নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনকার যে কোন পন্যের বিজ্ঞাপন মানেই হচ্ছে ঝকঝকে এইডি কোয়ালিটির ভিডিও চিত্র । জাতীয় দৈনিক গুলোতেও যে সব বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলো হয় রঙ্গিন আর মন করা । কিন্তু একবার ভেবে দেখুন দেখি আজ থেকে ৫০-৭০ আগে যখন এই এইচ ডি কোয়ালিটি ছিল না তখনকার বিজ্ঞপন গুলো কেমন হত ? কেমন তাদের কোয়ালিটি হত ? সেই সময়ের জন্যই হয়তো বিজ্ঞাপন গুলো ছিল সব থেকে ভাল কিন্তু এখন সেগুলো দেখলে আমাদের কি মনে হতে পারে ?
আসুন আজকে সেরকমই কয়েকটি বিজ্ঞাপন দেখা যাক !
বাটার বিজ্ঞাপন
তিব্বতের বিজ্ঞাপন
আরো বিজ্ঞাপন গুলো দেখা যাক
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
ছবি সংগ্রহে বিশেষ ভাবে কৃতজ্ঞ ফেসবুক গ্রুপ DHAKA - 400 years History in Photographs ।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন: মুখ আর মুখোশের পোস্টার টা আমারও সেরা মনে হয়েছে সব থেকে !
ধন্যবাদ
২| ১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৭
প্যারিস বলেছেন: ভাই আপনার
ছবিব্লগ এ ষাট নব্বই দশকের বিজ্ঞাপন দেখে এই বিজ্ঞাপনটির কথা মনে...
Alo Alo
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫
অপু তানভীর বলেছেন: এটাতো এতো পুরানো না । সেদিনের ! স্থির চিত্র বিজ্ঞাপন গুলো আরও অনেক আগের !
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭
মেহেরুন বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম। পোস্টে ভালোলাগা রইলো।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯
অন্তু নীল বলেছেন: দারুণ লাগল।
অনেক আগের না দেখা বিজ্ঞাপন।
ছাত্রাবস্থায় কিছু বিজ্ঞাপণ নিয়ে কাজ করেছিলাম। বিষয়গুলো বেশ মজার।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৩
অপু তানভীর বলেছেন:
৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২
অগ্নি সারথি বলেছেন: আয়হায় করছেন ডা কি ভাউ! একই অঙ্গে এত্ত রুপ।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭
অপু তানভীর বলেছেন: একই সঙ্গে অনেক রূপ
৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০
অপ্সরা বলেছেন: নাবিস্কো দেখে হাসতে হাসতে শেষ।
বোম্বে ডাইং দেখে মরেই গেছি হাসতে হাসতে।
সবশেষে মুখ ও মুখোশের ড্রইং।
পুরাই মুগ্ধ!
আর রক্তিম ভাইয়ার কমেন্টে কোটি কোটি প্লাস!!!!!!
আর তারপর প্রিয়তে এই পোস্ট!
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৮
অপু তানভীর বলেছেন: আমিও নাবিস্কোর এডটা দেখে খুব হেসেছিলাম । আইডিয়া একখান পাইছিলো !!
৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বোম্বে ডাইংএর এডে
দেই আড়মোরা;
সুড়সুড়ি আরো দেয়
ছবিসহ ফ্লোরা।
তিব্বতও কম না
মডেলের ছড়াছড়ি;
রুপে হই বিমোহিত
সকলেরি প্রেমে পড়ি। (সেভিংক্রীম বাদে)
নাবিস্কো যা দেখালো
হাজার সেলাম ঠুকি;
টিউডরে মন চায়
লেডি সনে বিড়ি ফুঁকি।
বাথরুমে লাক্স ডলে
চোখ বুজে ধ্যান;
এ সাবানই ডলেছিল
সুচিত্রা সেন।(আহা)
এ্যাডে আছে গভীরতা
কয়ে অতি ছোট্ট;
রাজুর উত্তর কভু
দেবে নাকি ভুট্টো?
কালাকোলা নামখানা
শুনে লাগে বেশ;
শায়মাপু খুঁজিতেছে
করিতে কালা কেশ।
সে যুগের এ্যাডে মান
ছিলো বিচিত্র বাহারে;
এ যুগেতে নাচানাচি
রুচিহীন আহারে।
পোষ্টখানা অতি খাসা
টপক্লাস রেট;
দিল থেকে এলো বোল
অপু ভায়া গ্রেট।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১
অপু তানভীর বলেছেন: চমৎকার ! অতি চমৎকার !
৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৭
আনু মোল্লাহ বলেছেন: এই বিজ্ঞাপনগুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য অজস্র ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩
অপু তানভীর বলেছেন:
৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৬
রিকি বলেছেন: স্টার কেন খাই..... পয়লা নম্বর তৃপ্তি পাই.... জিঙ্গেলটা কেমন হত ভাবছি!!
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন:
১০| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাবিস্কো'র বিজ্ঞাপন দেখে অবাক হলাম। অসাধারণ আইডিয়া। দেখলাম ১ নং কমেন্টকারি অলরেডি বলে ফেলেছেন। ফারুকী, আফজাল ফেইল। আর কয়েকটা দেখে মনে হচ্ছে আমরা তখনো সেই সময়কার হিসেবে রক্ষণশীল ছিলাম না...!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৯
অপু তানভীর বলেছেন: সত্য !
১১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৬
মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: বিশ্বখ্যাত টিউডর সিগারেটের পূর্ব পাকিস্তানি বিজ্ঞাপনটি দেখেই বুঝা যায় যে পাকিস্তান আমলে কতটা ধর্মচ্যুত ছিলো এই দেশটা। আমার জন্য সুখের অতীত, ছাগুদের জন্য দুঃখের অতীত।
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০
অপু তানভীর বলেছেন: সত্য
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
গাঙুড় বলেছেন: নস্টালজকি
১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪১
রক্তিম দিগন্ত বলেছেন:
আর্কাইভ পোস্ট।
নাবিস্কোর বিজ্ঞাপনটা অস্থির মাপের। পুরাই হিউমরাস এক বিজ্ঞাপন।
বম্বে ডাইং-এর টা পুরাই ১৮+।
তবে, মুখ ও মুখোশের পোস্টার আমার কাছে এখনো বাংলাদেশের সবচেয়ে সেরা পোস্টার বলেই মনে হয়। এটার মত কোয়ালিটি বা মিনিংফুল পোস্টার এখনো হয়নি আর।
+++