নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইনে কিছু কিছু মানুষ, বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ সুন্দরবনের কাছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পক্ষে কথা বলছে এবং তারা এই পাওয়ার প্লান্টের বিরোধীতার করার ব্যাপারে কিছু নিয়ম নীতিও প্রতিষ্ঠা করেছে । অর্থ্যাৎ আপনি যদি রামপাল পাওয়ার প্লান্ট স্থাপনের বিরুদ্ধে কোন কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই নিয়ম নীতি গুলো মানতে হবে । নতুবা আপনাকে বিরোধীতা আমলে নেওয়া হবে না । অনেক নিয়ম নীতি আসুন অল্প কিছু নিয়ম নীতি দেখে নেওয়া যাক ।
ধারা ১(ক). আপনাকে অবশ্যই সংবিধান সম্পর্কে পরিস্কার ধারনা থাকতে হবে । কেবল ধারনা থাকলেই চলবে না, কতটি ধারা আছে কতটি অনুচ্ছেদ আছে এবং সেই ধারা উপধারা অনুচ্ছেদে কি বলা আছে সেই সমস্ত ব্যাপারেও আপনাকে পরিস্কার ধারনা থাকতে হবে ।
ধারা ২১ (গ). আপনাকে অবশ্যই নির্দিষ্ট সংখ্যক বৃক্ষ রোপন করতে হবে । কতটি বৃক্ষ রোপন করলে আপনি আসলে রামপালের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা অর্জন করবেন সেই বিষয়ে নিকটস্থ দালালী করবুতের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে।
ধারা ৩২ (খ). আপনি যদি অদুর এবং দুর অতীতে কোন প্রকার পরিবেশ দুষন মূলক কোন কাজে অংশ গ্রহন করে থাকেন তাহলেও আপনি রামপাল বিরোধী কোন কথা বলতে পারবেন না । এমন কি ভবিষ্যতেও যদি এমন কোন কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে এই ব্যাপারে কোন কথা বলা থেকে বিরত থাকতে হবে ।
ধারা ৩৪ (ঐ). আপনাকে অবশ্যই পরিবেশ বিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রি থাকা থাকা লাগবে । নয়তো আপনি কিভাবে বলবেন যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে !
ধারা ৫১ (ঙ). আপনি যদি বলতে চান যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কাছে অবস্থিত তাহলে আপনাকে নিজ হাতে গজ ফিতা নিয়ে সেই দুরুত্ব মেপে আসতে হবে । নয়তো সরকারী তথ্য (৯২ কিমি) চোখ বুঝে বিশ্বাস করে নিতে হবে । কোন ভাবেই গুগল ম্যাপ কিংবা বেসরকারী হিসাব বিশ্বাস করা যাবে না ।
ধারা ৫৬ (ক). কেবল মাত্র সরকারী কিংবা সরকার দলী লোকজনের তথ্য উপাত্ত বিশ্লেশনই গ্রহনযোগ্য হবে । অন্য কারো তথ্যের ভিত্তিতে তর্ক করতে আসবেন না ।
ধারা ৫৭ (ঘ). আপনাকে আরও বিশ্বাস করতে হবে যে, যারা সরকারের যে কোন সিদ্ধান্তের বিরোধীতা করে তারা আসলে জামাত শিবির জঙ্গী !
ধারা ৬৮ (খ). হেপাজত যে ২০১৩র দিকে ঢাকায় এসে গাছ কেটেছিল সেই গাছ কাটাতে পরিবেশের যে মারাত্বক ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পরিবেশের যে ক্ষতি হবে, এই দুই ক্ষতিকে আপনাকে একই পাল্লাতে মাপতে হবে ।
ধারা ৬৯ (ক). সুন্দরবনের দু একটা গাছ হয়তো মরবে সেই জন্য প্রত্যেকটি বাড়িতেই "একটি বাড়ি একটি সুন্দরবন গড়ে তোলা সম্ভব এমন মনভাব পেষন করতে হবে । এবং এর ফলে পরিবেশ বিপর্যয়ও ঠেকানো সম্ভব এটাও চোখ বুঝে মেনে নিতে হবে ।
ধারা ১০০. পরিবেশ সংরক্ষন বিষয়ক ক্লজ এই সরকারের আমলে সংবিধানে যুক্ত হয়েছে সুতরাং এই সরকার কোন প্রকার পরিবেশ ধ্বংশ মুলক কাজ করতে পারেন না এই কথা বিশ্বাস করতে হবে ।
উপরে বর্নিত সকল ক্লজ এবং আরও কিছু হিডেন ক্লজ মানতে পারলেই আপনি রামপাল পাওয়ার প্লান্ট স্থাপনের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা অর্জন করবেন । যদি একটিও না থাকে তাহলে আপনি ডিসকোলিফাই !
কিন্তু যদি আপনি রামপালের পক্ষে বলতে যান তাহলে উপরের কোন যোগ্যতা আপনার না থাকলেও চলবে । আপনার সংবিধান জানতে হবে না, পরিবেশ বিষয়ক জ্ঞান থাকাও খুব বেশি দরকার নাই এমন কি আপনাকে গজ ফিতা নিয়ে দুরুত্বও মাপার দরকার নেই । কেবল দালালী মনভাব থাকলেই চলিবে ।
সুংযুক্তি দিলাম দুইটা ফটুঃ
আইডিয়াঃ আপেল আহমুদ এবং অনলাইনের আরো বিভিন্ন মানুষের পোস্ট !
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
অপু তানভীর বলেছেন: ইহাই হচ্ছে !
২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৫
পিলিয়ার বলেছেন: STOP রামপাল
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
অপু তানভীর বলেছেন: স্টপ রামপাল !
৩| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: সবচেয়ে বড় যোগ্যতা যেটা লাগবে সেটা হল : বিরোধীতায় কোন কাজ হবে না এটা মানার যোগ্যতা।
কারণ যে যত বিরোধিতাই করুক সরকার যা করার তা করবেই।
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
অপু তানভীর বলেছেন: এটাও যুক্ত করবো কি না বুঝতে পারছি না
৪| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭
গেম চেঞ্জার বলেছেন: বুঝসি। আমার রামপাল নিয়া কিসসু বলার অধিকার নাআই।
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১
অপু তানভীর বলেছেন: এই তো বুঝছেন
৫| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪
নিয়ামুল ইসলাম বলেছেন: গোপালগঞ্জে করলেইতো সব ল্যাঠা চুকে যায়। সুন্দরবনকেই মারতে হবে
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭
অপু তানভীর বলেছেন:
৬| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০
জুন বলেছেন: এই পোষ্টে মন্তব্য করলে, লাইক দিলে আমাকে ইন্টারপোল দিয়ে ধরে আনবে
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: কিচ্ছু বলা যায় না, কি করলে কি যে হয়ে যেতে পারে কোন ঠিক ঠাকানা নাই
৭| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বলদা কি মাইনশের গায়ে লেখা থাকে??
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: কথা ঠিক
৮| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
এতোদিন ধরে যে সব গল্প লিখে এসেছেন , এটার কাছে সব ফেল । এটা আপনার লেখা শ্রেষ্ঠতম রম্য গল্প ।
রামপাল নিয়ে যতো ফাঁটাফাটি, তাতে শুধু তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধী লোকদের যোগ্যতার ধারাগুলো তুলে ধরেছেন । কিন্তু কেন্দ্র স্থাপনের পক্ষের লোকদের যোগ্যতার ধারাগুলো বলেন নি । এটা অন্যায় ।
আমি উভয়পক্ষের জন্যে একটিই নীতি যুক্ত করতে চাই ------
ভাগ-বাটোয়ারা আর আখের গোছানো তোষামোদের হিসাব - কিতাব না জানলে আপনার, পক্ষে কিম্বা বিপক্ষে বলার কোনও অধিকার নাই ।
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: এটাও যুক্ত করা যেতে পারে অবশ্য
৯| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:০৭
সোহানী বলেছেন: হাঁ অপু, সময় হয়েছে হীরক রাজার মগজ ধোলাইয়ের মেশিনে তোমারে ঢুকানোর.......
"ভারতকে দেওয়া হচ্ছে সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র। চীনকে দেওয়া হচ্ছে বাঁশখালী ধ্বংস করে আরেকটি বিদ্যুৎকেন্দ্র। রাশিয়াকে দেওয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আর আমেরিকাকে দেশের বঙ্গোপসাগরের বিশাল সম্পদের ব্লকগুলো দিয়ে দেওয়া হচ্ছে।"- ''বিদেশীদের কাছে দেশকে দেশকে ভাগ করে দেয়া হচ্ছে''- আনু মুহাম্মদ।
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন: আফা আপনে মনে হয় ঠিক বুঝেন নাই
১০| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:১৯
আরণ্যক রাখাল বলেছেন: হ
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন: খ
১১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৭
তাহ্ফীর সাকিন বলেছেন: রামপাল একটা চিজ !
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪০
অপু তানভীর বলেছেন:
১২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০০
অশ্রুকারিগর বলেছেন: আমি শুধু একটা জিনিস দেখার অপেক্ষায় আছি বাই এনি চান্স রামপাল প্রকল্প যদি স্থগিত হয়ে যায় তাহলে এসব 'অপ্রস্তুত' মনীষীসহ বাকি প্রতিথযশা কুত্তারা কিভাবে তাদের বমি করা পোস্টগুলো গিলে ফেলে।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১২
অপু তানভীর বলেছেন: আপনেও দেখি 'অপ্রস্তুত' সাহেব কে চিনেন
১৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১৬
অশ্রুকারিগর বলেছেন: এসব জিনিস থেকে দূরে থাকতে চাই। তাও সামনে আইসা পড়ে।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন: আমিও তাই । কিন্তু জালালী কবুতর আর দালালী কবুতর বারবার চোখের সামনে চলে আসে !
১৪| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুখে আয় বাবুল
বহুত পুরানা সামুর একখান অমৃতাবেগ মনে পইড়া গেল
এই না হলে অপু শত কথা যাও বলে কোন কথা না বলে
+++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১
অপু তানভীর বলেছেন: চারিপাশের মানুষ দেখি আর ভাবি এরা কেমনে পারে !!
১৫| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০
জেন রসি বলেছেন: আরো আছে। এই প্রকল্পের বিরুদ্ধে কথা বলতে হইলে আপনাকে বামাতি হতে হবে। তাও আবার চীনপন্থি বামাতি। এইটা মিস কইরা গেছেন।
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬
অপু তানভীর বলেছেন: হুম এইটাও যোগ করতে হবে দেখছি !
১৬| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪
আরিয়ান রাকিব বলেছেন: এসব যোগ্যতা না থাকার পরেও যদি আপনি রামপাল বিদুৎ কেন্দ্রের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার পূ্র্ব পূরুষরা রাজাকার ছিলো কিনা সেটা খতিয়ে দেখা হপে।
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০
অপু তানভীর বলেছেন: এটাও দেখা হবে !
১৭| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: কেপি টেস্টের পর অবশেষে ভাদা টেস্টিংয়ের একটা ভালো টুল বাহির হৈলো
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০
অপু তানভীর বলেছেন: পরিস্কার ভাবেই ডিটেক্ট করা সম্ভব !
১৮| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ভাই মসজিদে দুনিয়াবী কথা না বলি
বাংলাদেশে রামপাল নিয়ে কথা না বলি
এতে বহুত ফায়দা হবে
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: বহুত ফায়দা হবে
১৯| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: প্রথমেই আপনাকে প্রচুর প্যাঁদানি খাওয়ার অভ্যাস থাকতে হবে।
তা না হলে সরকারবিরোধী কথা বলার জন্য জেলে গিয়া"গরম ডিম+লাঠির বাড়ি"সহ্য করবেন কেমনে???
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪০
অপু তানভীর বলেছেন: এটাও সত্য অবশ্য
২০| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
রুহুল আমিন খান বলেছেন: ইউনেস্কো যখন সুন্দরবন কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিবেচনা করে রামপাল বিদ্যুত কেন্দ্র না করতে সুপারিশ করেছিলো তখন যারা ইউনেস্কোর গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলোছিলো সেই তারাই এখন ইউনেস্কো নিয়ে মাতামাতি করছে যখন ৭ই মার্চের ভাষন ইউনেস্কো দ্বারা মূল্যায়িত হল
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন: বড়ই তামশা এক
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩
মো: রেহান বলেছেন: ভাই ভালোই বলেছেন...।