নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগেই বলে নিই এটা একটা রিপোস্ট । ঠিক একই একই পোস্ট আগে দিয়েছিল ব্লগার আমি তুমি আমরা । তাহলে এই পোস্ট আবার দ্বিতীয়বার করে দেওয়ার মানে কি ? কোন মানে নেই । আমার মনে ইচ্ছা হল তাই আবারও এই পোস্ট দিচ্ছি । অবশ্য এই পোস্ট দেওয়ার পেছনে অন্যতম একটা কারন হল ব্লগার আমি তুমি আমরা পোস্ট দিয়ে সেই পোস্টের কথা ভুলেই গেছে । কত দিন হয়ে গেল আর কোন আপডেট নেই । সময়, স্রোত এবং হিট যেহেতু কারো জন্য অপেক্ষা করে না, তাই হিট পোস্ট নিয়মিত আপডেট করা উচিৎ । সেই আপডেট করার জন্য এই পোস্ট । অবশ্য দুষ্ট লোকে বলবে পোস্ট দাতা নিজের হিটের সংখ্যা সবাইকে জানানোর জন্যই এই পোস্ট আবার দিতেছে । অবশ্য তাদের অভিযোগ আমি অস্বীকার করবো না । আসুন কথা বার্তা আর না বাড়িয়ে সামুর ইতিহাসে দেখে নেওয়া যাক সব থেকে হিট ম্যান এবং তাদের হিটের সংখ্যা !
১. অপু তানভীর
মোট হিটের সংখ্যাঃ ১০,৩৪,২২৪
ব্লগিং করছেনঃ ৫ বছর ৩ মাস
২. ইমন জুবায়ের
মোট হিটের সংখ্যাঃ ১০,৩৩,১০৬
ব্লগিং করছেনঃ ৮ বছর ১ মাস
৩. নাফিস ইফতেখার
মোট হিটের সংখ্যাঃ ১০,১০,৪৫৭
ব্লগিং করছেনঃ ৮ বছর ৪ মাস
৪. কৌশিক
মোট হিটের সংখ্যাঃ ৯,৩৫,৪১৮
ব্লগিং করছেনঃ ১০ বছর ৫ মাস
৫. বিডি আইডল
মোট হিটের সংখ্যাঃ ৮,৮৬,৭১৫
ব্লগিং করছেনঃ ৮ বছর ৬ দিন
৬. ত্রিভুজ
মোট হিটের সংখ্যাঃ ৮,০৮,১৯১
ব্লগিং করছেনঃ ১০ বছর ৫ মাস
৭. ফিউশন ফাইভ
মোট হিটের সংখ্যাঃ ৭,৬২,৩৬২
ব্লগিং করছেনঃ ৮ বছর ২ মাস
৮. রাজামশাই
মোট হিটের সংখ্যাঃ ৭,৩৪,৭৬৩
ব্লগিং করছেনঃ ৮ বছর ৪ মাস
৯. অমি রহমান পিয়াল
মোট হিটের সংখ্যাঃ ৫,৮০,১৮৪
ব্লগিং করছেনঃ ১০ বছর ৫ মাস
১০. নোটিশবোর্ড
মোট হিটের সংখ্যাঃ ৫,৭৫,৮৭৫
ব্লগিং করছেনঃ ১০ বছর ৫ মাস
১১. রাগ ইমন
মোট হিটের সংখ্যাঃ ৫,২২,২৭৭
ব্লগিং করছেনঃ ১০ বছর ১ মাস
১২. রাগিব
মোট হিটের সংখ্যাঃ ৪,৮৬,৭৫৮
ব্লগিং করছেনঃ ৯ বছর ৯ মাস
১৩. মাহমুদুল হাসান কায়রো
মোট হিটের সংখ্যাঃ ৪,৭৮,৪০৩
ব্লগিং করছেনঃ ৬ বছর ৮ মাস
১৪. হাসান মাহবুব
মোট হিটের সংখ্যাঃ ৪,৫১,১১২
ব্লগিং করছেনঃ ৭ বছর ৭ মাস
১৫. এস্কিমো
মোট হিটের সংখ্যাঃ ৪,৩১,৭৪৩
ব্লগিং করছেনঃ ৯ বছর ৪ মাস
১৬. কালপুরুষ
মোট হিটের সংখ্যাঃ ৪,৩০,৯০২
ব্লগিং করছেনঃ ১০ বছর ৫ মাস
১৭. কুঁড়ের বাদশা
মোট হিটের সংখ্যাঃ ৪,২০,০৭৭
ব্লগিং করছেনঃ ৬ বছর ৭ মাস
১৮. মাহবুব মোর্শেদ
মোট হিটের সংখ্যাঃ ৪,১৮,৬৩৩
ব্লগিং করছেনঃ ১০ বছর ৪ মাস
১৯. জুল ভার্ন
মোট হিটের সংখ্যাঃ ৪,১৬,০৯৪
ব্লগিং করছেনঃ ৭ বছর ৩ মাস
২০. শায়মা
মোট হিটের সংখ্যাঃ ৪,০৯,৬৮০
ব্লগিং করছেনঃ ৬ বছর ৪ মাস
২১. তাজুল ইসলাম মুন্না
মোট হিটের সংখ্যাঃ ৪,০৭,৮৩০
ব্লগিং করছেনঃ ৮ বছর ১১ মাস
এখানে লক্ষ্যনীয় যে সংখ্যা চার লক্ষের বেশি হিট ওয়ালা ব্লগারদেরকেই এই লিস্টে এড করা হয়েছে, ব্লগার "আমি তুমি আমরা" অবশ্য ৩ লক্ষ হিট পর্যন্ত নিয়েছিল ।
এই পোস্টের সকল পরিশ্রম ক্রেডিট ব্লগার "আমি তুমি আমরা" এর । সকল পরিশ্রেম সেই করেছে ।
যাই হোক এবার আমি নিজের কথা বলি । আমি যখন প্রথমবার এই পোস্ট টা দেখি কেবল অবাক হয়ে ভাবছিলাম এই যে হিট ম্যান এবং এদের এতো এতো হিট লিস্টে আমি কি কোন দিন এড হতে পারবো ! আসলে তখন ব্যাপারটা আমার কাছে অনেকটা অসম্ভবই মনে হত । মনে হত নাহ, এই হিট ম্যানদের লিস্টে আমার কোন জায়গা হবে না । কিন্তু একদিন ঠিক ঠিক আবিষ্কার করে ফেললাম যে আমি ঠিক ঠিক এড হয়ে গেছি । কি মজা !
ও আরেকটা কথা আজকে আমার ব্লগের পাঁচ বছর পূর্ণ হল । এখনও মনে হয় এই যেন সেই দিন সামুতে লিখতে শুরু করেছিলাম । আর আজকে ৫ বছর পূর্ণ হল ।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন: হুম । দেখতে দেখতে ৫ বছর পূর্ণ হয়ে গেল । তোমাকে ৫ বছর ধরে চিনি ! ভাবতে পারো !
২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫
ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন আর শুভকামনা।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫
সাহসী সন্তান বলেছেন: আপনার হিসাবে সামান্য ভুল আছে অপু ভাই! এই যে দেখেন, ইনিই হলেন ব্লগের সব থেকে বেশি হিটের অধিকারী প্রথম ব্যক্তি-
এটা ওনার ব্লগ নিক! ক্লিক করে দেখেন!
পাঁচ বছর পূর্তির শুভেচ্ছা রইলো!
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: এটা সামুর একটা বাগ, ফল্ট । আর কিছু না ! ইনার টোটাল হিট দেড় লাখের বেশি না ! আমি ইনার সম্পর্কে জানি !
৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯
সুমন কর বলেছেন: পাঁচ বছর পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা....
আবার দেখে নিলাম হিটার'দের।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: হুম, ৫ বছর কিভাবে পার হয়ে গেল । অবাক হওয়ার বিষয় !
৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১
সাহসী সন্তান বলেছেন: সব থেকে মজার বিষয় কি জানেন, আপনি ব্লগার আমি তুমি আমরা'র যে পোস্টটা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছেন সম্ভাবত তার মন্তব্য গুলো পড়েন নাই! পড়লে আর এই ভুলটা হইতো না!
কারণ ঐ পোস্টের ১০ নং মন্তব্যে ব্লগার অণুজীব এই তথ্যটা দেন! আমি তো প্রথমে এটা দেখে ব্যাপক টাস্কি খাইছিলাম! ক্যামনে সম্ভব! তবে ওনার ব্লগে গিয়ে দেখি ঘটনা সত্যি! ব্যাপক আশ্চার্যজনক ব্যাপার!!
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩১
অপু তানভীর বলেছেন: আমি খুব ভাল করেই মন্তব্য গুলো পড়েছি । আপনি নিচের আরও কিছু মন্তব্য পড়লে এই সামুর এই বাগের কথা জানতে পারতেন ! এটা কেবলই সামুর একটা বাগ ছাড়া আর কিছু না !
৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮
ক্লে ডল বলেছেন: পাঁচ বছর পূর্তিতে অভিনন্দন!
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২
সাহসী সন্তান বলেছেন: হা হা হা, ধরতে পারছেন তাইলে! আরে ভাই আমিও তো জানি! আমি যেদিন প্রথম ওনার ব্লগটা দেখি সেদিনই ওনার সব ব্লগ পোস্টের হিট যোগ করেছিলাম, কিন্তু ঐ আপনার হিসাবের কাছাকাছিই ছিল!
পাঁচ বছর পূর্তিতে একটু মজা করলাম আপনার সাথে!
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন:
৮| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯
গেম চেঞ্জার বলেছেন: আমি হিট খাই নাহঃ তবে হিটলিস্টে আইসা পড়লে ভিন্নকথা
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: সামনে একদিন ঠিক ঠিক চলে আসবেন ।
৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
পাঁচ পাঁচটি বছর পূর্তিতে শুভেচ্ছা ।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১০| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯
অশ্রুকারিগর বলেছেন: ১ আর ৩ যেহেতু নিয়মিত ব্লগিং করেন না তাই তাদেরকে ছাড়িয়ে অচিরেই আপনিই সেরা হিটম্যান হয়ে যাবেন। আপনার স্ট্রাইক রেটও বেশি মাত্র ৫ বছরেই র্যাংকিংএ ৩ এ চলে আসছেন। ১ বছর আগেও ১৩তে ছিলেন। ধুমাইয়া লিখতে থাকেন।
শুভকামনা রইলো সর্বোচ্চ হিটলিস্টের হিটম্যানদের প্রতি।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫
অপু তানভীর বলেছেন: হে হে হে ! হুম আর আর খুব বেশি দিন নাই, একেবারে হিট হইয়া যামু
১১| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
জেন রসি বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৩
পবন সরকার বলেছেন: অভিনন্দন
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৩| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০
অরুনি মায়া অনু বলেছেন: আপনি পাঁচ বছরে আটশোর বেশি পোস্ট লিখেছেন | মাশাল্লাহ্ এতো বিরাট অর্জন | আপনার জন্য সামুর হিট ম্যানদের সম্পর্কে জানতে পারলাম | অভিনন্দন আপনাকে ৫ম বর্ষপূর্তির জন্য |
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন: আর আট টা পোস্ট দিলে নয়শ হয়ে যাবে । এবছরেই ইচ্ছা ছিল কিন্তু ঈদের কারনে দেওয়া হল না ।
ধন্যবাদ
১৪| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
জুন বলেছেন: শুভ পঞ্চ বার্ষিকী
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৭
সবুজসবুজ বলেছেন: অভিনন্দন।
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৬| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৬
পুলহ বলেছেন: পোস্টটা আগেই দেখেছিলাম- কোন এক কারণে মন্তব্য করা হয় নি। এনিওয়ে- অভিনন্দন আপনাকে।
আরো পাঁচ বছর যেনো এরকম দাপটের সাথেই লেখালেখির জগতে রাজত্ব চালিয়ে যেতে পারেন- সে শুভকামনা।
ভালো থাকবেন !
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৭| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৮
আমি তুমি আমরা বলেছেন: পোস্টে আগেও মন্তব্য করেছিলাম। আসেনি কেন-কে জানে?
ভাল কাজ করেছেন। আমি ব্লগে আসিও কম, পুরানো পোস্টগুলো আপডেটও করা হয় না।এই পোস্টের সুবাদে নতুন ব্লগাররা সামুর হিট্ম্যানদের সম্পর্কে জানতে পারবে।
অচিরেই আপনিও হিটম্যানদের সেভেন ডিজিট ক্লাবে প্রবেশ করুন। সবশেষে-পাঁচ বছর পূর্তির অভিনন্দন
২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন: আশা করি আর বছর খানেকের ভেতরেই চলে আসবো কুনো টেনশন নাই । তবে আপনার পুরাতন পোস্ট গুলো আপডেট করা দরকার আস্তে আস্তে । মাঝে মাঝে করে ফেলুন একটা দুইটা করে !
আপনাকেও ছয় বছর পূর্তির অভিনন্দন
১৮| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রদত্ত লিষ্টের বেশির ৯৫% ব্লগার ব্লগে-ই আসেন না অনেক বছর, আর সেখানে ২ জন তো মৃত।
তো তাদের সেই পুরনো হিটলিষ্ট দেখিয়ে বর্তমান সময়ে নিজের ঢোল পেটানো কি নিজেরই বাতুলতা প্রকাশ নয় ??
এ যেন শায়েস্তা খা’র আমলে কেউ দশ টাকা মাইনে পেত, সেটা দেখিয়ে বর্তমান সময়ে এসে বলা দেখ আমি বিশ টাকা মাইনে পাই--এর মত
যাউগ্গা, পঞ্চবর্ষে পর্দাপন আরো ভাল হোক
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬
অপু তানভীর বলেছেন: ভাইজান আমার ঢোল আমি পেটাবো আপনার সমস্যা আছে কি ??
১৯| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: পাচ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ৷ আপনি ও হিটম্যানদের তালিকায় চলে আসবেন
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৭
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়ামনি!!!!!!
শুভ পঞ্চবর্ষীয় ভালোবাসা!