নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের অনেকেই ইনবক্সে জানতে চায় কিভাবে ব্লগে একাউন্ট খুলবে ! কেউ কিন্তু একবারও নিজে নিজে একটা খুলেও দেখবে না । দেখলে হয়তো বুঝতে পারতো যে সামুতে একাউন্ট খোলার মত এতো সহজ কাজ আর কিছু হতে পারে না ।
কি আর করা লিস্টের ফ্রেন্ড সেহেতু প্রতিবারই সেই একই কথা গুলো বলতে হয় । তাই ঠিক করলাম যে একই কথা আর বারবার না বলে এবার থেকে এক লিংক ধরিয়ে দেব সেখান থেকে সবাই নিজ দায়িত্বে দেখে নিক কিভাবে একাউণ্ট খুলতে হয় ।
এটাকে ঠিক ভিডিও টিউটিরিয়াল বলা যাবে না । আমি আসলে স্ক্রিন রেকর্ডার চালু করে সামুতে আরেকটা নতুন একাউন্ট খুলেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কিভাবে করেছি সেটা রেকর্ড করেছি । নিচে দিয়ে দিলাম ভিডিওটা
তবে এখান থেকে না দেখে সরাসরি ইউটিউব থেকে দেখলেই সুবিধা হবে !
ইউটিউব লিংক
720pতে দেখলে সব কিছু পরিস্কার করে বোঝা যাবে আশা করি ! স্ক্রিন যত বড় হবে ততই পরিস্কার ভাবে বোঝা যাবে ।
সামনে সামুর জন্মদিন তার উপর ব্লগ দিবস । ভাবলাম নতুন যারা একাউণ্ট খুলতে পারছে না তাদের একটু উপকার করি !
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা !
১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধনবাদ আপনাকেও জানা আপু
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে এ্যাকাউন্ট খুলতে ইচ্ছুকদের কাজে লাগবে। একটি প্রয়োজনীয় পোস্ট।
ধন্যবাদ ভাই অপু তানভীর।
১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
জানা বলেছেন: বাহ! বেশতো। পোস্টটি অনেকরই কাজে আসবে। আমারও । শুভেচ্ছা এবং অশেষ ধন্যবাদ অপু।