নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আবুল, মুরগির খামার এবং তার প্রতিবেশীর গল্প :D

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২



পরিবারের সবার জন্য ভবিষ্যতে ডিমের সরবারহ ঠিক রাখার জন্য আবুল ঠিক করলো যে একটা মুরগির খামার দিবে যেখানে প্রতিদিন তাজা ডিম পাওয়া যাবে, মুরগির মাংশও পাওয়া যাবে । কিন্তু এতো টাকা আবুলের নেই । তাহলে কি করবে সে ?
ঠিক তখনই আবুলের প্রতিবেশী সাহায্যের জন্য এগিয়ে এল । বড় ভালু প্রতিবেশী সে । প্রতিবেশী বলল "আমি তোমাকে সাহায্য করবো, এই খামার আমরা দুজন মিলে গড়ে তুলবো তবে তোমাকে আমার সাথে চুক্তি করা লাগবে" ।

আবুল বলল "কি চুক্তি" ?

প্রতিবেশী লম্বা একটা চুক্তিপত্র তৈরি করলো, সেখানে লিখলো লম্বা লিস্ট । এবং পড়ে শোনাতে লাগলোঃ

১. প্রথমেই খামার থেকে প্রতিদিন যে পরিমান ডিম পাওয়া যাবে তার অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার । যদি ডিম বেজোড় সংখ্যক হয় তাহলে ঐ একটা ভাজি করে অর্ধেক অর্ধেক ভাগ করা হবে ।

২. খামার হবে তোমার বাসার ভেতরে । এখান থেকে মুরগির মলমুত্র পরিস্কারের দায়িত্ব হবে তোমার । এবং মুরগির খামারের যে গন্ধ আসে সেটা তোমাকে সহ্য করতে হবে ।

৩. মুরগির খামারের স্থাপন করতে লাগবে এক লক্ষ টাকা । এর ভেতরে ১৫ হাজার দিবো আমি আর ১৫ হাজার দিবা তুমি । বাকি ৭০ হাজার আমরা লোন নিবো । তবে যে কারো কাছ থেকে লোন নিলে চলবে না । লোন নিতে হবে আমার শালার বাবুর কাছ থেকে । সে তোমাকে সুদে ৭০ হাজার টাকা দিবে ।

৪. মুরগির জন্য যে খাবার লাগবে সেটা কিনতে হবে আমার ছোট ভাইয়ে দোকান থেকে । অন্য কারো কাছ থেকে কিনলে চলবে না । এবং সেটার দামও আমার ছোট ভাই ঠিক করবে ।

৫. যদি কিছু মুরগি মারা যায় রোগে শোকে তাহলে সেটার দায়ভার হবে কেবল মাত্র তোমার । সেটার ক্ষতি পূরন দিবা তুমি ।

প্রতিবেশি সব পড়ে শোনার বলল, দেখেছো তো কত লাভ জনক ডিল হচ্ছে তোমার আর আমার । ফিফটি-ফিফটি পার্টনারশীপ !

আবুল খানিকটা খানিকক্ষন প্রতিবেশির দিকে তাকিয়ে বলল
-আমারে তুমি বুকাদুচা পাইছো ! গেলি এই জায়গা থেকে ?


আবুলও বুঝে !
কেবল আমরাই বুঝলাম না ।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আবুলও বুঝে !
কেবল আমরাই বুঝলাম না

কী যে বলেন - আপনি আবুল হলে কী হবে আমরা ঠিকই সিঙ্গাপুর হতে যাচ্ছি। খালি আমাদের ক্ষমতায় টিকে থাকতে দেন।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬

অপু তানভীর বলেছেন: :|

২| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

ঠ্যঠা মফিজ বলেছেন: আবুলও বুঝে !
কেবল আমরাই বুঝলাম না ।
মিয়া অপু ভাই দিলেনতো পাটণারশিপ ব্যবসাহীদের মধ্যে ঝামেলা পাকায়া । লস্ট প্রযেক্ট ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: নাহ ! বন্ধ আর হচ্ছে কই !!

৩| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

আরিয়ান রাকিব বলেছেন: রাজাকার ছিলেন কিনা খতিয়ে দেখা হবে কিন্তু ভাই :)

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: কেডা ভাই আপনে ? দুই পোস্টেই একই মন্তব্য ?

৪| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

শূণ্য পুরাণ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার অভাব

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: আসলেই ।

৫| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরতিবেশি বড় ভালা!!!

পরিতিবেশির বদনাম সইহ্য করা হবে না!!!!!!!!!!!!!!!!!!

এমন কত শত ৫০:৫০ র তলে পুরা জাতি চাপা..................
++++++++++

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: বড় ভালু প্রতিবেশী :D :D

৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: এই অপু! এগুলো বলে না, দাদারা যে রাগ করবেন

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: :( :((

৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এক্ষেত্রে প্রতিবেশী যে ঘরের লোক।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: অতি ঘরের লুক :D

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: :)

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: :D

৯| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

আপনার আপন বলেছেন: reality

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: :)

১০| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

অশ্রুকারিগর বলেছেন: বুকের পাঠা নিয়ে আবুলের মতো বলতে পারলাম না

-আমারে তুমি বুকাদুচা পাইছো ! গেলি এই জায়গা থেকে ?

মেরুদন্ডহীন অবস্থার উন্নতি চাই।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: সত্য

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

আসাদুল ইসলাম আব্দুল্লাহ বলেছেন: গল্প নয়, সত্য

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৩:১৮

অপু তানভীর বলেছেন: :D

১২| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

অনুকথা বলেছেন: :D :D

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

অপু তানভীর বলেছেন: :D :D

১৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫০

শান্তির দেবদূত বলেছেন: সবাইকে এখন আবুলের মতো হতে হবে। :)

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৫

অপু তানভীর বলেছেন: :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.