাড়বে
আর কমবে কোনটার
সব কিছু জানতে পারবে
কি দরকার আর
সন্ধ্যা বেলা মুড়ি পেয়াজ নিয়ে
এখনই বসে যাও
যারা যারা এই বেহুদা
পেচাল শুনতে চাও
মুড়ি খাও আর শুনতে থাকো
বাজেটে কি কয়
জেনে রেখো তবে সময়টা
কিন্তু কেবলই অপচয়
শান্তির দেবদূত
কোথা থেকে এবার বাজেট পেশ করা যেটা কেউ জানে না । দেশের কোন এক স্থান থেকে আজকের জাতীয় বাজেট পেশ করা হবে । নিচ্ছিদ্র নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা গ্রহন করা হয়েছে । যে ঘর থেকে ব্লগার শান্তির দেবদূত বাজেট পড়ে শুনাবেন সেই ঘরটি পুরো টাইটেনিয়ামের পাত দিয়ে তৈরি । এমন ভাবে পুরু যে শক্তিশালী লেজার গান দিয়ে গুলি করেও সেটাকে নষ্ট করা যাবে না । তাই কেউ যদি টিভি সিগনাল ট্রাক করে নির্দিষ্ট স্থান বেরও করে ফেলে তবুও তার পক্ষে বাজেট অনুষ্ঠানের কোন প্রকার ব্যাঘাট ঘটানো সম্ভব হবে না । তার উপর যে কথাটা কেউ জানে না সেটা হচ্ছে টিভিতে সরাসরি সে ঘরটাকে দেখানো হবে সেখানে আসলে দেবদূত সাহেব নিজে উপস্থিত থাকবেন না । সেখানে তার একটি ত্রিমাত্রিক চিত্র প্রদর্শন করা হবে । উনি নিজে অন্য কোথা থেকে আরও নিরাপদ কোন স্থান থেকে বাজেট পড়বেন !
কাটায় কাটায় সন্ধ্যা সাত টা দশ মিনিটে সবার টিভি স্ক্রিনে হাজির হয়ে গেলেন ব্লগার শান্তির দেবদূত তারপর হাতের থ্রি ডি ল্যাপটপ দিয়ে সামনে মেলে ধরে বললেন
সবাইকে শুভ সন্ধ্যা .....
নিতান্তই ফান পোস্ট
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২১
অপু তানভীর বলেছেন:
হাহাহাহা !!
২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭
হাসান মাহবুব বলেছেন: এ্যাঁ! আমি এবা লেখি নাকি?
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২২
অপু তানভীর বলেছেন: অর্ধেক শব্দই কিন্তু আপনার পোস্ট থেকে নেওয়া
৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কাব্যে বাজেট আইডিয়া খারাপ না
কিন্তু আমি অবাক হয়ে ভাবি একই অংগে এতরুপ লয়ে আমাগো অপু ভাইসাবের কি হাল
আরেকটু পিছে গেলে এইটা পাইতেন...
স্বপ্নে স্বপ্নের স্বপ্ন..
---
সূখের স্বপ্নগুলো জিরো ইন্টারেস্টে পেত লোন
প্রেমের স্বপ্নগুলো পুরণে রিজার্ভ ফান্ড পুরোটই হতো উন্মুক্ত ----
ব্লগারদের আয় হতো দায়মুক্ত
সরকারের সমালোচনায় প্রতি পোষ্টে থাকত প্রণোদনা
(একটু পার্সিয়ালিটিতো থাকতেই পারে )
+++++++++++++++
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন: একবার চেষ্টা চালানো যেতে পারে কাব্যিক বাজেট পেশের । দেখা যাক কেমন হয়
৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৩
রিকি বলেছেন: অপু ভাই বাজেট কেমনভাবে পেশ করতেন??
ভাই আর ভাইয়ের বোনেরা... ভালু আছেন কিনা বলেন। টেকাটুকা নিয়া আমার কথা বলতে ইচ্ছা করেনা, কিন্তু যেহেতু বাজেট পেশের দায়িত্ব আমার উপ্রে পড়সে সেহেতু কিছু একটা তো বলাই লাগবে.. এবারের বাজেটে পুলাপানের উন্নতির জন্য আমি বিপুল চেষ্টা করেছি, আর তাই মোবাইলের বিল বাড়াইয়া ২১% ভ্যাটভুট দিসি (আমি ভাইবার ইউজ করি, সো আমার কুনু চিন্তা নাইক্কা)!! বাদ বাকি বাজেট আগামীকাল...আপাতত টা ঠা!
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক ঠিক !
আমার টাও এড করে দিবো নাকি ভাবছি
৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, মগা পাইলুম।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন:
৬| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: নিতান্তই ফান পোস্ট.........মজা পাইলাম।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: নিতান্তই ফান পোস্ট
৭| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হা হা হা ।
বাজেট ঘোষণা,
মস্তিস্কে আসেনা।
ছিল বাসন্
শুনিব একখানা।
অপু ভাইয়ের ব্লগখানা,
হাকিল ছয়খানা।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন:
৮| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
পুলহ বলেছেন: খুবই মজা পাইলাম, হাসান ভাইয়ের টা জোস ছিলো।
রিকি আপুর কমেন্টটাও সুন্দর হা হা।
প্লাস
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৯| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন:
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৮
অপু তানভীর বলেছেন:
১০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
প্রামানিক বলেছেন: মজার পোষ্ট।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৮
অপু তানভীর বলেছেন:
১১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২১
বিজন রয় বলেছেন: মজা পেলাম।
++++
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৯
অপু তানভীর বলেছেন:
১২| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: আচ্ছা এমন হলে কেমন হয় সামুর বাজেট মন্ত্রী সবচেয়ে বেশী বরাদ্ধ করলেন সামুর উন্নতি প্রকল্পে।। সমস্ত কারিগরী সমস্যা আর বর্তমানের ফ্লাডিং সহ পুরো চেহারাটাই পার্লারে যেয়ে বদলানোর জন্য।।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১
অপু তানভীর বলেছেন: নাহ এমন টা হওয়ার সম্ভাবনা কম । এমনটা হবে না বললেই চলে !
১৩| ০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:৪০
দিনাজপুরিয়া বলেছেন: ভালো লেগেছে +++
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৪| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:০২
রিকি বলেছেন: লেখক বলেছেন: ঠিক ঠিক ঠিক !
আমার টাও এড করে দিবো নাকি ভাবছি
হ্যাঁ হ্যাঁ চাইলে করতে পারেন।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৩
অপু তানভীর বলেছেন: ভাবছি ....
১৫| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫২
জেন রসি বলেছেন: অপু ভাই বাজেট পেশ করলে সেইটা হইত এ দেশের প্রথম রোমান্টিক বাজেট!
এই দেশের অর্থমন্ত্রীগুলো বড়ই বেরসিক টাইপ!
০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
অপু তানভীর বলেছেন: পেশ করতে পারিলে বড়ই ভালু হইতো
১৬| ১০ ই জুন, ২০১৬ ভোর ৬:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি আজব!পোষ্টখানি
পড়েনিকো নজরে!!
দেখে গেনু আঁতকে
রোজার এই ফজরে।
টেকার ভারটা বাপু
দিয়োনাকো আমারে;
এমনিতে বাজারেতে
বদনাম মোর,,,চামারে।
করবো কি বলো ভায়া
আছি কত অভাবে;
হাত টানের অভ্যােস
রয়েই গেলো স্বভাবে।
আর্ধেক পকেটে নিয়ে
দেব বাজেটের ঘোষনা;
আগেই দিনু সব কয়ে
পড়ে মোরে দোষনা।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬
অপু তানভীর বলেছেন:
১৭| ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফানপোস্ট হইলেও অসাম হইসে।
দারুন মজা পেলাম অপু ভাই।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬
অপু তানভীর বলেছেন: ফান পোস্ট তৈরিই তো মজা দেওয়ার জন্য
১৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১২
অপু দ্যা গ্রেট বলেছেন: ++++
মজার তো...
কেমন আছেন?
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
আমি বরাবরই ভালু থাকি
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: ভাইয়াআআআআআআ আর অপু উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ
আমি কিন্তু আগেই বলে রাখছি এত টাকা পয়সা হিসাব নিকাশ বাজেট মাজেট আই ডোন্টো লাইক একদম!!!!!!!!!!!!
আই লাইক টু স্পেন্ড অনলি!!!!!!!!!!
কাজেই বেশি বেশি হিসাব নিকাশ আমাকে দেখাবা নাআআআআআআআআআ!