নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অসিরিয়াস-পোস্টঃ যদি দেশের সব প্রাইভেট ব্যাংকের নাম বাংলায় হত !! :D

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:০১

মনে করেন, বাংলাদেশ ব্যাংক হঠাৎ করেই নিয়ম করে বসলো যে এদেশে কোন ব্যাংকের নাম ইংরেজি হতে পারবে না । যা হবে সব গুলোর নাম বাংলায় হতে হবে । তখন কি হবে ? নতুন করে আবার সব ব্যাংকের নাম বাংলায় ঠিক করা থেকে সবাই সব ব্যাংকের মালিকেরা মিলে ঠিক করলো যে ব্যাংকের নাম আসে সেটা কেবল বাংলা অনুবাদ করে দিবে । এতে করে কিছু কিছু ব্যাংকের কোন সমস্যা না হলেও কিছু কিছু ব্যাংক পড়ে গেল ঝামেলায় । তাদের ব্যাংকের নাম বাংলায় করলে একটু অদ্ভুদই হয়ে ওঠে । সেই নাম গুলো কেমন হত বাংলায়ঃ

১. BASIC Bank
মৌলিক ব্যাংক

২. Dutch-Bangla Bank
ওলন্দাজি বাংলা ব্যাংক

৩. Eastern Bank
পূর্বদিগ্বর্ত্তী ব্যাংক

৪. First Security Islami Bank
প্রথম নিরাপত্তা ইসলামী ব্যাংক

৫. Midland Bank
স্থলবেষ্টিত ব্যাংক

৬. Mutual Trust Bank
পারস্পরিক বিশ্বাস ব্যাংক

৭. National Bank
জাতীয় ব্যাংক

৮. National Credit & Commerce Bank
জাতীয় আমানত এবং বানিজ্য ব্যাংক

৯. One Bank
একক ব্যাংক

১০. Premier Bank
প্রধানমন্ত্রী ব্যাংক

১০. Prime Bank
প্রধান ব্যাংক

১১. South Bangla Agriculture & Commerce Bank
দক্ষিন বাংলা কৃষি এবং বানিজ্য ব্যাংক

১২. Southeast Bank
দক্ষিণ-পূর্ব ব্যাংক

১৩. Standard Bank
মানসম্মত ব্যাংক

১৪. Standard Chartered Bank
মানসম্মত সনন্দ দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক

১৫. The City Bank
শহুরে ব্যাংক

১৬. Trust Bank
বিশ্বাসী ব্যাংক

১৭. Union Bank
ঐক্য ব্যাংক

১৮. United Commercial Bank
সংযুক্ত বানিজ্য ব্যাংক

১৯. Mercantile Bank
কারবারী ব্যাংক

২০. AB Bank
অ আ ব্যাংক

২১. HSBC
হসবচ ব্যাংক


নিতান্তই টাইমপাস পোস্ট

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: মজার হয়েছে। ;)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৬

অপু তানভীর বলেছেন: :D :D

২| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

কল্লোল পথিক বলেছেন:








এমনটি হওয়াই দরকার!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: =p~ B-))

৩| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২

পুলহ বলেছেন: Standard Chartered Bank এর টা সব থেকে জোস হইছে।
+

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: =p~

৪| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২২

প্রবাসী পাঠক বলেছেন: =p~

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: =p~

৫| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইচএসবিসি এর বাংলা কি হৈবে?
হসবচ ব্যাংক??

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: এই রকমই কিছু হওয়া উচিৎ :D

৬| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

আলম দীপ্র বলেছেন: হাহাহা! সেইরাম!

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: =p~

৭| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়

আমাদের প্রেমের গল্পকার ব্যাংকে কি করে;) ???

গল্পের ক্রেডিট কার্ড নিতে আসছৈ নাকি;) =p~ =p~ =p~ =p~

মজারু :)

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: সম্প্রতি ব্যাংকে চাকরী পাইছিলাম তো তাই কদিন থেকে ব্যাংক নিয়ে গবেষণা করতেছিলাম !

৮| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন:
৫. ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৪ ১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইচএসবিসি এর বাংলা কি হৈবে?
হসবচ ব্যাংক??

হা হা এ বি ব্যাংক অ আ ব্যাংক :P

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক । এবি ব্যাংক হবে অ আ ব্যাংক ! এখনই এড করে দিতেছি !

৯| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: :P

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

অপু তানভীর বলেছেন: :D

১০| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২

ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর! মজা পেলুম।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: :) :)

১১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: ২১. HSBC
হসবচ ব্যাংক


=p~ =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

অপু তানভীর বলেছেন: :D

১২| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২০

সচেতনহ্যাপী বলেছেন: ভেবেচিন্তে ভালই বের করেছেন।। গিট্ঠু বোধহয় লাগাবেনই।। দেখুন আমাদের নামগুলি কিন্তু বাংলাতেই সুতরাং বেচে গেছি বলা যায়।।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: আপনার কুন ব্যাংক ?

১৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫১

আলিয়া নূর বলেছেন: অনেক মজা পেলাম!

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২২

অপু তানভীর বলেছেন: :):)

১৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৫

জেন রসি বলেছেন: বিনোদন! =p~

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪

অপু তানভীর বলেছেন: =p~

১৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: বলবো কেন, হ্যাক করবেন =p~

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৬

অপু তানভীর বলেছেন: কওয়া যায় ?

১৬| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

খাঁজা বাবা বলেছেন: চমৎকার নাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.